Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ২১ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২৭৫

সুশাসন প্রতিষ্ঠায় সাংস্কৃতিক অঙ্গনের সরব ভূমিকা অপরিহার্য 
                                     -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ই কার্তিক (২১শে অক্টোবর) :

    এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, স'ানীয় সরকার ব্যবস'া শক্তিশালী করা ও সুশাসন প্রতিষ্ঠায় দেশের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের সরব ভূমিকা অপরিহার্য। তিনি আজ ঢাকায় অফিসার্স ক্লাব মিলনায়তনে সাঁকো টেলিফিল্ম কর্তৃক ১২তম সাঁকো টেলিফিল্ম মিউজিক এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

     প্রতিমন্ত্রী বলেন, যে সমাজে জ্ঞানী-গুণীদের কদর নেই, সে সমাজে জ্ঞানী-গুণীর জন্ম হয় না। বর্তমান সরকার দেশের সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান চর্চায় বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করছে। তিনি বিভিন্ন ড়্গেত্রে সৃষ্টিশীল ও আলোকিত মানুষ তৈরি করতে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরো সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন ও ফখরম্নজ্জামান মিলস্নাত। 

    পরে প্রতিমন্ত্রী সিজেএফবি পিস এওয়ার্ড এবং সাঁকো টেলিফিল্ম আয়োজিত দেশবরেণ্য সংগীত ও নৃত্যশিল্পী, সুরকার, গীতিকার, বিনোদন সাংবাদিকসহ সংগীত অঙ্গনের গুণীজনদের সম্মাননা পদক প্রদান করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকেও পলিস্নউন্নয়ন পদক দেয়া হয়। 

    এর আগে প্রতিমন্ত্রী জাতীয়  প্রেসক্লাবে  কোস্টাল জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকন-উদ-দৌলা, বীরমুক্তিযোদ্ধা এস এম ফরিদ উদ্দিন, সফু মিয়া সরকার ও সাংবাদিক নেতা আতাউলস্নাহ খান।

#

আহসান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২৭৪

দীর্ঘস'ায়ী শানিত্মর জন্য গণতন্ত্র সুসংহত করা প্রয়োজন                                                                                     
                                               -- স্পিকার

ঢাকা, ৬ই কার্তিক (২১শে অক্টোবর) :

        বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শানিত্ম দীর্ঘস'ায়ী করতে হলে গণতন্ত্র সুসংহত করা প্রয়োজন। তিনি শানিত্ম, সমৃদ্ধি, নিরাপত্তা, ঐক্য ও  সম-অধিকার প্রতিষ্ঠায় দড়্গিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান।

স্পিকার আজ ঢাকায়  হোটেল সোনারগাঁওয়ে টহরাবৎংধষ চবধপব ঋবফবৎধঃরড়হ  ইধহমষধফবংয কর্তৃক আয়োজিত ২০ঃয ঝড়ঁঃয অংরধ চবধপব ওহরঃরধঃরাব (ঝঅচও) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির  বক্তৃতাকালে এ আহ্বান জানান।

স্পিকার বলেন, ঝড়ঁঃয অংরধ চবধপব ওহরঃরধঃরাব (ঝঅচও) দড়্গিণ এশিয়ায় শানিত্ম প্রতিষ্ঠায় গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি সকল গণতান্ত্রিক দেশগুলোকে সাধারণ জনগণের দারিদ্র্য দূরীকরণ, মানবিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন এবং  আশা আকাঙড়্গার প্রতিফলন ঘটিয়ে শানিত্ম প্রতিষ্ঠায় একসাথে কাজ করার ওপর গুরম্নত্বারোপ করেন।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও দেশে শানিত্ম প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি শানিত্ম প্রক্রিয়ায় সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করার ওপরও গুরম্নত্বারোপ করেন।

সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপিএফ’র মহাসচিব ড. কাজী নূরম্নল ইসলাম, দড়্গিণ এশিয়া পিস ফাউন্ডেশনের এডুকেশন ডাইরেক্টর ড. রবার্ট এস কিটেল এবং দড়্গিণ এশিয়া পিস ফাউন্ডেশনের রিজিওনাল প্রেসিডেন্ট ড. চুং সিক ইয়ং বক্তৃতা করেন। 

#

নূরম্নল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩২৭৩
আঞ্চলিক সহযোগিতা উন্নয়নের অন্যতম নিয়ামক
                                   -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৬ই কার্তিক (২১শে অক্টোবর) :

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আঞ্চলিক সহযোগিতা দ্রুত উন্নয়নের অন্যতম নিয়ামক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে  সহযোগিতা করে যাচ্ছে। ভারত যে ক্রস-বর্ডার বিদ্যুৎ বাণিজ্য নীতিমালা (ঈৎড়ংং-নড়ৎফবৎ চড়বিৎ ঞৎধফব চড়ষরপু) করতে যাচ্ছে সেখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারতের যে কোন কোম্পানি হতে বিদ্যুৎ কিনতে পারবে। ভুটান বা নেপাল হতে জলবিদ্যুৎ আমদানির বিষয়টিও অনেকদূর এগিয়েছে। তুর্কমেনিস্তান-পাকিস্তান-আফগানিস্তান-ভারত (ঞঅচও) বা চীন-মিয়ানমার-ভারত (ঈগও) গ্যাস নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণ সময়ের ব্যাপার মাত্র।

    প্রতিমন্ত্রী আজ ঢাকায় রেডিসন হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পলিসি, এডভোকেসি এন্ড গভর্নেন্স (আইপেগ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক ইনস্টিটিউট কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘চড়বিৎ ্ ঊহবৎমু রহ ঝড়ঁঃয অংরধ : ঈড়হহবপঃরারঃু ঃযৎড়ঁময ঈড়ড়ঢ়বৎধঃরড়হ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দু’দিনব্যাপী এই কর্মশালায় সার্কভুক্ত ৮টি দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্ট ৩০ জন সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

    প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্বের অন্যতম গতিশীল অর্থনৈতিক অঞ্চল হওয়ায় দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি আঞ্চলিক বাজার সৃষ্টির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় এ চাহিদা অনেকটা দ্রুত পূরণ করা সম্ভব হবে।
 
    প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা গেলে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। এই ধরনের আঞ্চলিক সহযোগিতা থেকে বড় দেশগুলোর তুলনায় ছোট দেশগুলো বেশি উপকৃত হয়।

    কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশীয় উন্নয়ন ব্যাংক ইনস্টিটিউটের ডিন  নায়োকী ইয়োশিনো। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপর আইপেগ কর্তৃক প্রকাশিত ‘চৎড়ংঢ়বপঃং ধহফ ঈযধষষবহমবং ড়ভ ঈড়হহবপঃরারঃু ্ ঞৎধফরহম রহ চড়বিৎ ্ ঊহবৎমু : অ জবমরড়হধষ ধহফ ওহঃবৎহধঃরড়হধষ চবৎংঢ়বপঃরাব’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

    আইপেগ-এর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুনীর খসরুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে    ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ বিভাগের চেয়ারম্যান জেনারেল মো. আবদুল মুবীন  বক্তব্য রাখেন।
 #

আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩২৭২

আইসিটি রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে
             -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৬ই কার্তিক (২১শে অক্টোবর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আইসিটি রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের ৭ম পঞ্চবার্ষিকী পকিল্পনায় রপ্তানির জন্য অগ্রাধিকার খাত হিসেবে আইসিটিকে চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি করা সম্ভব। তখন এ খাতে 
২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন আইসিটি খাতের রপ্তানি তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে। 

    বাণিজ্যমন্ত্রী আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় সরকারের আইসিটি ডিভিশন আয়োজিত তিন দিনব্যাপী “ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬” এর শেষদিনে “দি রোড টু ফাইভ বিলিয়ন আইসিটি এক্সপোর্ট বাই ২০২১” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ। বিশ্বের দৃষ্টিও এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশ সফলভাবে এমডিজি অর্জন করেছে, এখন এসডিজি অর্জনের পথে এগিয়ে চলেছে। দেশের শিক্ষিত জনশক্তির একটি বড় অংশ আইসিটি খাতে কাজ করছে। সংগত কারণে এ খাত খুবই সম্ভাবনাময়। গত বছর বাংলাদেশ এখাতে রপ্তানির মাধ্যমে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৩৪ শতাংশ। 

    বাংলাদেশ এসোসিয়েশন অভ্ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জব্বারের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোকনুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বিভিন্ন উদোক্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

#
বকসী/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৩০ ঘণ্টা 

Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon