Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ২৭ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩২৯

গৌতম বুদ্ধের শান্তি, সাম্য ও অহিংস মর্মবাণী সমৃদ্ধশালী দেশ ও জাতি বিনির্মাণ সম্ভব
                                                                          -- প্রতিমন্ত্রী রাঙ্গা

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, গৌতম বুদ্ধের শান্তি, সাম্য ও অহিংস মর্মবাণীর মাধ্যমে সমাজের সন্ত্রাস, জঙ্গিবাদ ও কালো অধ্যায়কে দূর করে আলোকিত ও সমৃদ্ধিশালী দেশ ও জাতি বিনির্মাণ সম্ভব।
তিনি আজ ঢাকার উত্তরায় বাংলাদেশ বৌদ্ধ সমিতি, ঢাকা অঞ্চল কর্তৃক কঠিন চীবর বুনন উদ্বোধন উপলক্ষে বুদ্ধ কীর্তন ও পঞ্চশীল গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সমিতির সভাপতি দীপাল চন্দ্র বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নেতা কর্নেল (অব.) সুমন বড়–য়া, স্বপন বড়–য়া চৌধুরী, মিলন কুমার মুৎসুদ্দী, অভিজিৎ বড়–য়া ও হীরামন
বড়–য়া।
প্রতিমন্ত্রী বলেন, কঠিন চীবর এক মহান দানোৎসব। মহামতি বুদ্ধের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্য, মৈত্রী ও করুণা গুণের প্রতিফলন ঘটে অনুসারীদের চীবর দানের মাধ্যমে। তিনি বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে বুদ্ধের মহান জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে স্ব স্ব কর্মক্ষেত্রে প্রতিফলন ঘটানোর পরামর্শ দেন।     
প্রতিমন্ত্রী বলেন, সরকার অতীতের যেকোন সময়ের তুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্ব দরবারে উচ্চমাত্রায় নিয়ে গেছে। এ অর্জনকে সমুন্নত রাখতে বুদ্ধ অনুসারীদের সরকারের সহায়ক শক্তিরূপে কাজ করতে হবে।
#
আহসান/সেলিম/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩২৮
                
জ্বালানি নিরাপত্তা বিধানে আস'া তৈরি হয়েছে
                             -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):
    
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি নিরাপত্তা বিধানে আস'া তৈরি হয়েছে। ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাসত্মবায়ন করে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সময়ের ব্যাপার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইআরপি, স্ক্যাডা, ই-ফাইল ইত্যাদির প্রচলন এবং সার্বিক কার্যাবলি ওয়েবসাইটে প্রতিফলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কার্যকরী অবদান রাখছে। 

    প্রতিমন্ত্রী, আজ  ঢাকায় সিরডাপ মিলনায়তনে এনার্জি এন্ড পাওয়ার ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘মেগা প্রকল্প বিতর্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ভিশন দিয়েছেন। এ লড়্গ্যে প্রাথমিক জ্বালানি, অর্থায়ন ও সড়্গমতা আমাদের চ্যালেঞ্জ হলেও এগুলো মোকাবিলায় শেখ হাসিনার সরকার উজ্জ্বল দৃষ্টানত্ম স'াপন করেছে। দাতা সংস'াগুলো এখন অর্থ নিয়ে আমাদের কাছে আসে এবং যেকোনো প্রকল্পে অর্থায়ন এখন আর কোন সমস্যা নয়। প্রাথমিক জ্বালানির জন্য কয়লা, এলএনজি ও এলপিজির ব্যবহার বাড়ানোর কাজ করা হচ্ছে। সড়্গমতা বৃদ্ধির জন্য দেশে-বিদেশে প্রশিড়্গণসহ ব্যবহারিক কার্যক্রমের ওপর গুরম্নত্বারোপ করা হয়েছে। আঞ্চলিক সহযোগিতা ও জলবিদ্যুৎ  উৎপাদনে বিনিয়োগে সরকার বিশেষ গুরম্নত্ব দিচ্ছে। 

    প্রতিমন্ত্রী আরো বলেন, এখন আমাদের মূল চ্যালেঞ্জ সময়। কত দ্রম্নত মেগা প্রকল্পগুলো বাসত্মবায়ন করা যায় সেলড়্গ্য নিয়ে আমরা কাজ করছি। কিভাবে জনপ্রতি ৭০০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ দেয়া যায় সেটাই এখন আমাদের কার্য বিষয়। বেসরকারি সংস'াগুলো যাতে আরো ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু ঈৎবধঃব করতে পারে সেটাই আমাদের লড়্গ্য।

#

আসলাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৩২৭
                
নিরাপদ পানি প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার
                           -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):

স'ানীয় সরকার, পলিস্নউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানুষের জীবনে নিরাপদ সুপেয় পানি প্রাপ্তি মৌলিক ও মানবিক অধিকার। স্বাস'্য সুরড়্গার জন্য এর বিকল্প নেই। তিনি বলেন, জনবহুল এদেশে বিশুদ্ধ খাবার পানির নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সরকার সে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।

মন্ত্রী আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনস্বাস'্য প্রকৌশল অধিদপ্তর ও বিশ্ব স্বাস'্য সংস'া (ডঐঙ)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী আয়োজিত ‘উৎরহশরহম ডধঃবৎ ঝধভবঃু : চৎরড়ৎরঃরবং ভড়ৎ অপযরবারহম ঃযব ঝউএ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের নিরাপদ খাবার পানির নিশ্চয়তা দিতে হবে। বর্তমানে বাংলাদেশে নির্ভরযোগ্য পানির উৎস শতকরা ৮৭ ভাগ যা টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রায় গুরম্নত্বপূর্ণ অর্জন। তিনি বলেন, নিরাপদ সুপেয় পানি নিশ্চিত ও স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশে উলেস্নখযোগ্য অগ্রগতি হয়েছে এবং বর্তমানেও সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে।

নিরাপদ পানি নিশ্চিতে বর্তমান সরকারের বিভিন্ন পদড়্গেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে ৮০ ভাগ পানি ভূ-গর্ভস' উৎস থেকে সরবরাহ করা হয়। আর ২০ ভাগ ভূ-উপরিস' উৎস থেকে করা হয়। এ কারণে আমাদের পানির সত্মর নিচে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো দেশ এক সময় মরম্নভূমি হয়ে যাবে। এসব বিবেচনায় আমরা সিদ্ধানত্ম নিয়েছি এখন থেকে ৮০ ভাগ পানি ভূ-উপরিস' উৎস হতে সরবরাহ করা হবে। এরপরও পানির যদি প্রয়োজন হয় তাহলে ২০ ভাগ ভূ-গর্ভস' উৎস থেকে সরবরাহ করা হবে। এজন্য মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস'া ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 

#

শহিদুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩২৬
                
ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):

    ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে যানবাহনের ফিটনেস সনদ প্রদান কার্যক্রম। এ লক্ষ্যে মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি)।

    আজ ঢাকায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে মিরপুর বিআরটিএ অফিস চত্বরে ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

    এসময় তিনি একটি গাড়ির ডিজিটাল ফিটনেস পরীক্ষাশেষে সনদ বিতরণ কাজ প্রত্যক্ষ করেন।

    ভিআইসি উদ্বোধনকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, নাজমুল ইসলাম ও মনিরুল ইসলাম, বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং-ডু (অযহ ঝবড়হম-ফড়ড়) এবং কোরিয়ার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হুনগু (ঔড়ব ঐুঁহমঁব) উপস্থিত ছিলেন।

    ভিআইসি উদ্বোধনশেষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিআরটিএ’কে ঘিরে কোনো সিন্ডিকেটের কারসাজি মেনে নেয়া হবে না। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

    মন্ত্রী বলেন, ফিটনেস প্রদানে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় দুর্নীতি কমবে ও স্বচ্ছতা বাড়বে। পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে ভিআইসি স্থাপন করা হবে বলে তিনি জানান।

    
    আরো চারটি ভিআইসি স্থাপনে কোরিয়া অর্থায়ন করবে বলে অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত জানান।

    অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেনসহ পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

নাছের/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩২৫
                
জনপ্রশাসন সচিবের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সাথে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত ঝঙচঐওঊ অটইঊজঞ  আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে  সাক্ষাৎ করেছেন।  

    সাক্ষাৎকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ সংশ্লিষ্ট কার্যক্রমে ফ্রান্সের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। বিশেষ করে জনপ্রশাসনে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা ও দাপ্তরিক কাজে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের ওপর প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও নির্দেশনার বিষয়ে তিনি রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন।  

    এ সময় ফ্রান্সে অবস্থিত ঘধঃরড়হধষ ঝপযড়ড়ষ ড়ভ অফসরহরংঃৎধঃরড়হ বা ঊপড়ষব ঘধঃরড়হধষব উ’ অফসরহরংঃৎধঃরড়হ-ঊঘঅ-তে সরকারি কর্মকর্তাগণের জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ঋৎবহপয খধহমঁধমব শেখার বিষয়ে ঢাকাস্থ অষষরধহপব ঋৎধহপধরংব তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রদূত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

#

মমিনুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩২৪

ডেপুটি স্পিকারের সাথে বিশ্বস¦াস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালকের সাক্ষাৎ

জেনেভা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং জেনেভায় চলমান ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (ওচট)-এর ১৩৫তম এসেম্বলিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা মো. ফজলে রাব্বী মিয়ার সাথে বিশ^ স্বাস্থ্য সংস্থার (ডঐঙ) সহকারী মহাপরিচালক উৎ. ঋষধারধ ইঁংঃৎবড় গতকাল জেনেভাস্থ সম্মেলন কেন্দ্রে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ^স্বাস্থ্য সংস্থা কর্তৃক বাংলাদেশে বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত এমপি এ সময় উপস্থিত ছিলেন। আলোচনাকালে উৎ. ঋষধারধ আগামী বছর অনুষ্ঠেয় ডঐঙ-এর নির্বাচনে তাঁকে মহাপরিচালক পদে বাংলাদেশের সমর্থন দানের জন্য ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াকে অনুরোধ জানান।
ডেপুটি স্পিকারের সাথে কানাডার ডেলিগেশনের মতবিনিময়
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার গতকাল জেনেভায় এসেম্বলিতে অংশগ্রহণকারী কানাডীয় ডেলিগেশনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি এ সময় কানাডীয় প্রতিনিধিদলকে বাংলাদেশে  ওচট-এর পরবর্তী ১৩৬তম এসেম্বলি আয়োজনের সার্বিক প্রস্তুতি বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফ করেন। এছাড়া নারী নেতৃত্ব ও বৈশি^ক নেতৃত্বদানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য আবুল কালাম আজাদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। কানাডা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন এবং অন্যান্য সদস্য আলোচনায় অংশ নেন।
#

লাবণ্য/সেলিম/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩২৩

পরিবেশ ও বন  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):
    দশম জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৭তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ এর সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোছা. গোলাম রাব্বানী, টিপু সুলতান, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ঈঙচ-২২ সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি সভা করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    কমিটি ‘বাংলাদেশ জীববৈচিত্র বিল, ২০১৬’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মূল কমিটিতে রিপোর্ট উপস্থাপনের লক্ষ্যে গঠিত ৪নং সাবকমিটির মেয়াদ ১৫ দিন বৃদ্ধির সুপারিশ করে।
    বৈঠকে বিএফআইডিসি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
    পরিবেশ ও বন  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/সেলিম/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩২২

বিডিএস পরীক্ষার্থীগণ স্বচ্ছ ব্যাগে কাগজপত্র বহন করতে পারবে

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর):
    আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা কোনো মানিব্যাগ অথবা হাত ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র, টাকা, প্রয়োজনীয় কাগজপত্র স্বচ্ছ ব্যাগে বহন করতে পারবে। পরীক্ষা কেন্দ্রে পূর্বের মতো ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস নেওয়ার নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আজ সচিবালয়ে বিডিএস ভর্তি পরীক্ষায় নিরাপত্তা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় বিডিএস ভর্তি পরীক্ষায় ১ হাজারে ৯১৭ আসন সংখ্যার বিপরীতে
২২ হাজার ৩৫৫ জন আবেদন করেছেন। ঢাকায় তিনটি এবং চট্টগ্রাম ও রাজশাহীতে দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় গত ৭ অক্টোবর অনুষ্ঠিত সারাদেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হওয়ায় মন্ত্রণালয়, অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আসন্ন বিডিএস পরীক্ষায়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরীক্ষার পূর্বে বা পরে প্রশ্নপত্র ফাঁসের গুজব যাতে কেউ ছড়াতে না পারে সেদিকেও কঠোর সাবধানতা বজায় রাখতে নির্দেশনা দেন তিনি।
ভর্তি পরীক্ষার দিনে হলে প্রবেশের পূর্বে পরীক্ষার্থীদের তল্লাশি নিশ্চিত করার জন্যও স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ প্রদান করেন। এজন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে আসার জন্য বলা হয়েছে।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।  
#
পরীক্ষিৎ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩৩২১

স্পিকারের রুলিং সংকলনের পান্ডুলিপি পরীক্ষাকরণ কমিটির বৈঠক 

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর) :
স্পিকারের রুলিং ১৯৭৩-২০১৩ সংকলনের পা-ুলিপি অধিকতর পরীক্ষাকরণ সংক্রান্ত কমিটির ২য় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার ও ফজিলাতুন নেসা বাপ্পি বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে প্রথম জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পা-ুলিপিতে সর্বমোট ৬টি রুলিং যেমন ব্যক্তিগত ব্যাখ্যাদান, প্রধানমন্ত্রীর মর্যাদা, মনোযোগ আকর্ষণকারী বিষয় পুনরুত্থাপন, সংসদে রেলওয়ে বাজেট পেশ সম্পর্কিত বৈধতার প্রশ্ন, সংসদের বৈঠক বিরতির বিষয়ে বৈধতার প্রশ্ন এবং রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত বৈধতার প্রশ্ন সংক্রান্ত রুলিং পর্যালোচনা করা হয়।
দ্বিতীয় জাতীয় সংসদের রুলিং এর সংকলিত পা-ুলিপিতে সর্বমোট ১৪টি রুলিং যেমন সংসদ-সদস্যদের বিশেষ অধিকার, সংসদ সদস্যদের বিশেষ অধিকার (নিমন্ত্রণের বিষয়ে) ও বৈধতার প্রশ্নে বিশেষ অধিকারের প্রশ্ন উত্থাপন সংক্রান্ত  বৈঠকে আলোচনা হয়। বৈঠকে সংসদীয় রীতি ও কার্যপ্রণালী-বিধির অগ্রাধিকার, বিশেষ অধিকারের নোটিশের বিষয়, বিভিন্ন নোটিশ নিষ্পত্তির বিষয়, প্রশ্নোত্তরকালে মন্ত্রীর অনুপস্থিতির বিষয়ে বিশেষ অধিকার ক্ষুন্ন হওয়া, মন্ত্রী হওয়ার পর সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বহাল থাকা নিয়ে কমিটি আলোচনা করেন। 
এছাড়া নির্বাচনকালে বিশেষ অধিকার ক্ষুণেœর স্বপক্ষে সাক্ষ্য প্রমাণবিহীন অভিযোগ, দিনের কার্যসূচিতে মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের অনুমতি এবং মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিনের কার্যসূচিতে অন্তর্ভূক্তিকরণ সম্পর্কে বৈধতার প্রশ্ন সংক্রান্ত রুলিং পুঙ্খানুপুংখোভাবে পরীক্ষানিরীক্ষা করা হয়। 
    বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

#
হালিম/অনসূয়া/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৬০৪ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                            নম্বর: ৩৩২০ 

দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদানে ভারত-বাংলাদেশ সম্মত

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর) :
     আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সাথে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে মন্ত্রী বলেন বিগত বন্যায় আগাম তথ্য পাওয়ার কারণে বাংলাদেশ সুষ্ঠুভাবে বন্যা মোকাবিলা করতে পেরেছে। ভারতের এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    ভারতীয় রাষ্ট্রদূত বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদান জোরদার করতে সম্মত ভারত ও বাংলাদেশ। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যার মত প্রাকৃতিক দুর্যোগে তথ্য আদান-প্রদানের মাধ্যমে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দেশ দুটি। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা হিসেবে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ৫ বছরের মালটিপল ভিসা প্রদান করবে এবং তাদের সন্তানদের ভারতের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান করবে। 
    বৈঠকে আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ে এশিয়ান মন্ত্রী পর্যায়ের কমিটির সভা নিয়ে আলোচনা হয়। সভায় ৫১ দেশের ৫ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে বৈঠকে জানানো হয়।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল এ সময় উপস্থিত ছিলেন।
#
ফারুক/অনসূয়া/নুসরাত/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫২৫ ঘণ্টা   

 তথ্যবিবরণী                                                                                          নম্বর: ৩৩১৯ 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক  
ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর) :

  জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন-এর সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, নাসরিন জাহান রতœা, ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ এবং একই ক্যাম্পাসে মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমি ভবন ও মহিলা সংস্থার কার্যালয়ের ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। 
কমিটি নারীদের প্রতি যে সহিংস কর্মকান্ড চলছে তা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সুপারিশ করে।  
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অন্যান্য স¦ায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ন্যায় পেনশন ব্যবস্থা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
    বৈঠকে মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

#
মৌমিতা/অনসূয়া/নুসরাত/দীপঙ্কর/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫০০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩১৮

শফিকুল ইসলামের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

ঢাকা, ১২ই কার্তিক (২৭শে অক্টোবর) : 

    রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোকপ্রকাশ করেছেন।  
    মন্ত্রী এক শোকবার্তায় বলেন, দলের দুর্দিনে আলহাজ শফিকুল ইসলাম চৌধুরী কা-ারির ভূমিকা পালন করেছেন। একজন সৎ, ত্যাগী, আদর্শবান রাজনৈতিক হিসেবে তিনি আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।  
    মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/নুসরাত/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা 

Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon