Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০১৬

তথ্যবিবরণী ১১ আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৬
দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকার বদ্ধপরিকর
                                        -- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম বলেছেন, দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকার বদ্ধপরিকর।  তিনি বলেন, বাংলাদেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই।
    প্রতিমন্ত্রী আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও পরে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলের যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়ন করতে এবং দেশকে এগিয়ে নিতে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের একসাথে কাজ করতে হবে।
    সভায় রাজশাহী অঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। এতে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি রাজশাহী অঞ্চলের আইন-শৃঙ্খলা আরো উন্নত করতে পুলিশের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মেম্বার, সকল জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে পর্যবেক্ষকের ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের কোন অভাব দেখা দিলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে সাথে অবহিত করার নির্দেশনা প্রদান করেন ।
    পরে প্রতিমন্ত্রী রাজশাহীতে বৃক্ষ ও ফলদ মেলার উদ্বোধন করেন।
#

খালেদা/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৫

ভারতের রাষ্ট্রদূত-তোফায়েল বৈঠক
ভারতে পাট রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে উভয় দেশ একমত

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। পাটসহ অন্যান্য পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। এ জটিলতা দূর করে রপ্তানি বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। বর্তমানে ৪টি বর্ডারহাট চালু রয়েছে, ২টি হাটের নির্মাণ কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং আরো ৭টি হাট স্থাপনের বিষয় বিবেচনাধী আছে। ভারত থেকে শিল্পের কাাঁচামাল আমদানির ক্ষেত্রে যাতে অতিরিক্ত কোন ধরনের শুল্ক আরোপ করা না হয়, সে বিষয়ে উভয় দেশ আন্তরিকতার সাথে কাজ করছে।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা-এর সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের একথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, ভারত বাংলাদেশের অত্যন্ত বিশ^স্ত বন্ধু। ভারতের আন্তরিকতার কারণে দীর্ঘদিন পর হলেও ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। এ অঞ্চলে বাণিজ্য সুবিধা বৃদ্ধি করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল (বিবিআইএন) প্রকল্প বাস্তবায়নে ভারত সহযোতিা করছে।
    ভারতের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ভারত এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আগের তুলনায় বেড়েছে। ভারতে বাংলাদেশে যে কোন ধরনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। বর্ডারহাট ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় এবং যুগ্মসচিব (এফটিএ) মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।
#

লতিফ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৫৬৪

কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবেহ্করণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে
                                                       -- এলজিআরডি মন্ত্রী
    
ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):

স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখে জনস্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সর্বোপরি পরিবেশ সুরক্ষা বিবেচনায় নিয়ে কোরবানির পশু সুনির্দিষ্ট স্থানে জবেহ্করণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি এখন থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদান করেন।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নির্ধারিত স্থানে জবেহ্করণ ও দ্রুত বর্জ্য অপসারণে করণীয় বিষয়ে দেশের সকল সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা প্রদান করেন।

আসন্ন ঈদে কোরবানির পশু জবেহ্করণের জন্য সকল সিটি কর্পোরেশন ও জেলা শহরে সম্ভাব্য ৬ হাজার ২শ’ ৩৩টি স্থান নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশাল, সিলেট, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রগণ, প্রধান নির্বাহী কর্মকর্তাগণ ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয় সিটি কর্পোরেশনসমূহকে এলাকাভিত্তিক কোরবানির পশু জবেহ্করণের স্থান সুনির্দিষ্ট করতে হবে। পশু জবেহ্করণের জন্য স্থান নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য জনবল প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয়ে জনগণকে অবহিত করতে হবে। সার্বিক ব্যবস্থাপনা ঠিক রাখতে সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় ইমামদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

#

শহিদুল/মোশাররফ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৬৩

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
    জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. আফছারুল আমীন-এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা (সংশোধন) বিল, ২০১৬” শিক্ষা মন্ত্রণালয়ের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দানের জন্য ৫৫০০টি মাদ্রাসা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রযুক্তি স্থাপন, ৬৬০০টি ফ্রি ইন্টারনেট  সংযোগ, আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি লেভেলের মাধ্যমে ২৩৩৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী ল্যাপটপ, মাল্টিমিডিয়া, প্রজেক্টর, স্পিকার, মডেম ও ইন্টারনেট সংযোগ প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
    “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা (সংশোধন) বিল, ২০১৬” সংশোধন সাপেক্ষে চূডান্ত প্রতিবেদন প্রদানের জন্য কমিটি সুপারিশ করে।
    অর্থ বরাদ্দ সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পর্যায়ক্রমে এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।
     শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে সৃষ্ট বৈষম্য হ্রাস করা  এবং উপজেলায়  কর্মরত শিক্ষা অফিসারদেরকে মাঠ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পরিকল্পনা সঠিকভাবে মনিটরিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।  
    শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমদাদুল/মোশাররফ/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১৬ঘণ্টা

Handout                                                                                                 Number :  2560

Saudi Arabia lifted the ban on

recruitment of Bangladeshi Workers

Dhaka, August 11:    

 The Ministry of Labor and Social Development of Saudi Arabia lifted the ban on the recruitment of Bangladeshi workers yesterday. The ban had been in force for the past seven years except for the domestic service workers. 

The opening of the recruitment is indeed the culmination of unremitting efforts of Bangladesh. It was high on agenda during the visit of the Prime Minister Sheikh Hasina to KSA in June 2016. Certainly her fruitful meeting with the Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz Al Saud greatly contributed into the outcome. 

The people and the Government of Bangladesh express their deep gratitude to King Salman for this generous gesture towards Bangladesh and for his continued support to the country. Currently, there are about 1 point 3 million Bangladeshi workers in the Kingdom including around 60 thousand housemaids. 

The new decision would pave the way to build up strong economic ties between the two brotherly countries for mutual benefits. With the lift, now, all categories of workers including skilled and semi skilled as well as professionals such as doctors, engineers, teachers and nurses from Bangladesh could be recruited for working in Saudi Arabia. 

The Prime Minister during her visit to the Kingdom urged Saudi investors to invest in Bangladesh including in the skill-development training centers and certification and assured them of all out support and co-operation. By now the Saudi investors have entered into agreement with BMET for 4-training centers in Dhaka, Chittagong, Manikganj and Mymensingh.

#

Kamruzzaman/Mosharraf/Mosharaf/Selim/2016/1730 Hrs
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৫৬২

শোক দিবসে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অনুষ্ঠানসূচি
    
ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):

    স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  ১৫ই আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে তথ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তরের সাথে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করবে।

    এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভ দিনব্যাপী নি¤েœাক্ত অনুষ্ঠানের আয়োজন করেছে।

    অনুষ্ঠানসূচিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪টায় ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’ (তথ্যচিত্র) প্রদর্শন; ৪টা ২৫ মিনিটে  ‘বঙ্গবন্ধুর স¦দেশ প্রত্যাবর্তন’ (তথ্যচিত্র) প্রদর্শন; ৫টায় ‘ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ’ (তথ্যচিত্র) এবং ৫টা ৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ প্রদর্শিত হবে।

#

নাজনীন/মোশাররফ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৫৬১

লন্ডনে চিকিৎসাধীন ক্রিকেটার মোস্তাফিজকে প্রধানমন্ত্রীর ফোন ¬¬¬                                                   

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):

লন্ডনে চিকিৎসাধীন দেশের খ্যাতিমান ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের অস্ত্রোপচারের পূর্বে আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফোন করেন।  টেলিফোনে প্রধানমন্ত্রী এই তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ নেন এবং তাঁকে সাহস যোগান।

প্রধানমন্ত্রী মোস্তাফিজকে জানান, লন্ডনে অবস্থানরত বিসিবি’র প্রেসিডেন্ট সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে তিনি তাঁর চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন। প্রধানমন্ত্রী মোস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশবাসীকে এই বাঁহাতি পেসারের জন্য বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

মোস্তাফিজ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আনন্দে অভিভূত হন। তিনি ক্রিকেটপ্রেমী, ক্রীড়া ও ক্রীড়াবিদবান্ধব এই প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

#

ইহসানুল/মোশাররফ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৫৯

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী’র সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
    বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি (উৎ. অননধং ঠধবুর) আজ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু উপস্থিত ছিলেন।
    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরানের কৃষ্টি কালচারের মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে। তিনি বলেন, বাংলা ভাষায় অনেক ফার্সি শব্দ থাকায় ইরানের নাগরিকরা বাংলাদেশ সফরকালে এদেশকে তাদের কাছে নিজের দেশের মতো মনে হয়। রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের অভিজ্ঞতা তাদের দেশে কাজে লাগাতে দু’দেশের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন।
    প্রতিমন্ত্রী বিভিন্ন দুর্যোগে বাংলাদেশের পাশে থাকায় ইরান সরকারকে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী ইরানের উচ্চ শিক্ষায় নারীর অধিক অংশগ্রহণ নিশ্চিতের কৌশল সম্পর্কে জানতে চান এবং বাংলাদেশ সে অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহী বলে মত প্রকাশ করেন।
#

খায়ের/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৫৮

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):

    জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি
ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মো. আব্দুল ওয়াদুদ, টিপু মুন্শি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শওকত চৌধুরী এবং আখতার জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ১৫তম সভার বাস্তবায়ন অগ্রগতি, ভ্যাট আইন বাস্তবায়ন, অফশোর ব্যাংকিং-এর মাধ্যমে পাচারকৃত অর্থ বিষয়ে গৃহীত ব্যবস্থা এবং ওভার ও আন্ডার ইনভয়েস-এর মাধ্যমে মানিলন্ডারিং ও কর ফাঁকি প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে বেসিক ব্যাংকের অনিয়ম, দুর্নীতি এবং নানা অপকর্মের সাথে সম্পৃক্ত চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সম্পৃক্ততার যে সব তথ্যাদি কমিটির কাছে পাওয়া গেছে সেগুলো তদন্তের স্বার্থে দুদকের নিকট প্রেরণের সিদ্ধান্ত  গৃহীত হয়।
 
    এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি  স্থাপনের ক্ষেত্রে কোন ব্যাংক কত সুদে ঋণ প্রদান করে সে বিষয়ে তথ্যাদি কমিটিতে প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়।

    এবি ব্যাংক থেকে প্রদত্ত অফশোর ব্যাংকিং মাধ্যমে ঋণ ফেরত পাওয়ার জন্য এবং এ ঋণ প্রদানে যদি অনিয়ম হয়ে থাকে সেটি অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে সুপারিশ করে কমিটি।

    বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খোয়া যাওয়ার বিষয়ে সংসদীয় কমিটি ফিলিপাইনের সিনেটের সাথে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

    বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মাহমুদ/মোশাররফ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭৪১ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৫৭

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে
                                                            -- এলজিআরডি প্রতিমন্ত্রী
 
গংগাচড়া (রংপুর), ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়ার মর্নেয়া ও গজঘন্টা ইউনিয়নের বন্যা ও তিস্তা নদী ভাঙনে ক্ষতিগস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জাতীয় পার্টির নেতা শামসুল আলম ও মতিউর রহমানসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। এ দুর্যোগের সাথে লড়াই করেই বাঁচতে হবে। তিনি প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমিয়ে আনতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এর আগে প্রতিমন্ত্রী কোলকোন্দ ইউনিয়নে বন্যা ও তিস্তা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
#

আহসান/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৫৫৬
ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ পরীড়্গার জন্য ক্রোমা মেশিন বিতরণ   ্ল্ল্ল                                                   
ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
    বায়ু দূষণ ও খাদ্যে ভেজালের কারণে বাংলাদেশের মানুষ বেশি রোগাক্রানত্ম হচ্ছে বলে মনত্মব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এর প্রতিরোধে বর্তমান সরকার জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন কাঠামো জোরদার করেছে। ভোক্তা পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন, ২০১৩ এবং এ বিষয়ক বিধিমালা-২০১৫ প্রণয়ন করা হয়েছে। এর আওতায় দেশব্যাপী বিএসটিআই’র অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান। 
    শিল্পমন্ত্রী আজ ঢাকায় ‘বাংলাদেশে ভোজ্য তেল সমৃদ্ধকরণ (ঋড়ৎঃরভরপধঃরড়হ ড়ভ ঊফরনষব ঙরষ রহ ইধহমষধফবংয)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত ভোজ্য তেল রিফাইনারিগুলোর কাছে আই-চেক ক্রোমা (র-পযবপশ পৎড়সধ) মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। গেস্নাবাল অ্যালায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রেশন (এঅওঘ) এর সহায়তায় শিল্প মন্ত্রণালয় এ প্রকল্প বাসত্মবায়ন করছে। 
    শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এম আর টি এগ্রো প্রোডাক্ট বিডি লিমিটেডের ব্যবস'াপনা পরিচালক ও সংসদ সদস্য আনোয়ারম্নল আবেদীন খান, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, বাংলাদেশে ভোজ্য তেল সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক লুৎফর রহমান তরফদার, গেস্নাবাল অ্যালায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রেশন (এঅওঘ) এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডা. রম্নদাবা খন্দকার ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস'াপক ইনাম আহমেদ বক্তব্য রাখেন। 
    অনুষ্ঠানে জানানো হয়, ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ নিশ্চিত করতে বিএসটিআই সমপ্রতি ১৪১টি নমুনা পরীক্ষা করেছে। এরমধ্যে ১২৪টি নমুনার মান সঠিক পাওয়া গেছে। বাকি নমুনাগুলোর সাথে সংশিস্নষ্টদের সনেত্মাষজনক মান নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতা পর্যায়ে পরিমিত মাত্রায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল নিশ্চিত করতে বিএসটিআই’র কার্যক্রম জোরদার করা হয়েছে বলে এসময় জানানো হয়।
    পরে মন্ত্রী নির্বাচিত ৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে আই-চেক ক্রোমা মেশিন হসত্মানত্মর করেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- চট্টগ্রামের এস আলম গ্রম্নপ অভ্‌ ইন্ডাস্ট্রিজ, ময়মনসিংহের এম আর টি এগ্রো প্রোডাক্ট বিডি লিমিটেড (রাইস ব্রান অয়েল), নারায়ণগঞ্জের বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, টিকে গ্রম্নপ অভ্‌ ইন্ডাস্ট্রিজ এবং এস এ গ্রম্নপ অভ্‌ ইন্ডাস্ট্রিজ। গেস্নাবাল অ্যালায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রেশন বিনামূল্যে এসব মেশিন সরবরাহ করেছে। এগুলো ব্যবহার করে পরিশোধিত ভোজ্য তেল ভিটামিন ‘এ’ এর সঠিক মাত্রা নিরূপণ করা সম্ভব হবে।
#
জলিল/মোশাররফ/মোশারফ/সেলিম/২০১৬/১৭২০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৫৫

বাংলাদেশ বেতার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে


ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
    আগামী ১৩ই আগস্ট শনিবার প্রধানমন্ত্রী গণভবনে থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে সকাল ১০টায় বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন ৬টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন সম্পন্নের, সকাল ১১টায় পায়রা বন্দরের বহিঃনোঙ্গর থেকে পণ্য খালাসের মাধ্যমে অপারেশন কার্যক্রম এবং দুপুর ১২টায় যাত্রাবাড়ি ইন্টারসেকশন থেকে ইকুরিয়া-বাবুবাজার লিংকসহ মাওয়া এবং পাঁচ্চর-ভাঙ্গা মহাসড়ক উভয়দিকে ধীরগতির যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প, পদ¥া সেতু লিংক রোড এর নির্মাণ কাজ ও ৮ লেনে উন্নীত যাত্রাবাড়ি-কাঁচপুর মহাসড়ক প্রকল্পসমূহের উদ্বোধন করবেন।
    প্রকল্পসমূহের উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র গণভবন থেকে বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ, এফ এম ১০৩.২ মেগাহার্জ এবং ওয়েব সাইট িি.িনবঃধৎ.মড়া.নফ এ সরাসরি সম্প্রচার করবে।
#

রাফিউল/মোশাররফ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ২৫৫৪

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):

    জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম এডভোকেট  বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে মংলা বন্দরের বিদ্যমান সমস্যা, সমাধানের উপায়, উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। পাশাপাশি মংলা বন্দরে ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের জন্য কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

    বৈঠকে বন্দরসমূহের যন্ত্রপাতি পিপিআর (চঁনষরপ চৎড়পঁৎবসবহঃ জঁষব) অনুসরণ করে ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া সমুদ্র বন্দরসমূহের কাজের অধিকতর উন্নয়ন, গতিশীলতা ও অগ্রগতি বৃদ্ধির জন্য বন্দরের কার্য-সময়ের সাথে কাস্টমস ও ব্যাংকসমূহের সময়ের সমন্বয় করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।


    বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#
নীলুফার/মোশাররফ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ২৫৫৩

আগামী পরশু পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন

ঢাকা, ২৭শে শ্রাবণ (১১ই আগস্ট):
    নবনির্মিত পায়রা বন্দরে প্রথম সমুদ্রগামী জাহাজ আগমনের মাধ্যমে বন্দরের অপারেশনাল কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ই আগস্ট গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করবেন।  
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এবং পায়রা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান  উদ্বোধনের সময় কলাপাড়ায় পায়রা বন্দরে উপস্থিত থাকবেন।
 এছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বন্দরে উপস্থিত  থাকবেন।
পায়রা বন্দরের বহিঃনোঙ্গর এবং রাবনাবাদ চ্যানেলের মুরিং বয়াতে জাহাজ মুরিং করে মালামাল খালাসের মাধ্যমে অপারেশন কাজ শুরু হবে। এ অপারেশনাল কার্যক্রমের মধ্য দিয়ে প্রথম ধাপের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে স্বল্প পরিসরে পায়রা বন্দরের অপারেশন কার্যক্রম শুরু হবে। আর এ অপারেশনাল কার্যক্রমের মধ্যদিয়ে স্বাধীনতার পর ২০১৩ সালে সৃষ্ট এটি দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে আত্মপ্রকাশ করবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।    
ভিত্তিফলক উন্মোচনের পর হতে বন্দর ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে গড়ে তোলার জন্য ৩টি লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম লক্ষ্য মাত্রা-বন্দরের বহিঃনোঙ্গরে ক্লিংকার, সার ও অন্যান্য বাল্ক পণ্যবাহী জাহাজ আনয়ন ও লাইটার জাহাজের মাধ্যমে দেশের অভ্যন্তরে পরিবহণ করে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করা। দ্বিতীয় লক্ষ্যমাত্রা- আগামী ২০১৮ সালের মধ্যে পায়রা বন্দরে অন্তত একটি কন্টেইনার টার্মিনাল ও একটি বাল্ক টার্মিনাল প্রস্তুত করা এবং তৃতীয় লক্ষ্যমাত্রা-পরবর্তী ৫ বৎসরের মধ্যে (২০২৩ সাল) ধাপে ধাপে বন্দরের অন্যান্য আনুষঙ্গিক পূর্ণাঙ্গ সুবিধা গড়ে তোলা।
    বন্দরের সার্বিক কার্যক্রম ১৯টি ঈড়সঢ়ড়হবহঃ এ ভাগ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ১টি ঈড়সঢ়ড়হবহঃ হলো গধরহ ঈযধহহবষ উৎবফমরহম। ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত একটি কোম্পানির সাথে এফডিআই পদ্ধতিতে এ কাজ করার জন্য গড়ট করা হয়েছে। পায়রা বন্দরের প্রণীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলে আধুনিক বন্দর সুবিধাসংবলিত পরিবেশবান্ধব বন্দর গড়ে উঠবে এবং শিল্পায়নসহ ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।
প্রায় ছয় হাজার একর জায়গার ওপর গড়ে উঠা সমগ্র পায়রা সমুদ্র বন্দর অপারেশনাল কার্যক্রমের জন্য এখন প্রস্তুত। এ বন্দরে তৈরি হচ্ছে কন্টেইনার, বাল্ক, সাধারণ কার্গো, এলএনজি, পেট্রোলিয়াম ও যাত্রী টার্মিনাল। সেইসাথে অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাক, ঔষধশিল্প, সিমেন্ট, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল, সার কারখানা, তৈল শোধনাগার ও জাহাজ নির্মাণশিল্পসহ আরো অনেক শিল্প কারখানা গড়ে তোলা সম্ভাব হবে। এলএনজি টার্মিনাল নির্মাণ হলে গ্যাসের মাধ্যমে এখানেই সার কারখানা চালু করা সম্ভব।
 
#

জাহাঙ্গীর/মোবাস্বেরা/গিয়াস/আলী/কামাল/২০১৬/১৫৩৫ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                        &n

Todays handout (12).doc Todays handout (12).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon