Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ৭ই অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৫৫

  ছাত্রীদের নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে শিক্ষামন্ত্রীর প্রেস ব্রিফিং

ঢাকা, ২২শে আশ্বিন (৭ই অক্টোবর) : 

    সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিড়্গা মন্ত্রণালয় বেশকিছু পদড়্গেপ ও কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে। এসব পদড়্গেপ ও কার্যক্রম সম্পর্কে শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ আগামীকাল ৮ অক্টোবর, শনিবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

    উক্ত প্রেস ব্রিফিংয়ে উপসি'ত থাকার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদ সংস'ার সাংবাদিকদের প্রতি শিড়্গা মন্ত্রণালয়ের পড়্গ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    উলিস্নখিত প্রেস ব্রিফিংয়ের জন্য পূর্বনির্ধারিত কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য শিড়্গা ক্যাডারের ৩৪তম ব্যাচে যোগদানকৃত নবীন প্রভাষকদের ওরিয়েন্টেশন কর্মসূচি একই ভেন্যুতে আগামীকাল (শনিবার) সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

#

সাইফুলস্নাহ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৫৪

  নয়াদিলিস্নতে  ডবিস্নউইএফ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী
আঞ্চলিক অর্থনৈতিক বলয় গড়ে তোলার আহ্বান

নয়াদিলিস্ন (ভারত), ৭ই অক্টোবর:

    পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুসত্মফা কামাল বলেছেন, নিজেদের আওতায় থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দড়্গিণ এশিয়ার দেশসমূহকে নিজেদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। আকর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন এবং  বিশাল কর্মড়্গম জনগোষ্ঠী কাজে লাগিয়ে লাভবান হওয়ার জন্য দড়্গিণ এশিয়া খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল।

    মন্ত্রী আজ ভারতের নয়াদিলিস্নতে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম (ডবিস্নউইএফ) এবং কনফেডারেশন অভ্‌ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) কর্তৃক যৌথভাবে  আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন। শ্রীলংকার প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মন্ত্রী, পদস' সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং মিডিয়া ব্যক্তিত্বগণ উপসি'ত ছিলেন।

    মন্ত্রী বলেন, ফলপ্রসূ একটি একীভূত আঞ্চলিক অর্থনৈতিক বলয় গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি দড়্গিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিতভাবে তাদের আয়ত্তে থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরম্নত্বারোপ করেন ।

    জনাব মুসত্মফা কামাল সম্মেলনের সাইড লাইনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া আইয়গ (অধুড়ম) এর  ভাইস চেয়ারম্যান  অরবিন্দ পানগারিয়া (অৎারহফ চধহধমধৎরুধ) এর সাথে বৈঠক করেন। বৈঠকে তাঁরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থসংশিস্নষ্ট বিশেষ করে অর্থ-বাণিজ্য খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।

    উলেস্নখ্য, ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম পাবলিক প্রাইভেট সহযোগিতার একটি আনত্মর্জাতিক ফোরাম।

#

শেফায়েত/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩১৫৩

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাজহারুল হক টুলু’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২২শে আশ্বিন (৭ই অক্টোবর) : 

    মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মাজহারুল হক টুলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 
    প্রবীণ রাজনীতিবিদ মাজহারুল হক শুক্রবার সকাল ৭টা ১০মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা বেগম, কন্যা তারোয়াত সুলতানা মনামীসহ রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গুলশান আজাদ মসজিদে জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 
    তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ৬০ এর দশকের সংগ্রামী ছাত্র নেতা ও স্বাধীনতার নিউক্লিয়াসের সদস্য ও জাসদের প্রতিষ্ঠাতা হিসেবে মাজহারুল হক টুলু স্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 

#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭০৪ ঘণ্টা

Todays handout (2).docx Todays handout (2).docx