Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০১৫

তথ্যবিবরণী 2/10/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২৮৫৩
পাটের মোড়ক আইন লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না
                                        -- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

জামালপুর, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :
    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পাটের মোড়ক আইন  লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না। এ আইন বাস্তবায়নের ওপর নির্ভর করছে দেশের পাটশিল্প এবং লাখ লাখ কৃষকের জীবন-জীবিকা। ২৫ অক্টোবরের পর দেশে প্লাস্টিকের বস্তায় ধান, চাল, গম ও ভুট্টা প্যাকেজিং করতে দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। 
     প্রতিমন্ত্রী আজ জামালপুর জেলা শহরে বৈশাখী মেলা মাঠে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে এবং জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত বহুমুখী পাটপণ্যের একক মেলার উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিতিশীলতা, দেশি-বিদেশি ষড়যন্ত্র, ব্যবসায়িক প্রতিযোগিতাসহ  বিভিন্ন কারণে বর্তমানে দেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি হ্রাস পাচ্ছে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০১০ সালে পাটের মোড়ক আইন প্রণয়ন করে। ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কীকরণে ২০১৪ সালের পয়লা জানুয়ারি  থেকে আইনটি কার্যকর করা হলেও বিভিন্ন অজুহাতে তা লঙ্ঘন করা হচ্ছে এবং সুকৌশলে এ দেশের পাটশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ২৫ অক্টোবরের পর থেকে এ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।  পাটের মোড়ক আইন পুরোপুরিভাবে বাস্তবায়ন করা গেলে বিদেশে পাট রপ্তানির ওপর আর নির্ভর করতে হবে না। যারা সত্যিকার দেশপ্রেমিক তারা অবশ্যই পাটের মোড়ক আইন মেনে চলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বহুমুখী পাটপণ্য উৎপাদনকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের চাহিদামাফিক পাটপণ্য উৎপাদন করতে হবে। সরকার এ ব্যাপারে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করবে। পাটের বহুমুখী পণ্য সহজলভ্য করার জন্য ঢাকায় ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ (আইজেএসজি) ভবনের দ্বিতীয় তলায় একটি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া এ ভবনের নিচতলায় বহুমুখী পাটপণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ব্যাংক স্থাপন করা হবে। তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা করার লক্ষ্যে সরকার বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এর দু’টি মিল আধুনিকায়ন করবে যেখানে কেবল বহুমুখী পাটপণ্যের কাঁচামাল উৎপাদন করা হবে।
জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, জামালপুর জেলা পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন এবং জেডিপিসি’র নির্বাহী পরিচালক নাসিমা বেগম বক্তৃতা করেন।
#
রেজাউল/মিজান/নবী/মোশারফ/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                  নম্বর : ২৮৫২
শিক্ষকদের কল্যাণে সরকার সবকিছু করবে
             ---শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,  শিক্ষকগণ দেশের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখতে শিক্ষকদের কল্যাণে সরকার সম্ভব সবকিছু করবে। 
    শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিআরইউ সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন। 
    এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ডিআরইউ পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখায়াত হোসেন বাদশা। এতে আরো বক্তৃতা করেন ঢাকা টাইমস টুয়েন্টিফোর ডট কম সম্পাদক আরিফুর রহমান ও ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
    শিক্ষামন্ত্রী বলেন, নতুন জাতীয় বেতনস্কেল ঘোষণার সাথে সাথে শিক্ষকদের স¦ার্থরক্ষায় গঠিত মন্ত্রিপরিষদ কমিটি কাজ করে যাচ্ছে।  তিনি আশাপ্রকাশ করেন, শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে এ কমিটি সম্ভব সব ব্যবস্থা নেবে। শিক্ষার্থীদের স¦ার্থক্ষুণœ হয় এমন কর্মসূচি থেকে শিক্ষকগণ বিরত থাকবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। 
    শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার মান রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বলেন,  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দেশসেবার দায়িত্ব গ্রহণের সময় ৫৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, আমরা তখন তাদের নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেই। ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিজস্ব ক্যাম্পাসে চলে গেছে। বর্তমানে অবশিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের অর্ধেক জমি কিনেছে, নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার অপেক্ষায় আছে। বাকিগুলোকে এ ব্যাপারে চাপ দেয়া হচ্ছে। 
    শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার মানের প্রশ্নে সরকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। তিনি আরো বলেন, লেখাপড়ার মান রক্ষা করার জন্য ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় নীতিমালা ঘোষণা করা হয়। তিনি তাঁর বক্তৃতায় বিভিন্ন প্রতিষ্ঠানের স¦চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
    মন্ত্রী তাঁর বক্তৃতার শুরুতেই ডিআরইউ সদস্য সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। 
#
সাইফুল্লাহ/মিজান/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/২০১৬ ঘণ্টা

Handout                                                                                                          Number : 2851

 

Bangladesh takes over the chairmanship of LDCs

New York (USA), October 2 :        

Bangladesh has been elected as the new Chairman of the Global Coordination Bureau of the Least Developed Countries (LDCs). The new Chairman was ceremonially handed over the responsibility of leading the 49 LDCs at New York on 1 October. State Minister for Foreign Affairs Md. Shahriar Alam formally took over the role from the immediate past Chairman of the Group and the Minister of MDGs and SDGs of Benin.

            The meeting of LDC Ministers, where the new Chair is elected, takes places at the United Nations Headquarters every year on the sidelines of the United Nations General Assembly.

            Secretary-General of the United Nations Ban Ki-moon participated the high profile meeting. In his remarks, Secretary-General called on the LDCs to invest efforts in implementing the recently adopted 2030 Agenda for Sustainable Development. He also assured the LDCs of full support of the UN systems in the LDC initiatives to graduate from the Group.

            In his speech, State Minister for Foreign Affairs expressed thanks to the Least Developed Countries for expressing confidence on the leadership of Bangladesh by electing it unanimously as the next Chair of the Group. He flagged that since becoming a member of the LDCs back in 1974, Bangladesh has always remained an active Member of the LDCs, promoting and protecting the interests of the 48 Member countries.

            Mr. Alam highlighted the plans of Bangladesh during its tenure as the Chairman of the Group of LDCs. He emphasized on the importance of maintaining harmony and coherence in the Group with its diverse membership. He referred the Istanbul Programme of Action (IPoA) as successful and  favourable to the LDCs.

            State Minister for Foreign Affairs also mentioned that Bangladesh, as the new Chair of the LDCs, will be following up on the issue of Technology Bank for the LDCs, investment promotion mechanism, and crisis mitigation and resilience building fund. He also assured that Bangladesh would pursue for implementation of the LDC related commitments, including the investment promotion support center and regimes for LDCs.

            The meeting was attended by the Under Secretary-General and United Nations High Representative for LDCs, LLDCs and SIDS, Deputy Prime Minister of Belgium and Foreign Ministers of Bhutan, Burkina Faso, Ethiopia, Italy, Nepal, Solomon Islands, Sudan, Tanzania, Turkey, Tuvalu, representatives of Japan and European Union.

#

Arafat/Mizan/Sanjib/Selim/2015/1940 Hrsতথ্যবিবরণী                                                                 নম্বর : ২৮৫০

লন্ডনে সিপিএ’র নির্বাহী কমিটির সভা শুরু

লন্ডন (যুক্তরাজ্য), ২ অক্টোবর :

     কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর এক্সিকিউটিভ কমিটির সভা এবং ৬১তম জেনারেল এসেম্বলি মিটিং আজ লন্ডনের ক্রাউন প্লাজা হোটেলে শুরু হয়েছে৷ 

    জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন  ড.  শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন৷ চারদিনব্যাপী সভায় সিপিএ’র ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ৷

    সিপিএ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সিপিএ’র নয়টি অঞ্চলের প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নিচ্ছেন৷ 

#

মঞ্জুর/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৪০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৮৪৯

প্রবীণদের নিঃসঙ্গতা  দূর করতে পরিবার ও সমাজের প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, প্রবীণদেরকে মর্যাদার সাথে পরিচর্যা ও  তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য। তিনি প্রবীণদের নিঃসঙ্গতা  দূর করতে পরিবার ও সমাজের পক্ষ থেকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা ও সঙ্গ দেয়ারও আহ্বান জানান।
    
    প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় সমাজসেবা অধিদপ্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
     
    ইসমাত আরা সাদেক বলেন, প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের অধিকার ও প্রয়োজন মেটানোর প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ বাড়ছে।  এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং প্রবীণদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

    অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান দু’জন ব্যক্তি এবং একটি সংস্থাকে ‘মমতাময় ও মমতাময়ী অ্যাওয়ার্ড-২০১৫’ প্রদান করে। মা, বাবা ও শাশুড়িকে সেবা করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নিরঞ্জন দেবনাথ ও গৃহবধূ  ফারহানা শারমীন এবং প্রবীণদের সহযোগিতার জন্য হেল্প এইজ নামক একটি আন্তর্জাতিক সংস্থাকে  এ পুরস্কার দেয়া হয়। 

     সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে  জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব  এ এস এম আতিকুর রহমান ।
 
#

তৌহিদুল/মিজান/নবী/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৮৪৮

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আজ এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। 

র‌্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন গেট থেকে শুরু হয়ে আবদুল গণি রোড হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুষেণ চন্দ্র দাসের নেতৃত্বে র‌্যালিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনসহ শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সেক্টর-কর্পোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, এনপিও, এপিও সোসাইটি ফর বাংলাদেশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

র‌্যালি শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত পথসভায় বক্তৃতাকালে ভারপ্রাপ্ত সচিব সুষেণ চন্দ্র দাস বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনমান কাক্সিক্ষত পর্যায়ে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতাকে ‘জাতীয় আন্দোলন’ হিসেবে ঘোষণা করেছেন। শিল্প, কৃষি, সেবাসহ সকলখাতে উৎপাদনশীলতা বাড়িয়ে ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের বাংলাদেশ গড়ে তোলাই এ আন্দোলনের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি পর্যায়ে পরিকল্পিতভাবে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। এজন্য বিভিন্নখাতে কর্মরত শ্রমিক, মালিক, কর্মচারী ও ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের মধ্যেই উৎপাদনশীলতা বিষয়ক ধারণা ছড়িয়ে দিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন করা হচ্ছে। উৎপাদনে উৎকর্ষতা এনে পণ্য ও সেবার গুণগতমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে তিনি শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। 

#

জলিল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা      
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৮৪৭

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী
খাতভিত্তিক অগ্রাধিকার চিহ্নিত করে দ্রুত উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ
ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :
     খাতভিত্তিক অগ্রাধিকার চিহ্নিত করে উৎপাদনশীলতা বাড়ানোর কার্যকর উদ্যোগ নিলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশ এখন উন্নয়নের মিরাকল বলে তিনি উল্লেখ করেন। 
বাণিজ্যমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে “রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ সেমিনার আয়োজন করে। 
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুষেণ চন্দ্র দাসের সভাপতিত্বে সেমিনারে এনপিও’র পরিচালক ড. মো. নজরুল ইসলাম, সাবেক পরিবেশ ও বন সচিব এ এইচ এম রেজাউল কবির, উৎপাদনশীলতা বিশেষজ্ঞ রূপালী বিশ্বাস, এম ফজলুল করিম বক্তব্য রাখেন; মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এটি একটি বাস্তবতা। ইতোমধ্যে সরকার ৫ হাজার ২শ’ ৪৭টি ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে দেশব্যাপী সেবা প্রদান করছে। ফলে  বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশিক্ষণের ওপর উৎপাদনশীলতা বৃদ্ধি নির্ভর করে বলে তিনি উল্লেখ করেন। 
বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গৃহীত উদ্যোগের ফলে দেশে দারিদ্র্য দ্রুত কমছে। গত কয়েক বছরে ৫ কোটি মানুষ নি¤œআয় থেকে মধ্যমআয়ের স্তরে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার ১০ শতাংশে নেমে আসবে। শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়াতে সম্প্রতি একনেকে চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া, সাড়ে ৪ বিলিয়ন ডলার চীনা বিনিয়োগে মুন্সীগঞ্জের বাউসিয়ায় গার্মেন্টস শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে। এগুলোতে চীনা কারখানা চালু হলে শিল্পখাতে উৎপাদনশীলতা জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
এর আগে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এনপিও’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন গেট থেকে শুরু হয়ে আবদুল গণি রোড হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুষেণ চন্দ্র দাসের নেতৃত্বে র‌্যালিতে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সেক্টর-কর্পোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, এনপিও, এপিও সোসাইটি ফর বাংলাদেশসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। 
#
জলিল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                নম্বর : ২৮৪৬

প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

লন্ডন, ২ অক্টোবর :
    জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে একদিনের যাত্রাবিরতিতে গতকাল লন্ডন স্থানীয় সময় ২০টা ১০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।   

    প্রধানমন্ত্রীকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার মোঃ আবদুল হান্নান এবং লন্ডন আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিমানবন্দরে স্বাগত জানান।  

    একদিনের যাত্রাবিরতি শেষে তিনি আজ ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।

#

নাদীম/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৬৫২ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৪৫

সাংবাদিক আওলাদ হোসেনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১৭ আশ্বিন (২ অক্টোবর) :
    বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন । 

    তথ্যমন্ত্রী এক শোকবার্তায় বলেন, মোহাম্মদ আওলাদ হোসেনের দীর্ঘ ৩০ বছরের কর্মজীবন একজন নিবেদিতপ্রাণ প্রতিভাবান সাংবাদিকের জীবনছবি। বিনোদন সাংবাদিকতায় তাঁর অনন্য অবদান দেশের গণমাধ্যমজগতে স্মরণীয় হয়ে থাকবে।

    হাসানুল হক ইনু মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

    বৃহস্পতিবার গভীর রাতে মস্তিস্কে রক্তক্ষরণে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের চলচ্চিত্র ও বিনোদন জগতের এই প্রথিতযশা সাংবাদিক। দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আওলাদ হোসেন ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অভ্ বাংলাদেশের সভাপতি ছিলেন। 


#

আকরাম/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৬৪২ ঘণ্টা

Todays handout (7).doc Todays handout (7).doc