Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুন ২০১৫

তথ্যবিবরণী 7/6/2015

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৬৪৩

সাবেক স্পিকার এডভোকেট শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকারের শোক

ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) :
    জাতীয় সংসদের সাবেক স্পিকার এডভোকেট শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড: শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
    আজ এক শোকবাণীতে স্পিকার বলেন, এডভোকেট শেখ রাজ্জাক আলী ছিলেন একজন দক্ষ স্পিকার, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও সমাজসেবক। তার মৃত্যুতে বাংলাদেশ একজন দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো।
    স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডেপুটি স্পিকারের শোক

    জাতীয় সংসদের সাবেক স্পিকার এডভোকেট শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
    আজ এক শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট শেখ রাজ্জাক আলী ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক ও সৎ রাজনীতিবিদ। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
    ডেপুটি স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চিফ হুইপের শোক

    জাতীয় সংসদের সাবেক স্পিকার এডভোকেট শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ
আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
    আজ এক শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট শেখ রাজ্জাক আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ  ও দক্ষ স্পিকার । তার মৃত্যু  দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
    চিফ হুইপ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#
সাইফুল্লাহ/নবী/জয়নুল/২০১৫/২২১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৪২

বাজার তদারকি
৩০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, রাজশাহী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও মৌলভিবাজারে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩০ প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ‘টারকিশ কাবাব এন্ড পিজা’কে ১০ হাজার টাকা এবং একুশে রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ¥ীপুর এলাকায় ৭ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, কুমিল্লা আদর্শ সদরে ৬ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা, নারায়ণগঞ্জ সদরে ৫ প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
গাজীপুর সদরের বোর্ডবাজার ও সাইনবোর্ড বাসষ্ট্যান্ড এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, ফরিদপুরের সদরপুর উপজেলায় ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ’ টাকা এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৪ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
#
সাইফুল্লাহ/নবী/জসীম/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ১৬৪১

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) :
দশম জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর  বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, আ ফ ম রুহুল হক, মোঃ শামসুল হক টুকু, মোঃ রুস্তম আলী ফরাজী এবং ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের  ২০০৭-০৮ অর্থবছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট ২০১০-১১ এর অডিট আপত্তির অনুচ্ছেদ ১, ২, ৩, ৪, ৫, ৭, ৯ ও ১০ সর্বমোট আটটি অডিট আপত্তির সঙ্গে জড়িত টাকার পরিমাণ ২৭ কোটি ৩২ হাজার ১৫৪ টাকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ  করা হয়।
বৈঠকে বিভিন্ন শ্রেণির গ্রাহকের নিকট বিদ্যুৎ বিল বাবদ ১২,৪৮,৯৭,৯৩৯ টাকা অনাদায়ী, সংযোগ বিচ্ছিন্ন গ্রাহকদের নিকট বিদ্যুৎ বিল বাবদ ২,৬৭,৬৬,৪০০ টাকা অনাদায়ী এবং বিলম্বে বিল পরিশোধের জন্য সারচার্জ আদায় না করে শুধু বিদ্যুৎ বিল আদায় করায় সরকারের রাজস্ব ক্ষতি ৪৩,৪৫,৩০৯ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি অনাদায়ী টাকা আদায়ে আইনি উদ্যোগ গ্রহণের ব্যবস্থাসহ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নকরণের পাশাপাশি ৬০ দিনের মধ্যে সমুদয় অর্থআদায় করে অডিট অফিসের মাধ্যমে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
বৈঠকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সিস্টেমলস নিয়ন্ত্রণে রাখার ব্যর্থতাজনিত কারণে সরকারের ক্ষতি ৩,৮৬,৬৩,০৩০ টাকা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সিস্টেমলস নিয়ন্ত্রণে রাখার ব্যর্থতাজনিত কারণে সরকারের ক্ষতি ৫,৭৯,১৩,০৮৮ টাকা  মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি প্রিপেইড মিটার সিস্টেম অতিদ্রুত চালু, ১০% এর বেশি সিস্টেমলস হলে দায়ীদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং সিস্টেমলসের মাত্রা ১০% এর নীচে কমিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে ভা-ারে সংরক্ষিত মজুত মালামালের সাথে যাচাইপ্রতিবেদনে প্রদর্শিত মজুত মালামালের ঘাটতি থাকায় সরকারের ৪২,৪৩,১২০ টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি মালামাল সঠিক আছে এমর্মে প্রমাণক আগামী ১৫ দিনের মধ্যে অডিট অফিসে জমাদান করে তাদের সন্তুষ্টি সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করে।
 বৈঠকে নিখোঁজ গ্রাহকের নিকট প্রাপ্য রাজস্ব অনাদায়জনিত সরকারের ক্ষতি ৪৫,১৫,৯২৭ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করে।
 বৈঠকে সংযোগবিচ্ছিন্ন গ্রাহকদের নিকট বিদ্যুৎবিলবাবদ অনাদায়ী  থাকায় ৮৬,৮৭,৩৪১ টাকা সরকারের ক্ষতি মর্মে উত্থাপিত অডিটআপত্তির প্রেক্ষিতে কমিটি আগামী ৭দিনের মধ্যে আদায়কৃত টাকার প্রমাণক অডিট অফিসে জমাদান করে তাদের সন্তুষ্টি সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুপারিশ করে।
বৈঠকে সারাদেশে পল্লিবিদ্যুতের মিটারসংযোগ প্রদান, ট্রান্সফরমার প্রদান, খাম্বালাগানোর অযুহাতে সাধারণ জনগণের নিকট থেকে টাকা আদায় ও প্রতারণার আশ্রয়গ্রহণের অভিযোগ থাকায় বিষয়টির সঠিকতা যাচাইয়ের লক্ষ্যে  বিদ্যুৎ বিভাগের সচিবকে  দৈবচয়নের মাধ্যমে তদন্ত করে দ্রুত ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।
 সিএন্ডএজি মাসুদ আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ  সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম ও  অডিট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

হুদা/সাইফুল্লাহ/নবী/আলম/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/২১৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৪০

আলোচনা সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রী

পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে মুক্তির ঘোষণাপত্র ছিল ছয়দফা

ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) :
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ছয়দফা দাবি বাঙালিদের প্রতি পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে মুক্তির ঘোষণাপত্র।
    আজ ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    মন্ত্রী বলেন, ছয়দফা উত্থাপনের পূর্বে ইস্যুভিত্তিক বিভিন্ন আন্দোলন হলেও ছয়দফা দাবিই বাঙালি জাতিকে স্বাধীনতার লক্ষ্যে প্রথম ঐক্যবদ্ধ করে। যার ফলে ’৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছয়দফার ঘোষণা দিলেও তিনি একদফা তথা বাঙালি জাতির স্বাধীনতার জন্যই প্রস্তুতি নিয়েছিলেন। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনে তিনি ছাত্রলীগের মধ্যে নিউক্লিয়াস গঠন করেছিলেন, এমনকি সেনাবাহিনীর কিছু বাঙালি সৈন্যও নিউক্লিয়াসের অংশ ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগপত্র পড়লেই তা স্পষ্ট হয়ে যাবে।
    অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অধ্যাপক মোঃ সেলিম ভূইয়া।
#

মারুফ/সাইফুল্লাহ/নবী/জসীম/মোশারফ/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৬৩৯

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলা আগামীকাল  

ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) :

ছেলেদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৪ এবং মেয়েদের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৪ এর ফাইনাল খেলা আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা দুপুর ২টা ৩৫ মিনিটে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা রংপুর বিভাগের ১নং পলিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর ও ঢাকা বিভাগের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ এর মধ্যে অনুষ্ঠিত হবে। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চট্টগ্রাম বিভাগের ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার ও সিলেট বিভাগের করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জৈন্তাপুর, সিলেট এর মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান টুর্ণামেন্ট দু’টির ফাইনাল খেলা উদ্বোধন করবেন এবং বিজয়ী-বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ।

প্রতিটি টুর্নামেন্টের বিজয়ীদলকে একলাখ টাকা, রানারআপ দলকে পঁচাত্তর হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারী দলকে পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে।

    বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ৬৩ হাজার ৪১৪টি বিদ্যালয়ের ১০ লাখ ৭৮ হাজার ৩৮ জন খেলোয়াড় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ৬২ হাজার ৭৩৪ টি বিদ্যালয়ের ১০ লাখ ৬৬ হাজার ৪৭৮জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এই টুর্নামেন্ট দুটির খেলা ইউনিয়ন/পৌরসভা, উপজেলা/সিটি কর্পোরেশন, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায় সম্পন্ন করে আগামীকাল ৪টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।

#
রবীন্দ্রনাথ/সাইফুল্লাহ/আলম/রেজ্জাকুল/আব্বাস/২০১৫/২০৪৬ ঘণ্টা

 

Todays handout (1).doc Todays handout (1).doc