Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী - 11.04.2019

তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৪৮২
 
ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
                                              -- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
 
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন সকল দপ্তর ও সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণ ঠিকমত সেবা পেলে জবাবদিহিতা নিশ্চিত হবে। 
 
মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে, ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯’  উপলক্ষে ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
উল্লেখ্য, বৃহস্পতিবার ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা, ২০১৯ ঢাকা মহানগরী অঞ্চলের ভূমি সেবা ক্যাম্প আজ শুধু একদিনের জন্য শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে অনুষ্ঠিত হয়। আগামীকাল  ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকা মহানগরীতেও ভূমি অফিস কিংবা অফিস প্রাঙ্গণে ভূমি সেবা ক্যাম্প চলবে। 
 
মন্ত্রী বলেন, সিস্টেম ডেভেলপমেন্টের অংশ হিসেবে সরকার গোটা ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্যোগ নিয়েছে। এতে দেশের মানুষ যেমন উপকৃত হবেন তেমন অনিবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন। সরকারের নির্বাচনি ইশতেহারে ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর করা এবং ব্যবহার পরিকল্পনার কথা বলা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেইভাবেই কাজ করছি। 
 
ঢাকা বিভাগের কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি সচিব (ভারপ্রাপ্ত) মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মোঃ শাহজাহান বক্তৃতা করেন। 
 
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকেই ভূমি সেবা ক্যাম্পে প্রচুর জনসমাগম হয়।  
 
#
 
নাহিয়ান/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২১৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৪৮১
আন্তঃধর্মীয় সংলাপ ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে 
                                             --- ধর্ম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো জোরদার করতে হবে। জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংলাপের আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মাধ্যমে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও শিক্ষার কথা জনগণের মাঝে ছড়িয়ে দেয়া হবে। 
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা অডিটোরিয়ামে ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যেক ধর্মের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ ধর্ম সম্পর্কে ভালভাবে জানা উচিত। তাহলে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের সচেতনতা তৈরি হবে। তিনি বলেন, এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের। সকলে মিলেই এদেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। 
মোঃ আব্দুল্লাহ বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে সমানভাবে কাজ করে যাবে। ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার অন্যায় ও দুর্নীতি সহ্য করা হবে না। 
ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপে আরো বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সেলিম রেজা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভোষণ বড়ুয়া প্রমুখ। 
#
আনোয়ার/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৪৮০
 
আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুম লোডশেড মুক্ত থাকবে
                                             --- বিদ্যুৎ উপদেষ্টা 
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম বলেছেন, আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুম লোডশেড মুক্ত রাখা হবে। কারিগরি কারণে মাঝে মাঝে বিভ্রাট হতে পারে কিন্তু কিছুতেই লোডশেড করার প্রয়োজন হবে না।
  উপদেষ্টা আজ আন্তঃমন্ত্রণালয় সভায় চলতি গ্রীষ্ম মৌসুমে ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আলোচনাকালে এ কথা বলেন। সভায় আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণী বিতানসমূহ খোলা রাখার বিষয়ে বিদ্যমান আইন অনুসরণ করা  এবং চলতি গ্রীষ্ম মৌসুমে ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গ্যাস সরবরাহ বৃদ্ধিকরণ, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা, ইফতার ও তারাবির সময় এসি ব্যবহার সীমিত রাখা, বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা, কোন এলাকায় লোডশেড করতে হলে লোডশেডিং সম্পর্কে গ্রাহককে পূর্বেই অবহিত করা এবং টেকনিক্যাল কারণে বা অন্য কোনো কারণে যেন লোডশেড না হয় সেদিকে সজাগ থাকা,  ইফতার, তারাবির নামাজ ও সেহেরির সময়ে লোডশেড না করা, পিক আওয়ারে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ রাখা ইত্যাদি বিষয় আলোচনা ও পর্যালোচনা করা হয়।  
সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমেদ কায়কাউস বলেন, বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বেশি আছে। রমজানে সন্ধ্যার সময় হঠাৎ করে চাহিদা ব্যাপক আকারে বেড়ে যায়। যেহেতু এখনো এনএলডিসি (ঘখউঈ) ম্যানুয়্যালি এই কাজ করে তাই সকলের সহযোগিতা প্রয়োজন। দোকান বা বাসাবাড়িতে ব্যবহৃত তার বা বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন এতে দুর্ঘটনা বহুলাংশে কমে যাবে। 
এ সময় দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, দোকান মালিক সমিতির মহাসচিব মোঃ জহিরুল হক ভূইয়াসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  
 
#
আসলাম/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা 
ঐধহফড়ঁঃ ঘঁসনবৎ : ১৪৭৯
 
ইধহমষধফবংয শববহ ঃড় ংরমহ ঋঞঅ রিঃয ঝড়ঁঃয অসবৎরপধহ ঃৎধফব নষড়প গঊজঈঙঝটজ
 
উযধশধ, অঢ়ৎরষ ১১ :
 
ঋড়ৎবরমহ ঝঃধঃব গরহরংঃবৎ গফ. ঝযধযৎরধৎ অষধস, গচ বীঢ়ৎবংংবফ শববহ রহঃবৎবংঃ ঃড় ংরমহ ঋৎবব ঞৎধফব অমৎববসবহঃ (ঋঞঅ) রিঃয ঝড়ঁঃয অসবৎরপধহ ঃৎধফব নষড়প গঊজঈঙঝটজ ধঃ ধহ বধৎষু ফধঃব ঃড় ঃধঢ় ঃযব ঁহফবৎ-বীঢ়ষড়রঃবফ ঝড়ঁঃয অসবৎরপধহ সধৎশবঃ. ইধহমষধফবংয যধং ধষৎবধফু ংঁনসরঃঃবফ “খবঃঃবৎ ড়ভ ওহঃবহঃ” ঃড় ঃযধঃ বভভবপঃ ঃড় ংবপঁৎব মৎবধঃবৎ ধপপবংং ভড়ৎ ইধহমষধফবংযর ঢ়ৎড়ফঁপঃং ঃড় ধ যঁমব সধৎশবঃ ড়ভ ৩০০ সরষষরড়হ পড়হংঁসবৎং ধপৎড়ংং অৎমবহঃরহধ, ইৎধুরষ, চধৎধমঁধু ধহফ টৎঁমঁধু. ঝঃধঃব গরহরংঃবৎ অষধস পড়হাবুবফ ঃযরং রহঃবৎবংঃ যিবহ হবি হড়হ-ৎবংরফবহঃ অৎমবহঃরহব অসনধংংধফড়ৎ উধহরবষ ঈযঁনঁৎঁ (নধংবফ রহ ঘবি উবষযর) পধষষবফ ড়হ যরস বধৎষরবৎ ঃড়ফধু. অৎমবহঃরহব অসনধংংধফড়ৎ, যিড়ংব পড়ঁহঃৎু রং ঃযব পঁৎৎবহঃ চৎবংরফবহঃ ড়ভ ঃযরং ঃৎধফব নষড়প, ঢ়ৎড়সরংবফ ভঁষষ পড়ড়ঢ়বৎধঃরড়হ রহ ঃযরং ৎবমধৎফ.
 
ঞযব অৎমবহঃরহব অসনধংংধফড়ৎ বসঢ়যধংরুবফ ঃযব হববফ ঃড় ঢ়ৎড়সড়ঃব ঃযব ড়াবৎধষষ নরষধঃবৎধষ ঃৎধফব নবঃবিবহ ঃযব ঃড়ি পড়ঁহঃৎরবং. ওহ ঃযরং পড়হঃবীঃ, যব ঢ়ৎড়ঢ়ড়ংবফ ঃড় যড়ষফ ধ ৎবমরড়হধষ ড়িৎশংযড়ঢ়/ংবসরহধৎ ড়হ ধমৎরপঁষঃঁৎব ধহফ ধমৎড়-নঁংরহবংং রহ উযধশধ ংড়সবঃরসব ংড়ড়হ ঃড় ঢ়ৎড়সড়ঃব নবঃঃবৎ পড়ড়ঢ়বৎধঃরড়হ ধহফ ংযধৎব অৎমবহঃরহব ংশরষষং ধহফ বীঢ়বৎঃরংব রহ ধমৎরপঁষঃঁৎধষ ংবপঃড়ৎ. অসনধংংধফড়ৎ ড়ঢ়রহবফ ঃযধঃ ংঁপয পড়ড়ঢ়বৎধঃরড়হ পড়ঁষফ মড় ধ ষড়হম ধিু রহ ঃবৎসং ড়ভ বহংঁৎরহম ভড়ড়ফ ংবপঁৎরঃু.
 
