Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২১

তথ্যবিবরণী ২১ আগস্ট ২০২১

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর :  ৪০১৬

 

২১ আগস্ট গ্রেনেড হামলা ছিলো বাংলাদেশকে

নেতৃত্ব শুন্য করার আরও একটি ষড়যন্ত্র

                                ---মোস্তাফা জব্বার

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

            বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তি অর্জনের যুদ্ধে দেশি দোসরদের পাশাপাশি পাকিস্তান ও তাদের বিদেশি দোসররা বঙ্গবন্ধু যাতে সে অভীষ্ট লক্ষ্য অর্জন করতে না পারে এ জন্যই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান তৈরির চক্রান্ত শুরু করা হয়। ১৫ই আগেস্টের রাতেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয়। এরপর তারা জেলখানায় চার নেতাকে হত্যা করে। তারপর বাংলাদেশ রাষ্ট্রকে নেতৃত্ব শূন্য করার আরও একটি ষড়যন্ত্র ছিলো ২১ আগস্টের গ্রেনেড হামলা। কেবল সেদিন নয়, প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য তিনি ৮১ সালে দেশে ফেরার পর অন্তত একুশ বার আক্রমণ করা হয়।

 

            মন্ত্রী আজ ঢাকায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

            বৃহত্তর ময়মনসিংহ সমিতি‘র সভাপতি প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বস্ত্র ও পাট সচিব আবদুল মান্নান, প্রবাসী ও বৈদেশিক কর্ম-সংস্থান  সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সাংস্কৃতিক বিষয়ক সচিব মোঃ আবুল মনসুর, পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান, সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক, ডিবি ঢাকা উত্তরের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

            মন্ত্রী ১৫ আগস্টকে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির ষড়যন্ত্রেরই ফসল উল্লেখ করে বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তাদের উদ্দেশ্য সফল সমাপ্তিতে পৌছায়নি। পঁচাত্তরের পর ৬ বছরের শরণার্থী জীবন  শেষে  ৮১ সালে দেশে ফেরার পর ১৫ বছর মরণপণ যুদ্ধ করে ২১ বছরের জঞ্জাল অপসারণ করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনিতক সংগঠন পুনর্গঠন করে শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধু ঘোষিত অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।

            মোস্তাফা জব্বার বলেন, হাজার বছরব্যাপী ব্রিটিশ –পাকিস্তানিরাসহ বিদেশিরা বাঙালির এই উর্বর ভূখণ্ডটি শাসন করেছে, শোষণ করেছে,  সম্পদ লুট করেছে। বঙ্গবন্ধুই হাজার বছরের পরাধীন জাতিকে মুক্ত করেছেন, পৃথিবীতে বাংলা ভাষাভিত্তিক বাঙালির একমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা দিতে হবে।

            বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

            সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী পনের আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বর্ণন করে বলেন, হত্যাকারীরা কেবল বিশ্বাসঘাতকই ছিল না, তারা ছিলো অকৃতজ্ঞ। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। 

            অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বে সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতো। তারা বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রামে  ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

#

শেফায়েত/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২২:২৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪০১৫

 

আগস্ট ষড়যন্ত্রের মাস, ষড়যন্ত্র এখনো অব্যাহত

                   ---তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

            তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন; বাংলাদেশের রাজনীতিতে আগস্ট মাস একটি ষড়যন্ত্রের মাস হিসেবে চিহ্নিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে ঘাতকেরা এ দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। তাই ঘাতকরাও থেমে থাকেনি। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তাতেও তারা সফল হয়নি। আওয়ামী লীগ পরিবারের একজন কর্মীও বেঁচে থাকলে ওই ঘাতকদের চেষ্টা সফল হবে না।

 

            আজ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত ‘জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে' প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

            বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী জনসভায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি-জামায়াত জোট সরকার ইতিহাসের নৃশংসতম গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করেছিল। ভাগ্যজোরে সেদিনের সে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে শেখ হাসিনা রক্ষা পেয়েছিলেন।

 

            আবার ২০০৫ সালের ১৭ আগস্ট জামায়াত-শিবির ও জঙ্গিবাদের দোসররা সারা দেশে ৫শ‘ স্থানে একযোগে বোমাহামলা করে তাদের জঙ্গিবাদী শক্তির প্রকাশ ঘটিয়েছিল। তাই বাংলাদেশের রাজনীতিতে আগস্ট মাসকে সবাই কলঙ্কিত ও শোকের মাস হিসেবে গণ্য করে থাকে।

 

            জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু এভিনিউয়ের ওই গ্রেনেড হামলা ছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের ওপর সবচেয়ে বড় আঘাত। বিশ্বাস ঘাতকেরা এখনো লুকিয়ে আছে, বলেন ডা. মুরাদ হাসান।

 

            ডা. মুরাদ বলেন, সতের বছর আগের সেই দিনটিও ছিল শনিবার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেটাও ছিল ভয়ঙ্কর আরেক অগাস্ট। ২১ আগস্টের গ্রেনেড হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জড়িত ছিলেন।  পাকিস্তানপন্থী বিএনপি-জামায়াতের বাংলাদেশের মাটিতে সবচেয়ে ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা। রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার জন্যই এই হামলা চালানো হয়।

 

            অনুষ্ঠানে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী  বলেন, ‘বিএনপি- জামায়াতচক্র এখনো বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র নস্যাৎ করতে ও চক্রান্তকারীদের বিষয়ে সবাইকে সাবধান থাকারও আহবান জানান তিনি।

 

            প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদুল কবীর উজ্জ্বল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত পাল, উপজেলা যুবলীগের সভাপতি আবু মনির মোঃ শহীদুল হক রাসেল।

           

#

গিয়াস/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০:৪৯ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪০১৪

 

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে

 অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন শিল্প প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

          বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক জড়িত উল্লেখ করে এ ঘটনার পেছনে যারা মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। এছাড়া, ২১ আগস্ট বেগম খালেদা জিয়ার নির্দেশেই তার ছেলে তারেক রহমান গ্রেনেড হামলায় হত্যাকাণ্ড চালায় বলেও মন্তব্য করেন তিনি।

 

          আজ রাজধানী মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

          জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সমাজের গবিব ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে রাজধানীর মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ২৭ নম্বর ইউনিট আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিবই বেশি শক্তিশালী।

 

          কামাল মজুমদার বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা মহামারিতেও তিনি দেশের অর্থনৈতিক চাকা চলমান রেখেছেন। শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের প্রতিটি খাত এগিয়ে যাচ্ছে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী। এসময় গরিব অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।

 

          অনুষ্ঠানে আধুনিক মিরপুর বিশেষ করে ঢাকা ১৫ আসনের রূপকার আলহাজ্ব কামাল আহমেদ মজুমদারের অবদানের কথা তুলে ধরেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য হিমাংশু কিশোর দত্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভূইয়া জুয়েল, ২৭ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শামছুল আলম শামছু, সাধারণ সম্পাদক মামুন বিন মোহাম্মদ ডন।

 

#

রফিকুল/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/২০:২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪০১৩

 

মমেক হাসপাতালে অদ্যাবধি

৮ হাজার ৬৬০ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

 

ময়মনসিংহ, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

          ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে আজ ২৮৩টি-সহ অদ্যাবধি সর্বমোট ৮ হাজার ৬৬০ সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

          মমেক হাসপাতালে আগামীকাল (২২ আগস্ট) সরবরাহের জন্য অন্যান্য দিনের ন্যায় আজও অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।

 

          উল্লেখ্য, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। 

 

#

ফয়সল/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৯:২৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪০১২

 

৭৫এর ১৫ই আগস্টের ষড়যন্ত্রকারীরাই ২১আগস্ট গ্রেনেড হামলা করেছিল

                                              ----পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

 

যশোর, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

          পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর থেকেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা এদেশে ষড়যন্ত্র শুরু করে। ৭৫ এর ১৫ই আগস্ট ষড়যন্ত্রকারীরাই জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পর সেই পরাজিত শক্তি আবার ২১শে আগস্ট ইতিহাসের বর্বোরোচিত গ্রেনেড হামলা করে। একটি জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেয়ার জন্যই ছিল এই গ্রেনেড হামলা।

 

          আজ যশোরের মণিরামপুরে উপজেলা দলীয় কার্যালয় চত্বরে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মণিরামপুর উপজেলা শাখা আওয়ামী লীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

          এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মৃত্যুকে জয় করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে নিয়ে যাচ্ছেন। জাতির পিতা এ দেশকে স্বাধীন করেছেন, আর প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করছেন।

 

          প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলে ৪০ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। রমনার বটমূলে বোমা হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা এসবের মাধ্যেমে দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে।

 

          এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত আছে। যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও জেল হত্যার বিচার হয়েছে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ও খুব শীঘ্রই বাস্তবায়িত হবে।

 

          মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, যুগ্মসাধারণ সম্পাদক জি এম মজিদ, যশোর জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোকসভায় উপস্থিত ছিলেন।

 

#

আহসান/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৯:৫১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ৪০১১

 

বরিশালে এক হাজার পারিবারের মাঝে প্রধানমন্ত্রী'র উপহার সামগ্রী বিতরণ

 

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র শুভেচ্ছা উপহার সামগ্রী পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর ২৪নং ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান।

 

          আজ বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের এক হাজার অসহায় পারিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

          এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, বিসিসি'র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিশ্বাস, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিবুর রহমান, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার হোসেন রিপন, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর যুবলীগ নেতা আতিকসহ  সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

 

#

আসিফ/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৯:১৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                                                                                                                     নম্বর :  ৪০১০

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

            স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৯১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। 

 

          গত ২৪ ঘণ্টায় ১২০ জন-সহ এ পর্যন্ত ২৫ হাজার ১৪৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

 

 

#

তনুশ্রী/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৮:২৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণ                                                                                                        নম্বর : ৪০০৯

 

হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১শে আগস্টের প্রত্যয়

                                                                      ---তথ্যমন্ত্রী

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

          দেশ থেকে হত্যা-সন্ত্রাসের রাজনীতি চিরতরে নির্মূল করাই ২১শে আগস্টের প্রত্যয়, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।  

 

          আজ রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিএসএমএমইউ'র ডাঃ মিলন হলে '২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় আলোচনা  সভা'য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

 

          ড. হাছান বলেন, '২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্ঞাতসারে তার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা হয়েছে। এবং এই হামলা ১৯৭৫ সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতাতেই পরিচালিত। ১৫ আগস্ট হত্যাকান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া পরিবারই তখন ক্ষমতায় ছিল। ক্ষমতা নিষ্কণ্টক করতে হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করে  জিয়াউর রহমান এদেশে হত্যার রাজনীতি শুরু করেন এবং খালেদা জিয়া তা অব্যাহত রাখেন।' 

 

          জিঘাংসার রাজনীতি আমাদের উন্নয়ন-অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'প্রতিপক্ষকে হত্যা করে নির্মূল করতে হবে এই রাজনীতি যারা করে, তারা রাজনৈতিক দুর্বৃত্ত। আর এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা করে বিএনপি এবং জামাত।'

 

          'দেশে সত্যিকার অর্থে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে যারা হত্যা-সন্ত্রাসের রাজনীতি করে, মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা, মানুষকে জিম্মি করার রাজনীতি করে, তাদের রাজনীতি বন্ধ হওয়া উচিত', বলেন ড. হাছান।   

 

          ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আহত ও ক্ষতবাহী আওয়ামী লীগের তৎকালীন পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ এসময় সেদিনের হামলা ও রক্তপাতের ভয়াবহতার বর্ণনা দেন। গ্রেনেড হামলায় রক্তাক্ত মানুষের কয়েকটি ছবি দেখান সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী। 

 

          বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় '২১ আগস্ট বাংলাদেশ' সংগঠনের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক  বিশেষ অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বিএসএমএমইউ এর উপ-উপাচার্য ডাঃ ছায়েফ উদ্দিন আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসিমা ফেরদৌসী এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন গ্রেনেড হামলায় আহতদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।  

 

#

আকরাম/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৭৫৮ ঘণ্টা

 

তথ্যবিবরণ                                                                                                        নম্বর : ৪০০৮

 

২১ আগস্টের গ্রেনেড হামলা '৭৫ এর ১৫ আগস্টের ঘটনার ধারাবাহিকতা

                                                          ---শ ম রেজাউল করিম

 

পিরোজপুর, ৬ ভাদ্র (২১ আগস্ট) : 

 

          মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা '৭৫ এর ১৫ আগস্টের ঘটনার ধারাবাহিকতা। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আর '৭৫ এর ১৫ আগস্টের ঘটনা ছিল ১৯৭১ সালের বর্বরোচিত, নৃশংস ও মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতা।

 

          আজ পিরোজপুরের নেছারাবাদে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

          এ সময় মন্ত্রী আরো বলেন,  '৭১ সালে যারা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে, বাড়ি-ঘর পুড়িয়েছে, ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, জোরপূর্বক ধর্মান্তরিত করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়। বঙ্গবন্ধুর অসীম সাহস এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করার কারণে তারা সেদিন সফল হয়নি। কিন্তু তারা থেমে থাকেনি। '৭৫ এর ১৫ আগস্ট সেই চক্রই জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তারা ভেবেছিল সব শেষ। শেখ হাসিনা-শেখ রেহানা ফিরে আসার পর ওরা বুঝতে পারলো শেখ হাসিনা-শেখ রেহানা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। সে জন্য অন্তত ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তারা।

 

          এ সময় তিনি আরো বলেন, সম্মিলিতভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বঙ্গবন্ধুর বিশ্বাস-দর্শন এবং শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। নেতা হলেন একজন, সেটা শেখ হাসিনা। আর সবাই আমরা কর্মী। আজকের বাংলাদেশে শেখ হাসিনা আছেন বিধায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, জেল হত্যার বিচার, বুদ্ধিজীবী হত্যার বিচার, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সব সম্ভব হচ্ছে। আমাদের অনুভূতি থাকতে হবে শেখ হাসিনাকে কীভাবে রক্ষা করতে পারি, তাঁর কর্মসূচি কীভাবে সফল করতে পারি।

 

          নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মাদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোকসভায় উপস্থিত ছিলেন।

 

#

 

ইফতেখার/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৮:০০ ঘণ্টা

 

তথ্যবিবরণ                                                                                                        নম্বর : ৪০০৭

 

বীর মুক্তিযোদ্ধা ভাতা এখন থেকে প্রক্রিয়া করবে সোনালী ব্যাংক

 

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট) 

 

          এখন থেকে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা উপজেলা সমাজসেবা অফিসের পরিবর্তে সোনালী ব্যাংক প্রক্রিয়া করবে । এ লক্ষ্যে ভাতা বিতরণ নীতিমালাতে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

 

          আজ এর অংশ হিসেবে  বীর মুক্তিযোদ্ধাদের  ভাতা বিতরণ সহজীকরণের নিমিত্তে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের কর্মকর্তাদের এক অনলাইন  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে অনলাইন  প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।  

 

          এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া,  সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধানসহ সোনালী ব্যাংকের সকল  শাখার ব্যবস্থাপকসহ প্রায় ২ হাজার কর্মকর্তা ভার্চুয়ালভাবে যুক্ত ছিলেন।

 

          প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সেক্টরের মত বীর মুক্তিযোদ্ধাগণও  ডিজিটাল সেবার আওতায় এসেছেন। ইতোমধ্যে g2p ( গভর্মেন্ট টু পারসন) পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের  ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে।  ফলে বীর মুক্তিযোদ্ধাদের  ভাতা প্রাপ্তি নির্ঝঞ্ঝাট ও সহজ হয়েছে। সম্মানি ভাতাভোগীদের প্রায় সকল ব্যাংক হিসাব সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় পরিচালনা করা হয় বিধায় একাউন্টে সরাসরি টাকা যাবে। ফলে মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ প্রক্রিয়ায় উপজেলা সমাজসেবা অফিসে আর যাবার প্রয়োজন পড়বে না।

 

          মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  তার বক্তৃতায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের অনুরোধ জানান।

 

          অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মতিয়ার রহমান এবং সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ  যুনাইদ। 

 

#

 

মারুফ/পাশা/রেজুয়ান/মোশারফ/আব্বাস/২০২১/১৭:২৫ ঘণ্টা

Handout                                                                                  Number : 4006

The local Governor of Wau province of South Sudan lauds the humane services of Bangladesh peacekeepers

Dhaka, (21 August):

            The local Governor of Wau along with the provincial Ministers met with the Foreign Minister Dr. A K Abdul Momen at the UNMISS compound in Wau province of South Sudan yesterday. The Governor highly acclaimed the role of the Bangladesh peacekeepers. The Governor lauded the humane services offered by Bangladesh peacekeepers in Wau and expressed their desire to establish cooperation between Wau province and Bangladesh in different areas like education, ICT and agriculture. The Governor suggested that more female personnel may be deployed in the Bangladesh contingent.

          Foreign Minister visited the Bangladesh contingent (BANBATT 4) deployed in the Wau province of South Sudan. Deputy Force Commander of UNMISS and other Bangladesh high officials of UNMISS as well as Bangladesh non-resident Ambassador to South Sudan and Foreign Ministry officials were present.

          Upon his arrival at the UNMISS compound, the Foreign Minister was presented with a guard of honour by a smart contingent of the Bangladesh Peacekeepers. The Bangladesh Contingent organized spectacular fits which were displayed by Bangladesh Peacekeeping members.

          Dr. Momen made an address to the Bangladesh Peacekeepers at the Bangladesh contingent. The Minister remarked that he felt proud of the commendable contributions of the Bangladesh Peacekeepers in the UN Peacekeeping Missions. He stated that the purpose of the visit was also to enhance the diplomatic relations and engagements with South Sudan. The Foreign Minister commented that the role of our Peacekeepers is helping in developing our relations with the receiving countries. He appreciates the performance of our Peacekeepers who are engaged in different welfare work apart from peacekeeping activities. Following his address, the BANBATT officials made a Power Point presentation on the activities of BANBATT in Wau.

          During their presentation, the Bangladesh Peacekeepers informed the Foreign Minister that they are engaged in social development and welfare work in Wau like providing medicine and veterinary assistance to the local people of the Wau.

 #

Tohidul/Mehedi/ Zulfikar/Rafiqul/Masum/2021/1400 hour

Handout                                                                                  Number : 4005

F

2021-08-21-16-49-591a44bc4ee7f3ca37a0abdd160d37b9.doc 2021-08-21-16-49-591a44bc4ee7f3ca37a0abdd160d37b9.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon