Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১০ সেপ্টেম্বর ২০২৪

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৮৪২

 

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

          আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর Gayle Martin-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়েছে।

          বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা সভায় তাদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকার, তাই এ সরকারের ভিত্তি খুব দৃঢ়। সরকার মানুষকে স্বাচ্ছন্দ্যে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু এটা বেশ শক্ত কাজ বলেও এসময় তিনি জানান।

          উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত প্রজেক্ট হয়েছে। অনেক ব্যয়বহুল প্রজেক্ট হয়েছে, কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য। যা ভ্যালু ফর মানি হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরেও একই অবস্থা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসকল কারণে বিদ্যুৎ ও জ¦ালানি খাতে খরচ এবং দাম বেড়েছে।

          অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ¦ালানির পরিমাণ বৃদ্ধি এবং এক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে বলে ফাওজুল কবির খান আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

          বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর Gayle Martin বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বলেন, তারা বর্তমান সরকারের সাথে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সাথে বাজেট সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎখাতে বাজেট সহায়তা প্রাপ্তির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

          মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম, অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

শফিউল্লাহ/আকরাম/মোশারফ/জয়নুল/২০২৪/২১৪৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৮৪১

 

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে ১১১টি অস্ত্র উদ্ধার এবং গ্রেফতার ৫১

 

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

          অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত এক সপ্তাহে ১১১টি অস্ত্র উদ্ধার ও ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়।

          পুলিশ সদর দপ্তর আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে সাতটি রিভলবার, ৩০টি পিস্তল, নয়টি রাইফেল, ১৫টি শটগান, তিনটি পাইপগান, ১৬টি শুটারগান, পাঁচটি এলজি, ১৫টি বন্দুক, একটি একে-৪৭ ছাড়াও একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, একটি টিয়ার গ্যাস লঞ্চার এবং তিনটি করে এসএমজি ও এসবিবিএল রয়েছে।

          উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে।

#

 

ফয়সল/আকরাম/খায়ের/রফিকুল/জয়নুল/২০২৪/২২১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ৮৪০

গণপরিবহণে শৃঙ্খলা আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান

 

 ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

গণপরিবহণে শৃঙ্খলা আনতে সকলকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার। আজ বিকালে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ডিটিসিএ’র সভাকক্ষে আয়োজিত ‘গণপরিবহণে শৃঙ্খলা আনয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক এ মন্তব্য করেন।

সভাপতি বলেন, ঢাকা মহানগরীর পরিবহণ ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণ করার লক্ষ্যে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণপরিবহণে শৃঙ্খলা আনতে নাগরিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সভাপতি বলেন, গণপরিবহণে শৃঙ্খলা আনয়ন কারো একার পক্ষে সম্ভব নয়, এখানে সবারই দায় রয়েছে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় বক্তারা গণপরিবহণে শৃঙ্খলা আনয়নে নানাবিধ সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং এ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে মতামত প্রদান করেন। সভার সমাপনী বক্তব্যে সভাপতি ও ডিটিসিএ এর নির্বাহী পরিচালক বলেন, সকল অংশীদারদের পরামর্শ অনুযায়ী অতি দ্রুত বাসের রুট পারমিট চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি নিয়মিত অংশীজনের সাথে আলোচনা করা, ক্যাপাসিটি বিল্ড আপ করা, ই-টিকিট চালু করা এবং ধীরে ধীরে গণপরিবহণ ব্যবস্থাকে অটোমেশনে রূপান্তর করার ব্যবস্থা নেওয়া হবে।

সভায় গণপরিবহণে শৃঙ্খলা আনয়ন সম্পর্কিত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র সমাজের প্রতিনিধি-সহ বাস মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

নোবেল/আকরাম/রানা/খায়ের/রফিকুল/শামীম/২০২৪/২১২৬ ঘণ্টা

Handout                                                                                                               Number: 839

 

Nahid welcomes investments protecting national interest

 

Dhaka, 10 September:

            In the context of the new Bangladesh achieved through the students' uprising, foreign investment is needed for development. Hence, any investment that protects national interests is welcome, said Posts, Telecommunications and ICT Advisor Md. Nahid Islam.

            The Advisor said this during a meeting with Halen LaFave, US Charge d'Affaires in Dhaka, at his Secretariat office today.

            At the beginning of the discussion, Halen LaFave congratulated the Advisor on his new role and inquired about any changes in perspective since his entry into government as a student representative. Nahid Islam who is also the Advisor for Information and Broadcasting responded that while his perspective remains the same, the approach to work has changed, with a focus on fulfilling the aspirations of the people.

            When asked about the two ministries, Nahid Islam mentioned that institutional reforms are being considered and proposals are being developed accordingly.

            Halen LaFave inquired about media freedom, particularly concerning the Cyber Security Act. The ICT Advisor assured that they are committed to ensuring media freedom. Nahid Islam noted that Bangladesh's position in media freedom indexes had been very low in recent years, with journalists facing various forms of harassment. The Advisor cited the inadequate justice process in the Sagar Runi murder case and mentioned that previous laws had undermined media freedom, especially the Cyber Security Act. He emphasized that no law in conflict with international human rights standards would be retained.

            Regarding artificial intelligence, Nahid Islam highlighted its growing relevance for Bangladesh and expressed openness to joint initiatives with the US if specific proposals are made.

            On the topic of the Wage Board, Halen LaFave asked about its status. The Advisor noted dissatisfaction with the Wage Board due to low salary structures leading to a decline in young journalists’ interest in the profession. Discussions are underway to reform the Wage Board.

            Nahid Islam commented on the ongoing and potential new creative projects between the US and Bangladesh, indicating that they would consider such opportunities.

            When asked by Commercial Counselor John Fay about investments by US companies like Meta, Google, Microsoft, and Oracle in Bangladesh, the Advisor welcomed any investment that protects national interests. He also requested that these companies consider setting up data centers in Bangladesh instead of India.

            During the meeting, Nahid Islam thanked the US for its supportive partnership and cooperation in various developmental sectors. He also informed the Charge d'Affaires about the government's firm stance against corruption, injustice, and discrimination.

            The meeting was attended by the Secretary of the Ministry of Posts and Telecommunications division Dr. Md. Mushfiqur Rahman, Secretary of the ICT division Md. Samsul Arefin, Political-Economic Counselor Erik Zilan, Economic Officer James Gardiner, Commercial Counselor John Fay, Public Affairs Officer Stephen Ebeling, and Protocol Supervisor Nishat Tasnim.

#

Zashim/Akram/Rana/Rafiqul/Joynul/2024/2050 hour 
 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৮৩৮

 

র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

 

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর) :

র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ নির্দেশ দেন।

উপদেষ্টা বলেন, র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। র‌্যাব গঠনের সময় বলা হয়েছিলো, বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে তা মানা হয়নি। তিনি বলেন, সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা, যখন থেকে র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয়, তখন থেকেই র‌্যাব গুম, খুন-সহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, র‌্যাব গঠনের শুরুর দিকে এটি একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করেছিল। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদেরকে এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের মাধ্যমে র‌্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব। সেজন্য আইনের মধ্যে থেকে র‌্যাবকে কাজ করে যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। অননুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক রাখা যাবে না। ক্রসফায়ার, গুম, খুন থেকে র‌্যাবকে দূরে থাকতে হবে।

সভায় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান-সহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় র‌্যাবের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা র‌্যাবের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

#

ফয়সল/আকরাম/রানা/খায়ের/রফিকুল/শামীম/২০২৪/২০৪০ঘণ্টা

 

 

Handout                                                                                                             Number: 837

 

Bangladesh protests killing of teenager Bangladeshi boy by BSF

Dhaka, 10 September:

            The Ministry of Foreign Affairs of Bangladesh today registered a protest to the Government of India on the killing of a 16-year-old Bangladeshi boy named Shri Jayanta Jambu of Baliadangi upazila of Thakurgaon district. Jayanta Jambu was shot and killed by Border Security Force (BSF) of India on Monday (9 September). The Ministry said in a press release.

            The release said, in the protest note sent to the Indian High Commission in Dhaka, Bangladesh expressed grave concern that despite repeated commitments from the Indian authorities to pursue non-lethal strategy and stop killings, such incidents of killing have been continuing. 

            While the Government of Bangladesh denounces these ruthless acts, maintains that any national of either country entering each other’s territory without valid documents may be dealt with in accordance with the laws of the respective country and under no circumstances should they be subjected to torture and death.

            The Government of Bangladesh called upon the Government of India to prevent the recurrence of such ruthless acts, investigate all border-related killings, identify those responsible and bring them to justice, the release added.

#

 

Kamrul/Akram/Khair/Rafiqul/Joynul/2024/2030hour 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৮৩৬

দুদেশের সুসম্পর্কের স্বার্থেই সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত

                                                                        -পররাষ্ট্র উপদেষ্টা

 ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

বাংলাদেশ-ভারত দুই দেশের সুসম্পর্কের স্বার্থেই সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি বলেন, সীমান্ত হত্যা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে। সীমান্ত হত্যা ভারতের উপকার করছে এরকমটি কাউকে বলতে শুনিনি।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ‘সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশের কড়া প্রতিবাদে কি কোনো কাজ হয়নি’ শীর্ষক এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

সীমান্ত হত্যার বিরুদ্ধে ভারত সরকারের কাছে ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরও গতকাল ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। এই মুহূর্তে আমাদের এটুকুই করার আছে। আমরা সবসময় বলছি, সীমান্ত হত্যা একটি সংবেদনশীল বিষয়; আশা করছি ভারত বিষয়টিকে বিবেচনায় নিবে।

বিএসএফ বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে হত্যার পর ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ নোট পাঠায় বাংলাদেশ। সেটির উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা স্পষ্টভাবে সীমান্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছি এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। গতকালের হত্যাকাণ্ড নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাব। যেখানে সুযোগ হয়, সেখানেই এ বিষয়ে আমরা বলবো।

 প্রতিবাদ জানানোর পর ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 উল্লেখ্য, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সী কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে। এ ঘটনায় ভারত সরকারের কাছে ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

#

 

কামরুল/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/২০৫৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৮৩৫

 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

 

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে আজ বাংলাদেশ সচিবালয়স্থ উপদেষ্টার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ (SYED AHMED MAROOF) সাক্ষাৎ করেন।

          সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা দু’দেশের পাঠ্যক্রম নিয়েও আলোচনা করেন।

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।

#

 

জাহাঙ্গীর/আকরাম/রফিকুল/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৮৩৪

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

          সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১১টি জেলায় প্রাথমিক তথ্য অনুযায়ী ২ হাজার ৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়সমূহের অবকাঠামো, আসবাবপত্রসহ অন্যান্য দ্রব্যাদি এবং বইপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিদ্যালয়ের সংস্কার কার্যক্রমের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় ৩৩ কোটি টাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ বাজেট সমন্বয় করা হবে। নোয়াখালীর ৭৬৩টি, লক্ষীপুরের ৫০১টি, ফেনীর ৫৫০টি, ব্রাহ্মণবাড়িয়ার ২২টি, কুমিল্লার ৫২৩টি, চাঁদপুরের ১৬৯টি। অন্যদিকে চট্টগ্রামের ১৬৪টি, মৌলভীবাজারের ৭৭টি, সিলেটের ৮টি ও হবিগঞ্জের ২২টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়িতে কোন বিদ্যালয় ক্ষতিগ্রস্ত  হয়নি। এগুলো ছাড়াও জেলাভিত্তিক আউট অফ স্কুল চিলড্রেন শিক্ষা কার্যক্রমের শিখন কেন্দ্রসমূহের নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ১৮টি উপজেলার ৯৪৬টি শিখন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

          আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সাম্প্রতিক অকস্যাৎ বন্যায় প্রাথমিক শিক্ষা সেক্টরে ক্ষয়ক্ষতি নিরুপন এবং করণীয়’ সংক্রান্ত এক সভায় এসব তথ্য জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এই সমস্ত তথ্য তুলে ধরেন। উপদেষ্টা বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনের সময়ে কাজগুলো ইমার্জেন্সি বেসিসে করতে হবে। সবাই মিলে কাজ করলে লক্ষ্য পূরণে সক্ষম হব।

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া সরাসরি এবং সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত ছিলেন।

          সভায় জানানো হয়, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা এবং মৌলভীবাজারের ১ হাজার ৩২১টি বিদ্যালয়ের ১ লাখ ১৫ হাজার ৮২৩টি পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ২৮ হাজার ৭৩৬টি পাঠ্যপুস্তক সমন্বয় করা হয়েছে। বাকিগুলোর সমন্বয়ের কাজ চলমান রয়েছে। ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও  ফুলগাজীর ৫৮২টি বিদ্যালয়ে ৯৭ হাজার ৫৫৩ টি পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার উদ্বৃত্ত পাঠ্যপুস্তক হতে ২৪ হাজার ২৭৬টি পাঠ্যপুস্তক সমন্বয় করা হয়েছে। বাকি পাঠ্যপুস্তকের সমন্বয়ের কার্যক্রম চলমান রয়েছে।

          চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৩০০ পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুদামে থাকা পাঠ্যপুস্তক থেকে সেগুলো সমন্বয় করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫৫৯টি বিদ্যালয়ে ১৩ হাজার ৮১০টি পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে। মৌলভীবাজারের রাজনগর  উপজেলার ১০০টি বিদ্যালয়ে ২ হাজার ১৬০টি পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর সমন্বয় করা হয়েছে। হবিগঞ্জ, খাগড়াছড়ি, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, জেলায় বন্যায় কোন পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়নি মর্মে প্রতিবেদন পাওয়া গেছে।

          সভায় আরো সিদ্ধান্ত হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, আসবাবপত্র-সহ অন্যান্য দ্রব্যাদি এবং বইপুস্তকের ক্ষয়ক্ষতির বিষয়টি এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকৌশলী, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে সঠিকভাবে নিরূপণ করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগের তালিকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। বিদ্যালয়গুলোতে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে।

#

জাহাঙ্গীর/আকরাম/খায়ের/মোশারফ/জয়নুল/২০২৪/১৯৪৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৮৩৩

 

অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দরের ১ কি.মি. পর্যন্ত হর্নমুক্ত করার উদ্যোগ

 

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

          পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ কিলোমিটার উত্তর এবং ১ কিলোমিটার দক্ষিণ পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে। ১ অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনের হর্ন বাজানো বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বিমানবন্দরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করতে বিকল্প সামগ্রী ব্যবহার উৎসাহিত করা হবে ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম জোরদার করা হবে।

          আজ বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সভায় সচিবালয়ে নিজ দপ্তর থেকে সংযুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

          পরিবেশ উপদেষ্টা বলেন, বিমানবন্দর সংলগ্ন এলাকায় হর্ন বন্ধে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে। ১৭ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে। ১ অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

          সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব বৃন্দ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জননিরাপত্তা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হয়রত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

#

 

দীপংকর/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৮৩২

দুর্গাপূজায় বরাদ্দ দ্বিগুণ, শান্তিপূর্ণ করতে ব্যাপক পদক্ষেপ

                                                -স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৬ ভাদ্র (১০ সেপ্টেম্বর):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে যেন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যাতে সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদ্‌যাপন করতে পারে সেজন্য অসচ্ছল মন্দিরসমূহের অনুকূলে এবার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ দ্বিগুণ করে ৪ কোটি টাকা করা হয়েছে।

উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

এসময় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

১. পূজামণ্ডপ নির্মাণকালে নিরাপত্তা ও পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

(ক) পূজামন্ডপসমূহকে আইপি ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট ইউএনও অফিস ও থানা কর্তৃক মনিটরিং করা।

(খ) সার্বক্ষণিক মনিটরিং/সেবা প্রদানের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ বিশেষ টিম গঠন করা।

(গ) স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেওয়া।

(ঘ) সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ ও র‍্যাবের টহল নিশ্চিত করা।

(ঙ) দুর্গাপূজা চলাকালীন পূজামণ্ডপ ও পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, সাদা পোশাকে পুলিশ, র‍্যাব এবং গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা।

(চ) পূজা উদ্‌যাপনকালে প্রতিটি পূজামণ্ডপে আনসার Static ফোর্স হিসেবে নিয়োজিত রাখা।

(ছ) সীমান্ত এলাকায় স্থাপিত পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি কর্তৃক সতর্কতামূলক কার্যক্রম/পদক্ষেপ গ্রহণ করা। অনুরূপভাবে উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক নিরাপত্তা প্রদান করা।

(জ) বড় বড় পূজামণ্ডপসমূহে র‍্যাব ও পুলিশের বিশেষ টহল এবং নজরদারি বৃদ্ধি করা।

২. দুর্গাপূজায় বিঘ্নসৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ:

৩. পূজামন্ডপে অগ্নিকাণ্ড-সহ অন্যান্য দুর্ঘটনারোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল/নৌ-পুলিশ/ কোস্টগার্ডের ডুবুরি দলকে প্রস্তুত রাখা ও উদ্ধার কার্যক্রম গ্রহণ, সন্ধ্যা ৭টার মধ্যে স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম শেষ করা এবং প্রত্যেক পূজামণ্ডপে স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর/মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া।

­                                                                                                               চলমান পাতা

 

-২-

 

৪. পূজামণ্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ;

৫. ঢাকাসহ সারাদেশে বিশেষ করে পূজামণ্ডপ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। বিকল্প হিসেবে পূজামণ্ডপে জেনারেটরের ব্যবস্থা রাখা।

৬. সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটিসমূহকে পূজামন্ডপের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এবং পাহারাদার নিয়োজিত করা।

৭. দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর বিশেষ করে পুরান ঢাকা, নবাবপুর রাস্তা-সহ সারাদেশের পূজামন্ডপ এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

৮. পূজামণ্ডপের আশপাশের ডাস্টবিন, রাস্তা, ড্রেন, নালা, পুকুর এবং প্রতিমা বিসর্জনের জন্য ব্যবহৃত রাস্তাঘাট সংস্কার/মেরামতকরণ।

৯. পুলিশ সদর দপ্তর, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনারের কার্যালয়, জেলা সদরে জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা।

১০. আজান ও নামাজের সময়ে মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে পূজা চলাকালে এবং বিসর্জনকালে শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা।

১১. যেখানে ছাত্র সমন্বয়কদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন, সেখানে তাদের অন্তর্ভুক্ত করা।

১২. স্বরাষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন এনটিএমসি'র মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় গুজব মনিটরিং করা।

১৩. জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন ও মনিটরিং করা।

উল্লেখ্য, আগামী ৯-১৩ অক্টোবর ২০২৪ তারিখ সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে।

#

 

ফয়সল/আকরাম/রানা/রফিকুল/শামীম/২০২৪/২০০২ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                              

2024-09-10-16-44-718efa9564e2a9e678ef107ac209db20.docx