Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ফেব্রুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 10/02/16

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ৪৪৯

৩৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে ১৩,৮৩০ জন উত্তীর্ণ

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :   

    ৩৬তম বিসিএস প্রিলিমিনারি  টেস্টে ১৩ হাজার ৮শ’ ৩০ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। সাময়িকভাবে নির্বাচিত পরীক্ষার্থীদের গুরুতর  কোনো ত্রুটি পাওয়া  গেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

    প্রকাশিত ফলাফল কমিশনের িি.িনঢ়ংপ.মড়া.নফ  ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যেকোনো  মোবাইল থেকে চঝঈ< ঝঢ়ধপব>৩৬<ঝঢ়ধপব>জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ  লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে।

    লিখিত পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে সাময়িকভাবে কৃতকার্য প্রার্থীগণ কমিশনের ওয়েবসাইট  থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা  থেকে ৩৬তম বিসিএস এর জন্য নির্ধারিত বিপিএসসি ফরম - ২ ডাউনলোড করে সংগ্রহ করবেন। সংগৃহীত ফরম যথাযথভাবে পূরণপূর্বক ৩৬তম বিসিএসের বিজ্ঞাপন এবং বিপিএসসি ফরম - ২ এ উল্লিখিত কাগজপত্রসহ পূরণকৃত বিপিএসসি ফরম - ২, ২২  ফেব্রুয়ারি  থেকে ৮ মার্চ পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা  থেকে বিকেল ৪টা পর্যন্ত কমিশনের সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। ঢাকা  কেন্দ্রের প্রার্থীগণ কমিশনের ঢাকার  শেরেবাংলা নগরের প্রধান কার্যালয়; চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রের প্রার্থীগণ কমিশনের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে তাদের মূল আবেদনপত্র (বিপিএসসি ফরম - ২) জমা দিবেন।

    নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনপত্র (বিপিএসসি ফরম - ২) জমা না দিলে প্রার্থিতা বাতিল হবে এবং প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
    
#

ডায়না/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা  
 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৪৮

নির্বাচন কমিশনের সময়সূচি ঘোষণা
২০ মার্চ ১০ পৌরসভায় নির্বাচন

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
    আগামী ২০ মার্চ ১০ পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচন কমিশন এ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।
    নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৪-২৫ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৪ মার্চ।
    যে ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ পৌরসভা, ঝালকাঠী জেলার ঝালকাঠী পৌরসভা, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভা, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা, ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাগাজী পৌরসভা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভা এবং মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভা।
#

আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/২১৫০ঘণ্টা

 

 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৪৪৭

পুঁজিবাজার উন্নয়ন ব্যতীত রাষ্ট্রের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন কঠিন
                                                 -- পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি):   

    পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুস্তফা কামালের সাথে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স  এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় শেরেবাংলাগরে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল পুঁজিবাজারে বিদ্যমান সমস্যা দূরীকরণে মন্ত্রীর সহযোগিতা কামনা করে।

    মন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, অর্থনীতির অন্যতম ক্ষেত্র পুঁজিবাজারের উন্নয়নের সাথে দেশের সামষ্টিক অর্থনীতি ব্যাপকভাবে সম্পৃক্ত। বাজারের উন্নয়ন সকলেরই কাম্য। তিনি বলেন, অর্থনৈতিক ব্যবস্থায় পুঁজিবাজার উন্নয়ন ব্যতীত রাষ্ট্রের কাক্সিক্ষত অর্থনৈতিক লক্ষ্য অর্জন কঠিন। এজন্য পুঁজিবাজারের উন্নয়ন অতীব গুরুত্বপূর্ণ।
 
    দেশের অর্থনীতির গতি আরো বেগবান করতে পুঁজিবাজারের সমস্যাসমূহ অর্থমন্ত্রণালয় ও নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে তুলে ধরার বিষয়ে  তিনি প্রতিনিধিদলকে আশ^স্ত করেন।
 
    বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের  সভাপতি মোহাম্মদ সায়েদুর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন - প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান নির্বাহী কর্মকর্তা  এম মোশাররফ হোসেন, লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার কায়েস হাসান, এআইবিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম সারওয়ার ভুইয়া এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ মজুমদার।

#
 
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৪৬

বাজার তদারকি  
২৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, ময়মনসিংহ, ফেনী, রাজবাড়ী, শরীয়তপুর, নওগাঁ ও কুড়িগ্রামে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর রমনা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আমাদের রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মাম ট্রেড সার্ভিসকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মেট্রো ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার জরিমানা করা হয়।
    অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে নওগাঁর রাণীনগর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা, ময়মনসিংহ সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, ফেনী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, রাজবাড়ী সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করে।
    সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ, শিল্প ও বণিক সমিতি, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#

আফরোজা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

Handout                                                                                                                Number : 445

 

Bhasha Divas observed in New Delhi  

 

Dhaka, February 10 :   

            Jawaharlal Nehru University of New Delhi in collaboration with St. Xavier's College of Kolkata organized an event titled "Bhasha Divas" today as part of their preparation for commemorating the International Mother Language Day on 21st February 2016.

             Bangladesh High Commissioner to India Syed Muazzem Ali was present at the event as the Special Guest. Senior officials of Bangladesh High Commission were present.

             The celebration began with lighting of torch by the Bangladesh High Commissioner and the Vice Chancellor of the University with huge enthusiasm from the students present in the event.

             Bangladesh High Commissioner, in his speech, expressed his gratitude towards all the martyrs and participants to the Mother Language Movement in 1952. He termed mother language as our national heritage and our language movement as the starting point of our self-emancipation and independence.

             The High Commissioner urged all concerned to work for promoting, preserving and protecting own mother languages in this era of globalization. He encouraged all to vow to translate the great creation of culture and literacy of their respective languages to other foreign languages to get those acquainted and appreciated by others.

           The audience was represented by students and faculties from diverse regions of India with diversities in language and culture. The faculty members, while addressing, expressed their appreciation towards Bangladesh for its role in 1952 and later coming up with the idea of International Mother Language Day in the UNESCO. They expressed their fear about hundreds of mother languages in India which were on the verge of being extinct.

#

Enamul/Afraz/Sanjib/Joynul/2016/2000hours

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৪৪৪  

বাণিজ্যমন্ত্রীর সাথে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের শ্রমিকদের কর্মবান্ধব পরিবেশ এবং অধিকার প্রতিষ্ঠায় সরকার ও শিল্প প্রতিষ্ঠানের মালিকদের গৃহীত পদক্ষেপ এবং অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশে বিনিয়োগের নিয়মাবলী, সুযোগসুবিধা এবং শুল্ক বিষয়ে বিস্তারিত জানার পর ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশে সফররত ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট সদস্য জিন ল্যামবার্ট (ঔবধহ খধসনবৎঃ) এর নেতৃত্বে ১০ সদস্যের উচ্চক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।
    মন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুবিধার্থে বাংলাদেশে অবস্থানরত ৮টি ইউরোপিয়ান দেশের রাষ্ট্রদূত এবং বিনিয়োগ ও বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটি বিজনেস কাউন্সিল গঠন করা হবে। এতে বেসরকারি সেক্টরের প্রতিনিধিদের রাখার বিষয় পরীক্ষানিরীক্ষা করে দেখা হবে। এ কাউন্সিল বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করবে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর সরকার ও মালিক পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে বাংলাদেশে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। বাংলাদেশে শিল্প কারখানা বিগত যে কোনো সময়ের চেয়ে নিরাপদ ও কর্মবান্ধব। ইপিজেডসহ সকল কারখানায়  শ্রমিকদের অধিকার, নিরাপদ কাজের পরিবেশ ও উপযুক্ত মজুরি নিশ্চিত করা হয়েছে।
    তিনি বলেন, ক্রেতাগোষ্ঠীর সংগঠন অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং ন্যাশনাল ইনেশিয়েটিভ প্রায় তিনহাজার আটশত ফ্যাক্টরি পরিদর্শন করেছে। ত্রুটিপূর্ণ ৩৭টি ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়েছে এবং কিছু সমস্যাগ্রস্ত ফ্যাক্টরি ত্রুুটিমুক্ত করা হচ্ছে। শ্রম পরিদপ্তরকে অধিদফতরে পরিণত করা হয়েছে, পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে। শ্রম আইন সংশোধন করা হয়েছে। ক্রেতাদের সকল শর্ত পূরণ করা হয়েছে।
    তোফায়েল আহমেদ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে জিএসপিসহ সবধরনের ব্যবসায়িক সহযোগিতা দিচ্ছে। গত ২০১০ সালে ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি ছিল ৮ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার, ২০১৫ সালে তা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট সদস্য রিচার্ড হাউইট (জরপযধৎফ ঐড়রিঃঃ), ইভান স্টিফেন্স (ওাধহ ঝঃবভধহপব), ড. সাজ্জাদ করিম, ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াডন (ঢ়রবৎৎব গধুধঁফড়হ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
বকসী/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা   

Handout                                                                                                 Number :  442

Bangladesh concerns over DPRK rocket Launching

Dhaka, February 10 :

Bangladesh is deeply concerned about the recent rocket launch by the Democratic People’s Republic of Korea (DPRK).

This is a clear violation of the relevant United Nations Security Council resolutions.

Bangladesh hopes that the DPRK would exercise restraint and refrain from any action that might escalate the tension in the Korean Peninsula.

#

Handout                                                                                             Number :  443

FM leaves for Kathmandu to pay tribute to Sushil Koirala

Dhaka, February 10 :

Foreign Minister Abul Hassan Mahmood Ali has flown today to Kathmandu to show his respect to former Nepalese Prime Minister and serving President of Nepali Congress Late Sushil Koirala.

Earlier, upon learning the sad demise of Late Sushil Koirala yesterday, a condolence message from the Prime Minister Sheikh Hasina, was sent on the same day  to the Acting President of Nepali Congress.

Late Sushil Koirala played a vital role during our glorious War of Liberation for which Bangladesh Government decided to confer him ‘Muktijuddho Moitri Sammanana’. 

#

Khaleda/Zaman/Afraz/Mizan/Sanjib/Selim/2016/1900 Hrs
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৪৪১  

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি
শমশের আলম চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
    কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শমশের আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, শমশের আলম চৌধুরীর মৃত্যুতে আমরা একজন মুক্তিযোদ্ধা এবং জনদরদী রাজনৈতিক নেতাকে হারালাম। তিনি একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক এবং সম্মুখযোদ্ধা ছিলেন। স্বাধীনতার পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতৃত্বের ক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন শমশের আলম চৌধুরী।
    মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    

#
আকরাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৪০   

জাসদ নেতা মাযহারুল ইসলাম বাদশার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি মাযহারুল ইসলাম বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
    তথ্যমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মাযহারুল ইসলামের মৃত্যুতে জনদরদি রাজনৈতিক নেতাকে হারালাম। তিনি একাধারে সমাজতন্ত্রের ধারক এবং জননেতা ছিলেন।
    তথ্যমন্ত্রী প্রয়াত নেতার আত্মার মাগফিরাত প্রার্থনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    মাযহারুল ইসলাম বাদশা মঙ্গলবার রাত ৮টায় ভারতের কলকাতা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
#

আকরাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৪৩৯

২০১৯ সালের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের
নির্মাণকাজ সমাপ্তির আশাবাদ সেতুমন্ত্রীর

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি):   

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলিংয়ের কাজ ১০ ভাগ শেষ হয়েছে। ইতোমধ্যে ৮১০টি পাইলের মধ্যে ৮৪টির নির্মাণকাজ শেষ হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ২০১৯ সালের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    মন্ত্রী আজ রাজধানীর কুড়িল এলাকায় ৮ হাজার ৯শ’ কোটি টাকা ব্যয়ে পিপিপিভিত্তিতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

    এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বিমানবন্দর হতে কমলাপুর পর্যন্ত এক্সপ্রেসওয়েটি নির্মিত হবে রেললাইনের পাশ দিয়ে। তাই নির্মাণকালে জনভোগান্তি কিংবা যানজটের কোন আশঙ্কা নেই।

    মন্ত্রী বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। উত্তরায় প্রকল্পের অর্থায়নে ১২শ’ ফ্ল্যাট নির্মাণ করে ক্ষতিগ্রস্তদের মাঝে বরাদ্দ দেয়া হবে। পুনর্বাসন এলাকার বিস্তারিত নক্শা তৈরির কাজ এগিয়ে চলেছে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিন ধাপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ সম্পন্ন হবে। প্রথম ধাপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত এবং তৃতীয় ধাপে মগবাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত কাজ সম্পন্ন হবে। র‌্যাম্পসহ এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ৪৬ কিলোমিটার বলে তিনি জানান।

    মন্ত্রী বলেন, ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেয়ার পাশাপাশি অবৈধভাবে চালিত ছোট আকারের যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা গেলে মহানগরীর যানজট অনেকাংশে কমে আসবে।

    পরে মন্ত্রী কুড়িল এলাকায় সিএনজি অটোরিক্সার মিটারে চলাচল নিশ্চিতকরণ এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইলকোর্টের কার্যক্রম ও সড়ক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন।

    সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের প্র্রধান প্রকৌশলী কবির আহম্মদ, এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ফেরদৌস, বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পাল, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটাল-থাই প্রা. লি. এর প্রতিনিধিসহ সেতু বিভাগ এবং এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#

নাছের/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৪৩৮

 

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক
                                     -- বীর বাহাদুর উ শৈ সিং

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি):   

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিরসনে ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১’ এর সংশোধনী জাতীয় সংসদে পাস হলে তা অধিকতর কার্যকরী ভূমিকা পালন করবে। পার্বত্য শান্তিচুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়িত হয়েছে। ৩৩টি সরকারি দপ্তরের মধ্যে ইতোমধ্যে ৩০টি দপ্তর পার্বত্য জেলা পরিষদসমূহে হস্তান্তরিত হয়েছে। এ চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

    আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার দেশসমূহের আন্তঃসম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং  প্রতিনিধিদলের প্রধান জিন ল্যাম্বার্ট (ঔবধহ খধসনবৎঃ) এর নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে আসলে প্রতিমন্ত্রী একথা বলেন।

    সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় উন্নয়ন, অগ্রগতি আর সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়েছে। এ এলাকার টেকসই উন্নয়নে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের লক্ষ্যে কৌশল নির্ধারণ করা হয়েছে এবং উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়েছে।
 
    সভায় আরো জানানো হয়, ভারত প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনে একজন চেয়ারম্যানের নেতৃত্বে এ সংক্রান্ত টাস্কফোর্স আন্তরিকভাবে কাজ করছে। তাছাড়া এখানে প্রথাগত প্রশাসনিক কাঠামো হিসেবে সার্কেল চিফ ব্যবস্থাও চালু রয়েছে। পার্বত্য চট্টগ্রামে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

    প্রতিনিধিদলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিচার্ড হুইট (জরপযধৎফ ঐড়রিঃঃ), ইভান স্টিফেন্স (ওাধহ ঝঃবভধহপব) ও সাজ্জাদ করিম (ঝধললধফ কধৎরস ) এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউডন (চরবৎৎব গধুধঁফড়হ) উপস্থিত ছিলেন।

    বৈঠকে মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

জুলফিকার/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৪৩৭

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি):   

        জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এতে সভাপতিত্ব করেন।

    কমিটির সদস্য ইমরান আহমেদ, মোহাম্মদ আমানউল্লাহ, আয়েন উদ্দিন, নুরুল ইসলাম মিলন এবং হাজেরা খাতুন বৈঠকে অংশগ্রহণ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানও বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে সংসদে উত্থাপিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন, ২০১৬ বিলটির ওপর আলোচনা হয়। বিলটি পরীক্ষানিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে সংসদে পাশ করার সুপারিশ করা হয়।

          বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

মিজানুর/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৩৬   


বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত


ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫’র চূড়ান্ত পর্বের উদ্বোধনী খেলা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ টুর্নামেন্ট দু’টির চূড়ান্ত পর্বের খেলা উদ্বোধন করেন। এর আগে তিনি ৭ বিভাগের ১৪ দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীর ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের জৈন্তাপুরের পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় ঋতু ৩টি হ্যাট্রিক গোল করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান, মো. গিয়াস উদ্দিন ও আকরাম আল হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য, ষষ্ঠবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং পঞ্চমবারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এ টুর্নামেন্ট দু’টি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।
আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।  
#
রবীন্দ্রনাথ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর :  ৪৩৫

একুশে পদক ২০১৬
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স¦ীকৃতিস¦রূপ ১৬ জন মনোনীত

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি):   

    সরকার বিভিন্ন  ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স¦ীকৃতিস¦রূপ  দেশের ১৬ জন বিশিষ্ট নাগরিককে ২০১৬ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    পদকপ্রাপ্তরা হলেন - ভাষা আন্দোলনে বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, মরহুম  সৈয়দ  গোলাম কিবরিয়া (মরণোত্তর) ও ড. জসীম উদ্দিন আহমেদ; শিল্পকলায় (টিভি ও চলচ্চিত্র অভিনয়)  বেগম জাহানারা আহমেদ; শিল্পকলায় (শাস্ত্রীয় সংগীত) পন্ডিত অমরেশ রায়  চৌধুরী; শিল্পকলায় (সংগীত)  বেগম শাহীন সামাদ; শিল্পকলায় (নৃত্য) আমানুল হক; শিল্পকলায় (চিত্রকলা) মরহুম কাজী আনোয়ার  হোসেন (মরণোত্তর); মুক্তিযুদ্ধে মফিদুল হক; সাংবাদিকতায়  তোয়াব খান; গবেষণায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ্ ও মংছেন চীং মংছিন্ এবং ভাষা ও সাহিত্যে  জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী।

    আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালের একুশে পদক প্রদান করবেন।

#

জিয়াউদ্দিন/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৩৪   

 

মন্ত্রিপরিষদ সচিবের চাচার ইন্তেকাল

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
 
    বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের চাচা শমসের আলম চৌধুরী আজ দিবাগত রাত ২.৪০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি   ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
    তিনি দীর্ঘদিন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এই বিশিষ্ট নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সম্মুখযোদ্ধা ছিলেন। যুক্তফ্রন্টের সময় হতে তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি মৃত্যুকালে ৬ পুত্র, ৩ কন্যাসহ অনেক নাতি-নাতনী ও লাখো গুণগ্রাহী রেখে গেছেন।
    তাঁর মৃত্যুতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম গভীর শোকপ্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জনান।
#

নুরুল/আলম/জসীম/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৩৩  

দুর্নীতিমুক্ত ভূমিব্যবস্থাপনা গড়ে তোলা হবে
                                   - ভূমিমন্ত্রী

ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :   

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রয়োগ করে ভূমিমন্ত্রণালয়ের দুর্নীতি অনেক<

Todays handout (8).doc Todays handout (8).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon