Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০১৯

তথ্যবিবরণী - 5/8/2019

তথ্যবিবরণী                                                 নম্বর : ২৯০৩
        
 শেখ কামালের জীবনী যুব সমাজকে পথ প্রদর্শন করতে পারে
                          --- শিল্পমন্ত্রী 
 
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শহীদ শেখ কামালের জীবনী যুব সমাজকে পথ প্রদর্শন করতে পারে। 
শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে ‘সম্প্রীতির বাংলাদেশ’ আয়োজিত ‘বহুমাত্রিক শেখ কামাল’ শীর্ষক আলোচনা সভায় শিল্পমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
মহান মুক্তিযুদ্ধে শহীদ শেখ কামালের অনন্য অবদানের কথা স্মরণ করে শিল্পমন্ত্রী বলেন, ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে শেখ কামাল উনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করেন। পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজকে মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে মঞ্চ নাটক পরিচালনা করতেন। দেশে সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামাল একজন প্রথম সারির সংগঠক ছিলেন। তিনি ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
শহীদ শেখ কামালকে বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, তিনি বন্ধু শিল্পীদের নিয়ে স্পন্দন শিল্পী গোষ্ঠী এবং উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ও আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন।
#
 
মাসুম/মাহমুদ/রাহাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                 নম্বর : ১৯০২
        
ঢাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সরকার
             --- স্থানীয় সরকার মন্ত্রী
 
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ঢাকার জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা, এ সমস্যা নিরসনে সরকার কাজ করছে। বর্তমান জলাবদ্ধতা সমস্যা যথেষ্ঠ কমে এসেছে। সবাই মিলে দায়িত্ব নিয়ে কাজ করলে এ সমস্যা থেকে পুরোপুরি বের হয়ে আসা সম্ভব।
  আজ রাজধানীর রমনায় আইইবি’র সেমিনার কক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, ঢাকা কেন্দ্রের উদ্যোগে ‘ঢাকা মহানগরীর জলাবদ্ধতার কারণ ও তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ওয়ালিউল্লাহ সিকদার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বর্তমানে ইউনিভার্সিটি অভ্ এশিয়া প্যাসিফিকের অধ্যাপক প্রকৌশলী ড. মো. মুজিবুর রহমান। 
সেমিনারে বক্তারা বলেন, ঢাকা মহানগরীর জলাবদ্ধতার জন্য কারিগরি ও প্রাতিষ্ঠানিক কারণ ছাড়াও আমাদের আর্থসামাজিক অবস্থা দায়ী। এ থেকে উত্তরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক করে দিলে বিভিন্ন দপ্তর/সংস্থার মধ্যে সমন্বয় সহজ হবে। তারা সমস্যার প্রকৃতির ওপর নির্ভর করে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। 
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ইনস্টিটিউট অভ্ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর নির্বাহী পরিচালক প্রকৌশলী ড. এম. মনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর পানি সম্পদ কৌশল বিভাগের প্রফেসর প্রকৌশলী ড. মো. আব্দুল মতিন প্রমুখ।
#
হাসান/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                 নম্বর : ২৯০১
        
মুজিব বর্ষকে সামনে রেখে সরকারের লক্ষ্য উন্নত জাতি গঠন
                         --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, মুজিব বর্ষকে সামনে রেখে সরকারের মূল লক্ষ্য হলো দেশকে বস্তুগত উন্নয়নের পাশাপাশি একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলা।
আজ রাজধানীর শিল্পকলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি লাইব্রেরিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে সংগৃহীত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যন্ত্র ব্যবহারের সাথে সাথে মানুষও যন্ত্র হয়ে যাচ্ছে, তাই বই পাঠে আরো বেশি গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর হত্যাকা- ঘটিয়েছিল। একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি এ বিষয়ে গবেষণা করে বইয়ের মাধ্যমে তুলে ধরলে জড়িতদের মুখোশ উন্মোচন হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৯০০

