Handout Number: 2540
Bangladesh High Commission in Islamabad Celebrates ‘Youth Festival-2025’
Islamabad (Pakistan), 29 January:
The Youth Festival-2025 was celebrated today with a Cultural Soiree at the Premises of Bangladesh High Commission in Islamabad. The presence of Bangladeshi and Pakistani youths at the High Commission and their slogan ‘Lets change the country, change the world’ made a memorable moment for all.
Md. Rezaul Maqsood Zahedi, Secretary of the Ministry of Youth and Sports of the Government of the People's Republic of Bangladesh was present as the chief guest. Ambreen Jan, Secretary, Ministry of Information and Broadcasting of Pakistan attended as the Guest of Honour. Md. Iqbal Hossain Khan, High Commissioner of Bangladesh to Pakistan, presided over the event.
Expatriate Bangladeshis, youths from Bangladesh and Pakistan students, diplomats, and officials of the High Commission and their family members attended the event. Dances and musics, were performed by Bangladeshi and Pakistani talented youth artists. The chief guest, the guest of honour, the High Commissioner and young representatives from Bangladesh in their speech expressed their commitment to foster a discrimination-free and prosperous Bangladesh.
#
Khadiza/Mehedi/Rana/Rafiqul/Salim/2025/2300 Hrs.
তথ্যবিবরণী নম্বরঃ ২৫৩৯
শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর
-- শ্রম উপদেষ্টা
ঢাকা ১৫ মাঘ ( ২৯ জানুয়ারি):
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল সেক্টরে শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর।
আজ রাজধানীর শ্রম ভবনে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’ এর ১২তম সভায় উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাতে দেখা যায়। আমাদের দেশে গ্রামগঞ্জে ও ইটভাটা-সহ বিভিন্ন খাতে শিশুশ্রম পরিলক্ষিত হয়, যা অনাকাঙ্ক্ষিত। এ অবস্থার পরিবর্তনে জন্য তিনি সকল পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুশ্রম কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল সংস্থা ও সংগঠনকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি।
সভায় শিশুশ্রম নিরসনে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে গঠিত কমিটির কার্যক্রম সংক্রান্ত আলোচনা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শিশুশ্রম নিরসনে গৃহীত পদক্ষেপ এবং শিশুশ্রম পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি বলে সভায় বক্তারা তাদের মতামত দেন।
#
মালেক/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বরঃ ২৫৩৮
বিদেশ গমনেচ্ছুদের জন্য অনলাইনে সনদ সত্যায়ন ব্যবস্থাপনার উদ্বোধন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকা ১৫ মাঘ ( ২৯ জানুয়ারি):
চাকরি, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সনদ সত্যায়ন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে ‘সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা’ কার্যক্রমের উদ্বোধন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে দুইজন সেবাপ্রার্থীর নিকট অনলাইনে সত্যায়িত সনদ হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন নতুন এই ডিজিটাল ব্যবস্থাপনা নথি যাচাই ও অনুমোদনের প্রক্রিয়াকে আরো আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করবে এবং দেশের বৈশ্বিক সংযোগকে আরো সুসংহত করবে বলে আশা প্রকাশ করেন। এসময় তিনি প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে নাগরিকদের তথ্যের নিরাপত্তার ব্যাপারেও সচেতন থাকার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন তাঁর বক্তব্যে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থার মাধ্যমে নথি সত্যায়নের প্রক্রিয়াটি আরো স্বচ্ছ, সহজ ও সময় সাশ্রয়ী হবে বলে মত প্রকাশ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মুঃ নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব এস এম এরশাদুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক মো: ওমর ফারুখ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো| জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
সরকারের আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের কারিগরি সহায়তায় বাস্তবায়িত এই অনলাইন সেবা কার্যক্রম সম্পর্কে অনুষ্ঠানের শুরুতেই একটি তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মামুনুর রশিদ ভুঁইয়া। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়-সহ এই সেবাপ্রদান কার্যক্রমের সাথে যুক্ত সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাপোস্টিল কনভেশন, ১৯৬১ এর নিয়ম মেনে অনলাইনে এ সত্যায়ন করা হবে। অ্যাপোস্টিল কনভেনশন এর পক্ষভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্টের সত্যায়নের সনদ হিসেবে ই-অ্যাপোস্টিল সার্টিফিকেট প্রদান করবে। ফলে ঢাকাস্থ বিদেশি দূতাবাস এবং বিদেশে গমনের পর সেই দেশে অবস্থিত অন্য কোনো কর্তৃপক্ষের নিকট হতে তাদের ডকুমেন্টসমূহ আর সত্যায়ন করতে হবে না। এছাড়া অ্যাপোস্টিল সার্টিফিকেট এ বিদ্যমান QR Code স্ক্যান করে বিশ্বের যে কোনো স্থান হতে সত্যায়নকৃত কাগজপত্রের উৎপত্তির সঠিকতা যাচাই করা যাবে।
চলমান পাতা/২
--০২--
অনলাইনে আবেদনের প্রক্রিয়া:
বিদেশ গমনেচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীগণ তাঁদের ডকুমেন্টসমূহ সত্যায়নের জন্য www.mygov.bd পোর্টালে গিয়ে অ্যাপোস্টিল সার্টিফিকেট প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করবেন।
ডকুমেন্টটি ইস্যুকারী কর্তৃপক্ষ যাচাইপূর্বক সত্যায়ন সম্পন্ন করে তা নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে প্রেরণ করবে। নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় ডকুমেন্টটি প্রতিসত্যায়ন করে অনলাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপোস্টিল কনভেনশনের নিয়ম মেনে ডকুমেন্টটিতে প্রতিসত্যায়ন করবে এবং সত্যায়নের সনদ হিসেবে অনলাইনে ই-অ্যাপোস্টিল (e-Apostille) সার্টিফিকেট প্রদান করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন কার্যক্রম সম্পন্ন হলে সেবা প্রার্থীর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে নোটিফিকেশন যাবে এবং সেবা প্রার্থীগণ তাঁদের মাইগভ (mygov.bd) পোর্টালের ব্যক্তিগত ড্যাশবোর্ডের 'ডাউনলোড' বাটনে ক্লিক করে ই-অ্যাপোস্টিল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
#
কামরুল/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৩০ ঘণ্টা
Handout Number: 2537
Crackdown on Banned Polythene, Air and Noise Pollution
Fines of BDT 13.96 Lakh, 4,675 kg of Polythene Seized
Dhaka, 29 January:
Today the Department of Environment conducted enforcement drives across the country, imposing a total fine of BDT 13.96 lakh.
In Chattogram, Noakhali, Jashore, Magura, and Dhaka’s Mirpur and Shantinagar areas, six mobile courts filed nine cases for the production, sale, and distribution of banned polythene, resulting in fines of BDT 2.2 lakh. A total of four thousand six hundred and seventy-five kg of banned polythene was seized, and shop owners were warned against its use.
In Noakhali, Mymensingh, Jashore, Chattogram, and Madaripur, five mobile courts took action against illegal brick kilns, filing six cases and imposing fines of BDT 10 lakh. Operations at five brick kilns were shut down after demolishing their kilns.
In Dhaka’s Jatrabari, a mobile court fined two cases BDT five thousand for excessive black smoke emissions from vehicles. Ten vehicle drivers were warned.
In Khilgaon, a mobile court fined BDT three thousand in two cases for air pollution caused by construction materials. Additionally, four establishments in areas from Doel Chattar to Eidgah Field and Bailey Road were warned for leaving bricks, sand, and soil exposed.
In Panchagarh, Natore, Kishoreganj, Sirajganj, and Dhaka’s Jatrabari, five mobile courts fined 16 vehicle drivers BDT eighteen thousand for noise pollution and confiscated 26 hydraulic horns.
In Chattogram, a mobile court imposed a fine of BDT fifty thousand in one case for illegal hill cutting.
The Department of Environment will continue such operations to prevent pollution.
#
Dipankar/Mehedi/Rana/Rafiqul/Salim/2025/2130 Hrs.
তথ্যবিবরণী নম্বরঃ ২৫৩৬
নিষিদ্ধ পলিথিন, বায়ুদূষণ ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান
১৩ লাখ টাকা জরিমানা, ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
ঢাকা ১৫ মাঘ ( ২৯ জানুয়ারি):
আজ পরিবেশ অধিদপ্তর সারাদেশে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা ও ঢাকার মিরপুর ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ৬টি মোবাইল কোর্ট ৯টি মামলা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় ৪ হাজার ৬৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, চট্টগ্রাম ও মাদারীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬টি মামলায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ঢাকার যাত্রাবাড়ীতে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি যানবাহনের চালককে সতর্ক করা হয়।
খিলগাঁওয়ে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোয়েল চত্বর থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত এবং বেইলি রোড এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে খোলা ইট, বালি ও মাটি রেখে বায়ুদূষণের জন্য সতর্ক করা হয়।
পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়ীতে শব্দ দূষণ বিরোধী অভিযানে ৫টি মোবাইল কোর্ট ১৬টি যানবাহনের চালককে ১৮ হাজার টাকা জরিমানা করে এবং ২৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে।
চট্টগ্রামে পাহাড় কাটা বিরোধী অভিযানে ১টি মোবাইল কোর্ট ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
পরিবেশ অধিদপ্তর দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
#
দীপংকর/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/সেলিম/২০২৫/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৩৫
কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারের উন্নয়নে বিএফডিসি ও জাপানের
জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের মধ্যে চুক্তি স্বাক্ষর
টোকিও, ২৯ জানুয়ারি:
জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘কক্সবাজার জেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিএফডিসি এবং জেডিসি-কোনইক জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। জাপান সরকারের অনুদান সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী উপস্হিত সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। জাপানকে বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ব্যবসা-বাণিজ্য, কৃষি, অবকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ মার্চ ইআরডি এবং জাইকার মধ্যে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টার উন্নয়নের জন্য ২.২৯৪ বিলিয়ন জাপানি ইয়েনের (বাংলাদেশি টাকায় ১৬৮.৩১ কোটি টাকা) একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা যুক্ত হবে এবং মৎস্য অবতরণের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিএফডিসি'র চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান।
#
মামুন/মেহেদী/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৩৪
জুলাই ছাত্র-জনতার গণঅভূত্থানে আহত
ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে
ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই ছাত্র-জনতার গণঅভূত্থানে পিঠে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। আজ ব্যাংকক হাসপাতালের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন।
সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ ইসরাফিল, রোমান ঢালী ও তাহসিন হোসেন। রোমান ঢালি ও তাহসান হোসেন পিঠে গুলিবিদ্ধ। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। তাদেরও রোবটিক ফিজিওথেরাপির জন্য পাঠানো হয়। অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রাজিব মাথায় গুলিবিদ্ধ। অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আহত ইমরান হোসেন ও মহিউদ্দিনের চোখের চিকিৎসার জন্য গতকাল সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়। এর আগে চোখের চিকিৎসার জন্য সাতজনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল।
#
শাহাদাত/মেহেদী/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বরঃ ২৫৩৩ যুব কর্মসংস্থান ও শ্রম সম্পর্ক উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করছে বাংলাদেশ
-- উপদেষ্টা ড. আসিফ নজরুল
রিয়াদ (সৌদি আরব), ২৯ জানুয়ারি:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল আজ সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স (জিএলএমসি)-এ বাংলাদেশের যুব কর্মসংস্থান উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
মন্ত্রিপর্যায়ের গোলটেবিল বৈঠকে ড. নজরুল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর সাফল্য তুলে ধরে বলেন, ইতোমধ্যে আইটি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্প-সহ বিভিন্ন খাতে ২ লাখের বেশি যুবক প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৭০ শতাংশ মাত্র ছয় মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন, যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কার্যকারিতা প্রমাণ করে।
উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য শুধু চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং আমাদের যুবসমাজকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করা। তিনি ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কর্মসংস্থান সমাধান এবং বাংলাদেশের বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফ্রিল্যান্সার সরবরাহকারী হিসেবে ৫শ’ মিলিয়নের বেশি মার্কিন ডলার আয়ের কথা উল্লেখ করেন।
বাংলাদেশের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আসিফ নজরুল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরো গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌদি মানব সম্পদ মন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে জিএলএমসি শ্রম খাতের ভবিষ্যৎ নির্ধারণে একটি নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবারের আলোচনায় বৈশ্বিক বাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো বিশ্লেষণ করা হচ্ছে, যা শ্রম শক্তির গতিশীলতা ও উদ্ভাবনী সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করছে।
আজ সৌদি আরবে বিশ্বের ১শ’টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিল্প নেতৃবৃন্দ, গবেষক, উদ্ভাবক এবং শ্রম বিশেষজ্ঞরা জিএলএমসি-এর দ্বিতীয় সংস্করণে একত্রিত হন। এই সম্মেলন শ্রম বাজারের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ এবং মূল চ্যালেঞ্জ মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
কাতার-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক
সম্মেলনের সাইডলাইনে, ড. আসিফ নজরুল কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররিরের সঙ্গে বৈঠক করেন। তিনি কাতারে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান এবং ফিফা বিশ্বকাপ ২০২২-সহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদান করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা কাতার সরকারের শ্রম সংস্কারকে স্বাগত জানিয়ে শ্রমিকদের উন্নতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে: শ্রমিকদের জন্য ব্যাপক বিমা কাভারেজ; প্রাকৃতিক মৃত্যু ও আইনি জটিলতার ক্ষেত্রে আর্থিক সহায়তা; কাতারের ভিশন ২০৩০-এর আওতায় স্বাস্থ্যসেবা; প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধি; বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানো এবং আরো স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।
#
আসাদুজ্জামান/মেহেদী/রানা/ফেরদৌস/রফিকুল/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৩২
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে সাক্ষাৎ করেছে।
আজ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ-এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাঁদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ংকর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। এসময় তাঁরা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সেবিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
#
খালিদ/মেহেদী/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫৩০
পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসবের উদ্বোধন
ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):
আজ ঢাকার পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে চার দিনব্যাপী ‘পার্বত্যমেলা ও তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
মেলার উদ্বোধন শেষে উপদেষ্টাগণ মেলার স্টলসমূহ ঘুরে দেখেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চার দিনব্যাপী এই মেলায় ৮৩টি স্টল স্থান পেয়েছে।
#
মামুন/মেহেদী/পবন/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫২৯
জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক
ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):
জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আগত ৮ সদস্যের একটি টিম গতকাল ২৮ জানুয়ারি থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে নিটোরে ভর্তিকৃত ৯৬ জন আহতের তারা চিকিৎসা দিচ্ছেন।
নিটো’র পরিচালক ডা. আবুল কেনান জানান, আহতরা বিদেশি চিকিৎসকদের সেবা পেয়ে আনন্দিত। এছাড়া ৩ জন চিকিৎসক এবং ৩ জন ফিজিওথেরাপিস্ট এই বিশেষজ্ঞ টিমকে সহায়তা করছেন। আগামী ৬ ফেরুয়ারি পর্যন্ত আমেরিকান বিশেষজ্ঞ টিমের নিটোর এ চিকিৎসা সেবা দেওয়ার কথা রয়েছে।
#
শাহাদাত/মেহেদী/পবন/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫২৮
বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমাদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমাদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি। বায়ুদূষণ কমানো একটি সময়সাপেক্ষ ব্যাপার, যা অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করে। আমাদের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে বাইরের দেশ থেকে এবং ২৮ শতাংশ পাওয়ার প্ল্যান্ট থেকে।
আজ পরিবেশ অধিদপ্তর, আগারগাঁও-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
জ্বালানির মান উন্নয়ন ও রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি না করে দূষণ কমানো সম্ভব নয়। পার্শ্ববর্তী দেশগুলোতে রিফাইনারি উন্নত হওয়ার পরও দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে আসে। তাই বাংলাদেশকেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। উপদেষ্টা বলেন, আমাদের প্রকল্প তখনই অর্থবহ হবে যখন বাস্তবায়নের মাধ্যমে দূষণ কমানোর স্পষ্ট অগ্রগতি দেখা যাবে। শুধু পর্যবেক্ষণ করে পরিস্থিতির অবনতি তুলে ধরলেই চলবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিবেশ অধিদপ্তর একটি হটলাইন চালু করবে, যেখানে মানুষ শীতকালীন মাসগুলোতে বায়ুদূষণের অভিযোগ জানাতে পারবে।
রিজওয়ানা হাসান জানান, সড়ক বিভাগের মাধ্যমে গাছ লাগিয়ে ধুলাবালি কমানো সম্ভব, যা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় ইতোমধ্যেই দেখা গেছে। পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আগামী বছর শীতকালে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
বায়ুদূষণ কমাতে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দূষিত ইটভাটাগুলোতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কিছু স্টিল কারখানা শীতকালে ২-৩ মাস বন্ধ রাখতে হতে পারে। এছাড়া, ২০ বছরের পুরনো বাস রাস্তায় না চালানোর সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এই প্রকল্প এমনভাবে ডিজাইন করতে হবে, যাতে জনগণ বায়ুর গুণগত মানের উন্নতি দেখতে পায়। যদি ধুলাবালির দূষণ ১৩ শতাংশ কমানো যায় এবং শিল্প কারখানার নির্গমন নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারব।
উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক ইতোমধ্যে প্রকল্পটিতে যুক্ত হয়েছে। অন্যান্য উন্নয়ন সহযোগীদেরও সম্পৃক্ত করা দরকার, যাতে প্রকল্পটি দেশের প্রকৃত চাহিদা পূরণ করতে পারে এবং জনগণের জন্য বাস্তবসম্মত সমাধান নিয়ে আসে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ কামরুজ্জামান; এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজার ক্রিশ্চিয়ান অ্যালবার্ট পিটার এবং সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক অ্যানা লুইসা লিমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
দীপংকর/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৫২৭
জনগণের জন্য জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে
-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ১৫ মাঘ (২৯ জানুয়ারি):
অগ্রাধিকারভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের জন্য জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে। চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা আজ মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্হা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণ-সহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হাগ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। তিনি দর্শনীয় স্হানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ বি এম সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।
#
মামুন/মেহেদী/পবন/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/১৭৫৫ঘণ্টা
Handout Number: 2526
Long-term planning is essential for air pollution control
--- Environmental Advisor
Dhaka, 29 January: