Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২১

তথ্যবিবরণী ২৭ সেপ্টেম্বর ২০২১

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৬০৪

 

সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে

                                                            ---সমাজকল্যাণ সচিব

 

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :   

 

          সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার বলেছেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক নিরাপত্তা খাতে সরকার বৃহৎ পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সকল কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

 

          সমাজকল্যাণ সচিব আজ যশোর সার্কিট হাউস মিলনায়তনে যশোর জেলায় কর্মরত সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

          সমাজসেবা অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাহান আরা ও যশোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসীত কুমার সাহা।

 

          সমাজকল্যাণ সচিব বলেন, বর্তমান সরকারের সময়ে অসহায় জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোয় পূর্বের চেয়ে সমাজসেবা অফিসারদের কাজের পরিধি বেড়েছে।

 

          ভাতা প্রদানসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় যাতে কোনো অনিয়ম না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

          কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সবাইকে জবাবদিহিতার মধ্যে থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নির্বিঘ্নে সেবা প্রদান করতে হবে।

 

          পরে সচিব চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর আওতায় যশোর জেলায় নিয়োগপ্রাপ্ত সমাজকর্মীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

 

          উল্লেখ্য, সচিব যশোর জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), পুলেরহাট, যশোর, সরকারি শিশু পরিবার (বালিকা), যশোর ও সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জিএমএসএম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নবনির্মিত আমাদের বাড়ি
( সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস) পরিদর্শন করেন।

 

#

জাকির/নাইচ/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২১:৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৬০৩

 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘দুর্নীতিবিরোধী প্রামাণ্যচিত্র,

আলোচনা, গান ও জিঙ্গেল বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

 

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :   

          আজ ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘দুর্নীতিবিরোধী প্রামাণ্যচিত্র, আলোচনা, গান ও জিঙ্গেল বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

          অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান  আলোচক হিসেবে সাবেক প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী ও সম্পদ ব্যক্তি হিসেবে নাট্যব্যক্তিত্ব কায়েস চৌধুরী বক্তব্য রাখেন।

 

          এ কে এম শামীম চৌধুরী দুর্নীতির বিভিন্ন উদাহরণ দিয়ে এবং তাঁর চাকরিজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, নিজে দুর্নীতিমুক্ত হতে হবে । দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাইকে সৎ উপায়ে আয় করতে বলেন। তিনি সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে বলেন এবং সততার সাথে কাজ করতে বলেন।

 

          কায়েস চৌধুরী প্রামাণ্যচিত্র, গান, জিঙ্গেলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দুর্নীতি যারা করবে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যা জিঙ্গেলের মধ্যে আসতে হবে। আত্মিক বিষয়ও যেন যুক্ত হয় জিঙ্গেলের মধ্যে।

 

          কর্মশালায় অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী গান ও জিঙ্গেল বিষয়ে মতবিনিময় করেন।

 

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মোঃ নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মুনজুরুল আলম ও পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মোঃ জাহিদুল ইসলাম।

#

 

আইরিন/নাইচ/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২১:৪৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৬০২

 

ভারোত্তোলন খেলায় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আহ্বান শিল্পমন্ত্রীর

 

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :   

 

          ভারোত্তোলন খেলায় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার জন্য বিত্তবান ও শিল্পপতিদের প্রতি  আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

 

          আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে মুজিববর্ষ ৩৭তম পুরুষ (সিনিয়র) এবং ১৪তম মহিলা (সিনিয়র) জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

          মন্ত্রী বলেন, ভারোত্তোলন একটি  সম্ভাবনাময় খেলা। এই খেলা যেহেতু ব্যক্তিগত ইভেন্ট কাজেই এর মাধ্যমে সফলতা আনা সম্ভব।

 

          মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করে একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

 

          অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের  সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহম্মেদসহ খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

          এর আগে শিল্পমন্ত্রী  আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পগোষ্ঠীর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

 

          জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও আওয়ামী শিল্পগোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে  সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ূন কবির,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহসভাপতি ডঃ দিলীপ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির এবং সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

 

#

 

মাহমুদুল/নাইচ/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২১:৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪৬০১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে বান্দরবানের বিভিন্ন পূজা কমিটির কাছে অনুদানের চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ পার্বত্য চট্টগ্রাম, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করতে হবে। যুগ যুগ ধরে চলমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

          আজ বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭টি উপজেলার দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

          বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের কাছে জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা এবং মন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

          এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলার ৩০টি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

          এর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবকের কাছে ব্যক্তিগত সুরক্ষা, অনুসন্ধান ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন মন্ত্রী।

#

নাছির/সাহেলা/মোশারফ/জয়নুল/২০২১/২০৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৪৬০০

স্বল্প  সময়ে শিক্ষার্থীদের টিকাদান ও মনিটরিং এর

জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

 

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, ক্যাম্পাস, অফিস সর্বত্র যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

          করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যকে অবহিত করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধিদলে আরো ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

          উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রপতিকে জানান, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা পাওয়ার পর সশরীরে শিক্ষা কার্যক্রম চালু হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্লাস কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল তাদের প্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে ১ নভেম্বর ২০২১ অনুষ্ঠেয় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

          রাষ্ট্রপতি বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে। এখন পরিস্থিতি অনুকূলে থাকলে অতিরিক্ত ক্লাস নেয়াসহ আরো যেভাবে তাদের ক্ষতির যতটা সম্ভব পুষিয়ে দেওয়া যায় সে চেষ্টা করতে হবে। তবে সবকিছুর ওপরে থাকতে হবে স্বাস্থ্যবিধি। স্বল্প সময়ের মধ্যে সকল শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং এর জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

          রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

#

ইমরানুল/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২১/২০৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪৫৯৯

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপান্তর করুন

                                                                             -- ধর্ম প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফরিদুল হক খান বলেছেন, সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষার আন্দোলনকে সামজিক আন্দোলনে রূপান্তর  করতে হবে। সমাজের সব শ্রেণি পেশার মানুষকে এ আন্দোলন যুক্ত করা গেলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না।

          আজ ঢাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে আন্তঃধর্মীয় সংলাপ-২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভাগ, জেলা পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করছেন। ভবিষ্যতে এ ধরনের সংলাপ উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হবে। সহনশীলতা, পরমত সহিষ্ণুতা ও মানবতা বোধ জাগ্রত করতে এধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

          প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক হানাহানির ক্ষেত্রে অনেক সময় ধর্মীয় বিষয়ের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় জড়িত থাকে। স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকে। তাই সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

          ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, আন্তঃধর্মীয় সংলাপের সাথে দেশাত্মবোধের আলোচনা অন্তর্ভুক্ত করা আবশ্যক। নাগরিকদের মধ্যে  সত্যিকারের দেশ প্রেম থাকলে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করবে না।

#

আনোয়ার/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২১/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৫৯৮

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :   

 

          স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২১২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। 

 

          গত ২৪ ঘণ্টায় ২৫ জন-সহ এ পর্যন্ত ২৭ হাজার ৪৩৯ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।

 

#

 

দলিল/সাহেলা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০:২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ৪৫৯৭

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রশ্ন তুলে আবারো সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বিএনপি

                                                                                                                        -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অপব্যবহারের কারণে দেশে যে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছিলো তারা একই সংকট আবারও সৃষ্টির চেষ্টা করছে।

          আজ রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউয়ের শেরাটন ঢাকা হোটেলে কানাডিয়ান ইউনিভার্সিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে ‘অনন্য শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

          মন্ত্রী বলেন, বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলে অথচ তারাই এই সরকারকে অপব্যবহার ও অকার্যকর করেছে। শুধু তাই নয় এ নিয়ে তারা দেশে সাংবিধানিক সংকটও সৃষ্টি করেছিলো। তাদের কিছু নেতাকর্মীর মুখে আবারো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনার গুঞ্জন শোনা যাচ্ছে।

          কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিস সারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

#

হায়দার/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২১/২০১০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৪৫৯৬

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে

                                                                                                                   -- কৃষিমন্ত্রী

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের সদস্যদের নাম রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন তাদের শপথ অনুযায়ী স্বাধীনভাবে দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করবে। এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা বা হস্তক্ষেপ করার সুযোগ নেই, থাকবেও না।

          আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ কামরুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, এদেশের মানুষকে দিয়েই নির্বাচন কমিশন গঠন করতে হবে। অন্য দেশ বা ভিন্ন গ্রহ থেকে মানুষকে ধরে আনা যাবে না। সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হবে, আইনগতভাবে তারাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যথেষ্ট।

          ড. রাজ্জাক আরো বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য ধর্মান্ধ জামায়াত, হেফাজতসহ সাম্প্রদায়িক শক্তি এবং তাদের মদতদাতা বিএনপি হুমকিস্বরূপ। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

#

কামরুল/সাহেলা/মোশারফ/জয়নুল/২০২১/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৫৯৫

দুবাই ২০২০ এক্সপো বিষয়ে বাণিজ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং

বিশ্ববাসীর কাছে ৫০ বছরের অর্জন তুলে ধরবে বাংলাদেশ

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুবাই ২০২০ এক্সপোতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ৫০ বছরের অর্জন তুলে ধরা হবে। ছয় মাসব্যাপী ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন খাতের অর্জন, পণ্য, ধারণা উদ্ভাবন, জাতীয় ব্র্যান্ড, পর্যটন এবং ইতিহাস ব্যবসায়িক পরিবেশ প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ¦ল করার চেষ্টা করা হবে। অলিম্পিক গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ এর পরে তৃতীয় বৈবিশ্বক ইভেন্ট হিসেবে ওয়ার্ল্ড এক্সপো মূলত বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি, বাণিজ্য সম্ভাবনা ও সংস্কৃতি বিশ^বাসীর সামনে উপস্থাপনের সুযোগ হবে। মন্ত্রী বলেন, এক্সপো কর্তৃপক্ষ বাংলাদেশ ও বিশ^ সম্প্রদায়ের জন্য দেশের ইমেজ বৃদ্ধিতে বিভিন্ন জাতীয় দিবস পালন উপলক্ষ্যে বিশেষ আয়োজন থাকবে। দুবাই ২০২০ এক্সপো আয়োজনের মূল থিম কানেকটিং মাইন্ডস, ক্রিয়েটিং দ্য ফিউচার এবং সাব থিম তিনটি অপরচুনিটি, মোবাইলিটি এবং সাসটেইনেবিলিটি। 

          আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত ‘দুবাই ২০২০ এক্সপো’ এ অংশগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত প্রেস বিফিংয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, এক্সপোর মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য এবং বাণিজ্য সম্ভাবনা যথাযথভাবে তুলে ধরা হবে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে বাণিজ্য মন্ত্রণালয় সমন্বয় সাধন করবে।

          উল্লেখ্য, বিগত ২০১৫ সালে ইটালির মিলানে সর্বশেষ ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হয়েছিল। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো ওয়ার্ল্ড এক্সপো ২০২০ এর আয়োজন করছে। কোভিডের কারণে এক্সপো ২০২১ সালের ১ অক্টোবর শুরু হয়ে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

বকসী/সাহেলা/রেজুয়ান/রফিকুল/জয়নুল/২০২১/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৪৫৯৪

ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে রোবটিকসকে প্রাধান্য দিতে হবে

                                                                        -- আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প : ২০৪১ বাস্তবায়নে ডিজিটাল ইকোনমি গড়ে তোলা অপরিহার্য। সে লক্ষ্য অর্জনে রোবটিকসকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, সরকারের আগামী দিনের লক্ষ্য হচ্ছে একটি ডিজিটাল ইকোনমি ও নলেজ বেইজড সোসাইটি গড়ে তোলার মাধ্যমে একটি স্মার্ট নেশন বিনির্মাণ করা।

          আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের নেতৃত্বে আইসিটি খাত চারটি পিলার শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে গেছে। যে কারণে দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ১২ কোটি দাঁড়িয়েছে এবং ই-গভর্নেন্সে বৈপ্লিক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। ১২ বছর আগে বাংলাদেশ ছিল প্রযুক্তি বিহীন, দুর্নীতিগ্রস্ত দরিদ্র রাষ্ট্র। কিন্তু বর্তমানে সজীব আহমেদ ওয়াজেদের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ প্রযুক্তি নির্ভর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

          পলক  বলেন, আগামী প্রজন্মকে  চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে শেখ হাসিনা ইনস্টিটিউট ফ্রন্ট্রিয়ার টেকনোলজি স্থাপন করা হচ্ছে।  রোবটিকস সম্পর্কে হাতে কলমে  শিক্ষা দিতে দেশে ৩০০টি স্কুল অভ্ ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। যা আগামী বছর থেকে চালু করা হবে। তিনি আরো বলেন, মানুষের জীবনের ঝুঁকি থাকে এমন কাজগুলোতে রোবটের আরো বেশি ব্যবহার করার জন্য অর্থায়নসহ তরুণ শিক্ষার্থী এবং গবেষকদের উৎসাহিত  করতে হবে। আগামী বছর দেশে একটি রোবটিকস ফেস্টিভাল করা হবে বলে তিনি জানান। 

#

শহীদুল/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২১/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৪৫৯৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির ই-পোস্টার প্রকাশ

    

ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) :

          আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন পক্ষ হতে একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

          বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে উভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ই-পোস্টারের শিরোনাম করা হয়েছে ‘পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ কন্যা দিয়েছে আলো’। উক্ত ই-  পোস্টারটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

#

নাসরীন/সাহেলা/রফিকুল/জয়নুল/২০২১/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                   নম্বর : ৪৫৯১

বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা ব্যতীত বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের কোনো ইতিহাস নেই

                                                                   ---তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 

ক্যুইবেক,কানাডা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) : 

            তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। আওয়ামী লীগ সরকারের কল্যাণে দেশে সংঘটিত হয়েছে আমূল পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। বিগত বারো বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।

 

            প্রতিমন্ত্রী গতকাল কানাডায় বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যুইবেক শাখা আয়োজিত সভায় এসব কথা বলেন ।

 

            ডাঃ মুরাদ বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে । 'মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী নিয়ে ভাবতেন। তাই, তার রাজনৈতিক দর্শনও সারা পৃথিবীতে স্বীকৃত। তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে জানাতে উদ্যোগ নিতে হবে।

 

            মানুষকে হত্যা করা যায়। কিন্তু তাঁর দর্শন, নীতি ও আদর্শকে হত্যা করা যায় না। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ঘাতকরা বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে। কিন্তু তারা হত্যা করতে পারেনি তার দর্শন, নীতি ও আদর্শকে। তার আদর্শই আজ জাতির পথ চলার পাথেয়।

 

            প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। জাতির পিতার সমগ্র জীবনের লড়াই, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার ইতিহাস সকলের জানতে হবে। আসলে বঙ্গবন্ধুর জীবন-দর্শন, নীতি, আদর্শ, কর্ম ও নেতৃত্বের বহুমাত্রিক গুণাবলির মধ্যে নিহ

2021-09-27-16-48-7ce7aaff6337568900cf8980b7edcb98.doc 2021-09-27-16-48-7ce7aaff6337568900cf8980b7edcb98.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon