Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০১৭

তথ্যবিবরণী ১১ জুলাই ২০১৭

Handout                                                                                                                    Number :  1807

 

Departing Swiss Ambassador calls on Shahriar Alam

 

Dhaka, July 11 :


 
               Departing Swiss Ambassador Christian Martin Fotsch paid a farewell call on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam today at latter’s office. 

 

            Expressing satisfaction on exchange of letters by two Foreign Ministers to commemorate the 45th anniversary of the establishment of diplomatic relations between the two countries earlier this year, the Swiss Ambassador expressed happiness at the ongoing cordial bilateral relations. They discussed different aspects of bilateral relations including trade and investment, future GSP Plus facilities and cooperation in international fora etc.

 

            During the meeting, referring to discussions that were held in the national parliament yesterday and related published news reports/items on the rising deposits by Bangladeshis in Swiss banks, the Ambassador revealed that latest rise of deposits were contributed by increased accumulation of assets of Bangladeshi banks, through different financial instruments, not by ‘individuals’. In this regard Ambassador Fotsch shared that in 2017 Switzerland has introduced the Automatic Exchange of Information (AEOI) with 38 states and territories: all EU member states and Gibraltar, Australia, Iceland, Norway, Guernsey, Jersey, Isle of Man, Japan, Canada and the Republic of Korea. The first data will be exchanged with these partners in 2018. Further on 16 June 2017, the Swiss Federal Council adopted the dispatch on the introduction of the AEOI with 41 states and territories based on the Multilateral Competent Authority Agreement (MCAA), the Ambassador disclosed. The Ambassador further conveyed that Bangladesh may enter into discussions with Switzerland to sign similar agreement with a view to ensure more transparency in this regard. 

 

            Ambassador Fotsch expressed gratitude for extending all out support by him and also by the Ministry during his tenure. State Minister Alam congratulated the Ambassador for successful completion of his assignment in Dhaka and wished continued success in his career.

 

#

 

Khaleda/Mahmud/Sanjib/Salim/2017/21020  Hrs

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮০৬
 
মহেশখালি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে আর্থিক চুক্তি সম্পন্ন

ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই ) :
আজ সোনারগাঁও হোটেলে মহেশখালি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ওঋঈ (ওহঃবৎহধঃরড়হধষ ঋরহধহপব ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ) ও ঊীবষবৎধঃব ঊহবৎমু ইধহমষধফবংয খরসরঃবফ-এর সাথে  আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীরবিক্রম বলেন, এই প্রকল্পটি বাংলাদেশের জন্য মাইলফলক। দ্রুততম সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করে গ্যাসের চাহিদা পূরণ করা হবে। এ জন্য সব ধরণের সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ্বালানি নিরাপত্তা বিধানের অন্যতম চ্যালেঞ্জ দক্ষ জনশক্তি। প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি ও এলএনজি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। এলএনজি’র ব্যবহার বাংলাদেশে এখনও হয়নি। আশা করা যাচ্ছে ২০১৮ সালের প্রথম দিক থেকে এলএনজি’র ব্যবহার শুরু হবে। 
অনুষ্ঠানে ঊীবষবৎধঃব ঊহবৎমু ইধহমষধফবংয খরসরঃবফ (ঊঊইখ) এর পক্ষে চিফ ফিন্যান্স অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর নিক বেডফোর্ট (ঘরপশ ইবফভড়ৎফ) এবং ওঋঈ ’র পক্ষে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উইন্ডি ওয়ার্নার চুক্তিতে স্বাক্ষর করেন। এ প্রকল্পের মোট খরচ হবে ১৭৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যার ইক্যুইটি ৫৩ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং ঋণ ১২৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। ওঋঈ ৩২ দশমিক ৮ মিলিয়ন ডলার ঋণের ব্যবস্থা করেছে। 
কক্সবাজারের মহেশখালিতে ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে গত ১৮ জুলাই ২০১৬ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও ঊীবষবৎধঃব ঊহবৎমু ইধহমষধফবংয খরসরঃবফ (ঊঊইখ) এর মধ্যে ওসঢ়ষবসবহঃধঃরড়হ অমৎববসবহঃ (ওঅ) এবং পেট্রোবাংলা ও ঊঊইখ এর মধ্যে টার্মিনাল ব্যবহার চুক্তি স্বাক্ষরিত হয়। এপ্রিল ২০১৮ নাগাদ ভাসমান এলএনজি টার্মিনাল কমিশনিং করা সম্ভব হবে। ভাসমান এলএনজি টার্মিনালের এলএনজি ধারণক্ষমতা হবে ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। ১৫ বছর মেয়াদি শেষে টার্মিনালটি  কোন বিনিময় মূল্য ছাড়া পেট্রোবাংলার কাছে হস্তান্তর করা হবে। 
স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমুদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনশুর মো. ফয়জুল্লাহ, আইএফসি’র প্রিন্সিপ্যাল ইনভেস্টমেন্ট অফিসার কামাল দোরাবাইলা (কধসধষ উড়ৎধনধরিষধ) ও লাবোমীর ভারবানভ (খঁনড়সরৎ ঠধৎনধহড়া) বক্তব্য রাখেন। 
#
আসলাম/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৪০ঘণ্টা

Handout                                                                                                         Number : 1805

 

WFP Country Director calls on Information Minister

Dhaka, July 11 :

            Dr. Christa Rader, World Food Programme Representative and Country Director in Bangladesh called on Information Minister Hasanul Haq Inu at the Information Ministry today.

 

            The WFP representative agreed in principle to the minister’s proposal to assist a campaign the ministry would launch for countrywide awareness building on nutrition.

 

            'To build a healthy nation, mass-people must know the nutrition facts and our ministry must take a lead role in dissemination of relevant knowledge',  said the Information Minister.

 

            'Create and disseminate relevant knowledge' is one of the five key recommendations made in the 'Strategic Review of Food Security and Nutrition in Bangladesh' published by WFP in September last year.

 

            The other four recommendations include promoting a diversified, resilient, and nutrition-sensitive agriculture sector, recognizing women as the key to achieving sustainable food security and nutrition, ensuring through the social protection system that no one is left behind and adoption of human rights-based approach to eradicate malnutrition.

 

#

 

Akram/Mahmud/Sanjib/Salim/2017/1845 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ১৮০৩
 
জেনেভায় এইড ফর ট্রেডের সভায় বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই ) :    
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশ^বাণিজ্যে প্রতিবন্ধকতা দূর এবং এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি করতে বাণিজ্য সম্পর্কিত সকল সংস্থাকে একত্রিত করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 
 
তিনি আজ জেনেভায় ৬ষ্ঠ গ্লোবাল রিভিউ অফ এইড ফর ট্রেড-২০১৭ এর  “এইড এন্ড ইনক্লুসিভ ট্রেড: ফাইন্যান্সিং ট্রেড কানেকটিভিটি এন্ড দ্য এসডিজি” শীর্ষক উচ্চ পর্যায়ের বিষয়ভিত্তিক সেশনে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, সরকার গৃহীত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি থাকবে। ২০১৬ থেকে ২০২০ সালের এ পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে এসডিজি অর্জনের পথ সুগম হবে। এতে বাংলাদেশ দারিদ্র্যবিমোচন, নারী-পুরুষের সমতা, কর্মসংস্থান সৃষ্টিসহ এসডিজি অর্জনের সেক্টরগুলোতে দ্রুত এগিয়ে যাবে। আরো দুইটি অর্থাৎ ৮ম এবং ৯ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করবে। 
 
এ সেশনে জুলিয়া নেইলসনের সঞ্চালনায় বিষয়ের ওপর কী-নোট উপস্থাপন করেন ইউরোপিয়ন কমিশনের ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট বিষয়ক কমিশনার নিভেন মিমিকা। বিষয়ের ওপর প্যানেল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুক মেগলোইরি (খঁপ গধমষড়রৎব), পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী র্খুরম দস্তগীর খান (কযঁৎৎধস উধংঃমরৎ কযধহ), সুইডেনের ইউরোপিয়ান ইউনিয়ন এফেয়ার্স এন্ড ট্রেড মিনিস্টার এ্যান নিনডি (অহহ খরহফব), লাও-এর শিল্প ও বাণিজ্যমন্ত্রী খিম্মানি ফলসিনা (কযবসসধহর চযড়ষংবহধ)। এ ছাড়া জাতিসংঘ ও চীনের প্রতিনিধিও এ আলোচনায় অংশগ্রহণ করে।
 
#
 
বকসী/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৮০২
 
 
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ফল প্রকাশ
 
 
ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই ) :
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ১১৪টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ৪-বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের ২৯টি টেকনোলজিতে এবছর মোট আসন সংখ্যা  ৪৮ হাজার ১৫০টি। এর বিপরীতে আবেদন পড়ে ১ লাখ ৫৫ হাজার ৫৭৭টি। আজ মেধা তালিকায় নির্বাচিত ৪১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি আসনগুলো পূরণ করা হবে। অবশিষ্ট শিক্ষার্থীরা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবে। 
তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ছিল শতকরা ১ ভাগের কিছু বেশি। বর্তমানে ১৪ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়াশুনা করছে। ২০২০ সালের মধ্যে তা শতকরা ২০ ভাগ ছাড়িয়ে যাবে। মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার মান উন্নয়নে সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরো ১ হাজার ১৫০জন শিক্ষককে এ প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া চীনে আরো ৫৮১ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার সম্প্রসারণে দেশের অবশিষ্ট ২৩টি জেলায় বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। দেশের ৪টি বিভাগীয় শহরে একটি করে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আরো ৪টি বিভাগীয় শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এছাড়া প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মহিলা কারিগরি স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও এ এফ এম এনামুল হক এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। 
#
আফরাজুর/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৮০১
 
 
নির্যাতিত শিশু গৃহকর্মী আমেনার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ শ্রম প্রতিমন্ত্রীর
 
ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই ) :
             শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু গৃহকর্মী  আমেনা আক্তারের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছেন। 
            আজ কয়েকটি জাতীয় পত্রিকায় শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের সংবাদ দৃষ্টিগোচর হলে শ্রম প্রতিমন্ত্রী কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কুমিল্লার উপ-মহাপরিদর্শককে আমেনার  চিকিৎসার খোঁজ নিতে  নির্দেশ দেন।  
           শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমেনার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হবে। তিনি শিশু গৃহকর্মী আমেনার ওপর বর্বরোচিত নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান  জানান। 
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮০০
 
এ৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন
 
ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) : 
১১ জুলাই বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ও সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার (এনডিসি)একাডেমিতে চলমান এ৬৪-তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দসহ আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করেন। 
এ৬৪-তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ১৩টি বিসিএস ক্যাডারের মোট ৪৩ জন কর্মকর্তা বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করছেন। তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের ওপর পর্যাপ্ত জ্ঞান অর্জন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ ও নবীন কর্মকর্তা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করা হয়। 
যাদুঘর পরিদর্শনের শুরুতে শিখা চির অম্লানে পুস্পস্তবক দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ও সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার। এ সময় সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ যাদুঘরের উপদেষ্টা এ কে এম মাহবুবুল আলম, ট্রাস্টি ও মেম্বার-সেক্রেটারি জিয়াউদ্দিন মোহাম্মদ তারিক আলি, কোর্স পরিচালক ফারহিনা আহমেদ, কোর্স সমন্বয়ক ও এ৬৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। 
যাদুঘরে মহান মুক্তিযুদ্ধের ওপর প্রামান্য চিত্রসহ ২৫ মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক চালানো ধ্বংসলীলা প্রদর্শন করা হয়। একাডেমির রেক্টর প্রশিক্ষণার্থীবৃন্দসহ মুক্তিযুদ্ধ যাদুঘরের চারটি গ্যালারিসহ মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার নেতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে যাদুঘর পরিদর্শন করেন।  
#
সরোয়ার/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৬১১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৯৯ 
 
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের সচিব পদে পদোন্নতি
 
ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) :
 
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদার (এনডিসি) পূর্ণ সচিব পদে পদোন্নতি পেয়েছেন। 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১০ জুলাই জারিকৃত প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়। ইতিপূর্বে তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে শ্রেডা’য় চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।
 গত ২৩ মে বিসিএস প্রশাসন একাডেমিতে রেক্টর পদে যোগদান করেন। মো. আনোয়ারুল ইসলাম সিকদারের সচিব পদে পদোন্নতিতে বিসিএস প্রশাসন একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারী তাকে শুভেচ্ছা জানান। 
 
#
সরোয়ার/অনসূয়া/নুসরাত/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬০৭ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৯৮ 
 
সংস্কৃতিমন্ত্রীর সাথে মিশরের সাবেক পরিবার ও জনসংখ্যামন্ত্রীর সাক্ষাৎ
 
ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) :
 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে আজ সচিবালয়স্থ তাঁর অফিস কক্ষে বাংলাদেশ সফররত মিশরের সাবেক পরিবার ও জনসংখ্যামন্ত্রী গড়ঁংযরৎধ কযধঃঃধন সাক্ষাৎ করেন। এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান, মিশর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডধষরফ ঝযধসংবষফরহ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা সুরাইয়া আখতার জাহান উপস্থিত ছিলেন।
মিশরের মনোনীত প্রতিনিধি হিসেবে গড়ঁংযরৎধ কযধঃঃধন ২০১৭-২০২১ মেয়াদে টঘঊঝঈঙ এর মহাপরিচালক হিসেবে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এবং বাংলাদেশের সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি বর্তমানে বাংলাদেশ সফর করছেন। এ সফরে সংস্কৃতিমন্ত্রী ছাড়াও তিনি শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। 
মিশরের সাবেক এ মন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিশর মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসহ দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে দু’দেশ পরস্পরের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সহযোগিতার এ ক্ষেত্র আগামীতে আরো বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউনেস্কোর মহাপরিচালকের পদ অত্যন্ত মর্যাদাসম্পন্ন উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী মিশরের সাবেক এ মন্ত্রীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য শুভকামনা জানান।
আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক চুক্তি ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু রয়েছে। মিশরের সাথেও সাংস্কৃতিক চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় পূর্বে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চলমান ছিল। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তা চালু নেই। নতুন মেয়াদে দেশটির সাথে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালুর ব্যাপারে ইতোমধ্যে একটি প্রস্তাব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। দু’দেশের মধ্যে এ বিনিময়  কার্যক্রম চালু হলে তা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে বলে মন্তব্য করে তিনি মিশরের সাবেক মন্ত্রীকে এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান।
#
কুতুবুদ-দ্বীন/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon