Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী 8/12/2017

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৪০৯ 
 
সাবেক সংসদসদস্য জয়নুল আবেদীনের জানাজা অনুষ্ঠিত
 
ঢাকা, ২৯ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) :  
 
জাতীয় সংসদের সাবেক সংসদসদস্য মো. জয়নুল আবেদীন সরকারের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি আজ ভোরে রাজধানীর কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। 
 
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
 
মরহুমের জানাজায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদসদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
 
এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 
#
নূরুল/অনসূয়া/রেজ্জাকুল/রফিকুল/আসমা/২০১৭/১৫২৮ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৩৪০৮
 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনখাতে বিশে^র প্রথম জাতীয় বিনিয়োগ পরিকল্পনার উদ্বোধন
 
ঢাকা, ২৯ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) :
 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অধিকতর অর্থায়নের উদ্দেশ্যে আগামী ৫ বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা করে পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি ‘জাতীয় বিনিয়োগ পরিকল্পনা’ তৈরি করেছে। দেশের একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এই পরিকল্পনার উদ্দেশ্য। 
 
পরিকল্পনা মন্ত্রী আ হ ম  মুস্তফা কামাল আজ রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় বিনিয়োগ পরিকল্পনা’র মোড়ক উন্মোচন করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ইউএসএইড’র মিশন ডিরেক্টর জেনিনা জেরুজালস্কি এবং এফএও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ডেভিড ডুলান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউর রহমান।
 
পরিকল্পনা মন্ত্রী বলেন, অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে পরিবেশ ব্যবস্থাপনায়ও নজর দেয়ায় বাংলাদেশ বিশ^ব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি বলেন, সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনখাতে দেশের যে সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে, তার বাস্তবায়ন পরিকল্পনা হিসেবে এই পরিকল্পনা চমৎকার ভূমিকা রাখবে।
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনখাতে সঠিক ও অগ্রাধিকারযোগ্য প্রকল্প নির্বাচনে এই কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা সহায়ক হবে। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের নীতিগত উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে হলে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/সংস্থার সমন্বিত অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
 
উল্লেখ্য যে, বাংলাদেশের পরিবেশখাতে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রায় দুইবছর সময় নিয়ে এই বিনিয়োগ পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোতে প্রয়োজনীয় বিনিয়োগ ও সংস্থাগুলোর মধ্যে অধিকতর সমন্বয় সাধন করা যাবে এবং নিয়মিত মনিটরিং এর মাধ্যমে বিনিয়োগের ফলাফল নির্ণয় করা সম্ভব হবে। পরিবেশখাতে বিশে^ এ ধরনের আন্তঃসংস্থা ও আন্তঃসেক্টরাল বিনিয়োগ পরিকল্পনা প্রথম।
#
কামাল/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫০০ ঘণ্টা            
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৪০৭
 
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
 
ঢাকা, ২৯ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) :
 
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের বৈঠকে অংশগ্রহণ করেন। 
 
বৈঠকে সমাজসেবা অধিদফতরাধীন প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আউটসোর্সিং এবং দ্বিতীয় শ্রেণির সমাজসেবা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় প্রতিবেদন প্রস্তুতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
 
কমিটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনভাতা প্রদানের লক্ষ্যে সরকারের নীতিমালা জরুরিভিত্তিতে চূড়ান্ত করণের সুপারিশ করে। বৈঠকে দেশের ৮৫টি শিশু পরিবারের ১০ হাজার ৩’শ নিবাসীর মাসিক ভাতা ২৬শত টাকা থেকে ৩৫শত টাকা বৃদ্ধি করার প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। 
 
কমিটি প্রতিবন্ধী স্কুল থেকে পাস করা ছাত্রছাত্রীদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের সুপারিশ করে। এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ শেষে মৈত্রী শিল্পে চাকুরি এবং প্রশিক্ষণ উর্ত্তীণ প্রতিবন্ধীদের মাঝে জন প্রতি চার হাজার টাকা পুনর্বাসন অনুদান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণের সুপারিশ করে।
 
সমাজকল্যাণ সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
হালিম/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৪৩৪ ঘণ্টা            
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৪০৬  
 
মিয়ানমার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে পুনর্বার বৈঠক
 
নিউইয়র্ক, ১৩ ডিসেম্বর :  
 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমার পরিস্থিতি নিয়ে ১২ ডিসেম্বর পুনর্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিবৃতি দেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান। মিয়ানমার বিষয়ে প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট গ্রহণ ছিল নিরাপত্তা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যা সুনির্দিষ্টভাবে এই পরিষদে গৃহীত দলিল হিসেবে লিপিবদ্ধ থাকবে। 
নিরাপত্তা পরিষদের সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন সভায় বক্তৃতা করেন। সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী ও শিশুদের ওপর সংঘটিত ভয়াবহ যৌন সহিংসতার যে বাস্তব চিত্র নিজ চোখে দেখেছেন এবং নির্যাতিত নারী ও শিশুদের যে বক্তব্য শুনেছেন তা সভায় তুলে ধরেন। 
 
প্যাটেন বলেন, যারা এখনও যৌন সহিংসতার ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে আছেন এবং যারা নিষ্ঠুরতম এই যৌন সহিংসতার দৃশ্য নিজ চোখে দেখেছেন, তাদের সকলেই বলেছেন, নারকীয়ভাবে মিয়ানমারের সেনা সদস্যরা ধর্ষণ, গণধর্ষণ, জনসম্মুখে বিবস্ত্রকরণ এবং সেনাক্যাম্পে আটক রেখে দিনের পর দিন রোহিঙ্গা নারীদের যৌনদাসত্ব গ্রহণে বাধ্য করার মতো জঘণ্য কাজগুলো করেছে।
আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান মিয়ানমার সঙ্কটের সমাধানে বেশকিছু সুপারিশ তুলে ধরেন। সেগুলো হলো: রাখাইন স্টেটের অ্যাডভাইজরি কমিশনের সুপারিশমালাকে ভিত্তি ধরে শান্তিপূর্ণ ও স্থায়ীভাবে বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা; প্রত্যাবাসন হতে হবে উচ্ছেদকৃতদের মূল ভূমিতে বা পছন্দনীয় কাছাকাছি কোনো স্থানে; অবাধ চলাফেরার স্বাধীনতা থাকতে হবে যাতে তারা জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলো সংস্থান করতে পারে; প্রত্যাবাসনের ক্ষেত্রে যোগ্যতার মানদ- উদারভিত্তিক হওয়া এবং সকল প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।
 
সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, প্রতিদিন গড়ে ১শ’-৪শ’ জন বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করছে। এতে প্রতীয়মান হয় যে, রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে পরিস্থিতি এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। তিনি সম্প্রতি উত্তর ও মধ্য রাখাইন প্রদেশের কোনো কোনো অঞ্চলে রোহিঙ্গাদের বসতবাড়িতে অগ্নিকা-ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। 
 
গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত দ্বি-পাক্ষিক চুক্তির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এ চুক্তির শর্তানুযায়ী শীঘ্রই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হবে এবং মিয়ানমারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক দুর্দশার যে মূল কারণ তা দূর করতে এতদসংশ্লিষ্ট বহুবিধ বিষয় ও অমীমাংসিত প্রশ্নগুলো মিয়ানমারকেই সমাধান করতে হবে। 
 
নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের প্রতিনিধিগণ রোহিঙ্গাদের অব্যাহতভাবে মানবিক সহায়তা করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং বরাবরের মতো বিশ্ব সম্প্রদায়কে মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 
#
 
অনসূয়া/আশরোফা/রফিকুল/আসমা/২০১৭/১৬৩০ ঘণ্টা 
 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৩৪৬

ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়
                                                -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

গংগাচড়া (রংপুর), ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। তিনি আজ রংপুর পুলিশ কমিউনিটি হলে আদর্শ হাজী কল্যাণ সমিতির সমস্যগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি নেতা আলহাজ মোঃ শামসুল আলম ও মতিউর রহমান বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, মহানবী (সঃ) এঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানবজাতি ইহকাল ও পরকালে মুক্তি পাবে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি সার্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মীয় জনগোষ্ঠীর মান-মর্যাদা সুরক্ষা এবং নির্বিঘেœ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে চলমান নানামুখী কার্যক্রম চলছে। তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ¦ল দৃষ্টান্ত। এখানে ইসলাম ধর্মের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি অপতৎপরতা চালাবে তাদের সমূলে নির্মূল করা হবে। এব্যাপারে হাক্কানি আলেম-ওলামাসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পরে প্রতিমন্ত্রী দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার উদ্বোধন ও রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

#

আহসান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                          নম্বর : ৩৩৪৫
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২৪ অগ্রহায়ন (৮ ডিসেম্বর) ঃ 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
     উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩০ ট্রাকের মাধ্যমে ৬৪ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৬ হাজার ৪ শত ১০ প্যাকেট শুকনো খাবার, ৫ শত ৮ প্যাকেট শিশু খাদ্য, ৮৪ পিস পোশাক, ১৮ হাজার ৩ শত ৭৭ পিস গৃহস্থালিসামগ্রী, ১ শত পিস গৃহনির্মাণসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজারের ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ২ হাজার ৯ শত ৬২ মেট্রিক টন চাল, ৮০ মেট্রিক টন ডাল, ৮৭ হাজার ৯ শত ৬৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৭০ মেট্রিক টন চিনি, ২ হাজার ২ শত ৮ কেজি আটা, ৭২ হাজার ৬ শত ৭০ কেজি গুঁড়োদুধ,  ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   
কক্সবাজারের জেলা প্রশাসক এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক, কক্সবাজার শাখার চলতি হিসাব নং ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৩ শত ৬ টাকা জমা রয়েছে।
#
সাইফুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০১৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                          নম্বর :  ৩৩৪৪

বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

    বিশ্ব প্রতিবন্ধী দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

    অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক শিশুদেরকে প্রতিবন্ধী বলা বা এ হিসেবে চিহ্নিত করা উচিত নয়। এসব শিশু কারও বোঝা নয়। বরং সমাজ ও দেশের সম্পদ। তাদের অনেকক্ষেত্রে প্রতিভা রয়েছে। সঠিক পরিচর্যা ও সুন্দর পরিবেশ পেলে তারাও নিজেদেরকে প্রতিভাবান হিসেবে তুলে ধরতে পারে। সেজন্য পরিবার ও সমাজকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদেরকে পরিবার ও সমাজে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে।

#

কামরুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                          নম্বর :  ৩৩৪৩

বান্দরবানে অরুণ সারকী টাউন হলের উদ্বোধন

বান্দরবান, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

    বান্দরবান পার্বত্য জেলা সদরে প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী অরুণ সারকীর স্মৃতি রক্ষার্থে আজ ‘অরুণ সারকী টাউন হল’ উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে নতুন এই টাউন হলের উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে  পার্বত্য সংস্কৃতির ঐতিহ্যে ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ সম্পন্ন হয়। ২০১১ সালে এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।  

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, আচার-অনুষ্ঠানের যথাযথভাবে সংরক্ষণে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি এ অঞ্চলের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

    বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার, ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার প্রসেঞ্জিত চাকমা এবং বান্দরবান জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ¤্রাে, তিং তিং ম্যা মারমা।  

    অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ২৫টি ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে সাংস্কৃতিক সরঞ্জাম ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য, প্রয়াত অরুণ সারকী বাংলাদেশ বেতার ও বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে গান পরিবেশন করে ব্যাপক সুখ্যাতি ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রথম সংগীত ক্লাব হিসেবে স্বরলিপি শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ২০১১ সালের ২৭ নভেম্বর পরলোক গমন করেন।

#

জুলফিকার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৩৪২
 
সুলতানা জুট মিলস্ লিঃ টেক-ব্যাক করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়
 
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
 
সুলতানা জুট মিলস্্ লিঃ পুনঃগ্রহণ (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর কারণ হিসেবে বলা হয়, গত ৩০.১১.১৯৮২ তারিখে শিল্পনীতির শর্তসমূহ প্রতিপালন করে সরকার উক্ত কোম্পানির সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি এবং সরকার, বিজেএমসি ও মিল কর্তৃপক্ষের সাথে সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তিমূলে মিল গ্রহীতাগণ মিলের বিপরীতে সরকার ও সরকারের আর্থিক প্রতিষ্ঠানসমূহের যাবতীয় দায়-দেনা পরিশোধ করার জন্য চুক্তিবদ্ধ হয়ে মিলের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে । কিন্তু মিল কর্তৃপক্ষ সরকার, বিজেএমসি ও অন্যান্য সরকারি আর্থিক প্রতিষ্ঠানসমূহের পাওনা পরিশোধ করেনি । মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-কে মিলের নিকট সরকারের পাওনা পরিশোধের জন্য একাধিক তাগিদপত্র প্রদান করা সত্ত্বেও সরকারি পাওনা পরিশোধ করেনি । মিলের মেশিনারিজগুলো তুলে একপাশে স্তূপ করে ফেলে রাখায় সরকারের সাথে সম্পাদিত চুক্তিদ্বয় ভঙ্গ হয়েছে । এছাড়াও  দীর্ঘদিন যাবৎ মিল বন্ধ রেখেছে, হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান হতে বঞ্চিত করে রেখেছে, এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তর চুক্তি লঙ্ঘিত হয়েছে ।  
এজন্য জনস্বার্থে ঈড়হঃৎধপঃ অপঃ ১৮৭২ (ওঢ ড়ভ ১৮৭২) এর ৩৯নং ধারা অনুযায়ী ৩০ নভেম্বর, ১৯৮২ খ্রিস্টাব্দ তারিখে সম্পাদিত মিল হস্তান্তর চুক্তিদ্বয় (দ্বিপাক্ষিক ও ত্রিপক্ষীয়) বাতিল করা হয়। সুলতানা জুট মিলস্ লিঃ, বাঁশবাড়িয়া, সীতাকুন্ড, চট্টগ্রাম কারখানাটিসহ উক্ত কোম্পানির যাবতীয় শেয়ার, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও স্বত্ব সরকার কর্তৃক ৭ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ/ ২৩ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ তারিখে পুনঃগ্রহণ (টেব-ব্যাক) করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিলটি ব্যবস্থাপনার নিমিত্ত  মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিজেএমসি’র নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়।
 
উল্লেখ্য, হস্তান্তরের চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং মিলের উৎপাদন বন্ধ রাখায় এ পর্যন্ত  সুলতানা জুট মিলস্ লিঃ নিয়ে ১২টি মিল  পুনঃগ্রহণ  (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয় ।
 
#
সৈকত/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/ ১৯৫৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৩৪০

বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট আগামী সপ্তাহে
                -- আইনমন্ত্রী

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

    অধঃস্তন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলা বিধির গেজেট আগামী সপ্তাহের প্রথম দিকে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, শৃঙ্খলা বিধির খসড়াটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে এবং এটি রোববার নাগাদ  আইন মন্ত্রণালয়ে ফেরত আসতে পারে। মন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

    এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে তিনটি অনুষদ নিয়ে ১৯২১ সালে যাত্রা শুরু করেছিল, আইন অনুষদ তার অন্যতম। গর্বের সঙ্গে তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। কিন্তু দুঃখের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তৎকালীন কর্তৃপক্ষ তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছিল। তবে, আনন্দের ও স্বস্তির ব্যাপার হচ্ছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতির পিতার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে।

    বাংলাদেশ আইন সমিতির বর্তমান সভাপতি এ কে এম আফজাল উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বক্তৃতা করেন।

#

রেজাউল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                          নম্বর : ৩৩৩৯
 
আগামী নির্বাচন হচ্ছে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ
                                                               ---মায়া চৌধুরী
 
মতলব উত্তর (চাঁদপুর), ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, আগামী নির্বাচন হচ্ছে যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের ৭১ এর অনুপ্রেরণায় এ যুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাজদের চিরতরে নির্মূল করতে হবে।
মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে প্রচারণামূলক এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ কুদ্দুস এর সভাপতিত্বে জনসভায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, জহিরাবাদ, ফরাজীকান্দি, ষাটনল, কলাকান্দা, এখলাসপুর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং দলীয় সভাপতিগণ বক্তব্য রাখেন।
ত্রাণ মন্ত্রী বলেন শেখ হাসিনার দূরদর্শিতায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি ও বিনিয়োগের প্রসার সম্ভব হয়েছে। প্রতিঘরে বিদ্যুৎ বাংলাদেশের জন্য একটি দূরবর্তী স্বপ্নের মতো ছিল উল্লেখ করে তিনি বলেন প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকার কারণে এ স্বপ্ন পূরণ হয়েছে। তিনি আরো বলেন, দেশি বিদেশি চাপ থাকা সত্ত্বেও সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। 
 
#
ফারুক/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৯২৪ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৩৩৮

ডব্লিউটিও’র কনফারেন্সে গেছেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-এর ১১তম মিনিস্টিরিয়াল কনফারেন্সে যোগদানের জন্য ৮ ডিসেম্বর আর্জেন্টিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ২০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর এ কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

    এবারের সম্মেলনে পণ্য রপ্তানির ক্ষেত্রে রুলস অভ্ অরিজিন শিথিলকরণ, সেবা বাণিজ্যে প্রেফারেনশিয়াল মার্কেট একসেস প্রদান, ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন, ফিশারিজ সাবসিডিস, ই-কমার্স, টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড (টিবিটি), ট্রান্সফার অভ্ টেকনোলজি, স্যানিটারি এন্ড ফাইটোস্যানিটারি মেজার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ বরাবরই মিনিস্টিরিয়াল কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    বাংলাদেশ প্রতিনিধি দলে বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোঃ মুনীর চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি বিজয় ভট্টাচার্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, জেনেভায় বাংলাদেশ মিশনের কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ রয়েছেন। বাণিজ্যমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

#

বকসী/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৩৩৭

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে যাবে
                  -- এলজিআরডি মন্ত্রী    

ফরিদপুর, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) :

        স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে পড়বে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে। আজ ফরিদপুরের কবি জসীমউদদীন হলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে ২০১৮ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন। এই সময়ে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে জনগণের এই সমর্থন আমাদের ধরে রাখতে হবে। এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বিঘিœত করতে একটি মহল তৎপর। তিনি সকলকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

    অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে চারজন শিক্ষক-শিক্ষিকা, ১৮৪ জন মেধাবী শিক্ষার্থী ও ১২টি প্রতিষ্ঠানকে শিক্ষা অনুদান দেয়া হয়। এছাড়া ২০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণের টিন বিতরণ করা হয়। জেলা পরিষদের পক্ষ থেকে ৭৪টি ধর্মীয় প্রতিষ্ঠানকে অনুদানের চেক এবং ১৩টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
        
#

জাকির/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩৩৩৬
বেগম রোকেয়া দিবস উদ্যাপন এবং বেগম রোকেয়া পদক-২০১৭ 
প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৪ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর) : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়া দিবস উদ্যাপন এবং বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উদ্যাপন এবং বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি মহিয়সী নারী  বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত। বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের নবগাগরণের সূচনালগ্নে নারী শিক্ষা ও নারী জাগরণে তিনিই প্রধান  নেতৃত্ব  দেন। সাহিত্যচর্চা,  সংগঠন পরিচালনা ও শিক্ষা বিস্তারের মাধ্যমে বেগম রোকেয়া সমাজ সংস্কারে এগিয়ে আসেন এবং স্থাপন করেন উজ্জ¦ল দৃষ্টান্ত। বেগম রোকেয়ার আদর্শ, সাহস, কর্মময় জীবন নারী সমাজের এক অন্তহীন  প্রেরণার উৎস।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করেন। নারী সমাজের উন্নয়নে আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে সর্বপ্রথম জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষণা করেন। ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর আমরা দেশে নারী শিক্ষার প্রসার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বাস্তবায়ন করছি। জাতীয় নারী উন্নয়ন নীতি আরও যুগোপযোগী করে আমরা নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন করে ত
Todays handout (8).docx Todays handout (8).docx