Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০১৯

তথ্যবিবরণী - 4/8/2019

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৮৮           
 
উত্তরাঞ্চলে শিল্পায়ন করতে গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে
                                                --- বাণিজ্যমন্ত্রী
 
নীলফামারী, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার উত্তরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নীলফামারী জেলার  সৈয়দপুরে উত্তরা ইপিজেড গড়ে তুলেছে। এ অঞ্চলে গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে। শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে এ অঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে। উত্তরা ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইল মিলস্ লিমিটেডের আত্মপ্রকাশের মধ্যদিয়ে শিল্পায়নের নতুন মাত্রা যুক্ত হলো। মন্ত্রী বলেন, এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উন্নয়ন ঘটবে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনেক সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন। বিনিয়োগকারীদেরকে ওয়ান স্টপ সার্ভিস দিয়ে শিল্পের সকল কাজ সহজ করে দিয়েছে। বিদেশি বিনিয়োগের সুযোগ দিচ্ছে। দশ বছর পর্যন্ত ট্যাক্স হলিডে দেওয়া হচ্ছে বিনিয়োগকারীদের। ফলে দেশে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। 
মন্ত্রী আজ নীলফামারী জেলার সৈয়দপুরে উত্তরা ইপিজেডে দেশবন্ধু গ্রুপের উদ্যোগে দেশবন্ধু টেক্সটাইল মিলস্ লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, আগস্ট শোকের মাস। শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উত্তর অঞ্চলকে আমরা সমান তালে এগিয়ে নিয়ে যাবো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। আকাশ পথেও যোগাযোগ বেড়েছে। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। 
উল্লেখ্য, দেশবন্ধু টেক্সটাইল মিলস্ লিমিটেড প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় পাঁচশত মানুষের কর্মসংস্থান হবে। দেশের রপ্তানি বাণিজ্যে দেশবন্ধু টেক্সটাইল মিলস্ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। 
দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, রংপুর অঞ্চলের কর কমিশনার মোঃ আহসানুল হক, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, নীলফামারী জেলার জেলা প্রশাসক মো হাফিজুর রহমান এবং নীলফামারী জেলা পুলিশ সুপার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
 
বকসী/ইসরাত/রফিকুল/জয়নুল/২০১৯/২২৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৮৮৭

         

মশক নিধনে কীটনাশক বিষয়ে কারিগরি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ

 

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :

         

বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক (লার্ভিসাইভ ও এভালটিসাইভ) প্রয়োগের পূর্বে এর কার্যকারিতা এবং তা মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর কি না তা নিশ্চিতকরণের জন্য কারিগরি কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির সদস্যরা মশক নিধনের জন্য উপযুক্ত কীটনাশক (লার্ভিসাইড ও এভালটিসাইড) নির্বাচন, সঠিক মাত্রা নির্ধারণ এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে গুণগতমান নিশ্চিতকরণ-সহ লার্ভিসাইড ও এভালটিসাইড মানবদেহ, অন্যান্য কীটপতঙ্গ, মাছ ও জলজপ্রাণী এবং সামগ্রিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর নয় তা নিশ্চিত করবে। এছাড়া কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

 

আজ স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

#

এমদাদুল/ইসরাত/রফিকুল/আব্বাস/২০১৯/২২১৭ ঘণ্টাতথ্যবিবরণী                                                                                                                                                                                                          নম্বর : ২৮৮৬

সারা দেশে বন্যা পরিস্থিতি স্থিতিশীল

 

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :  

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের আজ রাত ৮টার প্রতিবেদন অনুযায়ী সুরমা কুশিয়ারা ছাড়া দেশের অন্যান্য নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে বা স্থিতিশীল রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় ৭১টি স্থানে পানির সমতল হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ১৭টি স্থানে। সুরমা কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।  

          প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস : চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্র-সহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাবাজার এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

          সরকার গত ১ জুলাই থেকে আজ পর্যন্ত বিভিন্ন জেলায় ২৮ হাজার ৩৫০ মে. টন চাল, ৪ কোটি ৯১ লাখ
৫০ হাজার টাকা, ১ লাখ ১৮ হাজার কার্টুন শুকনা খাবার, ৮ হাজার ৫০০ সেট তাঁবু, ৫৪ হাজার ৫০০ বান্ডিল ঢেউটিন, গৃহ নির্মাণে ১৬ কোটি ৩৫ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ে ১৮ লাখ টাকা এবং গোখাদ্য ক্রয়ে ২৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে ।

#

কাদের/ফারহানা/ইসরাত/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/২১১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                   নম্বর : ২৮৮৫    
 
বঙ্গবন্ধু আমাদের জন্য শেখ হাসিনাকে রেখে গেছেন
           --- স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতিহাসের কলঙ্কিত খুনিরা বঙ্গবন্ধুকে রাতের আঁধারে কাপুরুষের মতো সপরিবারে হত্যা করেছে সত্যি কিন্তু তারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারেনি। ইতিহাসের নিকৃষ্টতর বর্বোরচিত হত্যাকা-ের হত্যাকারীদের সঠিক বিচার করার জন্যই বঙ্গবন্ধু তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে গেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর একজন খুনিও বিচারহীন অবস্থায় থাকতে পারবে না। 
আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী। 
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিরাই নীল নকশার মাধ্যমে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। তারা সেদিন সফল হয়নি। এই খুনিদের সহযোগীরাই এখন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে উঠেপড়ে লেগেছে। যখন শেখ হাসিনা দিনরাত অক্লান্ত শ্রম দিয়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন সেই বঙ্গবন্ধুর খুনিদের দোসররা একের পর এক বাধা দিয়ে যাচ্ছে। তারা কখনো গুজব ছড়াচ্ছে, কখনো পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, কখনো ষড়যন্ত্র করছে। সুতরাং এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পাশাপাশি সেই খুনের মূল চক্রান্তকারী ও তাদের দোসরদেরও বিচার করতে হবে। 
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডা. রোকেয়া সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাচিপ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ।
#
মাইদুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                         নম্বর : ২৮৮১ 

 
  পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে শপথবাক্য পাঠ করালেন পরিবেশ মন্ত্রী
 
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
 
আজ রাজধানীর কাওরান বাজারে পলিথিনের শপিং ব্যাগ বন্ধে এক জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে শপথবাক্য পাঠ করান পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
 
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। পলিথিনের ব্যবহার ও বিক্রয় বন্ধ করার জন্য তিনি ব্যবসায়ী সমিতি ও জনসাধারণের প্রতি আহ্বান জানান। ঢাকা-সহ সারাদেশের জলাবদ্ধতার জন্য পলিথিনের ব্যবহারকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সকলে মিলে যদি এর ব্যবহার বন্ধ না করি তাহলে আমাদেরকে আরো কঠিন পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। কাওরান বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি দশ বছর আগের চেয়ে এখন অনেক ভালো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি কোনো ধরনের চাঁদাবাজির খবর পাওয়া যায় সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
 
সভাপতির বক্তব্যে পরিবেশ মন্ত্রী বলেন, পলিথিনের ব্যবহার পরিবেশকে ক্রমাগত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এক সময় সবাই একটা পাটের ব্যাগ নিয়ে বাজারে যেত। এখন পলিথিনে বাজার করে মানুষ ঘরে ফেরে। এতে করে আমাদের পাট শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি পলিথিন ব্যবহারের ফলে পরিবেশ বিপর্যয় ঘটছে। সম্প্রতি আমরা পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগ প্রস্তুত করতে সক্ষম হয়েছি। পরিবেশ মন্ত্রণালয় থেকে ১০ কোটি টাকা অর্থায়নে পাটকল কর্পোরেশনের মাধ্যমে সোনালি ব্যাগ তৈরির একটি পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। শীঘ্রই সোনালি ব্যাগ ব্যাপকভাবে বাজারজাত করা যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সবাই মিলে যদি পলিথিন বর্জন করি তাহলে আমাদের পরিবেশ বিপর্যয় ঠেকানো সম্ভব হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ ও কাওরান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
#
পাশা/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৯১৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                                                                                       নম্বর : ২৮৮২    
 
ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে
 
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।
সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকরা শিল্প পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসক সজাগ রয়েছে। তিনি সকলের সহযোগিতায় সুন্দর, শান্তিপূর্ণভাবে ঈদ উদ্যাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিজিএমইএ’র সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর এলাকায় ১১ থেকে ১৭ আগস্ট এবং আশুলিয়া, সাভার, হেমায়েতপুর, মানিকগঞ্জ এলাকায় ১১ থেকে ১৮ আগস্ট ছুটি থাকবে বলে জানানো হয়। আগামী ৯ ও ১০ আগস্ট শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
সভায় সময়মতো মালিকগণ বেতন বোনাস পরিশোধ করছেন কি না তা মনিটরিং এর জন্য সারা দেশের শিল্পঘন এলাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণদের নিয়ে ৬৪টি টিম কাজ করছে। টিমের সদস্যরা বেতন-বোনাস নিয়ে কারখানায় কোনো প্রকার সমস্যার সৃষ্টি হলে মালিক-শ্রমিক প্রশাসনের সাথে আলোচনা করে সমাধান করবেন বলে সচিব জানান।
সভায় শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, ড. মোল্লা জালাল উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর, বিজেএমসি’র চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, বিকেএমইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহামদ মুনসুর আহমেদ, বিজিএমইএ’র মনসুর খালেদ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
 
#
 
আকতারুল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                                            নম্বর : ২৮৮০    
 
অসহায় মানুষের কল্যাণে বরাদ্দ বাড়ানো হয়েছে
       --- সমাজকল্যাণ মন্ত্রী  
 
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে কোনো মূল্যে দেশ থেকে দারিদ্র্য নির্মূল করতে বদ্ধপরিকর। অসহায় দুঃস্থ মানুষকে সমাজের মূল স্রােতে নিয়ে আসতে তাদের কল্যাণে বরাদ্দ বাড়ানো হয়েছে।
আজ রাজধানীর ইস্কাটনস্থ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদে প্রতিবন্ধী, গরিব ও মেধাবী শিক্ষার্থী, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ এবং রোগীকল্যাণ সমিতির অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
মন্ত্রী বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছে তারা কেউ দেশের অসহায় জনগণের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচলনার দায়িত্ব নিয়ে অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ শুরু করেন। তিনি বয়স্ক ভাতা , বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা চালু করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বাজেট চলতি অর্থবছরে ১০ কোটি টাকা বাড়িয়ে ৭০ কোটি টাকা করা হয়েছে। এ অর্থ অসহায়, অসচ্ছল ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ রেখে যেতে চাই। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করছে। পরে মন্ত্রী বিভিন্ন সংগঠন ও ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে সারা দেশে মোট ৫২২টি রোগী কল্যাণ সমিতির অনুকূলে মোট ১২ কোটি ৫০ লাখ টাকা, ২৪৯ জন প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীকে ২৪ লাখ ৯০ হাজার টাকা, ৮০ টি সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়ের অনুকূলে ২ কোটি ৪০ লাখ টাকা অনুদান দেয়া হয়।
#
 
জাকির/ফারহানা/মোশারফ/জয়নুল/২০১৯/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                      নম্বর : ২৮৭৯

অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

 

 

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :    

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রী সৈয়দা আকতারের (৫৪) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহ্‌মুদ। একই সাথে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

 

তথ্যমন্ত্রীর নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নজরের টিলা এলাকার বাসিন্দা সৈয়দা আকতার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে সেখানে তিনি মারা যান।

 

তথ্যমন্ত্রী তাঁর শোকবার্তায়  বলেন, মরহুমার স্বামী রাঙ্গুনিয়ার কৃতী সন্তান শাহাবুদ্দিন কোরেশী একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রের জন্য নিবেদিত এ পুলিশ কর্মকর্তার উৎসাহ ও প্রেরণার মানুষ ছিলেন তাঁর সহধর্মিণী সৈয়দা আকতার। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

#

আকরাম/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৯/১৯৫৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                                           নম্বর : ২৮৭৮

২০৪১ সালে  উন্নত বাংলাদেশ অর্জনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে

                                              ---মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :    

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বাংলাদেশের সংবিধান নারী-পুরুষ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। সরকার নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য হ্রাসের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে নারী দারিদ্র্য হ্রাস করতে পেরেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ অর্জনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

          প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশে অবস্থিত ইউএন এজেন্সি প্রধানদের সাথে এসডিজি অর্জন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে আছে প্রতিটি গ্রামে শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এর ফলে নারী ও শিশুর জীবনমানের উন্নয়ন সাধিত হবে। তিনি বলেন, সরকার সাফল্যের সাথে এমডিজি অর্জন করেছে এবং ২০৩০ সালে এসডিজির সকল লক্ষ্যমাত্রা অর্জন করবে। প্রতিমন্ত্রী আরও বলেন ২০৪১ সালে বাল্য বিবাহের হার শূন্যের কোটায় নেমে আসবে। প্রতিমন্ত্রী ইউএন সংস্থা প্রধানদের ধন্যবাদ জানিয়ে বলেন জাতিসংঘের সহযোগী সংস্থাসমূহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের সহযোগিতা করছে। তিনি আশা প্রকাশ করেন, এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার স্বাগত বক্তব্যে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। সভায় ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর Mia Seppo, ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেনটেটিভ Shoko Ishikawa,  ইউনিসেফ প্রতিনিধি  Tomoo Hozumi নারী ও শিশু উন্নয়নের বিভিন্ন  ইস্যুতে কথা বলেন।

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ আইনুল কবীর, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টোরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন-সহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

আলমগীর/ফারহানা/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/২০০৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                                              নম্বর : ২৮৭৭    
 
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে
                 --- শিক্ষা উপমন্ত্রী
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) : 
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশের বর্তমান ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি প্রতিটি শিক্ষাঙ্গনের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাগিদ দেন, যাতে এসব জায়গায় ডেঙ্গু উৎপাদন হতে না পারে । 
উপমন্ত্রী আজ রাজধানীতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ডেঙ্গু প্রতিরোধে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর হতে নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এজন্য সকল স্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
উপমন্ত্রী ঢাকা পলিটেকনিক ইনস্টি

তথ্যবিবরণী                                                                                                                                                                                                          নম্বর : ২৮৭৬

এমআইএসটিতে বিশ্বমানের সাইবার জিম প্রতিষ্ঠা করা হবে

                           ---আইসিটি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, প্রযুক্তির ব্যবহার যত বাড়বে সাইবার ঝুঁকিও তত বাড়বে। এই ঝুঁকি মোকাবিলায় এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। তা না হলে আমরা পিছিয়ে যাবো। তিনি বলেন, সাইবার ঝুঁকির প্রস্তুতির অংশ হিসেবে মিলিটারি ইনস্টিটিউট অভ্ সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) তে বিশ্বমানের সাইবার জিম স্থাপন করা হবে। শারীরিকভাবে সুস্থ সবল থাকতে আমরা যেমন জিমে যাই তেমনি সাইবার স্পেসে নিজেদের নিরাপদ রাখতে এই জিম তৈরি করা হবে যেখানে সবাই এক সাথে কাজ করার সুযোগ পাবে।

প্রতিমন্ত্রী আজ সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটি এর যৌথ উদ্যোগে এমআইএসটি এর জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে ‘বিশ্বব্যাপী সাইবার হুমকি এবং বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মেজর জেনারেল ওয়াহিদ উদ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অভ্ পলিসি, এডভোকেসি এবং গভর্নেন্স এর চেয়ারম্যান ড. সৈয়দ মুনির খসরু, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্রের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এবং জাতীয় ডাটা সেন্টারের পরিচালক প্রকৌশলী তারিক বরকত উল্লাহ। এতে সঞ্চালনা করেন  এমআইএসটি এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান এয়ার কমোডর আফজাল হোসেন। 

প্রতিমন্ত্রী বলেন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্র এই চারটি পর্যায়েই আমরা সাইবার ঝুঁকিতে রয়েছি। সকলে সচেতন হলেই সাইবার স্পেস নিরাপদ হবে উল্লেখ করে তিনি বলেন তরুণ প্রজন্মকে এখন থেকে সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি সচেতন ও সতর্ক থেকে সক্ষমতা তৈরি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন, সাইবার স্পেস নিরাপদ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিভাগ ২২টি ক্রিটিক্যাল সিস্টেম ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার শনাক্ত করেছে এবং ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার তৈরি করেছে। এছাড়াও সক্ষমতা তৈরি করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর আওতায় ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম, ডিজিটাল ফরেনসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে বলে তিনি জানান। 

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সেনা, নৌ এবং বিমান বাহিনী-সহ বিভিন্ন আন্তঃবাহিনী  সংস্থাসমূহের উল্লেখযোগ্য সংখ্যক পদস্থ সামরিক/বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ ।

#

মজুমদার/ফারহানা/ইসরাত/মোশারফ/আব্বাস/২০১৯/১৯৩২ ঘণ্টা 

টিউট ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় দেশের পলিটেকনিকগুলোতে দ্বিতীয় শিফ্ট নিয়ে চলমান সমস্যা সমাধানের ব্যাপারে শিক্ষামন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও সম্পর্কিত ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ।
#
 
জাহিদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                                                   নম্বর : ২৮৭৫
চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক কর্মশালা  
প্রশিক্ষকদের প্রশিক্ষণে শিল্পমন্ত্রীর গুরুত্বারোপ
 
ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট) :
 
 চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী বাহিনী তৈরি করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় ঘটাতে হবে। 
মন্ত্রী আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঘধঃরড়হধষ ঈড়হংঁষঃধঃরড়হ ড়হ ৪ঃয ওহফঁংঃৎরধষ জবাড়ষঁঃরড়হ ধহফ ঋঁঃঁৎব ড়ভ ডড়ৎশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) ও এটুআই যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। 
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। ইউনিডো’র আঞ্চলিক প্রতিনিধি ভ্যান বারকেল রেনে (ঠধহ ইবৎশবষ জবহব), এমসিসিআই’র সভাপতি নিহাদ কবীর এবং আইএলসি বাংলাদেশের সিনিয়র স্পেশালিস্ট কিশোর কুমার সিং। 
মন্ত্রী বলেন, দেশে নতুন নতুন আধুনিক শিল্প কারখানা স্থাপিত হচ্ছে। এ সকল কারখানায় এদেশের প্রশিক্ষিত কর্মী বাহিনী দক্ষতার সাথে কাজ করছেন। বেসরকারিখাতে যেসব বিষয়ে দক্ষ কর্মী বাহিনী প্রয়োজন, সেসব বিষয়ে পাঠ্যক্রম প্রণয়ন ও প্রশিক্ষণ দানে সহায়তা প্রদানের জন্য বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি। 
শিক্ষা উপমন্ত্রী বলেন, পাঠ্যক্রমে আইসিটি শিক্ষা অন্তর্ভুক্তির ফলে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়ছে। চতুর্থ বিপ্লবের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে রোবোটিকসহ নতুন নতুন বিষয় চালু করা হবে বলে তিনি জানান। 
মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাস্তবায়নাধীন ১০০টি অর্থনৈতিক অঞ্চলে আগামী দিনের চাহিদা অনুসারে শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে। তিনি বর্তমানের নয়, আগামী দিনের প্রযুক্তি দেশে নিয়ে আসার জন্য দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। লেট স্টার্টার হিসেবে এদেশের শ্রমশক্তি আগামী দিনের প্রযুক্তি ব্যবহারে সক্ষম হবে। 
ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই’র পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী ও ইউনিডো’র (টঘওউঙ) আঞ্চলিক প্রতিনিধি ভ্যান বারকেল রেনে (ঠধহ ইবৎশবষ জবহব)।
#
 
মাসুম/ফারহানা/ইসরাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯২১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                                                  &am
Todays handout (23).docx Todays handout (23).docx