Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী ২২ এপ্রিল ২০১৬

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৪৮

সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের স্ত্রী’র মৃত্যুতে
তথ্যমন্ত্রী ও তথ্য সচিবের শোক

ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল):

    সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের স্ত্রী আনোয়ারা আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ।

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ পৃথক শোকবাণীতে আনোয়ারা আজাদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে অস্টিন শহরের সেন্ট ডেভিডস হাসপাতালে চিকিৎসাধীন অবস'ায় বাংলাদেশ সময় আজ (শুক্রবার) ভোর পাঁচটায় আনোয়ারা আজাদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।  

    আনোয়ারা আজাদ মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

#

আকরাম/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২০৪০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৪৭

৫০ জন গবেষককে ইউনাইটেড অ্যাওয়ার্ড প্রদান করলেন শিড়্গামন্ত্রী

ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল):

শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ দেশে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রম্নত উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদানে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী আজ ঢাকার ধানমন্ডিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে আনত্মর্জাতিক জার্নালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এমন কৃতী বৈজ্ঞানিক ও গবেষকদের ‘ইউনাইটেড গ্রম্নপ পেপার অ্যাওয়ার্ড ২০১৬’ প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান।

ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রম্নপের উদ্যোগে চালু এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ২০১৩ সালে আনত্মর্জাতিক জার্নালে লেখা প্রকাশিত হয়েছে এমন গবেষকদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে মন্ত্রী অ্যাওয়ার্ড প্রদান করেন।

শিড়্গামন্ত্রী তাঁর বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আলোকিত সমাজ গঠনে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, শিল্পোদ্যোক্তাদের  পৃষ্ঠপোষকতা সরকারের এ লড়্গ্য পূরণে গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউনাইটেড গ্রম্নপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে রিসার্চ পেপার মূল্যায়ন কমিটির চেয়ারম্যান প্রফেসর মুহিবুর রহমানও বক্তৃতা করেন।

#

সাইফুলস্নাহ/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৪৬

‘গাছ লাগান, নদী বাঁচান’ - ধরিত্রী দিবসে তথ্যমন্ত্রী

ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল):

    অপরিকল্পিত নগরায়ন, মানুষের লোভ, ভূমিদস্যুতা ও জঙ্গি-আগুন সন্ত্রাসকে পরিবেশের মহাশত্রম্ন হিসেবে বর্ণনা করে পরিবেশ বাঁচাতে বৃড়্গরোপণ ও নদীরড়্গার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।   

    আজ বিশ্ব ধরিত্রী দিবসে ঢাকায় পরিবেশরড়্গায় কর্মরত সংগঠন নোঙর, গ্রিন বাংলা কোয়ালিশন ও গ্রিন স্টেপস আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

    জাতিসংঘ নির্ধারিত দিবসটির প্রতিপাদ্য ‘ধরিত্রীর জন্য বৃড়্গ’ (ঞৎববং ভড়ৎ ঃযব ঊধৎঃয) এর সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে নোঙর ও গ্রিন বাংলা কোয়ালিশন আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে হাসানুল হক ইনু বলেন, ‘প্রতিজনে একটি গাছ লাগাতে হবে। গাছ যেমন পরিষ্কার বায়ু, খাদ্য ও জ্বালানি দেয় তেমনি পরিবেশকে টেকসই ও জীববৈচিত্র্য রড়্গা করে এবং দারিদ্র্য কমাতে সাহায্য করে।

    জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃহত্তর সহযোগিতার প্রয়োজন উলেস্নখ করে মন্ত্রী বলেন, পরিবেশ বাঁচিয়ে বাংলাদেশকে সবুজ ও পরিষ্কার করে তুলতে দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক- তিন ধাপেই কাজ করতে হবে।  

    এর আগে সকালে রাজধানীর আহসান মঞ্জিলে গ্রিন স্টেপস আয়োজিত সদরঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে  পবিত্র হাদিস উদ্ধৃত করে তথ্যমন্ত্রী বলেন, ‘নবীকরিম (সাঃ) বলেছেন, কি শানিত্মতে-কি যুদ্ধে কখনোই শিশু, বৃদ্ধ, নারী ও পুরোহিত হত্যা করো না এবং গাছ কেটো না। কিন' জঙ্গি-জামাত-আগুন সন্ত্রাসীরা তা মানে না। তাই এরা মানুষ, পরিবেশ, প্রকৃতি ও ধর্মের বড় শত্রম্ন। ঐক্যবদ্ধভাবে এদের পরিবেশনাশকতা দমন করতে হবে।’ গ্রিন স্টেপস সভাপতি জুবায়ের আহমেদের নের্তত্বে তরুণদের একটি দল সদরঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালায়।

    সমাবেশ ও মানববন্ধনে আলোচকবৃন্দ নদীমাতৃক বাংলাদেশের পরিবেশ বাঁচাতে নদীরড়্গা, নদীর পুনঃখনন, নদীতীরে ও বাড়ির চারপাশে বৃড়্গরোপণ এবং ভবিষ্যতের পরিবর্তিত জলবায়ুতে মানুষের খাপ খাওয়ানো সহায়ক ‘অভিযোজন নীতি ও আইন’ প্রণয়নের দাবি জানান।

#

আকরাম/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা 

Handout                                                                               Number: 1345

 

Foreign Minister attends the

 Launching of the High-level Panel on Water

 

New York, 22 April :

 

          Foreign Minister Abul Hassan Mahmood Ali attended the Launching of the High-level Panel on Water with the UN Secretary General Ban Ki-moon yesterday at the UN Headquarters in New York. The High-level Panel, formed jointly by the UN Secretary General and the President of the World Bank, consists of 12 Heads of State/Government. Prime Minister Sheikh Hasina is a Member of this very important panel and the Foreign Minister represented her at this meeting.   

 

          The Panel is expected to provide the leadership required to champion a comprehensive, inclusive and collaborative way of developing and managing water resources and improving water and sanitation related services. The first meeting decided to develop narratives on best policies and institutions, and to advocate approaches for financing and implementation to achieve water related goals adopted in the internationally agreed agendas.  

 

          In his intervention, Foreign Minister flagged that climate vulnerable countries like Bangladesh face intense challenges regarding availability of safe water. He emphasized on the need of balanced approach to the question of water security, and also called for technology transfer to the Least Developed Countries to develop their capacity in the area of efficient water management.

 

 

#

Mahmud/Mosharaf/Abbas/2016/1805 Hours

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ১৩৪৪

আওয়ামী লীগ নেতা ডা. আলমগীর হোসেনের মৃত্যুতে
শিল্পমন্ত্রীর শোক

ঢাকা, ৯ বৈশাখ (২২ এপ্রিল):

     শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা আওয়ামী লীগের স্বাস'্য বিষয়ক সম্পাদক ডা. আলমগীর হোসেন (৫৫) এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
    কানাডা সফররত শিল্পমন্ত্রী আজ এক শোকবাণীতে বলেন, মরহুম ডা. আমলগীর হোসেন ছিলেন নলছিটি উপজেলার মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাস'্যসেবা প্রদানের ড়্গেত্রে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর অকাল মৃত্যুতে নলছিটিসহ ঝালকাঠি জেলার সাধারণ জনগণ একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে হারালো।

শিল্পমন্ত্রী মরহুম ডা. আমলগীর হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উলেস্নখ্য, ডা. আলমগীর হোসেন আজ ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন (ইন্নালিলস্নাহে ........ রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

#

জলিল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা

 

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon