তথ্যবিবরণী নম্বর : ২২৮৯
দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন
--- তথ্যসচিব
পটুয়াখালী, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
তথ্যসচিব আবদুল মালেক বলেছেন, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যসচিব আরো বলেন, বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স¦ীকৃতি পেয়েছে। বাংলাদেশ নি¤œ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের শীর্ষে পৌঁছাতে যেসব কার্যক্রম হাতে নিয়েছেন এর মধ্যে ১০টি বিশেষ উদ্যোগ অন্যতম।
মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, আমতলী পৌরসভার মেয়র রহমান আওয়ামী লীগ নেতা ইউনুস সরদার, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। পরে তথ্যসচিব মির্জাগঞ্জ উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন এবং পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।
#
জাকির/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২২৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮৮
লক্ষ্মীপুরে বিমানমন্ত্রীর অনুদান বিতরণ
লক্ষ্মীপুর, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহাজাহান কামাল আজ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবার আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রদত্ত নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে ৫ হাজার করে ১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের হলরুমে ২০১৭-১৮ অর্থ বছরের অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৫ লাখ ৬৫ হাজার টাকা চেকের মাধ্যমে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। একই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত উপলক্ষে গরীব দুঃখীদের খাবার বিতরণের জন্য তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়নে লক্ষ্মীপুর-০৩ সংসদীয় আসনের ১২টি ইউনিয়ন ও জেলা পরিষদে একটি করে মোট ১৫টি গরু বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
#
মাহবুবুর/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮৭
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ তাঁর সচিবালয়ের কার্যালয়ে জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধি হিতোশি হিরাতা (ঐওঞঙঝঐও ঐওজঅঞঅ) সাক্ষাৎ করেন। এ সময় তারা পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বিদ্যুৎ খাতের উন্নয়নের বিভিন্ন দিক জাইকার সাথে আলোচনা করেন। দক্ষ জনসম্পদ গঠনে জাইকার প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য এ কার্যক্রম আরো বাড়াতে অনুরোধ করেন। তিনি বলেন, স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনে সক্ষমতা বৃদ্ধির পরামর্শ ও সহযোগিতা নিয়ে জাইকা এগিয়ে আসলে তা স্বাগত জানানো হবে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাশ্রয়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির প্রসারে জাইকাকে বড় প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তাঁরা মাতারবাড়ি পাওয়ার হাব, পায়রা পাওয়ার হাব, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেকট্রিক যানবাহন ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধি বলেন, সাশ্রয়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয় নিয়ে তিনি জাইকা নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে জাইকার বিদায়ী প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা (ঞঅকঅঞঙঝঐও ঘওঝঐওকঅঞঅ) উপস্থিত ছিলেন।
#
আসলাম/মাহমুদ/মাসুদ/সেলিমুজ্জামান/২০১৮/২২২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮৬
পরমাণু শক্তি কমিশনে জাতীয় শোক দিবস পালন
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্র্রষ্টা। তাঁর কারণেই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, পেয়েছি স্বাধীনতা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।
অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করেন। এছাড়াও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং কমিশনের সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
#
কামরুল/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮৫
চেতনাকে হত্যা করা যায় না
--- আসাদুজ্জামান নূর
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান কেবল একজন ব্যক্তি বা সত্ত্বা ছিলেন না, তিনি ছিলেন একটি চেতনা। ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু চেতনাকে হত্যা করা যায় না। এ বহুমাত্রিক মানুষকে নানাভাবে জানা, বোঝা ও বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘৪০ শ্রাবণ ট্র্যাজেডি’এর মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, স্লেøাগান-সর্বস্ব রাজনীতি কোনো রাজনীতি নয়, রাজনীতি করতে হলে তাতে বিশ্বাসের গভীরতা থাকতে হবে। ১৯৭১ সালে সাধারণ মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কারণ বঙ্গবন্ধু আপামর জনসাধারণের মনের কথা তথা ভাব বুঝতে পেরেছিলেন। তাঁর জীবনের অন্যতম লক্ষ্যই ছিল গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।
#
ফয়সল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮৪
দেশ থেকে দারিদ্র্য চিরবিদায় নেবে
-- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তা বজায় থাকলে ২০২১ সালের পর দেশ থেকে দারিদ্র্য চিরবিদায় নেবে।
মন্ত্রী আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর প্রধানগণ।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনা করেছেন। সেই স্বল্প সময়ে তিনি রাষ্ট্রের সকল কাঠামো তৈরি করে দিয়ে গেছেন। আজ আমরা যখনই কোন আইন প্রণয়ন করতে যাই তখনই সেখানে বঙ্গবন্ধুর দূরদর্শিতার প্রমাণ পাই। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, জাতির পিতা তাঁর সমগ্র জীবনে বাঙালির জন্য কাজ করে গেছেন। তাঁর জীবনের এক তৃতীয়াংশ সময় তিনি এ জাতির জন্য কারাভোগ করেছেন। তাঁর এসব ত্যাগের উদ্দেশ্য ছিল একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে বাংলার স্বপ্ন দেখেছেন তা গড়তে দেশের অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি ২০২১ সালের পূর্বেই বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়।
#
জাকির/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮৩
শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
অধিক হারে ফলদ বৃক্ষের চারা রোপণ বেকারত্ব দূর ও মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কুটির শিল্পের বিকাশ এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য গাছের চারা রোপণের প্রতি আরো মনোযোগী হতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর উপজেলা পরিষদে ‘ফলদ বৃক্ষমেলা ২০১৮’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বজ্রপাত হতে বৃক্ষ আমাদেরকে রক্ষা করে। সুজলা-সুফলা বাংলাদেশ গড়তে বাড়ির আঙ্গিনাসহ সম্ভাব্য সকল স্থানে গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কেশবপুর উপজলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার পাবলিক ময়দানে এই মেলার আয়োজন করে। এতে ২০টি নার্সারি অংশগ্রহণ করে।
পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
#
মাসুম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮২
বঙ্গবন্ধু হত্যার রাজনীতিবাহকদের সাথে মিটমাট নয়
--- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারী চক্রের সাথে কোনো মিটমাট, সমঝোতা বা আলোচনা হতে পারে না, সমাজ-রাজনীতি-ক্ষমতা থেকে এদেরকে নির্বাসনে দিতে হবে।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স¦াধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহন করে বলেই তাদের সাথে মিটমাট, সমঝোতা বা আলোচনা হতে পারে না, নির্বাচন বা গণতন্ত্রের উছিলায় এ অপশক্তিকে হালাল করা যায় না।
পঁচাত্তর সালের পর এ চক্র ধারাবাহিকভাবে ষড়যন্ত্র-হত্যা-খুনের অপরাজনীতি করছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘তারা ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনের নামে বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে উল্লাস, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, জঙ্গি-সন্ত্রাস ও আগুন দিয়ে মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীর বিচার আটকানো আর নির্বাচন বানচাল করে অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত করে আসছে, এদের ক্ষমা নেই।’
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য এড. শাহ জিকরুল আহমেদ, নুরুল আখতার, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবয়াদুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী এবং ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমুখ।
#
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮১
বঙ্গবন্ধু বিশ্বমানবতার পথপ্রদর্শক
--- কৃষিমন্ত্রী
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) :
মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর হত্যাযজ্ঞ ১৫ আগস্ট ১৯৭৫। এ হত্যাযজ্ঞ বঙ্গবন্ধুকে তাঁর প্রিয় বাংলাদেশ কিংবা বাঙালি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি বরং দিনে দিনে বিশাল থেকে বিশালতর হয়ে তিনি বিশ্বমানবতার পথপ্রদর্শক হয়ে আছেন। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে প্রোথিত হয়ে আছে। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এখন আমাদেরকে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। দারিদ্র্য, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে অবশ্যই জয়ী হতে হবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ঘাতকরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে চায়নি, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। স্বাধীনতাবিরোধী সেই ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি তারা চেয়েছিল বাংলাদেশ যেন সামনের দিকে এগিয়ে যেতে না পারে; তাই তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিল। এসব ঘাতক চক্র, স্বাধীনতাবিরোধী চক্রকে প্রতিহত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র আলহাজ সাঈদ খোকন, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ফুলের মতো নিষ্পাপ শিশু শেখ রাসেলকে নরপশুরা নির্মমভাবে হত্যা করে। সেই ঘাতকচক্র ও তাদের অনুসারীরা এখনও সক্রিয় তারা বিভিন্নভাবে মিথ্যার আশ্রয় নিয়ে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
#
গিয়াস/মাহমুদ/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২২৮০
১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে সে দেশের সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, দল আবার ক্ষমতায় গেলে খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদ- সাজা থাকে এবং সেই দেশের মৃত্যুদ-প্রাপ্ত কোন ব্যক্তি কানাডায় থাকে তাহলে তাকে সে দেশে ফেরত পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদ- মানে না।
আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভুঁইয়া জীবন প্রমুখ।
তথ্যবিবরণী নম্বর : ২২৭৯