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশ শিল্প প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, সৎ মনোভাব ও পরিষ্কার মন নিয়ে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব। প্রকল্প পরিচালকের অবশ্যই সার্বক্ষণিকভাবে প্রকল্প এলাকায় অবস্থান করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাতে হবে। এছাড়া সাভারে ট্যানারি শিল্পনগরীর আশপাশে অবস্থিত অন্যান্য শিল্পকারখানাসমূহ  যাতে নদীতে রাসায়নিক বর্জ্য না ফেলতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহের সকল কর্মকর্তাকে আধঘণ্টার মধ্যে ফাইল নিষ্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের এডিপিতে উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এই নির্দেশ প্রদান করেন। শিল্প সচিব মোঃ আবদুল হালিম সভায় সভাপতিত্ব করেন।

সভায় দেশের বিভিন্ন জেলায় বিসিক শিল্পনগরীর খালি প্লটসমূহে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রমোশনাল কর্মসূচি গ্রহণ করার জন্য বিসিককে নির্দেশনা প্রদান করা হয়। কোরবানির পরবর্তী ২-৩ মাস সাভার চামড়া শিল্প নগরীর সিইটিপিকে যাতে এর ধারণ ক্ষমতা দৈনিক ২৫০০০ ঘনমিটারের অতিরিক্ত তরল বর্জ্য পরিশোধন না করতে হয় সেজন্য আগাম পরিকল্পনার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া যে সকল প্রকল্পের অগ্রগতি ৮০ শতাংশের কম সেগুলোর প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং যে সকল প্রকল্পের অগ্রগতি ৯৮ শতাংশের বেশি তাদের মধ্যে থেকে বিশেষ শর্তানুসারে ৩-৫ জন প্রকল্প পরিচালককে দ্রুত লেটার অভ্‌ অ্যাপ্রিসিয়েশন প্রদানের নির্দেশনা দেওয়া হয়। 

শিল্প সচিব বলেন, কাজের মান অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ অবশ্যই শেষ করতে হবে। নতুন অর্থবছরের শুরুতেই কাজের তৎপরতা বাড়াতে হবে যাতে প্রকল্পের জন্য বরাদ্দ হতে টাকা কর্তন করার প্রয়োজন না হয়। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে সচিব আশ্বাস প্রদান করেন।          

সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থ বিভাগ, গণপূর্ত বিভাগের প্রতিনিধি-সহ শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

মাসুম/মাহমুদ/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/২০০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৮৯৮

সমুদ্র বন্দরসমূহের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের আজ দুপুর ২টার প্রতিবেদন অনুযায়ী দেশের প্রায় সকল নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে বা স্থিতিশীল রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় ৬৮টি স্থানে পানির সমতল হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ২১টি স্থানে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে যা আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে।

          প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস : রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

          সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৮ হাজার ৩৫০ মে. টন চাল, ৪ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, ১ লাখ ১৮ হাজার কার্টুন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ৫০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ৩৫ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং গোখাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে ।

#

কাদের/মাহমুদ/রাহাত/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৯১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২৮৯৯

কোনো ষড়যন্ত্র সরকারকে বিব্রত করতে পারবে না      

                                               ---কৃষিমন্ত্রী

 

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :  

                                                

          ‘কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়ন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বিন্দুমাত্র ভীত করতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত করতে চায়। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তারা দেশ ও জাতির শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার শত্রু । বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে । বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং ভবিষতেও দেবে।’ 

                                

          কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ টাঙ্গাইল জেলার নিজ নির্বাচনি এলাকায় মধুপুর উপজেলার শোলাকুড়ি ও আলোকদি ইউনিয়নে এবং ধনবাড়ী উপজেলার বলিভ্র ও বীরতারা ইউনিয়নে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণকালে এসব কথা বলেন।   

 

          মন্ত্রী বলেন, এক সময় সারের জন্য প্রাণ দিয়েছে এদেশের কৃষক, এখন দেশের অর্থনীতির চাকাকে সচল রাখবে কৃষক। সরকার চায় যখন যে সমস্যা সৃষ্টি হবে তার স্থায়ী সমাধান করতে। বাংলাদেশ হবে উন্নত স্বনির্ভর দেশ।

#

গিয়াস/মাহ্‌মুদ/রফিকুল/আব্বাস/২০১৯/১৯১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                      নম্বর : ২৮৯৭
        
২০২৫ সালের মধ্যে ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করা হবে
                              --- পরিবেশ মন্ত্রী
 
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ইটভাটার দূষণ থেকে দেশকে মুক্ত করার জন্য সারা দেশে ক্রমান্বয়ে ইটের বিকল্প ব্লক ও ছিদ্রযুক্ত ইট উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। আজ ঢাকায় পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা দেশে প্রায় সাড়ে সাত হাজারের অধিক ইটভাটায় বছরে প্রায় ২৩০ কোটি ইট উৎপাদনের জন্য প্রায় ৩৩৫ কোটি ঘনফুট মাটি ব্যবহৃত হচ্ছে। কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার করে ইট বানানোর কারণে কৃষিজমির উৎপাদন হ্রাস পাচ্ছে। এ ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে আমাদের ক্রমান্বয়ে পুরাতন পদ্ধতির ইটভাটা বন্ধ করে নতুন পদ্ধতিতে যেতে হবে। এজন্য সময়ের প্রয়োজন। তাই ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে টেন্ডার ডকুমেন্টসে ক্রমবর্ধমান হারে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#
 
পাশা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ২৮৯৬

       সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবো

                                     --- নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, বন্যা, ডেঙ্গু ও গুজব নিয়ে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ধ্বংস করার চক্রান্ত চলছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য গুজব রটানো হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়িয়েছিল; সেটাতে আমরা জয়ী হয়েছি। ’৭৫ এর পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে অনেক অপপ্রচার চালানো হয়েছেন কিন্তু সেগুলো প্রমাণিত হয়নি। তিনি বলেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

           প্রতিমন্ত্রী আজ ঢাকার সদরঘাট টার্মিনাল ভবনে সুষ্ঠু ও নিরাপদ নৌপরিবহন সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

          নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপচিালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বক্তব্য রাখেন।

           খালিদ মাহ্মুদ চৌধুরী সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ কমাতে গার্মেন্টসের ছুটি একসাথে না দিয়ে পর্যায়ক্রমে দেয়ার জন্য বিজিএমইএ’র নিকট আহ্বান জানান। তিনি বলেন, গার্মেন্টসের ছুটি পর্যায়ক্রমে হলে সড়ক, রেল ও নৌপথের ওপর চাপ কমবে এবং যাত্রী পারাপার সহজ হবে। ফেরি পারাপারে সিরিয়াল মেইনটেইন করতে তিনি বিআইডব্লিউটিসিকে নির্দেশ দেন। জরুরি এম্বুলেন্স ও ভিআইপি পারাপারে আরো সতর্ক থাকারও নির্দেশ দেন।

          প্রতিমন্ত্রী বলেন, নৌযান মালিক-শ্রমিক, নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর সকলের সর্বাত্মক সহযোগিতায় । ঈদুল ফিতরে নৌপথে যাত্রি পারাপার সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে করতে পেরেছি। ঈদুল আজহায়ও সকলের সহযোগিতায় নৌপথে যাত্রি পারাপার সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

          এর আগে প্রতিমন্ত্রী ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি এবং পরিচ্ছন্ন অভিযান কর্মসূচিতে নেতৃত্ব দেন।

#

জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ২৮৯৫

       রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি

                                            --- তথ্যমন্ত্রী

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :

          তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি একের পর এক গুজবের আশ্রয় নিচ্ছে’।

          আজ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের উদ্যোগে বঙ্গমাতার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। তিনি এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

          বাংলাদেশ উন্নত হচ্ছে এটি বিএনপির ভালো লাগছে না, এজন্য দেশে তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, তারা দেশে গুজব ছড়াচ্ছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা প্রথমে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছে, ছেলেধরা নিয়ে গুজব ছড়িয়েছে, তারপর হারপিক আর ব্লিচিং পাউডার নিয়ে গুজব ছড়িয়েছে। এরপর এখন প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে, হিতাহিত জ্ঞান হারিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে গুজবের আশ্রয় নিয়েছে বিএনপি’।

          মন্ত্রী বলেন, ‘গুজব হয়তো বুদবুদ তৈরি করতে পারে। কিন্তু বুদবুদ যেমন হাওয়ায় মিলিয়ে যায়, তারাও ঠিক হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। যারা দেশের উন্নয়ন চায় না, সমাজের অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যারা দেশবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে’।

          বঙ্গবন্ধু বাংলাদেশকে জাপানের মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সেই কারণে প্রথম থেকেই জাপান বাংলাদেশের এক নম্বর উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে আমরা জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি উন্নয়ন সহযোগিতা পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার কারণে সাড়ে তিন বছরের মাথায় সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়। আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছে’।

          জিয়াউর রহমান জাতিসংঘে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন এমন দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, তখন যেই শক্তিটি দেশের অভ্যুদয় চায়নি, সেই শক্তির পরবর্তী প্রজন্মের আশ্রয়স্থল হচ্ছে জিয়াউর রহমান। যারা বাংলাদেশ চায়নি, তাদেরকে পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান। তিনি পাকিস্তান প্রতিনিধিদলের ডেপুটি লিডার হিসেবে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন যে- বাংলাদেশে কোনও মুক্তিযুদ্ধ হচ্ছে না’।

          সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এডভোকেট শাহরুখ মিরাজ, আওয়ামী নেতা এডভোকেট বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধা প্রমুখ।

          বক্তারা বঙ্গবন্ধুর জাতির পিতা হয়ে ওঠার নেপথ্যে বেগম মুজিবের অসাধারণ অবদানের ওপর আলোকপাত করেন।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                    নম্বর : ২৮৯৪  
 
মিরপুরের আবাসিক ভবনসংলগ্ন ড্রেন ৭ দিনের মধ্য পরিষ্কার না করলে জরিমানা
                                                                      -শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট) :
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মিরপুরের জয়েন্ট প্ল¬টসমূহের মাঝখানের ড্রেনসমূহ ৭ দিনের মধ্যে পরিষ্কার করার জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আবাসিক ভবনের নিচতলা দোকান হিসেবে ভাড়া দেওয়ায় জয়েন্ট প্লটের ড্রেন পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে প্রবেশ করতে পারেন না। এই ড্রেনগুলো পরিষ্কার করার দায়িত্ব সংশি¬ষ্ট বাড়ির মালিকদের নিতে হবে। অন্যথায় তাদের জরিমানা করা হবে।
শিল্প প্রতিমন্ত্রী ৪ আগস্ট রাজধানীর মিরপুর ১৪ নম্বরে অবস্থিত জামিউল উলুম মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় একথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার (সার্বিক) সেলিম রেজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র জামাল মোস্তফা। মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আবুল বাশার নোমানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
জনগণ ধর্মীয় নেতৃবৃন্দের পরামর্শকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে উল্লে¬খ করে শিল্প প্রতিমন্ত্রী জুম্মার নামাজের খুতবায় এডিস মশা নিধন ও ডেঙ্গু বিষয়ে জনগণকে সচেতন করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। উন্নত দেশের অনুকরণে বাংলাদেশেও গৃহস্থালি ময়লা সংগ্রহ ও পরিষ্কারের ব্যবস্থা চালু করার জন্য ঢাকা সিটি করপোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানান তিনি। 
মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে নতুন ঔষধ আনা হচ্ছে। তিনি মাদ্রাসার ছাত্রদের ডেঙ্গু মশার বিস্তারের উৎসসমূহ সম্পর্কে ধারণা প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় মাদ্রাসার ছাত্রদের ভূমিকা রাখার আহ্বান জানান।
জ্বর হলে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণের জন্য মাদ্রাসার ছাত্রদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বলেন, যেসকল স্থানে এডিস মশা বিস্তারের সুযোগ থাকে, সেগুলো ধ্বংস করতে হবে। ডেঙ্গু ও এডিস মশার বিষয়ে সচেতন করার জন্য মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে টিম করে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।
#
 
মাসুম/অনসূয়া/পরীক্ষিৎ/শামীম/২০১৯/১৬০৪ ঘণ্টা
 তথ্যবিবরণী                                                                                                   নম্বরঃ ২৮৯৩

কৃষকের কাছ  থেকে সরাসরি ধান সংগ্রহ করতে হবে

                                                    -খাদ্যমন্ত্রী

খুলনা, ২১ শ্রাবণ (৫ আগস্ট)

          খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলমান ধান সংগ্রহ কর্মসূচিতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করতে হবে। পাশাপাশি চাল সংগ্রহের ক্ষেত্রে চালের মান নিয়েও কোন প্রকার আপস করা যাবে না। খাদ্য বিভাগকে একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

           মন্ত্রী সোমবার খুলনা সার্কিট হাউজে আয়োজিত খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, গত দু'মাসে অনেকগুলো খাদ্যগুদাম ও সিএসডি পরিদর্শন করা হয়েছে। যেসব খাদ্য গুদাম ও সিএসডিতে নিম্নমানের চাল পাওয়া গেছে, সে সমস্ত খাদ্য গুদাম কর্মকর্তা ও সিএসডি ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়া হয়েছে। অনেককে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এখন থেকে সাবধান হয়ে যান, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, দুর্নীতি করবেন না। 

          সারাদেশে ১০ লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন ২০০ টি প্যাডি সাইলো নির্মাণের কাজ ইতোমধ্যে অনেকখানি এগিয়ে গেছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এই প্যাডি সাইলোগুলো নির্মিত হলে অনেক বেশি পরিমাণ ধান কৃষকের কাছ থেকে ক্রয় করা যাবে ও কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।

          এর আগে মন্ত্রী মোংলা সাইলো সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সাইলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। যশোর জেলার মহেশ্বরপাশা সিএসডি এবং নওয়াপাড়া খাদ্য গুদামও তিনি পরিদর্শন করেন। 

          খুলনা বিভাগের বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মহাসিন ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুক, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আজিজ মোল্লা ও পরিচালক সংগ্রহ জুলফিকার আলীসহ খুলনা খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। 

#

মেহেদী/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১৬১১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৮৯২

ডেঙ্গু মোকাবিলায় বিশেষজ্ঞ পরামর্শ

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট):

          ডেঙ্গু রোগে বিচলিত বা আতঙ্কিত না হয়ে নীচের পরামর্শগুলো অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরাঃ

 বাড়িতে চিকিৎসা চলাকালীন সতর্কতা

নীচের যেকোন একটি লক্ষণ দেখা দিলে অতিসত্বর হাসপাতালে যোগাযোগ করতে হবেঃ

  • জ্বর কমার প্রথম দিন রোগীর শারীরিক অবস্থার অবনতি
  • বার বার বমি/মুখে তরল খাবার খেতে না পারা
  • পেটে তীব্র ব্যথা
  • শরীর মুখ বেশি দুর্বল অথবা নিস্তেজ হয়ে পড়া/হঠাৎ করে অস্থিরতা বেড়ে যাওয়া
  • শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া/শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া

বাড়িতে চিকিৎসা

  • পর্যাপ্ত বিশ্রাম (জ্বর চলাকালীন এবং জ্বরের পর এক সপ্তাহ)
  • স্বাভাবিক খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়া, যেমন খাবার স্যালাইন
  • গ্লুকোজ, ভাতের মাড়, বার্লি, ডাবের পানি, দুধ/হরলিকস, বাসায় তৈরি ফলের রস, স্যুপ ইত্যাদি

জ্বর থাকাকালীন চিকিৎসাঃ প্যারাসিটামল ট্যাবলেট

  • পূর্ণবয়স্কদের জন্যঃ ২টি করে প্রতি ৬/৮ ঘণ্টা পর পর
  • বাচ্চাদের জন্যঃ বয়স ও ওজন অনুসারে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী
  • জ্বর থাকাকালীন রোগী দিনরাত সবসময় মশারির ভিতরে থাকবে

জ্বর থাকাকালীন নিম্নোক্ত ঔষধ সেবন থেকে বিরত থাকতে হবে

  • ব্যথানাশক ঔষধ (এন.এস.এ.আই.ডি গ্রুপ যেমন, ডাইক্লোফেন, আইবুপ্রোফেন, ন্যাপারক্সেন, মেফেন)
  • এসপিরিন/ক্রোপিডোপ্রেল (এন্টি প্লাটিলেট গ্রুপ) হৃদরোগীদের জন্য জ্বর থাকাকালীন ও প্লাটিলেট হওয়া পয©ন্ত বন্ধ থাকবে
  • ওয়ারফারিন (এন্টিকোয়াগুলেন্ট) হৃদরোগীদের জন্য জ্বর থাকাকালীন ও প্লাটিলেট হওয়া পয©ন্ত বন্ধ থাকবে
  • এন্টিবায়েটিক জাতীয় ঔষধ (বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে)
  • Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon