Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ১৫ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১৫৯

’৭১ এর গণহত্যার সাক্ষী আলোকচিত্র
                         --তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :   

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যাদের কাজে ও কথায় এখনো পাকিস্তানপ্রীতি প্রকাশ পায়, তাদের বলছি, পাভেল রহমানের আলোকচিত্র বলছে, একাত্তরে গণহত্যা হয়েছে, সামরিক শাসকেরা অত্যাচার করেছে।

    মন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা আয়োজিত পাভেল রহমানের লেখা ‘সাংবাদিকতা: আমার ক্যামেরায়’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন।
 
    অনুষ্ঠানে আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমানকে তাঁর প্রথম গ্রন্থ প্রকাশে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ডা. দীপু মনি, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক তাসমিমা হোসেন এবং বইটির প্রকাশক মওলা ব্রাদার্সের প্রধান আহমেদুল মাহমুদুল হক।

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অতিথিবৃন্দ ক্যামেরার পেছনের কাহিনী সাবলীলভাবে তুলে ধরে বইটি লেখাতে লেখককে অভিনন্দন জানান।  

    তথ্যমন্ত্রী বলেন, ক্যামেরার ছবি সত্য বলে, তাই এ গ্রন্থটি ইতিহাসের সাক্ষী।
    
#

আকরাম/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২১২০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১৫৮

কোস্টগার্ড টেকনাফ স্টেশন ২৪ হাজার পিস ইয়াবা আটক করেছে

ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :   

    আজ কোস্টগার্ড টেকনাফ স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাফ নদীর তীরে  নেটংকপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ২৪ হাজার পিস ইয়াবা  ট্যাবলেট আটক করেছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    আটককৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটককৃত ইয়াবা ট্যাবলেট যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন।

#

বিপুল পরিমাণ জাটকাসহ ২টি ট্রলার আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন

    আজ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মংলা থানাধীন পশুর নদী থেকে দু’টি জাটকা বহনকারী মাছের ট্রলারসহ ৩২ জন জেলেকে  আটক করে।

    আটককৃত ৩২ জনের মধ্যে ৪ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের সাধারণ ক্ষমার মাধ্যমে ছেড়ে দেয়া হয়, বাকি ২৮ জন জেলের প্রত্যেককে ১ বছরের কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।  

    ট্রলার দু’টি থেকে ৫৬০ কিলোগ্রাম ইলিশের জাটকা, ২ হাজার ২শ’ কিলোগ্রাম অন্যান্য সামুদ্রিক মাছ, ৩২০ কেজি বিভিন্ন প্রজাতির শুঁটকি,  ৬০ কেজি কাঁকড়া এবং জেলেদের ব্যবহৃত ৯০ হাজার মিটার বেহেন্দি জাল পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২  কোটি ৮৩ লাখ ৪৮ হাজার টাকা।

#

মারুফ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২১৩০ ঘণ্টা  
 তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১৫৭

পরিবেশ রক্ষায় ভূ-উপরিস্থিত পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে
                                                           -- ড. মসিউর রহমান                                                                                
 
খুলনা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :   

    প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা থেকে উত্তরণের জন্য ভূ-উপরিস্থিত পানির ব্যবহার বাড়ানোসহ দুর্যোগ মোকাবিলার নানা কৌশল নিয়ে সকলকে ভাবতে হবে।

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা আজ খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে দিঘলিয়া উপজেলার  সেনহাটি ইউনিয়নে  ভূ-গর্ভস্থ পানি পরিহার করে সারফেস ওয়াটার হিসেবে মজাপুকুর বা দিঘীর পানি সংগ্রহপূর্বক পরিশোধন করে সরবরাহের প্রস্তাব সম্পর্কিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    উপদেষ্টা বলেন, অপরিকল্পিতভাবে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে জনসাধারণকে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হলে ভূ-গর্ভস্থ পানির বিকল্প হিসেবে   ভূ-উপরিস্থিত পানি (সারফেস ওয়াটার) ব্যবহার করা অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ অধিক্ষেত্রের মধ্যে বিদ্যমান খাসজমি ও পুকুর চিহ্নিত করে খনন, পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হলে ভবিষ্যতে সুপেয় পানির উৎস হিসেবে এ পুকুরগুলোকে ব্যবহার  করা সম্ভব। এ লক্ষ্যে সরকার জরুরিভিত্তিতে প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

    নির্বাহী প্রকৌশলী মো. আলী আজগরের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম ওয়াহিদুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও অতিরিক্ত জেলা প্রশাসক দীপংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।
    
 #

সাত্তার/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১৫৬

৩১ জানুয়ারির মধ্যে স্থানীয় সরকার বিভাগের
দপ্তরসমূহে ই-টেন্ডারিং চালুর নির্দেশ
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :   

সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে ৩১ জানুয়ারির মধ্যে স্থানীয় সরকার বিভাগের সকল দপ্তর ও সংস্থাসমূহকে ই-টেন্ডারিং ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালুর আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসাসমূহ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ যথা: সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সকল ক্রয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ব-এচ) তথা ই-টেন্ডারিং পদ্ধতি আবশ্যিকভাবে চালু করতে হবে। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     #

শহিদুল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৫৫

বাংলাদেশ সরকারি কর্মকমিশন
সিভিল সার্ভিস পরীক্ষায় চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :

    আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে সার্কভুক্ত ৮টি দেশের পিএসসি ও সিএসসি কর্মকর্তাদের সমন্বয়ে ‘চ্যালেঞ্জেস ইন দ্য এক্সামিনেশন প্রসেস ফর রিক্রুটমেন্ট অভ্ সিভিল সার্ভেন্টস’  শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ।
 
    বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্যগণ, সার্কভুক্ত দেশসমূহের কূটনীতিকবৃন্দ, সার্ক সচিবালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  সার্কভুক্ত দেশসমূহে সিভিল সার্ভিস নিয়োগ পরীক্ষায় চ্যালেঞ্জসমূহ মোকাবিলার বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

#
ডায়ানা/মিজান/নবী/মোশারফ/আব্বাস/২০১৬/১৮০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৫৪

নারী চলচ্চিত্র নির্মাতাদের বিশেষ প্রণোদনা দেয়া হবে  
  -- মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :   

    মহিলা ও শিশু  বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র। শিক্ষা, সাংবাদিকতা, ব্যবসা ও রাজনীতিসহ নানা  ক্ষেত্রে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও এগিয়ে নিতে প্রয়োজনে নারী চলচ্চিত্র নির্মাতাদের বিশেষ প্রণোদনা দেয়া হবে।

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর আলিয়স ফ্রঁসেজে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ১৪তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে দু’দিনব্যাপী ‘উইমেন ইন সিনেমা’ শীর্ষক  দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।   

    প্রতিমন্ত্রী বলেন, নারীদের শুধু অভিনয় করলে হবে না, ক্যামেরার পেছনেও তাদের কাজ করতে হবে।  

    বাংলাদেশি নারী চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামানের  সভাপতিত্বে  অনুষ্ঠানে  তুরষ্কের নারী চলচ্চিত্র নির্মাতা এলিন তাসসিয়ান (অষরহ ঞধংপরুধহ), ইরানের অভিনেত্রী ফাতেমেহ মোটামেড এরাইয়া (ঋধঃবসবয গড়ঃধসবফ অৎুধ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতিআরা নাসরীন বক্তব্য রাখেন।

#

খায়ের/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৫৩

ঢাবি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই মেট্রোরেলের রুট নির্ধারণ করা হয়েছে
                                                                      -- সেতুমন্ত্রী
 
ঢাকা, ২ মাঘ (১৫ জানুয়ারি) :   

    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মার্চে মেট্রোরেলের মূল কাজ শুরু হবে। এসময় মেট্রোরেলের রুট পরিবর্তনের কোনো সুযোগ নেই। ইতঃপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই রুট নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    মন্ত্রী আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহানগর পরিবার দিবস উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা উদ্যাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।
    
    মন্ত্রী বলেন, মেট্রোরেল হবে উড়াল পথে, সমতল দিয়ে নয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে শব্দ প্রতিরোধক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে শব্দদূষণের ঝুঁকি হ্রাস পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসের সন্নিকটে মেট্রো স্টেশনও থাকবে বলে তিনি জানান।
    
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার। এদেশে আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মধ্য দিয়ে সকল ধর্মের মানুষ বসবাস করছে। কোনো অপশক্তিকে এ সম্প্রীতি বিনষ্টের সুযোগ দেবে না সরকার।

    তিনি বলেন, সাম্প্রদায়িক হানাহানি নয়, সাম্প্রদায়িক উগ্রবাদ আজ আমাদের সকলের অভিন্ন শত্রু। এ শত্রু মোকাবিলায় দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    মহানগর সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য হাজী সেলিম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব এবং মহানগর সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি বক্তব্য রাখেন।

    দিনব্যাপী অনুষ্ঠানে নানা আনুষ্ঠানিকতা ছাড়াও কে বি রায় চৌধুরী এবং জে এল সেনকে মরণোত্তর সম্মাননা এবং অনিল চন্দ্র নাথ ও ফনী ভূষণ চৌধুরীকে সম্মাননা দেয়া হয়।

#

নাছের/মিজান/নবী/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  

 

Todays handout (4).doc Todays handout (4).doc