Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০১৯

তথ্যবিবরণী ০২/০৫/২০১৯

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ১৭৮৩
 
ফণীর সম্ভাব্য আঘাতে নেটওয়ার্ক সচল রাখতে সর্বাত্মক জরুরি ব্যবস্থা গ্রহণ
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতের পর দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সকল সংযোগ বহাল রাখার লক্ষ্যে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়সহ এর অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছেন।
 
মন্ত্রী আজ মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ নির্দেশনা প্রদান করেন। জরুরি ব্যবস্থা গ্রহণের প্রস্ততির অংশ হিসেবে কক্সবাজার এবং কুয়াকাটায় সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশন দু’টি দুর্যোগকালীন সময়ে সচল রাখার জন্য অন্তত সাত দিনের বিকল্প বিদ্যুতের প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। 
 
মন্ত্রী কক্সবাজার এবং কুয়াকাটায় সাবমেরিন কেব্ল ল্যান্ডিং স্টেশনসহ উপকূলীয় এলাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল এবং নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি অপারেটর বিশেষ করে এনটিটিএনগুলোকেও সর্বাত্মক সতর্ক থাকার নির্দেশ দেন।
 
বিটিসিএল দুর্যোগ  মোকাবেলায় ইতোমধ্যে ঢাকা, চট্রগ্রাম এবং খুলনায় নিয়ন্ত্রণ কক্ষ  স্থাপন করেছে। আগামীকালের মধ্যে উপকূলীয় সকল জেলায় বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের জন্য প্রয়োজনীয়  ডিজেলের মজুদ সম্পন্ন হবে। নিয়ন্ত্রণ কক্ষের  টেলিফোন নম্বর হচ্ছে, ঢাকা ০২- ৮৩৩২২০০ এবং ৫৮৩১২৩৪৫, খুলনা ০৪১-৭২৪৯৯৯ এবং চট্রগ্রাম ০৩১-৬২৭০৫৫। এছাড়াও  টেলিটকের ব্যবস্থাপনায় ১০৯০ নাম্বারটি নিয়ন্ত্রণকক্ষের জন্য সার্বক্ষণিকভাবে থাকবে। এই নাম্বারটিতে একই সাথে ৫ হাজার জন হিট করতে সক্ষম হবেন।
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ^াস নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখছেন। 
 
#
 
শেফায়েত/মাহমুদ/এনায়েত/সেলিমুজ্জামান/২০১৯/২৩০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৭৮২
 
অর্থনৈতিক জোন বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখবে
                                          --- শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, সারা দেশের শতাধিক অর্থনৈতিক জোন বেকার সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে। অর্থনৈতিক জোনগুলোতে প্রচুর দক্ষ শ্রমিক প্রয়োজন হবে। এজন্য এখনই বিভিন্ন খাতে দক্ষ শ্রমিক তৈরিতে আমাদের উদ্যোগী হতে হবে। 
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে মে দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে শ্রমিকের অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠায় মালিক -শ্রমিক ও সরকারের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে, উৎপাদন বৃদ্ধিতে মালিক- শ্রমিক সম্পর্ক হƒদ্যতাপূর্ণ হতে হবে। তিনি শ্রমিকদের যে কোনো অভাব অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিনা খরচের হেল্প লাইনের সুবিধা গ্রহণের আহ্বান জানান। প্রতিমন্ত্রী শ্রমিকদের তাদের অধিকার সুরক্ষায় শ্রম আইন সম্পর্কে সচেতন হবার পরামর্শ দেন।
  সেমিনারের মূল প্রবন্ধে শ্রমিকদের জন্য কার্যকর ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও সিবিএ গঠন এবং সুস্থ ধারার ইউনিয়ন ও শ্রম সংগঠনের পেশাদারিত্বের সংস্কৃতি চালু, যে কোনো অভাব-অভিযোগ আইন - বিধি অনুযাযী করা, সামাজিক সংলাপকে গুরুত্ব দেয়া এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করার সুপারিশ করা হয়। যে কোনো অভিযোগ নিষ্পত্তিতে কলকারখানার অভ্যন্তরে অভিযোগ নিষ্পত্তি সেল চালু করা এবং সচ্ছতার মাধ্যমে কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিতকরণে তাদের মনে কারখানার মালিকানা স্বত্বের মুল্যবোধ তৈরি করতে সুপারিশ করা হয়। 
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়ের সভাপতিত্বে সেমিনারে সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু এবং শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম বক্তৃতা করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ।
#
 
আকতারুল/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা  

Handout                                                                                                     Number : 1781

 

Special weather bulletin - 2

 

Dhaka, May 02 :

 

            The very severe cyclonic storm 'FANI' over westcentral bay and adjoining area moved north-northeastwards further over the same area (lat. 16.7°N, long. 84.6°E) and was centred at 12 noon today (2 may 2019) about 1005 km southwest of Chattogram port, 970 km southwest of Cox's bazar port, 850 km southwest of mongla port and 865 km southwest of payra port. It is likely to intensify further, move in a north-northeasterly direction, cross odisha coast of India by afternoon of 3 may 2019 and then moved north-northeasterly direction over Odisha west bengal coastal area, reach khulna and adjoining southwestern part of Bangladesh by evening of 3 may 2019. Khulna and adjoining southwestern coastal region of Bangladesh may experience the peripheral effect of the very severe Cyclonic storm 'FANI' by the morning of 3 may 2019.

 

             Maximum sustained wind speed within 74 kms of the storm centre is about 160 kph rising to 180 kph in gusts/ squalls. Sea will remain very high near the cyclone centre.

 

            Maritime ports of mongla and payra have been advised to keep hoisted danger signal nubmer seven. Coastal districts of Bhola, Borguna, Patuakhali Barishal, Pirozpur, Jhalokathi, Bagherhat, Khulna, Satkhira and their offshore islands and chars will come under danger signal number seven.

 

            Maritime port of Chattogram has been advised to keep hoisted danger signal number six. Coastal districts of Chattogram, Noakhali, Laxmipur, Feni, Chandpur and their offshore islands and chars will come under danger signal number six.

 

            Maritime port of Cox's bazar has been advised to keep hoisted local warning signal number four.

 

            Under the influence of the very severe cyclonic storm 'FANI' and the newmoon phase, the low-lying areas of the coastal districts of Chattogram, Noakhali, Laxmipur, Feni, Chandpur, Borguna, Bhola, Patuakhali, Barishal, Pirozpur, Jhalokathi,  Bagherhat, Khulna, Satkhira and their offshore islands and chars are likely to be inundated by storm surge of 4-5 feet height above normal astronomical tide,

 

            The coastal districts of Chattogram, Noakhali, Laxmipur, Feni, Chandpur, Borguna, Patuakhali, Barishal, Bhola, Pirozpur, Jhalokathi, Bagerhat, Khulna, Satkhira and their offshore islands and chars are likely to experience wind speed up to 90-120 kph in gusts/ squalls with heavy to very heavy falls during the passage of the storm.

 

            All fishing boats and trawlers over north bay and deep sea have been advised to remain in shelter till further notice.

#

 

Rahman/Mahmud/Rahat/Salim/2019/1920  Hrs

Handout                                                                                                          Number : 1780

Bangladesh-US 7th Security Dialogue held in Dhaka

Dhaka,  May 2 :

          The 7th Bangladesh-US Security Dialogue concluded successfully in Dhaka today. Director General, Americas Wing, Ministry of Foreign Affairs Ferdousi Shahriar and Deputy Assistant Secretary of the Bureau of the Political Military Affairs, US State Department Michael F. Miller led the respective side in the dialogue. Among the key issues discussed in the dialogue were : peacekeeping with reference to Bangladesh’s role and involvement in building peacekeeping capacity, military to military cooperation, security assistance, defense trade, counterterrorism, countering violent extremism, border and regional issues with reference to the ongoing Rohingya crisis, vision of a Free and Open Indo-Pacific, human security and border issues.

 

            The US side lauded Bangladesh’s role as a troops contributing nation and the availability of required training facilities in Bangladesh to prepare the peacekeepers for missions anywhere in the world. The Bangladesh side noted that Bangladesh is on the verge of fulfilling the UN requirement of 15% female peacekeepers.

 

            The meeting noted security cooperation as a key component in bilateral cooperation. The US side reiterated its support to the armed forces and law enforcers of Bangladesh in enhancing capacity through various forms of trainings, sharing of information, sophisticated equipment and joint exercises. The two sides discussed the issue of re-introducing Bangladesh Biman flight between Dhaka and New York.

 

            The two sides agreed to strengthen cooperation on counterterrorism and civilian security issues. Bangladesh reiterated its stated position of “zero-tolerance” against any form of terrorism. Bangladesh requested the US to return Rashed Chowdhury, a convicted killer of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, to Bangladesh to face justice. Information and data sharing was identified as a very vital area of cooperation in nabbing terrorists and preventing crimes.

 

            The meeting had a brief overview of the traditional and non-traditional security concerns facing both countries in the region. The Rohingya issue was identified as threat multiplier in regional and global contexts. The US side assured to remain beside Bangladesh in executing a sustainable and dignified return of the forcibly displaced Rohingyas to their homeland, Myanmar. The US side responded affirmatively to Bangladesh’s call for working together in the maritime domain on security matters. The two sides agreed to work together on multiple aspects of non-traditional security (NTS) in future.

 

#

 

Marzuk/Mahmud/Farhana/Enayet/Mosharaf/Salim/2019/2020 Hrs.

তথ্যবিবরণী                                                                                         নম্বর :   ১৭৭৯
 
রবীন্দ্র সংগীত রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের এক বিশেষ দিক
                                       -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাঁর বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তাঁর পদচারণা নেই। রবীন্দ্র সংগীত রবীন্দ্রনাথের সৃষ্টিশীল জীবনের এক বিশেষ দিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথের রচিত ‘আমার সোনার বাংলা’ গানকে আমাদের জাতীয় সংগীতের মর্যাদা দিয়েছেন।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা আয়োজিত তিন দিনব্যাপী (২ থেকে ৪ মে) অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  
 
কে এম খালিদ বলেন, পবিত্র মাহে রমজানের কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকীর মূল জাতীয় অনুষ্ঠান এবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা রবীন্দ্রনাথের গানের চর্চায় এ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন।  প্রতিমন্ত্রী এ সময় সংস্থাটিকে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
 
বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সহসভাপতি প্রমোদ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক সালমা আকবর ও পীযূষ বড়ুয়া।
 
#
 
ফয়সল/ফারহানা/ইসরাত/রফিকুল/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৭৭৮
 
হালদা বেড়ি বাঁধ
ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে
                  --- পানি সম্পদ উপমন্ত্রী
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
হালদা বেড়ি বাঁধ নির্মাণ করতে গিয়ে যাদের কৃষি জমি থেকে মাটি খনন করা হয়েছে এবং যাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবাইকে যথাযথ ক্ষতিপূরণ দেয়া হবে। 
আজ চট্টগ্রামে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা রামদাশ মুন্সীর হাট এলাকায় হালদা নদীর তীর সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। তিনি বলেন, ২৪৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলায় হালদা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের শতকরা ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। ২১ কিলোমিটার বেড়ি বাঁধ নির্মাণের মধ্যে ১২ কিলোমিটারের অধিক নির্মাণ সম্পন্ন হয়েছে। চলতি বছরেই কাজ শেষ হবে জানিয়ে তিনি আরো বলেন জনস্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে হালদার জন্য সব কিছু করা হবে। এ সময় স্থানীয় লোকজন বেড়ি বাঁধের সৌন্দর্য বৃদ্ধিতে সৌর বাতি স্থাপনের অনুরোধ করলে তিনি উপস্থিত প্রকল্প সংশ্লিষ্টদের সৌর বাতি স্থাপনের নির্দেশনা দেন। 
সাংবাদিকদের সাথে আলাপকালে উপমন্ত্রী বলেন, হালদার তীর ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ডাম্পিংয়ের ফলে কোনো ধরনের ক্ষতি হলে তা খতিয়ে দেখা হবে। 
এর আগে প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তারা উপমন্ত্রীকে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। এরপর উপমন্ত্রী হাটহাজারী উপজেলা চেয়ারম্যান, নদীতীরের স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে স্থানীয়দের সাথে সমন্বয় রেখে সেনাবাহিনীর সাথে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। 
পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম শামসুল করিম, চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী মোশারফ হোসেন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড ‘চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী রাউজান উপজেলায় হালদা নদীর ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় হাটহাজারী, রাউজান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশে ১২ দশমিক ১২ কিলোমিটার ভাঙন কবলিত এলাকায় ব্লক পাথর বসানো, হালদা নদীর ডান তীরবর্তী এলাকায় ৬ কিলোমিটার বাঁধ নির্মাণ, ১৫ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ ও শূন্য দশমিক ৫৫ কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ এবং জোয়ারের পানি হতে রক্ষায় ৪ কিলোমিটার সড়ক কাম বাঁধ উঁচু করা হবে।
#
 
নাছের/মাহমুদ/ইসরাত/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৭৭
 
রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদনের অটোমেশন কার্যক্রম উদ্বোধন
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘আজ দীর্ঘসূত্রতার আর হয়রানির অবসানে শুরু হলো দ্রুত সেবা পাওয়ার যুগান্তকারী পরিবর্তন। স্বচ্ছতা আনার ভিত্তি হিসেবে টেবিলে টেবিলে ধর্ণা দিয়ে অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরিবর্তে বাসায় কিংবা যে কোন জায়গায় বসে নকশা অনুমোদনসহ ছাড়পত্র ও অন্যান্য সেবা অনলাইন থেকে নেয়া যাবে’।
আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন অটোমেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘সারা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। সারা দুনিয়া এখন হাতের মুঠোয়। এই হাতের মুঠোয় আনার পদ্ধতি বাংলাদেশে চালু করার স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনায় তাঁরই সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় কার্যত বাংলাদেশকে আজ ডিজিটাল বাংলাদেশ পৌঁছে দিয়েছেন। সে ক্ষেত্রে কেনো মন্ত্রণালয় পিছিয়ে থাকবে তা হতে পারে না।’
দীর্ঘসূত্রতার যন্ত্রণা সেবাগ্রহীতারা বোঝেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের মালিক জনগণ, আমরা জনগণের সেবক। মালিকদের অধিকার ফিরিয়ে দেয়া শেখ হাসিনা সরকারের লক্ষ্য। আমরা আজ যুগান্তকারী পরিবর্তনের যে ধারা সূচনা করলাম, সেটা এখানে শেষ হবে না, এটা চলমান প্রক্রিয়া। সেবা পেতে কাউকে টেবিলে টেবিলে আর ধর্ণা দিতে হবে না।’
রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বিত্ত-বৈভব বড় নয়। চিত্তকে বিত্তবান করেন। নৈতিকতাকে বড় করেন, মূল্যবোধকে বড় করেন। আসুন আমরা সকলে মিলে শুধু দৃশ্যমান উন্নয়ন নয়, নীতি-নৈতিকতায়, মূল্যবোধে উন্নত হই।’
রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন এবং মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, রাজউকের সদস্যবৃন্দ ও অন্য কর্মকর্তাবৃন্দ।
#
 
ইফতেখার/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৭৬
 
ইন্দোনেশিয়ায় পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক 
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সুইমিং পুলের পানিতে ডুবে নিহত বাংলাদেশি শিশু আবনাওয়ার আল হেলালির মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, শিশুটির মৃত্যুর খবর পাওয়া মাত্রই জাকার্তা’র বাংলাদেশ মিশনের পক্ষ থেকে নিহতের পরিবার, হাসপাতাল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আগামীকাল শিশুটির লাশ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
#
 
তৌহিদুল/ফারহানা/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৭৫
 
রমজানে পচা বাসি ও ভেজাল খাবার রোধে জিরো টলারেন্স
                                                --- খাদ্যমন্ত্রী
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আসন্ন রমজানে পচা, বাসি ও ভেজাল খাবার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ নীতি গ্রহণ করা হবে। 
আজ খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত আছে। রমজানে ঢাকাসহ বিভাগীয় শহরে ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি খাদ্য স্থাপনাসমূহ মনিটরিং করারও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য মন্ত্রণালয়সহ সহযোগী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষায় খাদ্যমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। 
সভায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা, অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার অতিথিবৃন্দ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি ও হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।
#
 
সুমন/মাহমুদ/ইসরাত/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর :   ১৭৭৩
তথ্যমন্ত্রীর সাথে চলচ্চিত্র অনুদান কমিটির চার সদস্যের ফলপ্রসূ বৈঠক
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
তথ্য মন্ত্রণালয়ের ২০১৮-২০১৯ অর্থবছরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সকল সদস্য তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখছেন। যে চারজন সদস্য পদত্যাগ করার কথা বলেছিলেন, গতকাল রাতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদের সাথে বৈঠকের পর তারা কমিটিতে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাবেন বলে মন্ত্রীকে জানান। 
গতকাল বুধবার সন্ধ্যায় চলচ্চিত্র অনুদান কমিটির চারজন সদস্য মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম ও মতিন রহমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদের মিন্টু রোডের সরকারি বাসভবনে বৈঠক করেন। তথ্যসচিব আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, অনুদানের ছবির সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবারের অনুদান সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তথ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। এতে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। 
#
তথ্যবিবরণী                                                                                          নম্বর :    ১৭৭৪
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সভায় তথ্যমন্ত্রী
গণমাধ্যমের বিকাশ অব্যাহত রাখতে দায়িত্বশীলতা আবশ্যক
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘গণমাধ্যমের বিকাশ অব্যাহত রাখতে দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। কারণ স্বাধীনতার পাশাপাশি আসে দায়িত্ববোধ।’ 
জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে ৩ মে-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘গণমাধ্যম চিত্র : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। 
তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্বের উন্নয়নের জন্যই দায়িত্বশীলতার চর্চা আবশ্যক। ভুঁইফোড় সাংবাদিকদের উদ্ভবও একটি প্রতিবন্ধকতা। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং তথ্য মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ গণমাধ্যমের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।’
ডিজিটাল নিরাপত্তা আইনকে সময়ের প্রয়োজন হিসেবে বর্ণনা করে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘কারো বিরুদ্ধে কোনো অসত্য ইন্টারনেট বা ইলেক্ট্রনিক মাধ্যমে প্রচার করলে তার প্রতিকারের জন্যই এই আইন। পৃথিবীর দেশে দেশে সময়ের প্রয়োজনে এ আইন প্রণীত হচ্ছে। তবে এ আইনের অপপ্রয়োগ ও সাংবাদিকদের হয়রানি যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
মন্ত্রী এ সময় ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' প্রণীত স্বাধীন গণমাধ্যম সূচকে ৩৮ নম্বর ক্রমিকে থাকা যুক্তরাজ্যের উদাহরণ টেনে বলেন, ‘একটি ভুল সংবাদ প্রকাশের কারণে যুক্তরাজ্যের দেড়শ’ বছরেরও পুরনো পত্রিকা দি নিউজ অভ্ দা ওয়ার্ল্ড এর প্রকাশনা বন্ধ হয়ে গেছে, ভুল তথ্য পরিবেশনের কারণে সেখানে বিবিসি ওয়ার্ল্ড এর একটি পুরো দলকে পদত্যাগ করতে হয়েছে, কিন্তু আমাদের দেশে এমন ঘটনা নেই। সে কারণেই তাদের সূচকে বাংলাদেশের চারধাপ অবনমন ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য।’ 
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, পারভীন  এফ চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, আব্দুল কাইয়ুম, রিয়াজ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ সভায় বক্তব্য রাখেন। 
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৮২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৭২
 
বিশ^ ভোক্তা দিবসের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী
ভোক্তাকে সচেতন হতে হবে 
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। অন্যায়ভাবে কোনো ভোক্তাকে ঠকানো যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাকে সচেতন করে তোলা হচ্ছে। ভোক্তার অধিকার রক্ষায় দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। জেলা, উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। ভোক্তা সচেতন হলে ঠকার সম্ভাবনা থাকে না। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত বিশ^ ভোক্তা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।   
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, কনজ্যুমার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব গোলাম রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর। 
উল্লেখ্য, বিশ^ ভোক্তা অধিকার দিবস-২০১৯ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। বিশ^ ভোক্তা অধিকার দিবস ২০১৯ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
#
বকসী/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর :   ১৭৭১
 
 
মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে
                                               -- পরিকল্পনামন্ত্রী
 
রংপুর, ১৯ বৈশাখ (২ মে) :
 
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশ দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
 
মন্ত্রী আজ রংপুর বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন। রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ পর্যালোচনা সভার আয়োজন করে। 
 
মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় থেকে প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্পের মান নিয়ে জনমনে যাতে কোনো সংশয় না থাকে তার দায়িত্ব প্রকল্প পরিচালকদেরকেই নিতে হবে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে যাতে এর সুফল জনগণ ভোগ করতে পারে।
 
উল্লেখ্য, রংপুর বিভাগে বাস্তবায়নাধীন ৪৭টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রাক্কলিত ব্যয় ১২ হাজার ৩৯ কোটি ৩২ লাখ, যার মধ্যে ২০১৮-২০১৯ অর্থবছরের বরাদ্দ ১ হাজার ৭২৪ কোটি ৫৮ লাখ।
 
বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে আইএমইডির সচিব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ, পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান বুরোর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন, আইএমইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর বিভাগের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
 
এর আগে মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর যাওয়ার পথে মহাসড়কের পাশে নির্মাণাধীন রংপুর পল্লী উন্নয়ন একাডেমির বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন।
 
#
শাহেদ/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৭৭০
 
ঘূর্ণিঝড় ‘ফণি’
নৌপরিবহন মন্ত্রণালয় কন্ট্রোল রুম খুলেছে
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
ঘূর্ণিঝড় ‘ফণি’র বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়  একটি কন্ট্রোল রুম খুলেছে। সচিবালয়স্থ নৌপরিবহন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম নম্বর হলো ৮০১/ক এবং এর টেলিফোন নম্বর 
০২-৯৫৪৬০৭২।
ঘূর্ণিঝড় ‘ফণি’র সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য এ কন্ট্রোল রুম খোলা  হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬৯
 
ঘূর্ণিঝড় ‘ফণি’
উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে
 
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণি’এর  প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছয় নম্বর এবং কক্সবাজার বন্দরে চার নম্বর আবহাওয়া সংকেত বলবৎ থাকায় যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সকল যাত্রীবাহী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                      &nb
Todays handout (15).docx Todays handout (15).docx