Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০২৪

তথ্যবিবরণী ১০ জুন ২০২৪

তথ্যবিবরণী                                                                                                                                  নম্বর : ৫০৭৯

 

ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে

                                                                      ---শিল্পমন্ত্রী

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ  (১০ জুন) :

 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার ও পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তারাই আমাদের শিল্পোন্নয়ন তথা সার্বিক অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করে। ক্ষুদ্র শিল্প থেকেই বৃহৎ শিল্পের সৃষ্টি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক থেকে তারা প্রশিক্ষণ, প্লট বরাদ্দ-সহ বিভিন্ন কারিগরি সুবিধা পেয়ে থাকে। তবে এন্টারপ্রাইজ সৃষ্টির মূল ভিত্তি মূলধন বা পুঁজির অভাবে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক ক্ষুদ্র উদ্যোক্তাগণের উদ্যোগসমূহ অঙ্কুরেই বিনষ্ট হয় বা বাস্তব রূপ লাভ করতে পারে না। সেজন্য বিসিকের আওতায় কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বিসিক ব্যাংকের মতো প্রতিষ্ঠান সৃষ্টি করা যেতে পারে।

মন্ত্রী আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ওয়েসিস মিলনায়তনে বিসিক আয়োজিত ‘উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বিসিকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ‘কারুশিল্পী পুরস্কার ১৪৩০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী ৩ বছরের মধ্যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটাতে যাচ্ছে। সেজন্য এখন থেকেই আমাদের সার্বিক প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে পাট, চামড়া, ফার্মাসিউটিক্যালস-সহ সম্ভাবনাময় শিল্প খাতসমূহের উন্নয়ন ও মানসম্পন্ন পণ্য উৎপাদনের দিকে মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, বিশ্ববাজারের পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ বাজারেও গুণগত মানসম্পন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানসমূহের মানোন্নয়নপূর্বক কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করে তাদের মাধ্যমে আউটসোর্সিং করতে পারে। তিনি বলেন, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তারা অভ্যন্তরীণ অর্থনীতির সুফল যাতে পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কারুশিল্পীগণ তাঁদের সুনিপুণ মেধা, মনন, দক্ষতা ও কারুকার্যে তৈরি শিল্পকর্মে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, 'কারুশিল্পী পুরস্কার ১৪৩০' প্রদানের মাধ্যমে কারুশিল্প খাতে নব নব উদ্যোগ সৃষ্টি হবে ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে যা প্রকারান্তরে এ শিল্পের প্রসারে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। তিনি এসময় পুরস্কারপ্রাপ্ত সকল কারুশিল্পীদের শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, বিসিক দেশের ক্রমবর্ধমান চাহিদা ও দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপনের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৪১ সালের মধ্যে ২ কোটি লোকের কর্মসংস্থান হবে এবং রপ্তানি আয় ৪০০ হতে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে। উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের উদ্ভাবিত শিল্পপণ্য জনসাধারণের মাঝে প্রচার এবং নান্দনিক কারুপণ্য উদ্ভাবন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘বিসিক নকশা কেন্দ্র’ ১৯৮২ সাল থেকে ‘কারুশিল্পী পুরস্কার’ প্রদান শুরু করে। এরই ধারাবাহিকতায় এবছর ১০টি বিষয়ে ১০জন কারুশিল্পীকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে ১জন শ্রেষ্ঠ কারুশিল্পীকে ‘কারুরত্ন’ পুরস্কার এবং অন্য ৯জন কারুশিল্পীকে ‘কারুগৌরব’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বিসিক’র চেয়ারম্যান (গ্রেড-১) সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তৃতা করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আলোচনা করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এফবিসিসিআই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী ও সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সেলিম হোসেন। 'কারুশিল্পী ১৪৩০ পুরস্কার' প্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন 'কারুরত্ন' গোপেন্দ্র নাথ চক্রবর্তী ও 'কারুগৌরব' বীথিকা জোদ্দার।

            মন্ত্রী পুরস্কারপ্রাপ্ত কারুশিল্পীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও চেক তুলে দেন। অনুষ্ঠানে 'কারুরত্ন' পুরস্কারের জন্য সম্মানী হিসেবে ৫০ হাজার টাকা ও 'কারুগৌরব' পুরস্কারের জন্য সম্মানী হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

 

মন্ত্রী পরে বিসিকের প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন।

#

ফয়সল/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/ ২২৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৫০৭৮

 

লন্ডন হাইকমিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু

 

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :   

 

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। রোববার বিকেলে হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

 

উদ্বোধনী বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, “ব্রিটিশ-বাংলাদেশিরাও এখন তাদের বাড়ি থেকেই ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন করছেন। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বল্পতম সময়ের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের কার্যক্রমও আজ থেকে এখানে শুরু হল।”

 

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন অনুসারে গত বছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবসে লন্ডন হাইকমিশন ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড প্রদানের কার্যক্রম শুরু করে। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে লন্ডন ও ম্যানচেস্টার মিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড-এর নিবন্ধন শুরু হয়। এ পর্যন্ত যুক্তরাজ্য থেকে ৪২৬৪টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে প্রায় ২৬০০ আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইতোমধ্যেই এদের ৫২৮ জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে। খুব শীঘ্রই তাঁদের কাছে কার্ড গ্রহণের বার্তা প্রেরণ করা হবে।”

 

যেসব আবেদনকারী এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেননি তাঁদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাইকমিশনে এসে আঙুলের ছাপ, আইরিস ও ছবি দেয়ায় জন্য হাইকমিশনার পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন বা’রা অভ্ ক্যামডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বা’রা অব বারকিং ও ডেগেনহ্যাম-এর মেয়র মঈন কাদরী।

 

 

#

নবী/রানা/মোশারফ/রফিকুল/আব্বাস/২০২৪/২১২০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৫০৭৭

 

বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের ঊর্ধ্বে

            ---পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :    

 

            পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের উর্ধ্বে, এই সম্পর্ককে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

 

আজ ঢাকা ক্লাবে ‘ব্যতিক্রম ম্যাসডো’ (ব্যতিক্রম গণসচেতনতা ও সামাজিক উন্নয়ন সংস্থা) আয়োজিত 'ব্যতিক্রম শিক্ষা সম্মেলন-২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। দুই দেশের সম্পর্কের ইতিহাস অনেক পুরানো। বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধের চেতনায় ভারত আমাদের অত্যন্ত বিশ্বস্ত সহযাত্রী হিসেবে বিশ্বে সমাদৃত। তাঁর বক্তব্যে সদ্য শপথ গ্রহণ করা নরেন্দ্র মোদিকে টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করে বলেন, ভারতের সাথে আমাদের বাণিজ্য সবচেয়ে বেশি। সীমান্তের ৩২ টি জেলা জুড়েই প্রতিবেশীর অবস্থান, যা দু’দেশের অর্থনীতির জন্য অন্যতম সহায়ক। তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের ছেলেমেয়েরা যেমন ভারতে পড়তে যাওয়ার সুযোগ পাচ্ছে, তাদের দেশ থেকেও অনেকে আমাদের এখানে পড়তে আসছে। এই সাফল্যের যাত্রা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।

 

ওয়াদুদ এসময় আরো যোগ করে বলেন, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ। বিজ্ঞান চর্চায় বেশি মনোযোগী হতে হবে। তাহলে দেশের নাম উজ্জ্বল হবে। এ ধরণের শিক্ষা সম্মেলন দু’দেশের সম্পর্ককে মজবুত করে। তাই এমন সম্মেলন বেশি বেশি আয়োজনের মাধ্যমে শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মকে অধিক হারে আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, সকলের সমবেত চেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে হবে।

 

এ সময় আরো বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রধান নির্বাহী ড. শঙ্কু বোস, এটুআই ই গভার্নেন্স প্রধান ড. ফরহাদ জাহিদ, ফ্রেন্ডস অভ্ বাংলাদেশের প্রধান সমন্বয়ক মেজর শামসুল আরেফিন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা-সহ প্রমুখ।

 

#

রবিউল/রানা/মোশারফ/রফিকুল/আব্বাস/২০২৪/২১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫০৭৬

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

নয়াদিল্লি, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):

          ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণে যোগদান উপলক্ষ্যে নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

          ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আজ এই সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। বৈঠক দু’টির বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

          পররাষ্ট্রমন্ত্রী জানান, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। সে দেশের চরম অর্থনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশের সহায়তার জন্য রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। কৃষিখাতে বাংলাদেশের প্রযুক্তি এবং পর্যটনখাতে শ্রীলঙ্কার দক্ষতা ও বিনিয়োগগত সহযোগিতা নিয়ে আলোচনার কথাও জানান হাছান।

          প্রধানমন্ত্রীর সাথে ভারতের ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকটিও হৃদ্যতাপূর্ণ ছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে এস জয়শঙ্করের আন্তরিকতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পুনরায় মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ও একসাথে কাজের অভিপ্রায় ব্যক্ত করেন।

          শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং ভারতের ইউনিয়ন মন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

          এর আগে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানির সাথে তাঁর বাসভবনে সাক্ষাতে মিলিত হন। প্রধানমন্ত্রী এ সময় ৯৬ বছর বয়সী এল কে আদভানির সাথে পূর্বস্মৃতিচারণ ও ব্যক্তিগত আলাপ করেন।

          এ দিন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর আবাসস্থলে সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং এজন্য প্রয়োজনীয় ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে ইতোমধ্যেই ভারতের সাথে আলোচনার কথা জানান।

          ভুটানের প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রস্তুত থাকার কথা জানিয়ে তাঁর দেশে বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের  প্রয়োজনীয় ওষুধ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

#

আকরাম/পাশা/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৪/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৫০৭৫

অধিদপ্তর ও সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):

          তথ্য কমিশন বাংলাদেশ-এর আয়োজন এবং উদ্যোগে অধিদপ্তর ও সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য আজ তথ্য কমিশন বাংলাদেশ এর সম্মেলন কক্ষে দিনব্যাপী ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার ৫৮ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

          উদ্বোধনী বক্তব্যে প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইন জনগণকে ক্ষমতায়িত করেছে। মনে রাখতে হবে তথ্য প্রাপ্তি জনগণের সুযোগ নয়, এটি জনগণের অধিকার। প্রতিটি সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থার যাবতীয় তথ্যাদি সহজলভ্য করে প্রকাশ করতে হবে। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম অনুষঙ্গ হিসেবে তথ্য অধিকার আইনের প্রয়োগ সুফল বয়ে আনবে।

          প্রধান তথ্য কমিশনার বলেন, আমি এবং আমার শব্দ দুটির পরিবর্তে আমরা এবং আমাদের শব্দ দুটি ধারণ করা হলে অধিকতর স্বচ্ছতা প্রতিফলিত হবে। জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিতে সকলকে আইনের বিধান অনুযায়ী যথাসময়ে তথ্য প্রকাশ করতে হবে। ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে।

          ইতোমধ্যে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১০১ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে উল্লেখ করে আবদুল মালেক বলেন, তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্ত করলে আইনানুযায়ী শাস্তি পেতে হবে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তিনি তথ্য অধিকার আইন অনুযায়ী স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান জানান।

          তথ্য কমিশনার শহীদুল আলম তথ্য প্রাপ্তির আবেদন, আপিল ও অভিযোগ দায়ের, তথ্য না দিলে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থার বিধানসহ কোন কোন তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয় এ সকল বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণে অবহিত করেন।

          তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য সংরক্ষণ, নথি বিনষ্টকরণ, তথ্য ব্যবস্থাপনা এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশের মাধ্যম প্রভৃতি বিষয়ে কর্মকর্তাদের অবহিত করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য কমিশন বাংলাদেশ-এর সচিব জুবাইদা নাসরীন উপস্থিত ছিলেন।

#

লিটন/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫০৭৪

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমকি ৪১ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৫২ জন।

#

দাউদ/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর: ৫০৭৩

আগামী ১৩ জুন হতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ আয়োজন করছে বিআরটিসি

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):

            আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে বিগত বছরের ন্যায় এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ১৩ জুন হতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

            আজ ১০ জুন হতে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে এবং আগামী ১৮ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিম্নবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকিট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

            মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, কুষ্টিয়া, বরিশাল, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর ও কলমাকান্দা রুটে,

            কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, বরিশাল, গোপালগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নাগরপুর, পাটুরিয়া ও নালিতাবাড়ি রুটে, গাবতলী বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, ভাটিয়াপাড়া ও পাটুরিয়া রুটে,

             জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, দিনাজপুর, নওগাঁ, ময়মনসিংহ, সিবিএস ২ (গুলিস্তান)-বরিশাল ও বগুড়া রুটে,

            মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, স্বরুপকাঠী, গোপালগঞ্জ ও বগুড়া রুটে,

            মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাক-রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ রুটে,

            গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- গাজীপুর-খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ রুটে,

            যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, দিনাজপুর, খুলনা, কুড়িগ্রাম, ভাঙ্গা ও বরিশাল রুটে,

নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-ভাঙ্গা (ফরিদপুর), বরিশাল, হবিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নওগাঁ, নেত্রকোনা ও বগুড়া রুটে,

            কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে- কুমিল্লা-সিলেট ও সুনামগঞ্জ রুটে,

            নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নওগাঁ ও বগুড়া রুটে,

            সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে-সিলেট-চট্রগ্রাম, লক্ষীপুর, ময়মনসিংহ, রংপুর ও তারাকান্দি রুটে,

            দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-দিনাজপুর-ঢাকা (গাবতলী) রুটে,

            সোনাপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-সোনাপুর-চট্রগ্রাম ও বরিশাল রুটে,

চলমান পাতা- ২

--- ২ ---

            বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে-বগুড়া-রংপুর রুটে,

            রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-রংপুর-মোংলা ও ঢাকা রুটে,

            খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে-খুলনা-ঢাকা, শ্যামনগর-কিশোরগঞ্জ ও রংপুর রুটে,

            পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে-পাবনা-গাজীপুর চৌরাস্তা রুটে,

            ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-ময়মনসিংহ, ফুলপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম রুটে,

            চট্টগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে-চট্টগ্রাম-রংপুর, বরিশাল, ভোলা (চরফ্যাশন), মজুচৌধুরীর হাট ও চাঁদপুর রুটে,

            টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-পাটগাতি রুটে,

            বরিশাল বাস ডিপোর নিয়ন্ত্রণে-বরিশাল-ঢাকা ও রংপুর রুটে।

            সম্মানিত যাত্রীসাধারণকে বিআরটিসি’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

            বাস রিজার্ভ এর জন্য নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

            ম্যানেজার (অপাঃ) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইলঃ ০১৭১৮-১৮৩৫৮৯, কল্যাণপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১৫-৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবাঃ ০১৭১৭-৭৬৩৮২০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাঃ ০১৭১৬-৬৮৪১৪৪, মিরপুর বাস ডিপো-মোবাঃ ০১৭৪০-০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১০-৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবাঃ ০১৯৬৪-৩৭৭৯৭৫, যাত্রবাড়ি বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৩৯১৫১৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাঃ ০১৯১৯-৪৬৫২৬৬, কুমিল্লা বাস ডিপো-মোবাঃ ০১৭৩৬-৯৮৪৯৩৫, নরসিংদী বাস ডিপো-মোবাঃ ০১৯১২-৭৭০৮৬৪, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৭১২-৩৮২১৪৪, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৯১৬-৭২১০৪৪, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩-৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা:, খুলনা বাস ডিপো-মোবা: ০১৮১৪-৪৯৮৬৬১, পাবনা বাস ডিপো-মোবা: ০১৭১৫-১০৩৪২৪, ময়মনসিংহ বাস ডিপো- মোবা:০১৭৫৮-৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮-১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২-১৮৭৭৯০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১-৯৯৮৬৪২ ও সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১০-৩৫৮১৪২

#

ওয়ালিদ/পাশা/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ৫০৭২

সর্বজনীন পেনশন স্কিম

কার্যক্রম শুরুর ১০ মাসের মধ্যে নিবন্ধন সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):

            কার্যক্রম শুরুর ১০ মাসের মাথায় সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আজ সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন ৩ লাখ ৩ হাজার ১৭৬। ইতোমধ্যে নিবন্ধনকারীদের অর্থ হতে সরকারি ট্রেজারি বন্ডে ৬২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

            বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গত বছর ১৭ আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই জনকল্যাণকর এ কর্মসূচিতে মানুষের উল্লেখযোগ্য আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ফলে, সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা ১০ মাসে ৩ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

            বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে ৪টি স্কিমে নিবন্ধনের সুবিধা চালু রয়েছে। এ ৪টি স্কিমে যথাক্রমে সমতা স্কিমে ২ লাখ ২৪ হাজার ১৬৪, প্রগতি স্কিমে ২১ হাজার ২৯৪, সুরক্ষা স্কিমে ৫৬ হাজার ৯১৯ এবং প্রবাস স্কিমে ৭৯৯ জন নিবন্ধিত হয়ে সর্বমোট ৩ লাখ ৩ হাজার ১৭৬ জন মাসিক সাবস্ক্রিপশন প্রদান করছেন। ইতোমধ্যে ৮৭টি এনজিও প্রগতি স্কিমে নিবন্ধিত হয়ে তাদের কর্মচারীদের অনুকূলে সাবস্ক্রিপশন প্রদান করছে। ৫ম স্কিম হিসেবে ‘প্রত্যয়' নামে নতুন স্কিম চালু করা হচ্ছে যা সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারী যারা চলতি বছরের ১ জুলাই থেকে উল্লিখিত প্রতিষ্ঠানে নতুন যোগদান করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে।

            সর্বজনীন পেনশন কার্যক্রমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (UDC) উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সর্বজনীন পেনশন কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। প্ৰবাস স্কিমে নিবন্ধন প্রত্যাশিত পরিমাণে আনয়নের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসসমূহের কূটনৈতিক শাখা ও শ্রম উইং শাখার সাথে জুম প্লাটফর্মে সভা করে প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া, প্রবাস স্কিমে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টির জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক বিপুল সংখ্যক তথ্যবহুল ফ্লায়ার বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে প্রেরণ করা হয়েছে।

            বর্তমানে ২টি সরকারি ও ২টি বেসরকারি ব্যাংক এবং একটি মোবাইল ফাইন্যান্সিং সেবাদাতা প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনসহ মাসিক জমা আদায়ে সম্পৃক্ত আছে। এর আওতা আরো বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে, যার ফলে আরো ৪টি সরকারি, ৪টি বেসরকারি ব্যাংক ও ১টি মোবাইল ফাইন্যান্সিং সেবাদাতা প্রতিষ্ঠান খুব শীঘ্রই এ কার্যক্রমের সাথে যুক্ত হবে। এতে করে নিবন্ধন ও মাসিক জমা পরিশোধসেবা জনগণের জন্য অধিকতর সহজলভ্য হবে। এ প্রক্রিয়ায় সর্বজনীন পেনশন স্কিমে জনগণের অংশগ্রহণের হার আরো দ্রুততর হবে, যা প্রধানমন্ত্রীর এ বিশেষ জনকল্যাণকর কর্মসূচির সফল বাস্তবায়নে সহায়ক হবে।  

#

শরীফ/কামরুজ্জামান/ফাতেমা/সুবর্ণা/শামীম/২০২৪/১৩১৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৫০৭১

নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা

                                                            -পররাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ১০ জুন:

          ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। 

          ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এসময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। 

          ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে গতকাল মন্ত্রী সাংবাদিকদের বলেন, পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি নরেন্দ্র মোদি এবং এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারো অভিনন্দন এবং প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

          পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু'দেশের বন্ধনকে আরো দৃঢ় করতে নরেন্দ্র মোদির নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন

2024-06-10-16-36-ba01147b1c5507c3c14def022b166499.docx 2024-06-10-16-36-ba01147b1c5507c3c14def022b166499.docx