ঝঃধঃব গরহরংঃবৎ অষধস মৎধঃবভঁষষু ৎবপধষষবফ অৎমবহঃরহব ডৎরঃবৎ ধহফ ঈৎরঃরপ ঠরপঃড়ৎরধ ঙপধসঢ়ড়’ং পড়সসবহফধনষব ৎড়ষব রহ ংঁঢ়ঢ়ড়ৎঃ ড়ভ ইধহমষধফবংয’ং ঐরংঃড়ৎরপ ডধৎ ড়ভ খরনবৎধঃরড়হ ঃযধঃ ষবফ ধহফ রহংঢ়রৎবফ ঃযব রহঃবষষরমবহঃংরধ রহ অৎমবহঃরহধ ধহফ নবুড়হফ ঃড় ঢ়ৎড়ঃবংঃ ধমধরহংঃ ঃযব ধঃৎড়পরঃরবং রহভষরপঃবফ ড়হ ইধহমধষববং নু চধশরংঃধহ সরষরঃধৎু ধহফ ঃযবরৎ ষড়পধষ পড়ষষধনড়ৎধঃড়ৎং. ঞযব ইধহমষধফবংয ঝঃধঃব গরহরংঃবৎ ধষংড় ংড়ঁমযঃ অৎমবহঃরহধ’ং ংঁঢ়ঢ়ড়ৎঃ ভড়ৎ ইধহমষধফবংয’ং পধহফরফধঃঁৎব ভড়ৎ ঃযব ঢ়ড়ংঃ ড়ভ উবঢ়ঁঃু উরৎবপঃড়ৎ এবহবৎধষ ড়ভ ওঙগ. অৎমবহঃরহব অসনধংংধফড়ৎ ঢ়ৎড়সরংবফ ঃড় মরাব রঃ ফঁব পড়হংরফবৎধঃরড়হ. 
 
অসড়হম ড়ঃযবৎং, পড়ড়ঢ়বৎধঃরড়হ রহ পঁষঃঁৎব ধহফ ংঢ়ড়ৎঃং ধষংড় ভরমঁৎবফ রহ ঃযব ফরংপঁংংরড়হ. ইধহমষধফবংয ঝঃধঃব গরহরংঃবৎ ধিহঃবফ ঃড় যধাব অৎমবহঃরহব ভড়ড়ঃনধষষ ঃবধস রহ উযধশধ রহ ২০২১ ঃড় ঢ়ষধু ধ সধঃপয সধৎশরহম ঃযব পবহঃবহহরধষ ইরৎঃয অহহরাবৎংধৎু ড়ভ ঋধঃযবৎ ড়ভ ঃযব ঘধঃরড়হ ইধহমধনধহফযঁ ঝযবরশয গঁলরনঁৎ জধযসধহ.
 
 
#
 
ঞড়যরফঁষ/গধযসঁফ/ঝধষরস/২০১৯/২০৪৫ ঐৎং
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৪৭৮
 
স্পেশাল অলিম্পিক বাংলাদেশকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দুই কোটি টাকা প্রদান
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী ও স্পেশাল অলিম্পিক বাংলাদেশের উপদেষ্টা ও বিজিএমইএ সভাপতি রুবানা হকের নিকট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন। 
চেক প্রদানকালে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এ বছর মার্চে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ ২২টি স্বর্ণপদকে জয়লাভ করেছে যা আমাদের সকলকে গৌরাবানি¦ত করেছে। স্পেশাল অলিম্পিকে অংশ নেয়া শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেভাবে দক্ষতার পরিচয় দিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জ¦লভাবে তুলে ধরেছে তা এক কথায় অসাধারণ। তাদের প্রশিক্ষণের জন্য আরো আর্থিক সহায়তা প্রদান করা গেলে এই প্রতিবন্ধী ব্যক্তিগণ আরো বেশি সাফল্য বয়ে নিয়ে আসবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব ধরনের সহায়তা করে থাকে। স্পেশাল অলিম্পিক বাংলাদেশকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান দিতে পেরে আমরা আনন্দিত।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া (যুগ্মসচিব)।
#
মাইদুল/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৪৭৭
 
ক্যাবের সেমিনারে বাণিজ্যমন্ত্রী
ভোক্তা অধিকার বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলে সচেতনতা বাড়বে 
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ভোক্তা অধিকারের বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হলে সচেতনতা বাড়বে। এতে শিক্ষার্থীরা ছাত্রজীবন থেকেই ভোক্তার অধিকার সম্পর্কে জানতে পারবে। বাস্তব জীবনে এসে তা কাজে লাগানোর সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভোক্তা অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। সরকার ইতিমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। দেশব্যাপী এদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাজারে অভিযান পরিচালনা করে অপরাধীদের জেল-জরিমানা করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাগণ এ বিষয়ে সচেতন হলে বেশি ফল পাওয়া যাবে। ভোক্তাদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে, এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। ভোক্তাদের সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) ভোক্তাদেরকে সচেতন করতে দেশব্যাপী কাজ করছে। তবে ক্যাবের কার্যক্রম আরো জোরদার করা প্রয়োজন।
 
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি আজ ঢাকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে কনজ্যুমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) আয়োজিত জেলা প্রতিনিধিদের সম্মেলন ও ‘ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ যাতে প্রতারিত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। ব্যবসায়ী ও ভোক্তা উভয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। দেশের মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। ক্রেতা যাতে প্রতারিত না হয়, সে জন্য নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে অবদান রাখতে হবে।
 
ক্যাব-এর সভাপতি সাবেক সচিব গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহম্মদ একরামূল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।
 
এর আগে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত জুলিয়াস প্রানেভিসিয়াস (ঔটখওটঝ চজঅঘঊঠওঈওটঝ) এবং ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত ডানিয়েল চুবুরু (উঅঘওঅখ ঈঐটইটজট) এর সাথে বৈঠক করেন। এ সময় উভয় দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন বাধা দূর করার জন্য তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে একমত পোষণ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে দেশ দু’টির বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।
 
#
 
বকসী/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                নম্বর : ১৪৭৬
 
কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
 
      রাশিয়ার সঙ্গে বর্তমানে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আস্থার সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সাথে মিলে মিশে কাজের প্রয়াস অব্যাহত থাকবে। 
 
আজ কৃষিমন্ত্রী  ড. মোঃ আব্দুর  রাজ্জাকের সাথে তাঁর অফিস কক্ষে রাশিয়ার রাষ্ট্রদূত অষবীধহফবৎ ওমহধঃড়া (আলেকজান্ডার ইগনাতভ) এর নেতৃত্বে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবদানের কথাও স্মরণ করেন।
 
বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা আরো দ্রুত এগিয়ে নিতে সকল সেক্টর দ্রুত ডিজিটালাইজ করতে হবে। রাশিয়া বাংলাদেশের সকল উন্নয়ন কার্যক্রমের অংশীদার হতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। আলুসহ অন্যান্য কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে বলেও তিনি জানান। রাষ্ট্রদূত মন্ত্রীকে রাশিয়া পরিদর্শনের আহ্বান জানান।
 
#
 
গিয়াস/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/২০৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৪৭৫
 
প্রতিটি কাখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে
                                                  --- শ্রম প্রতিমন্ত্রী
 
টঙ্গী, গাজীপুর, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
        শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রতিটি কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে। কারখানার কর্মপরিবেশ শোভন হলে উৎপাদন অনেক বেশি বৃদ্ধি পাবে। 
         প্রতিমন্ত্রী আজ টঙ্গীতে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল এবং  কেন্দ্রীয় তহবিলের পক্ষ হতে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
           শ্রমিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন মেনে চলতে হবে। শ্রমিকরা নিয়ম না মানলে তাদের কোনো দাবি-দাওয়া গ্রাহ্য করা হবে না। তিনি বলেন, দেশের উন্নয়নের যে চাকা ঘুরছে তা শ্রমজীবী মানুষের পরিশ্রমের ফসল। এই শ্রমজীবীদের অসুখে-বিসুখে, যে কোনো বিপদে শ্রম মন্ত্রণালয় শ্রমিক কল্যাণ তহবিল এবং কেন্দ্রীয় তহবিল নিয়ে সবসময় পাশে আছে। শ্রমিকের মেধাবী সন্তান যারা লেখা-পড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কর্মকর্তা হতে চায় তারা এ দু’টি তহবিল হতে সহজেই শিক্ষা সহায়তা পাবেন। 
            অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল এবং গার্মেন্টস্ শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল হতে ১২১ জন অসুস্থ শ্রমিকের চিকিৎসা সহায়তা এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে ৩৩ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তাদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে ৭০ জন অসুস্থ শ্রমিকের চিকিৎসা সহায়তা হিসেবে দেয়া হয় ২১ লাখ ৩০ হাজার টাকার চেক। কেন্দ্রীয় তহবিল হতে ৩৮ জনকে চিকিৎসা সহায়তা হিসেবে ৯ লাখ ৫৫ টাকা এবং গার্মেন্টস্ শ্রমিকের সন্তানের শিক্ষা সহায়তা হিসেবে ১৩  জনকে দেয়া হয় দুই লাখ ৬০ হাজার টাকার চেক। 
           শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনার সভাপতিত্বে সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল।
#
আকতারুল/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৪৭৪
 
জ্বালানির মূল্য সমন্বয় করা হলেও সহনীয় পর্যায়ে থাকবে
                                         --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির মূল্য সমন্বয় করা হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে। ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে ব্যবসা করতে পারবে। ফুয়েল মিক্স এর জন্য ভবিষ্যতে বিদ্যুতের মূল্য ততটা বৃদ্ধি পাবে না। তাছাড়া সরকার মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রেখেছে। 
প্রতিমন্ত্রী আজ ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘জ্বালানির মূল্য: শিল্পখাতে এর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
নসরুল হামিদ বলেন, যত্রতত্র শিল্প-কারখানা না করে ইপিজেড বা নির্ধারিত স্থানে স্থাপন করলে গ্যাস বা বিদ্যুতের কোন সমস্যা হবে না। পিক আওয়ার এবং অফপিক আওয়ারে বিদ্যুতের ব্যবহার ব্যবধান হ্রাস করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, অফপিক আওয়ারের জন্য ট্যারিফ পুনর্বিবেচনা হতে পারে। 
প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, গ্যাসের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। তাৎক্ষণিক চাহিদা মেটাতে এলএনজি আমদানি করা হচ্ছে। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, বিভিন্ন কোম্পানির কাছে বকেয়া বিদ্যুৎ বিল ও গ্যাস বিল রয়েছে। এসব বকেয়া বিল দ্রুত পরিশোধের জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক বিদ্যুৎ সচিব মুহাম্মদ ফয়জুল কবির খান। প্রবন্ধে তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণ এবং তার প্রভাব ও সম্ভাব্য সামাধান উল্লেখ করেন। প্যানেল আলোচনায় বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসাইন জ্বালানির বাজারকে রি-রেগুলেট করার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বদরুল আলম গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী কাকন গ্যাসের মূল্য না বাড়ানোর জন্য অনুরোধ করেন। 
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট ওসামা তসীর ও ভাইস প্রেসিডেন্ট ইমরান আহমেদ। 
#
আসলাম/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                              নম্বর :  ১৪৭৩
কোয়াব সমন্বয় পরিষদকে তথ্যমন্ত্রী
বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল প্রচার ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করুন
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
কেব্ল অপারেটরদেরকে বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল প্রচার ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কেব্ল অপারেটর এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (কোয়াব) সমন্বয় পরিষদের সাথে বৈঠকে মন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক ও মিজান-উল-আলম এ সময় উপস্থিত ছিলেন। 
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইনগতভাবে কেউ বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। ইতিমধ্যেই আমরা এ ব্যাপারে কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। ডাউনলিংকের অনুমতি যারা পেয়েছেন তাদেরকে নোটিশ করা হয়েছে, তারা নোটিশের জবাব দিয়েছেন। কিছু ব্যবস্থা তারা ইতিমধ্যেই গ্রহণ করেছে। বাকি ব্যবস্থা কতটা কিভাবে করবেন এ ব্যাপারে তারা ১৫ দিন সময় চেয়েছেন এবং আমরা সেই সময় মঞ্জুর করেছি।’ 
ড. হাছান মাহ্মুদ বলেন, ‘ডাউনলিংক করা চ্যানেল বিতরণকারীদের বক্তব্য হচ্ছে কেব্ল নেটওয়ার্ক যারা পরিচালনা করে তাদেরও কিছু ভূমিকা রয়েছে। এই আইনটি শুধু বাংলাদেশে আছে তা নয়, পাকিস্তানে, ভারতে যে সমস্ত চ্যানেল দেখানো হয় সে সমস্ত চ্যানেল বিজ্ঞাপন ছাড়াই দেখানো হয়। বাংলাদেশের কোনো চ্যানেল অন্য দেশে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। এই আইন ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে সব জায়গায় আছে। আমাদের দেশে সেটি মানা হচ্ছিল না। আমরা সেই আইন প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি। দুটি প্রতিষ্ঠানকে আমরা চিঠি দিয়েছি তাদের বক্তব্য হচ্ছে, এই ক্ষেত্রে কেব্ল নেটওয়ার্ক যারা পরিচালনা করেন তাদেরও কিছু ভূমিকা রয়েছে। সে বিষয়ে আপনাদের তৎপর হতে হবে।’ 
তথ্যমন্ত্রী পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের সকল জেলার কেব্ল টিভি নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আনা এবং বাংলাদেশের চ্যানেলগুলোকে তাদের ফ্রিকোয়েন্সি পাওয়ার ক্রম অনুযায়ী কেব্ল নেটওয়ার্ককে সম্প্রচারের নির্দেশনা দেন। শীঘ্রই টেলিভিশন মালিকদের সংগঠন এটকো কোয়াবকে বাংলাদেশি টিভি চ্যানেলের ক্রম তালিকা পুনরায় সরবরাহ করবে, বলেন মন্ত্রী। 
‘দেশে প্রায় ৬ হাজার কেব্ল অপারেটর প্রায় ৩ কোটি গ্রাহকের কাছে দেশি ও বিদেশি টেলিভিশন চ্যানেল পৌঁছে দিচ্ছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বেসরকারি টিভি চ্যানেলের অনুমতি দিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের যাত্রা শুরু করে। সেই অভিযাত্রা বাংলাদেশে এখন প্রায় ৩৩টি চ্যানেল অনরিয়ারে আছে। ৪৪টি চ্যানেলের অনুমতি দেয়া হয়েছে। যেটি পশ্চিম বাংলার চেয়েও অনেক বেশি। পশ্চিম বাংলায় ও কলকাতায় এত চ্যানেল নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার যে গণমাধ্যমের বিকাশের মাধ্যমে কাজ করছে সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে এতো ব্যাপক বিস্তৃতি কেব্ল টেলিভিশন। এই কেব্ল টেলিভিশন জনগণের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে কেব্ল নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ 
কোয়াব সমন্বয় পরিষদের আহ্বায়ক এস এম শামসুল রহমান শিমুল, সদস্য কাজী বর্ণ উত্তম, সৈয়দ হাবিব আলী, সৈয়দ মোশারফ আলী, লুৎফর রহমান নাসিম, এনামুল হক ছুটন, মোঃ আল আমিন, মোঃ মুকিম, দিদার, মোঃ মিন্টু, মোঃ খোকন, সৈয়দ সাজ্জাদ, মোঃ সোহেল, আলীম, মোঃ দীপু ও পিন্টু বৈঠকে অংশ নেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৯৪৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৪৭২
আইটিইউ অ্যাওয়ার্ড পেলেন টেলিযোগাযোগ মন্ত্রী
 
ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জেনেভায় জাতিসংঘের ‘তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (ডড়ৎষফ ঝঁসসরঃ ড়হ ঃযব ওহভড়ৎসধঃরড়হ ঝড়পরবঃু -ডঝওঝ) ২০১৯’ এর চেয়ারম্যানের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন (ওহঃবৎহধঃরড়হধষ ঞবষবপড়সসঁহরপধঃরড়হ টহরড়হ-ওঞট) অ্যাওয়ার্ড, ‘সার্টিফিকেট অভ্ এক্সিলেন্স’ এ ভূষিত হয়েছেন। গতকাল বুধবার জেনেভায় আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ (ঐড়ঁষরহ তযধড়) এই অ্যাওয়ার্ড মন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
এবারের সম্মেলনে ১৫০টি দেশের ১০০ জনেরও বেশি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীসহ ৩ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি এবং ইউএনসিটিএডি এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতিসংঘের এ রকম বড় কোনো সামিটে বাংলাদেশের চেয়ারম্যান হওয়ার ঘটনা তথ্যপ্রযুক্তি দুনিয়াসহ আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি আরো বৃদ্ধি করেছে।
গত ৮ এপ্রিল শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই ফোরামে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালা হয়েছে। 
২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রূপকল্প ২০২১ বাস্তবায়নের  ঘোষণার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু হয়। এই কার্যক্রম ২০১৪ সালে আইটিইউ এর নজরে আসে এবং সেই বছর তারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার বাস্তবায়ন প্রকল্পকে ডব্লিউএসআইএস পুরস্কার প্রদান করে। এছাড়া ২০১৫ সালে জাতীয় তথ্য বাতায়ন, ২০১৬ সালে সেবা পদ্ধতি সহজীকরণ-এসপিএস, পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র, শিক্ষক বাতায়ন ও কৃষকের জানালা এবং ২০১৭ সালে মাল্টিমিডিয়া টকিং বুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিমেডিসিন প্রকল্প’, ‘নাগরিক সেবা উদ্ভাবনে সোশ্যাল মিডিয়ার ব্যবহার’ এবং ‘ই-নথি’ ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার অর্জন করে। এ বছরেও বাংলাদেশ একটি উইনার ও ৮টি চ্যাম্পিয়নশিপ পুরস্কার অর্জন করেছে।
সম্মেলনের বিভিন্ন ইভেন্টে মন্ত্রীর উপস্থাপনায় গত দশ বছরে কৃষিভিত্তিক অর্থনীতির দেশ থেকে ডিজিটাল শিল্প বিপ্লবে বাংলাদেশ বৈশ্বিক নেতৃত্বের জায়গায় পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বের সফলতার চিত্র উঠে আসে। এছাড়াও বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিতে অভাবনীয় রূপান্তরের বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসে উপস্থাপনায়, যা বিশ্ব নেতৃবৃন্দের বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণাকে আরো সুদৃঢ় করেছে। 
আইটিইউ মহাসচিব হাউলিন ঝাউ বাংলাদেশকে অনুসরণীয় রূপে উল্লেখ করেন। মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি একথা বলেন।
সম্মেলনে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাম ঘোষণার পর বিশ্বনেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত করতালির মাধ্যমে বাংলাদেশকে স¦াগত জানান। আগামীকাল শুক্রবার ৫ দিনব্যাপী আইসিটি বিশ্বের এই ঐতিহাসিক মিলন মেলার সমাপনী পর্দা উঠবে।
#
শেফায়েত/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৪৭১
 
নেয়ামতপুরে পুষ্টিসমৃদ্ধ চালের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
 
নেয়ামতপুর (নওগাঁ), ২৮ চৈত্র (১১ এপ্রিল) :
 
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,  বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং সেই সাথে মানুষের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সুষম খাদ্য গ্রহণের অসচেতনতার জন্য জনগণের মাঝে পুষ্টি সমস্যা বিরাজমান। পুষ্টি সমস্যা ও পুষ্টি ঘাটতি দূরীভূত করার জন্য বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচি অন্যতম। 
 
মন্ত্রী আজ নওগাঁ জেলার নেয়ামুতপুর উপজেলা চত্বরে আয়োজিত ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রম’ - এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে সেটিকে পর্যায়ক্রমে পুষ্টিসমৃদ
Todays handout (11).docx Todays handout (11).docx