Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০১৫

তথ্যবিবরণী ২৫/৮/২০১৫

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৩৯১
 
নিউইয়র্কে পার্লামেন্ট স্পিকারদের 
বিশ্ব সম্মেলনে যোগ দিতে ডেপুটি স্পিকারের ঢাকা ত্যাগ

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
    আগামী ৩১ আগস্ট হতে ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠেয় পার্লামেন্ট স্পিকারদের ৪র্থ বিশ্ব সম্মেলনে যোগ দিতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া আজ ঢাকা ত্যাগ করেছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম।
    এছাড়া, জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠেয় নারী স্পিকারদের সম্মেলন, পার্লামেন্ট স্পিকারদের ৪র্থ বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ এবং প্রস্তুতিমূলক কাজের জন্য ২৭ আগস্ট হতে 
৩ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। 
#

স¦পন/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১৫০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৩৯০
 
বিটিসিএল ও বিএসসিসিএল এর মধ্যে ‘সার্ভিস লেভেল এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর মধ্যে ঢাকায় তেজগাঁওয়ে বিএসসিসিএল এর প্রধান কার্যালয়ে গতকাল সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (ঝখঅ) স্বাক্ষরিত হয়। বাংলাদেশ থেকে বিএসসিসিএল কর্তৃক ভারতে ব্যান্ডউইড্থ রপ্তানির লক্ষ্যে বিটিসিএল হতে ব্যাকহল সার্ভিস গ্রহণের বিষয়ে এ চুক্তি হয়। 

    বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এবং বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনোয়ার হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। 

    বিটিসিএলের পরিচালক (আন্তর্জাতিক) মোঃ শরীফুজ্জামান এবং বিভাগীয় প্রকৌশলী (আইটিও) মোঃ আনোয়ার হোসেন মাসুদ এসময় উপস্থিত ছিলেন।

#

মোরশেদ/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/২০২০ ঘণ্টা

Handout                                                                                              Number :   2389

 

German Parliamentary Delegation calls on Foreign Minister

 

Dhaka, August 25:

 

The visiting Parliamentary delegation of the Federal Republic of Germany has called on Foreign Minister Abul Hassan Mahmood Ali at his office today. The five-member  delegation of the Committee on Labour and Social Affairs of the German Bundestag (National Parliament) is visiting Bangladesh as part of their tour to Asia (Indonesia and Bangladesh). The delegation visited several factories in Dhaka and surrounding areas and exchanged views with stakeholders.

 

During the meeting, the Foreign Minister has apprised them on how Bangladesh is marching forward. Mahmood Ali also briefed them about necessary measures taken by government and the factory owners for the safety and security of the workers in the ready-made garments industry in Bangladesh, including other initiatives (e.g., activities of Accord/Alliance) that have been undertaken and implemented throughout this industry.

 

In response to queries made by the delegation members, the Bangladesh Foreign Minister has mentioned that the government of Bangladesh has increased the wages of the workers employed in ready-made garments industry almost by 250 percent in past few years. In this connection, he strongly urged the western buyers to pay little bit more for Bangladeshi products so that the owners can take additional measures to enhancing safety and welfare of the labourers.

 

            Besides, different aspects of bilateral relations between Bangladesh and Germany including environmental issues, government’s actions on terrorism and violent extremism were discussed in the meeting.

 

#

 

Khaleda/Afraz/Mizan/Sanjib/Salim/2015/1945 Hrs তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৩৮৮

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় 
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত                                                                     


ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
    দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ ফারুক খান এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
    কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, কামরুল আশরাফ খান এবং মোঃ আফতাব উদ্দীন সরকার বৈঠকে অংশগ্রহণ করেন। 
কমিটির ১১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের খ, গ, ও ঘ-এর বাস্তবায়ন অগ্রগতি এবং রূপসী বাংলা হোটেল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এর সংস্কারমূলক ও সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে ।
নির্ধারিত সময়ের মধ্যে রূপসী বাংলা হোটেলের সকল কাজ এবং বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারকে আরো সুন্দর করার সুপারিশ করা হয়। 
হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড প্যান প্যাসিফিক সোনারগাঁর সকল কাজ কোনো প্রতিবন্ধকতা ছাড়া আগামী বছর ৩০ জুনের মধ্যে সম্পন্ন এবং কাজগুলো সঠিকভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার সুপারিশ করা হয়।
বেসরকারি এয়ার লাইন্স লিমিটেডের সমস্যাগুলো সমাধানকল্পে এসোসিয়েশন, মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির সদস্যবৃন্দদের নিয়ে বৈঠক করে পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে মর্মে সুপারিশ করা হয় ।  
          বৈঠকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রাইভেট এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান, প্রাইভেট এয়ারলাইন্স লিমিটেডের প্রতিনিধিবৃন্দসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#


এমাদুল/আফরাজ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৩৮৭
 
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :

জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী  হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ এবং সিমিন হোসেন (রিমি) অংশগ্রহণ করেন। 

বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং গণযোগাযোগ অধিদপ্তরের অধীনস্থ জেলা তথ্য অফিসসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনে বিদ্যমান জনবলের বাইরে বিটিভির শিল্পী সম্মানীখাত থেকে  সম্মানী পরিশোধ সাপেক্ষে অতিথি প্রযোজক, রিপোর্টার ও অনুবাদক কর্মরত রয়েছেন। শিল্পী সম্মানীখাতে নিয়োজিত নিউজ রির্পোটারদের নতুন পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও কার্যক্রমে অধিক গতিশীলতা আনয়নে নিয়োগ প্রক্রিয়া দ্রুততর এবং দক্ষ জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  জন্য বৈঠকে সুপারিশ করা হয়। 

তথ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়াধীন বিভিন্ন অধিদপ্তর প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 

#

শিবলী/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৩৮৬
 
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আইন বিষয়ক প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :

    জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তথ্য মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত মামলা সংক্রান্ত  ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের জন্য আইন বিষয়ক প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ ঢাকায় ইনস্টিটিউটের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। 

    তথ্য সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।     জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ  কে এম শামীম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তথ্য মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত ১৯ জন প্রশিক্ষণার্থী পাঠ্যধারায় অংশগ্রহণ করেন।

    পাঠ্যধারায় অংশগ্রহণকারীদের বাংলাদেশের সংবিধান, ভূমি ব্যবস্থাপনা, মিডিয়া সংক্রান্ত আইন, মামলার ধরণ ও এর অধিক্ষেত্র, মামলা পরিচালনার বিষয়ে অনুশীলন, নামজারি, খতিয়ান, দাখিলা, পর্চা, সার্ভে,  সেটেলমেন্ট ইত্যাদি আইন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। 
    
#

ওয়ালিউর/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০১৫/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৮৫

ভূমি অফিসের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
                                                                      -- ভূমিমন্ত্রী

পাবনা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমি অফিসে জালিয়াতকারী, ভূমি দস্যু ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে জিরো টলারেন্স করার কাজ করছে ভূমিমন্ত্রণালয়। তিনি সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারের এ উদ্যোগকে সফল করার আহ্বান জানান।  
মন্ত্রী আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা বিশেষ আইনশৃঙ্খলা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    ভূমিমন্ত্রী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ যে দলেরই হউক তাদের কোনো তদবির গ্রহণ করা হবে না। তিনি বলেন, সরকারি দল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রশ্রয় দিবে না। তিনি গরু চুরিরোধে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। 
    মন্ত্রী সমাজে অশান্তি সৃষ্টিকারীদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মন্ত্রী পরে চিতল মাছ সংরক্ষণ ও চাষে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত স্বর্ণপদকপ্রাপ্ত আশরাফ ডুবুরিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন।
পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর এবং পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক বক্তব্য রাখেন।
#


রেজুয়ান/আফরাজ/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৩৮৪

বাজার তদারকি
৩৯ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, নরসিংদী, চাঁদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, দিনাজপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর এবং নীলফামারীতে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর তেজগাঁও ও ফার্মগেট এলাকায়ও আজ বাজার তদারকি করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মধুপূর্ণিমা কনফেকশনারিকে ১০ হাজার টাকা  এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে বাবার দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও বাংলা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে নরসিংদীর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, চাঁদপুরের মতলব উপজেলায় ৯টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫শ’ টাকা, রাজবাড়ীর সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার  টাকা, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা, লক্ষ্মীপুরের সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা এবং নীলফামারীর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ’ টাকা টাকা জরিমানা করা হয়।   
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৩৮৩

এলজিআরডি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

 

 


ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে আজ ঢাকায় তাঁর সচিবালয়স্থ দপ্তরে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস্ জোট (Johannes Zutt) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত স্থানীয় সরকার ও পল্লিউন্নয়ন বিভাগের অধীন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। 

    বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর প্রকল্পসমূহ বাস্তবায়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। স্থানীয় সরকার মন্ত্রী অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের বর্ধিত সহায়তা কামনা করেন। 

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগ এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


    উল্লেখ্য, স্থানীয় সরকার ও পল্লিউন্নয়ন বিভাগের অধীন বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন উল্লেখযোগ্য প্রকল্পসমূহের মধ্যে রয়েছে মিউনিসিপ্যাল গভর্নেন্স এন্ড সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি), সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট প্রজেক্ট ও সাইক্লোন রিকভারি এন্ড রেস্টোরেশন প্রজেক্ট।

#

শহিদুল/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৩৮২
 
প্রতিটি জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের 
সিদ্ধান্ত নিয়েছে সরকার
              -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রতিটি জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়েও কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করা হবে। 

প্রতিমন্ত্রী আজ রাজধানীর লেকশোর হোটেলে নেদারল্যান্ডস্ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসএনভি কর্তৃক বাস্তবায়িতব্য ‘ইনক্লুসিভ বিজনেস পাইলটস্ ইন দ্য গার্মেন্টস সেক্টর’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সরকার গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে হোস্টেল নির্মাণ করছে। গার্মেন্টসে কর্মরত মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার ও মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করছে। সরকার সকল প্রাইভেট কোম্পানিতে ডে-কেয়ার সেন্টার স্থাপনের নির্দেশ প্রদান করেছে। গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেয়ার জন্য তিনি এসএনভিকে ধন্যবাদ জানান।

এসএনভি’র বাংলদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পল স্টিভেনস (Paul StevensPaul Stevens) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং বাংলাদেশে নেদারল্যান্ডস্ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স মারটিন ভেন হগসট্রেটেন (Martine Van Hoogstraten) বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নেদারল্যান্ডস্ সরকারের সহায়তায় এসএনভি এ প্রকল্পের মাধ্যমে গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের প্রজনন স¦াস্থ্যসেবা প্রদানের পাশাপাশি প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করবে ।

#

খায়ের/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৩৮১


 
সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
    জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মোঃ শহীদুজ্জামান সরকার, একেএম শাহজাহান কামাল এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির ওপর এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।    
    বৈঠকে জানানো হয়, ৯ম জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোট ১১টি প্রতিশ্রুতি ছিল। এর মধ্যে ৯টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। ১টি প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। অন্য একটি ‘‘বিগত ঘূর্ণিঝড় সিডর এর আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ ও অবকাঠামোসমূহ পুনঃনির্মাণ ও মেরামত কল্পে’’ যে প্রতিশ্রুতি রয়েছে সেটি পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন রয়েছে।
    বৈঠকে আরো উল্লেখ করা হয়, ১০ম জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট প্রতিশ্রুতির সংখ্যা ৬টি। এর মধ্যে ৩টি প্রতিশ্রুতি বাস্তবায়িত রয়েছে এবং অন্য ৩টি প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে।
    কমিটি বৈঠকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ব্রিজ নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ দৈর্ঘ্য ১২ মিটার থেকে ১৮ মিটারে উর্ন্নীত করার সুপারিশ করে।
    এছাড়া বৈঠকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০১৪-১৫ অর্থবছরের আরএডিপিভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে পর্যালোচনার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। 
     দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#


সাব্বির/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৩৮০

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গণশুনানি

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :

    জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল সকাল সাড়ে ১০টা  থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিদপ্তরের মহাপরিচালক  মোঃ আবুল  হোসেন মিঞা গণশুনানি গ্রহণ করেন।

    উক্ত শুনানিতে বিভিন্ন শ্রেণি ও পেশার ভোক্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন হোটেলের প্রতিনিধিগণসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

    শুনানিকালে অংশগ্রহণকারীগণ  ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বাস্তবায়ন ও জাতীয় ভোক্তা অভিযোগ  কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে  বিভিন্ন প্রশ্ন করেন এবং মহাপরিচালক এসব প্রশ্নের উত্তর প্রদান করেন। মহাপরিচালক অংশগ্রহণকারীদের  ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বিধান অনুযায়ী ভোক্তাদের স¦ার্থসংরক্ষণসহ স¦াস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রয়ের নির্দেশ দেন। এছাড়া, খাদ্যে  ভেজাল বা ক্ষতিকর রং  মেশানো হতে বিরত থাকতে এবং  ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ  দেন। 

    তিনি জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম সম্পর্কেও উল্লেখ করেন।  তিনি জানান, ১৭ আগস্ট পর্যন্ত ৫২ হাজার ৪৭০টিরও  অধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায়  দোষী সাব্যস্ত করে ১৩ হাজার ২২৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে  মোট ১০  কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। তন্মধ্যে ৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করার পর অবশিষ্ট ১০ লাখ ৮১ হাজার ৭১ লাখ ৭৫০ টাকা  সরকারি  কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

    এ গণশুনানি প্রতি মাসের ২য় ও ৪র্থ  সোমবার সাড়ে ১০টা  থেকে দুপুর সাড়ে ১২টা (প্রয়োজনে বর্ধিত হতে পারে) পর্যন্ত অধিদপ্তরের মহাপরিচালক অথবা তাঁর মনোনীত কর্মকর্তাগণ গ্রহণ করবেন।  সোমবার সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে গণশুনানি অনুষ্ঠিত হবে।

#

আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৭৯
জার্মানিতে উচ্চ পর্যায়ের সভায় বাণিজ্যমন্ত্রী
পোশাক শ্রমিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপে জার্মানির সন্তোষ প্রকাশ 
ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
বাংলাদেশের তৈরিপোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপে  জার্মানি সন্তোষ প্রকাশ করেছে। শিল্প কারখানায় যে কোন ধরনের দুর্ঘটনায় জার্মান সোস্যাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানে ফায়ার সেফটি ডোর ও অন্যান্য যন্ত্রপাতি আমদানি শুল্কমুক্ত করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করা হয়েছে।  বাংলাদেশ সরকারের উদ্যোগে তৈরিপোশাক শিল্পের বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, ইলেকট্রিক সেফটি এবং শ্রমিকদের নিরাপদ কর্মবান্ধব পরিবেশেরও  প্রশংসা করেছে জার্মানি ও আইএলও । জার্মানি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যাবসাবাণিজ্য ও শিল্প প্রসারে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। 
২৪ আগস্ট বার্লিনে অনুষ্ঠিত দি ফেডারেল মিনিস্ট্রি অভ্ ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট  এবং জার্মান সোস্যাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স-এর যৌথ উদ্যোগে আয়োজিত  তৈরিপোশাকের প্রডাকশন চেইনের কমপ্লায়েন্স প্রতিপালনের বিষয়ে উচ্চ পর্যায়ের চারদিনের সভায় আলোচকগণ বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্যানেল আলোচনা ও দ্বিপাক্ষিক সভায় বলেন, বাংলাদেশে অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনা সরকার  সফলভাবে মোকাবিলা করেছে। এ দুর্ঘটনার  পর বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে আর কোন শিল্পে দুর্ঘটনা ঘটেনি। শিল্পের শ্রমিকদের নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ সরকার, প্রাইভেট সেক্টর, শ্রমিকদের সংগঠন, ডেভলপমেন্ট পার্টনার, আইএলও, অ্যাকোর্ড, অ্যালায়েন্স একযোগে কাজ করে যাচ্ছে। এখন নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে বাংলাদেশের তৈরিপোশাক শ্রমিকরা কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ‘বাংলাদেশ অ্যাকশন প্ল্যান-২০১৩’-এ শ্রমিকদের অধিকার, কাজের পরিবেশ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বলা হয়েছে। বাংলাদেশ সফলতার সাথে এ কাজগুলো সম্পন্ন করেছে। মার্কিন রাষ্ট্রদূতসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রধানগণ বিভিন্ন তৈরিপোশাক কারখানা পরিদর্শন করেছেন এবং কারখানার নিরাপত্তা ও কাজের পরিবেশের প্রশংসা করেছেন।
সভায় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, জার্মানি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। জার্মানির বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে ৯৪ ভাগই তৈরিপোশাক। তৈরিপোশাক রপ্তানির ক্ষেত্রে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। বাংলাদেশের তৈরিপোশাক রপ্তানির ক্ষেত্রে একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই জার্মানির অবস্থান। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জার্মানি থেকে ম্যাশিনারিজ, কেমিক্যাল, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং ঔষধ আমদানি করে থাকে।
সভায় বিষয়ের ওপর কী-নোট উপস্থাপন করেন জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফুকটেল ( ঋঁপযঃবষ)। প্যানেল আলোচকদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইএলও প্রতিনিধি  হুংবো (ঐড়ঁহমনড়), ইউরোপিয়ান ইউনিয়নের ডিলারো (উবষধৎঁব), ইনকোটা-এর বার্নন্ট হিন্জম্যান (ইবৎহফঃ ঐরহুসধহহহ), বাংলাদেশের  শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং বিজিএমই-এর প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম।
#
লতিফ/খাদীজা/শুকলা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৬১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৩৭৮

শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে জাতীয় শোক দিবস পালন

ঢাকা (সাভার), ১০ ভাদ্র (২৫ আগস্ট) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
           
আজ সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, যুবরাই দেশের চালিকাশক্তির মূল হাতিয়ার। এই যুব সমাজের গুরুত্ব উপলব্ধি করেই স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে উন্নয়ন পরিকল্পনায় যুব উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার প্রদান করেন। তাঁর চিন্তা-চেতনা ও পরিকল্পনার ফসল হচ্ছে আজকের যুব উন্নয়ন অধিদপ্তর ও শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র।

আলোচনা শেষে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়।
#

শফিকুল/খাদীজা/শুকলা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৩৩০ ঘণ্টা 

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon