Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ১৩ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৩৩
 
এডভোকেট সুরুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
 
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট সরদার মোঃ সুরুজ্জামান আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
মন্ত্রী আজ এক শোক বাণীতে এডভোকেট মোঃ সুরুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
 
রেজাউল/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৫৩২
 
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই ৫ম এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হবে
                                                                -- পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
 
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,  দেশের অর্থনৈতিক খাতের আশি ভাগের ওপরে বেসরকারি খাত। সরকারের ভবিষ্যৎ চিন্তা বেসরকারি খাতকে উজ্জীবিত করে, তাদেরকে সকল রকমের সুযোগ সুবিধা  প্রদানসহ দরিদ্র কমানো এবং রাজস্ব আদায়ের খাত তৈরি করা। সরকারের উদ্দেশ্য হচ্ছে অর্থনীতিকে এমনভাবে সাজানো যাতে বাইরে যাওয়া বিনিয়োগও ফিরে আসে। সুযোগ সুবিধা পেলে ব্যবসায়ীরা অবশ্যই এদেশে বিনিয়োগ করবে। সরকারের কাজ হবে বিনিয়োগ ও রপ্তানি বান্ধব শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা। 
 
মন্ত্রী আজ ঢাকার ওয়েস্টিন হোটেলে দেশের বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ-জার্মান চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত একটি ব্যবসায়িক নেটওয়ার্কিং বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। 
 
মুস্তফা কামাল বলেন, দেশ যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিজনেস ইনসাইডারের গবেষণায় বেরিয়ে এসেছে ৫ম এশিয়ান টাইগার হবে বাংলাদেশ। তিনি বলেন, আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক যেটি অনুসরণ করে সেই ক্রয়ক্ষমতা সমতার দিক থেকে (পারচেজিং পাওযার প্যারিটি- পিপিপি) ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইরাক, কলম্বিয়ার মতো দেশগুলোকে পিছে ফেলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ এখন  র‌্যাকিংয়ে ৩২ নম্বরে আছে এবং ২০৩০ সালে ৩০ নম্বরে যাবে। এটি নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন এদেশের মানুষের জন্য।
 
বিআইডিএ’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিজিসিসিআই সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিজিসিসিআই নির্বাহী পরিচালক এম এ মতিন এবং সিইএমএস গ্লোবালের সভাপতি ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন নেসা ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
#
 
তৌহিদুল/সেলিম/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫৩১
 
গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও সামাজিক সচেতনতা
                                                                        -- শ্রম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
 
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও সামাজিক সচেতনতা।
 
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’র আলোকে ‘শিশু গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
 
মোঃ মুজিবুল হক বলেন, গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে সরকার নীতিমালা প্রণয়ন করেছে। আগামীতে এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে। তবে আইন মানার মানসিকতা তৈরি করতে হবে। এটি পারিবারিক বিষয় নয়, সামাজিক বিষয়। এ জন্য মিডিয়া কর্মীদের আরো উদ্যোগী হতে হবে। গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে বেশি বেশি প্রচারণামূলক প্রতিবেদন লিখতে হবে। 
 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, নির্যাতিত গৃহকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তার জন্য সরকার সেল গঠন করেছে। গৃহকর্মী নির্যাতনের সংবাদ পেলে নির্যাতন প্রতিরোধ সেল দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের মাধ্যমে তাদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয় বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। 
 
মতবিনিময় সভায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনুর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সস্পাদক পারভিন সুলতানা ঝুমা এবং বেসরকারী সংগঠন শাপলা নীড়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনা শামছুন্নাহার বক্তৃতা করেন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের সিনিয়র সাংবাদিক রিতা ভৌমিক।
 
#
 
আকতার/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/ ২০১৮/২০৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫৩০
 
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
 
গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।
 
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক  এ ঘোষণা করেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে এ নতুন মজুরি কার্যকর হবে। সে মোতাবেক ডিসেম্বরের বেতনের সাথে জানুয়ারি মাসে গার্মেন্টস শ্রমিকরা এই নতুন মজুরি পাবেন। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বরে  গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩’শ টাকা ঘোষণা করা হয়। এবারে মজুরি বৃদ্ধির হার প্রায় ৫১ শতাংশ। গার্মেন্টস শ্রমিকদের মজুরির পরবর্তী ধাপগুলো আনুপতিক হারে বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে নি¤œতম মজুরি বোর্ড কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই নতুন মজুরির গেজেট প্রকাশ করা হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
 
ন্যূনতম ৮ হাজার টাকার মধ্যে মূল মজুরি ৪ হাজার ১’শ টাকা, বাড়ি ভাড়া ভাতা ২ হাজার ৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬’শ টাকা, যাতায়াত ভাতা ৩’শ ৫০ টাকা এবং খাদ্য ভাতা ৯’শ টাকা নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম মজুরি কার্যকরের পর নতুন যোগদানকারী শ্রমিকদের গার্মেন্টস মালিকগণ এ হারে মজুরি প্রদান করবেন। 
 
এ বছর ফেব্রুয়ারি মাসে সরকার গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নি¤œতম মজুরি বোর্ড গঠন করে। শ্রম আইন অনুযায়ী ৫ বছর পর পর মজুরি ঘোষণার বিধান থাকলেও বর্তমান মেয়াদ ৫ বছর পূর্তির পূর্বেই এ ঘোষণা দেয়া হলো।
 
সংবাদ সম্মেলনে নি¤œতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম, বোর্ডের সদস্য এবং বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, বোর্ডের সদস্য এবং  বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের আইন উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, বোর্ডের সদস্য এবং জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, বোর্ডের সদস্য শ্রমিক প্রতিনিধি বেগম শামসুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহমদ এবং মোঃ আশরাফ শামীমসহ মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 
#
 
আকতার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/ ২০১৮/২০০০ ঘণ্টা  

Handout                                                                                                             Number : 2529

All unions to be brought under high speed internet connectivity by 2019

                                                                                                    ---- Mustafa Jabbar

Dhaka, 13 September :           

            Posts, telecommunications and ICT Minister Mustafa Jabbar today said country’s all unions would be brought under high speed internet connectivity by 2019 through fiber optic cable lines.

            ÔExcepting 772 unions of remote areas all unions of the country will come under high speed internet connectivity by December this year and the rest will be by 2019, he told a concluding function of Top –Up IT and ITES Foundation Skills Training Programme’ organized by LICT Project of BCC under ICT Division.

            Chaired by Information and Communication Technology Secretary Zuena Aziz the function was also addressed among others by Executive Director of BCC Partapratim Deb, Additional Secretary of ICT Division Rashadul Islam, LICT Project Director Md. Rezaul Karim and LICT Component Team Leader Sami Ahmed and Project Director, Ernst & Young Kamal Mansharamani.

            The programme was organized to mark the competition of training to build 30,000 skilled human resources under the World Bank financed Leveraging ICT for Growth, Employment and Governance (LICT) Project of Bangladesh Computer Council (BCC) of ICT Division.

            Eminent Educationist and Professor of Shahjalal University of Science and Technology Muhammed Zafar Iqbal, Executive Director BCC Parthapratim Deb, LICT Project Director Md. Rezaul Karim and Director Training of BCC Engineer Enamul Kabir spoke at the function. 

#

Shahidul/Selim/Parvez/Joynul/2018/1955hours

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫২৭
 
আইডিইবি’র ২২তম জাতীয় সম্মেলন ও ৪১তম জাতীয় কাউন্সিল 
অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বেতার
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
 
আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ঢাকায় গণভবনে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ২২তম জাতীয় সম্মেলন ও ৪১তম জাতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বিটিসিএল লাইনের মাধ্যমে বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জে, এফএম ১০৬.০ মেগাহার্জে এবং ওয়েবসাইট িি.িনবঃধৎ.মড়া.নফ  থেকে সরাসরি সম্প্রচার করবে।
 
বাংলাদেশ বেতারের এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
#
 
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫২৮
 
এশিয়া কাপ ক্রিকেট ২০১৮ এর ম্যাচসমূহের 
ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বেতার
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
 
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেট ২০১৮ এর ম্যাচসমূহ অনুষ্ঠিত হবে। এ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচসমূহের চলতি ধারাবিবরণী  টেলিভিশন মনিটর দেখে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
 
বাংলাদেশ বেতারের এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
#
 
হক/সেলিম/পারভেজ/সেলিমুজ্জামান/ ২০১৮/১৮২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫২৬
ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
এফটিএ স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ একমত
 
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভিয়েতনামের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা পাবে। এরপর বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে এফটিএ স্বাক্ষর করে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করবে। ভিয়েতনামের সাথে এফটিএ স্বাক্ষর করতে বাংলাদেশ আগ্রহী। ভিয়েতনামের প্রধানমন্ত্রীও এ প্রস্তাবকে স্বাগত জানান এবং এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 
বাণিজ্যমন্ত্রী আজ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ঘমুঁবহ ঢঁধহ চযঁপ এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সময় এ সব কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১২ সালের ভিয়েতনাম সফর এবং রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের ২০১৫ সালে ভিয়েতনাম সফরের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি ঞৎধহ উধর ছঁধহম ২০১৮ সালের মার্চ মাসে বাংলাদেশ সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক  আরো সুদৃঢ় হয়েছে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের ব্যবসা-বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের গ্যাসক্ষেত্রে ভিয়েতনাম বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে ভিয়েতনাম বিনিয়োগ করতে চায় বলে ভিয়েতনামের প্রধানমন্ত্রী উল্লেখ করেন। 
এ সময় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এবং ভিয়েতনামের বাণিজ্য বিষয়ক ডেপুটি মিনিস্টার কুইক হোং কাও উপস্থিত ছিলেন।
#
বকসী/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ২৫২৫
তিন বিভাগীয় শহরে এনপিও’র আঞ্চলিক অফিস হচ্ছে
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
তৃণমূল পর্যায়ে উৎপাদনশীলতা উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দিতে তিনটি বিভাগীয় শহরে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর আঞ্চলিক অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩শ’ ৫৮ জন জনবলের একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এটি অনুমোদিত হলে আঞ্চলিক কার্যালয় স্থাপনের কাজ শুরু হবে।  
আজ শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় উৎপাদনশীলতা কার্যনির্বাহী কমিটির চতুর্দশ সভায় এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন। 
সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ দাবিরুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিএসএফআইসি’র চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, নাসিব সভাপতি মির্জা নুরুল গণি শোভন, এফবিসিসিআই পরিচালক মোঃ নিজাম উদ্দিন, এনপিও পরিচালক এসএম আশরাফুজ্জামানসহ কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ট্রেডবডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
সভায় তৃণমূল পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, জেলা পর্যায়ে স্থাপিত বিসিক শিল্পনগরীগুলোতে উৎপাদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, তথ্যবহুল এনপিও বার্তা প্রকাশ এবং এফবিসিসিআই’র সাথে এনপিও’র সমঝোতা স্মারক স্বাক্ষরসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। 
সভায় শিল্প ও সেবাখাতে উৎপাদনশীলতা বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে উৎপাদনশীলতা বিষয়ক ধারণা প্রসারের ওপর গুরুত্ব দেয়া হয়। এ লক্ষ্যে জেলা পর্যায়ে বিভিন্ন চেম্বার, ট্রেডবডি ও জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বিষয়ক আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে  খাতভিত্তিক উৎপাদনশীলতা বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কার্যকর প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। 
#
জলিল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/১৬১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫২৪
 
 
মেধাবৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে                                              
                                       ---রেলপথ মন্ত্রী
 
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, মেধাবৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহ যোগাবে। ফলে তারা লেখাপড়ার মাধ্যমে নিজেদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে। মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত মেধাবৃত্তি ২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রী এ সময় বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়েছে। আর এর মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেন।
 অনুষ্ঠানে সংগঠনটির সদস্যদের ছেলেমেয়ে যারা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় মেধার পরিচয় দিয়েছে তাদের ৭৮ জনকে বই, ক্রেস্ট ও এককালীন আর্থিক অনুদান দেয়া হয়। 
#
শরিফুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫২৩  
প্রতিটি উপজেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দুকে শহরে পরিণত করা হবে
                                                     -এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের পৌরসভাবিহীন উপজেলা সদরসমূহে উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতকরণে কাজ করছে সরকার। পৌরসভাহীন ১৮৩ উপজেলার অবকাঠামো উন্নয়ন ও নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ১ হাজার ৩৮০ কোটি টাকা ব্যয়ে ‘উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রতিটি উপজেলা শহর আর নগরীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
মন্ত্রী আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় সরকারের গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নীতি-নির্ধারণী ও তত্ত্বাবধানমূলক কাজের সুযোগ করে দিয়েছেন। তিনি স্থানীয় সরকারের প্রতিটি স্তরে গণতান্ত্রিকভাবে নির্বাচনের ব্যবস্থা করেছেন। এরই আওতায় প্রতিটি উপজেলা পরিষদে একটি করে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম-কাম-মাল্টিপারপাস হল করা হচ্ছে। ইউনিয়ন পরিষদে ওয়ানস্টপ-সার্ভিস প্রদানে ৩ হাজার ১৫০ টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী  আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকল্যাণকর করতে কার্যকর ও জবাবদিহিমূলক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর। উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে দীর্ঘমেয়াদে উন্নয়ন দৃষ্টিভঙ্গি ও ভিশন তৈরির জন্য তিনি জনপ্রতিনিধিদের আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের উপমিশন প্রধান বেইতে আইসেসার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#
জাকির/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪৪৩ ঘণ্টা 

      

Handout                                                                                                             Number : 2522

 

Foreign Secretary calls for relooking at diaspora

on ASEAN Conference in Hanoi

 

Hanoi, 13 September :

            Foreign Secretary Md. Shahidul Haque called for the origin societies to value their diaspora across countries as “asset” for the country to attract and mobilise them in the development of the origin country on 12 September in Hanoi.

            Foreign Secretary was addressing as a panelist at the session ‘Missed opportunity: Diaspora Networks’at the World Economic Forum (WEF) annual ASEAN Summit. Foreign Secretary stressed on public policies to be proactive and flexible, societies to be welcoming and facilitating to attract and sustain the members of their diaspora in respective countries. He cited various polices adopted by Bangladesh Government in engaging Bangladeshi diaspora from the world over in its development.The discussion moderated by Reuters Associate Editor Clara Ferreira Marques and joined by Jose Isidro Camacho, Vice-Chairman of Asia-Pacific Credit Suisse AG, Professor of London School of Economics and Political Science Lutfey Siddiqi.

            Foreign Secretary also called on the Vietnamese Deputy Prime Minister and Foreign Minister Pham Binh Minhat the Vietnam Foreign Ministry. Referring to the friendly ties between Bangladesh and Vietnam, Shahidul Haque emphasized on exploiting the complementarities between the two countries in trade, investment, agriculture, SMEs and other areas of cooperation. He also requested for early establishing direct air-link between Dhaka and Hanoi and easing Vietnamese visa for the Bangladeshi business people and tourists.

            The Vietnamese Foreign Minister responded saying Hanoi values its ties with Dhaka and looks forward to exploring potential areas of cooperation in concrete terms.

             

#

 

Rifat/Rezzakul/Shamim/2018/1438 hours

                                                                                       

Todays handout (7).docx