Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 23/02/2016

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৫৯৮

ছায়ানটের বর্ষবরণ ছাড়া রমনাপার্কে অন্যকোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না
                                        -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রম্নয়ারি) : 
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ছায়ানটের বর্ষবরণ ব্যতীত রমনাপার্কে অন্যকোনো সময়ে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়া হবে না। সৌন্দর্য ও ঐতিহ্য সুরড়্গা করে রমনাপার্ককে একটি আদর্শ পার্ক হিসেবে গড়ে তোলা হবে। এজন্য নাগরিক সমাজ, পরিবেশবিদ, মন্ত্রণালয় ও সংশিস্নষ্ট অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে শীঘ্র একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি রমনা পার্কের সার্বিক বিষয় দেখভাল করবে।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন আয়োজিত রমনাপার্কের সৌন্দর্য, উপযোগিতা ও ঐতিহ্য সুরড়্গা বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈনউদ্দীন আবদুলস্নাহ, অধ্যাপক দ্বিজেন শর্মা, তরম্নপলস্নবের শাহজাহান মৃধা বেণু, স'পতি মোবাশ্বের হোসেন, স'পতি ইকবাল হাবিব, রমনা ফেডারেশন অভ্‌ ওয়াকার্স এসোসিয়েশনের এ আর খান, স'পতি ইনস্টিটিউটের সভাপতি সাঈদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন বক্তৃতা করেন।
    গণপূর্ত মন্ত্রী বলেন, রমনাপার্কের ঐতিহ্যবাহী বৃড়্গ ও গাছ সংরড়্গণ, প্রয়োজনীয় বৃড়্গ রোপণ, অপ্রয়োজনীয় গাছ অপসারণ ও সৌন্দর্যবর্ধনে যা কিছু করণীয় সেসব বিষয়ে কমিটি সিদ্ধানত্ম গ্রহণ করবে। সিদ্ধানত্ম বাসত্মবায়নে মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।
    তিনি বলেন, রমনাপার্ক, সোহ্‌রাওয়ার্দী উদ্যানসহ সংশিস্নষ্ট এলাকার সৌন্দর্যবর্ধনে একটি সবুজ ও দৃষ্টিনন্দন বলয় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাস্টারপস্নান প্রস'ত করা হয়েছে। পরিকল্পনায় সোহ্‌রাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স'ান, মুক্তিযুদ্ধে পাকিসত্মানিদের আত্মসমর্পণ স'ানসহ ঐতিহাসিক স'ানসমূহ চিহ্নিত করা হয়েছে। এখানে বেড়াতে আসা জনসাধারণ এসব স'ানের ইতিহাস সম্পর্কেও জানতে পারবে।
    আলোচনার শুরম্নতেই স'পতি তুঘলক আজাদ রমনাপার্ক ও লেকের গাছপালা নিয়ে একটি উপস'াপনা তুলে ধরেন। উপস'াপনায় জানানো হয়, ৬৮৫ একর জায়গায় গড়ে তোলা রমনাপার্কে কুসুম বিথি, সোনালু, নাগেশ্বর বিথি, অশোক, শতবর্ষী মহুয়া, শতবর্ষী দেশি গাবগাছ, দেশি বাদাম, অঞ্জন, বট, অশ্বত্থসহ ২০ প্রকারের গাছ রয়েছে। এসব ঐতিহ্যবাহী গাছ সংরড়্গণ ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও দিকনির্দেশনা দেয়া হয়।
#
কিবরিয়া/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৫৯৭
শিড়্গা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রম্নয়ারি) : 
    দশম জাতীয় সংসদের শিড়্গা মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৫তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. আফছারম্নল আমীন এতে সভাপতিত্ব করেন।
    কমিটির সদস্য গোলাম মোসত্মফা, এস এম আবুল কালাম আজাদ এবং মোহা. মামুনুর রশিদ বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে সরকারি কলেজের শিড়্গকবৃন্দের বেতন-গ্রেড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠানে বেতন ও ভর্তি ফি নির্ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬ সম্পর্কে বিসত্মারিত আলোচনা হয়।
         বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে তাঁর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারি কলেজের শিড়্গকদের বেতন-গ্রেডের বিষয়ে কাজ করছে।
          মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিড়্গা কার্যক্রমে পাঠদান কর্মসূচির জন্য প্রণীত সিলেবাস অনুযায়ী  শিড়্গকগণ কীভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনা করেন সে বিষয়ে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস'াপনের সুপারিশ করা হয়। 
         চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কীভাবে বিতর্কিত স'ানে ক্যাম্পাস নির্মাণ করে শিড়্গা কার্যক্রম পরিচালনা করছে, কীভাবে অনুমোদন প্রদান করা হয়েছে, ভিসি নিয়োগসহ উক্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম শিড়্গা মন্ত্রণালয় কর্তৃক তদনত্ম করে প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে প্রদানের সুপারিশ করা হয়। 
        বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বিল ২০১৬ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬ আরো পরীড়্গা করে কমিটির পরবর্তী বৈঠকে রিপোর্ট প্রদানের সুপারিশ করে কমিটি।  
    শিড়্গা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৫৯৬  
পোল্যান্ড কৃষিপণ্য সংরক্ষণ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে আগ্রহী
                                                                -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা,  ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পোল্যান্ড বাংলাদেশের স্পেশাল ইকনমিক জোনে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে কঠিন শিলা সেক্টর এবং কৃষিপণ্য সংরক্ষণ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। বাংলাদেশ এবং পোল্যান্ডের ব্যবসায়ীদের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
    বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে সফররত পোল্যান্ডের ইকনমিক ডেভেলপমেন্ট বিষয়ক ডেপুটি মিনিস্টার জধফড়ংষধি উড়সধমধষংশর-খধনবফুশর-এর নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।
    মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে পোল্যান্ডে বাংলাদেশের রপ্তানি এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। পোল্যান্ড বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশ পোল্যান্ডে জিএসপি সুবিধা পেয়ে আসছে। পোল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রক্রিয়া চলছে। এর ফলে পোল্যান্ডে বাংলাদেশের তৈরি পণ্যের রপ্তানি আরো বাড়বে।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে এ মুহুর্তে ৩০টি স্পেশাল ইকনমিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। বিনিয়োগে আকর্ষণীয় সুযোগসুবিধা দেয়া হচ্ছে।
    পোল্যান্ডের ডেপুটি মিনিস্টার বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। পোল্যান্ড বাংলাদেশের কঠিন শিলা সেক্টর ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের সাথে পোল্যান্ডের চলমান বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা হবে।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব শুভাশীষ বসু ও মো. শওকত আলী ওয়ারেছি এসময় উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ পোল্যান্ডে  রপ্তানি করেছে ৪৯৪ দশমিক ৩৪ মিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য, একইসময়ে বাংলাদেশ আমদানি করেছে ৩৯ দশমিক ৫০ মিলিয়ন ইউএস ডলার মূল্যের পণ্য। পোল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরিপোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, টেবিল ওয়্যারসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে।
#
বকসী/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৫৯৫
কয়লা উত্তোলনে কারিগরি সহায়তা প্রদানে পোল্যান্ডের আগ্রহ প্রকাশ
ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তিতে কয়লা উত্তোলনে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। এছাড়া, দেশটি বাংলাদেশে উন্নতমানের আপেল রপ্তানিরও প্রস্তাব করেছে।  
বাংলাদেশ সফররত পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত উপমন্ত্রী রাডোস্লো দোমাগাল্সকি লেবেজকি  (জধফড়ংষধি উড়সধমধষংশর খধনবফুশর) এর নেতৃত্বে এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। আজ জাতীয় সংসদভবনে শিল্পমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, প্রতিনিধিদলের সদস্য ও বাংলাদেশে পোল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত টমাজ লুকাজ্জুক (ঞড়সধংু খঁশধংুঁশ), নয়াদিল্লিতে অবস্থিত পোল্যান্ড দূতাবাসের বাণিজ্য শাখার প্রধান বিগনিউ মাগজিয়ার্স (তনরমহরবি গধমফুরধৎু), পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের কাউন্সিলর জেনারেল লুসিনা জারেমজুক (খঁপুহধ ঔধৎবসপুঁশ), খনিজ শিল্প উদ্যোক্তা পিয়ট জোজেফ ব্রন্সেল (চরড়ঃৎ ঔড়ুবভ ইৎড়হপবষ)সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় দু’দেশের শিল্পখাতে বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, পোল্যান্ডের সাথে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসাবাণিজ্য ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ অর্ধ বিলিয়ন ডলার। দু’দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক লিংকেজ জোরদার এবং বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে এর পরিমাণ বাড়ানো সম্ভব। পোল্যান্ডের সাথে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সালের এপ্রিল মাসে ওয়ারশতে বাংলাদেশের দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। তিনি বাংলাদেশেও পোল্যান্ডের দূতাবাস পুনরায় চালুর জন্য সফররত উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শিল্পমন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরণের প্রণোদনা দিচ্ছে। শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার ইতোমধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ভারত, জাপান, কোরিয়া, চীনসহ কয়েকটি দেশের প্রস্তাবের প্রেক্ষিতে সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। পোল্যান্ডের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসলে তাদের জন্যও একই ধরণের সুবিধা দেয়া হবে। তিনি বাংলাদেশের পাট ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, তৈরিপোশাক, চা, প্লাস্টিক, বাইসাইকেলসহ উদীয়মান শিল্পখাতগুলোতে পোল্যান্ডের উদ্যোক্তাদের সরাসরি কিংবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
পোল্যান্ডের উপমন্ত্রী বাংলাদেশে পোল্যান্ডের বিনিয়োগ বাড়ানো হবে বলে শিল্পমন্ত্রীকে জানান।
#
জলিল/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৯৪
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
    জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, হাবিবুর রহমান মোল্লা ও রহিম উল্লাহ অংশগ্রহণ করেন।
    বৈঠকে পূর্ববর্তী বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা; জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ১৯৬ (২) অনুসারে সাবকমিটির রিপোর্ট উপস্থাপন; শিল্প মন্ত্রণালয় ও অধীনস্ত সকল কর্পোরেশন/দপ্তর এর রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় চলমান উন্নয়ন কার্যক্রমের রিপোর্ট দাখিল করা হয়।
বৈঠকে বিসিকের প্লটের ভূতাপেক্ষভাবে মূল্য আদায়ের বিষয়টি আইনের পরিপন্থী হওয়ায় এটি এক মাসের মধ্যে আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের সুপারিশ করে সংসদীয় কমিটি।
বাংলাদেশের পেট্রোলপাম্পগুলোর অনিয়ম রোধকল্পে পাম্পগুলোতে ডিজেল, অক্টেন, পেট্রোলের গুণগত মান ও সঠিক ওজন নিশ্চিত করতে বিএসটিআই-এর তদারকি আরো বেশি জোরদার করার সুপারিশ করা হয়।
         বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

স¦পন/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫৯৩  
এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল


ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :
ফেসবুকসহ অন্যকোনো ইলেক্ট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং প্রশ্নপত্র ফাঁসের যেকোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

#


শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম
চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬ কন্ট্রোল রুমের ইমেইল ঃ বীধসপড়হঃৎড়ষৎড়ড়স@সড়বফঁ.মড়া.নফ
#


সাইফুল্লাহ/খাদীজা/কামাল/২০১৬/১৫২৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৯২

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১১ ফাল্গুন (২৩ ফেব্রুয়ারি) :

    জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌঃ অংশগ্রহণ করেন।

        ১৭তম বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশন্যাল সার্ভিস প্রকল্পের বর্তমান অবস্থাসম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
        বৈঠকে জানানো হয় উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করার লক্ষ্যে ১ম পর্যায়ে ৯৮টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে  ৯৩ কোটি ৯৭ লাখ ১২ হাজার টাকা।
        যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক নির্মিত কোন স্টেডিয়াম বা স্থাপনার কোন পরিবর্তন বা সংস্কার করার প্রয়োজন হলে জেলা ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় কর্তৃক অনুমতি নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
        বৈঠকে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় মন্ত্রিপরিষদ কর্তৃক দারিদ্র্য  ম্যাপ মোতাবেক যে সকল জেলার উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে বাস্তবায়নের উল্লেখ রয়েছে, এছাড়া আরো যেসব উপজেলা দারিদ্র্যসীমার নিচে সে সকল উপজেলাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে বিষয়টি মন্ত্রিপরিষদে উপস্থাপনের সুপারিশ করা হয়।  
    যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে সকল কর্মী প্রশিক্ষণগ্রহণ করেছেন তাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং যুব উন্নয়ন নীতির সর্বশেষ অগ্রগতি কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
    বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএসপির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
#

এমাদুল/খাদীজা/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা

 

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon