Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০১৭

তথ্যবিবরণী ১২/০৮/১৫

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৮৩

ঠাকুরগাঁও-পঞ্চগড় শাটল ট্রেন সাময়িক বন্ধ

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :

ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় পর্যন্ত রেললাইনের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায়, একাধিক জায়গায় রেললাইন ১ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং কিছু গর্ত হওয়ার কারণে ঠাকুরগাঁও  এবং পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী শাটল ট্রেন সাময়িক বন্ধ আছে।

রেললাইন থেকে পানি অপসারিত হলে ও লাইন সংস্কার শেষে এই রুটে ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে।

#

শরিফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২০৮২

বান্দরবানে অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তার উদ্বোধন

বান্দরবান, ২৮ শ্রাবণ (১২ আগস্ট):

    ‘পাহাড়ের প্রতি মুহূর্তের বার্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন পার্বত্য জেলার প্রত্যন্ত জনপদের সংবাদ পাঠকের সামনে নিয়ে আসতে পাহাড়ের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গতকাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর বান্দরবানের বাসায় আনুষ্ঠানিকভাবে এই ওয়েব পোর্টালের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে পাহাড়বার্তা অগ্রণী ভূমিকা পালন করবে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে এ অনলাইন পোর্টালটি নিরলসভাবে কাজ করে পাহাড়ের মানুষের আস্থা অর্জন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, অর্থনীতি-রাজনীতি, প্রথাগত আচার-অনুষ্ঠান সর্বোপরি পাহাড়বাসীর সামগ্রিক জীবনধারা সমগ্র বাংলাদেশ তথা বিশ্ব দরবারে এই অনলাইন পোর্টালটি নিরপেক্ষভাবে তুলে ধরার মাধ্যমে প্রসংশনীয় হবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, পাহাড় বার্তা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সাদেক হোসেন চৌধুরী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।

    বান্দরবান সাংবাদিক কল্যাণ তহবিলের উন্নয়নে প্রতিমন্ত্রী ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।

    অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পাহাড়ের জনপ্রিয় এই অনলাইন পোর্টালের সংবাদ ও বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেন পাহাড় বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই থেকে বান্দরবান সদরের হেডম্যান এসোসিয়েশন ভবনের নিচতলায় প্রাথমিকভাবে ‘পাহাড়ের প্রতি মুহূর্তের বার্তা’ চালু করা হয়।

#

জুলফিকার/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ২০৮১
 
আগামী বছরের মধ্যে সাড়ে ঊনিশ হাজার ভবন নির্মাণ সম্পন্ন হবে
                                                         -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের আরো সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। আগামী মে মাসের মধ্যে এ অর্থবছরের সকল কাজ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোন গাফিলতি করা যাবে না। শিক্ষা অবকাঠামো নির্মাণে কোন দুর্নীতি সহ্য করা হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছি আমরা। 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কাজ সম্পর্কিত মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে মতবিনিময় এবং নবনিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের মাঝে মোটর সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সারাদেশে অবকাঠামো নির্মাণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে। এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে এবং নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, গত সাড়ে আট বছরে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তাও অনেক বৃদ্ধি পেয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের বর্ণনা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে প্রথম প্রকল্পের আওতায় ৭ হাজার ৮৫১টি একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে এবং আরো এক হাজার ৫১টি ভবনের নির্মাণ কাজ চলছে। ৪ হাজার ৬৪০ কোটি টাকা ব্যয়ে ৩২৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প শুরু হবে। ৩ হাজার ২২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, প্রায় এক হাজার ৫০০ কলেজ ভবন নির্মাণ করা হয়েছে। আরো এক হাজার ১৭০টি ভবনের নির্মাণ কাজ চলছে। ২০০টি সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণে এক হাজার ৮০৫ কোটি টাকার কাজ এ মাসেই শুরু হচ্ছে। ২ হাজার ২৭৪ কোটি টাকা ব্যয়ে কলেজগুলোতে ছাত্রী হোস্টেল নির্মাণ করা হবে। মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এক হাজার ১৮৩টি ভবন নির্মাণ করা হয়েছে । আরো ২ হাজার মাদরাসা ভবন নির্মাণ প্রক্রিয়াধীন আছে। শিক্ষার্থী হল ও গবেষণা ভবন নির্মাণ করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী বছরের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাড়ে ঊনিশ হাজার ভবন নির্মাণ সম্পন্ন হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মহিউদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, ইইডির পরিচালক খালেদা আক্তার এবং আইডিইবির প্রচার ও গণসংযোগ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তৃতা করেন।
পরে মন্ত্রী ইইডির নবনিয়োগপ্রাপ্ত ৩০০ প্রকৌশলীর মাঝে আনুষ্ঠানিকভাবে মোটর সাইকেলের চাবি হস্তান্তর করেন। 
#
আফরাজ/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০৮০
 
 
মহাস্থানগড় সেতুটি আজ রাত ৮টা থেকে 
আগামীকাল সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে
 
ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :
 
জরুরি মেরামতের জন্য ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের বগুড়ার মহাস্থানগড় বাজারের সন্নিকটে করতোয়া নদীর ওপর নির্মিত মহাস্থানগড় সেতুটিতে আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
 
জরুরি সার্ভিস এবং ছোট আকারের যানবাহনকে মহাস্থানগড় বাজার-শিবগঞ্জ-আমতলী-মোকামতলা সড়ক বিকল্প সড়ক হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
 
#
 
নাছের/সেলিম/শেফায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘন্টা
Todays handout (2).docx Todays handout (2).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon