Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 14/01/2015

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১৯
 
অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও এফএও’র মধ্যে প্রকল্প চুক্তি স¦াক্ষরিত

ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
    বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টি হ্রাসে ২০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়সাপেক্ষ অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলা গটঈঐ (মাচ) নামে একটি নতুন প্রকল্প চুক্তি আজ বাংলাদেশ সরকার ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর মধ্যে স¦াক্ষরিত হয়।
    আজ ঢাকার শেরেবাংলানগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি স¦াক্ষরিত হয়। ইআরডি’র সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বাংলাদেশে এফএও’র প্রতিনিধি মাইক রবসন চুক্তিতে স¦াক্ষর করেন। চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে প্রকল্পের প্রধান উন্নয়ন অংশীদার ইউএসএআইডি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিবৃন্দ অংশ নেন। খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, অর্থবিভাগ ও পরিকল্পনা কমিশনের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলা গটঈঐ প্রকল্পটি পাঁচবছর মেয়াদে বাস্তবায়ন করা হবে এবং খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টি নির্মূল করার জন্য সক্রিয় পরিবেশ নীতি জোরদার করতে ভূমিকা পালন করবে।
    প্রকল্পে ইউএসএআইডি প্রথমে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার দিবে। অবশিষ্ট ১০ মিলিয়ন মার্কিন ডলার দিবে ইইউ।
#
ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১৮

আইসিটি অধিদপ্তরের কর্মশালায় আইসিটি প্রতিমন্ত্রী
তথ্যপ্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তথ্যপ্রযুক্তি একদিকে দুর্নীতি প্রতিরোধে সহায়ক। অন্যদিকে এর ব্যবহারে দ্রুততা নিশ্চিত হওয়ায় কার্যক্রমে সময় ও অর্থের সাশ্রয় হয়। এতে কাজের গতি যেমন বৃদ্ধি পায়, তদুপরি অনেক কাজ করার সুযোগ সৃষ্টি হয়। যার ফলে জনসেবা নিশ্চিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠত হয়।
 
    প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি অধিদপ্তর আয়োজিত ‘ই-গভর্নেন্স বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তৃতা করেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, যুগ্মসচিব শ্যামা প্রসাদ বেপারী ও যুগ্মসচিব গোলাম রব্বানী; কিনোট পেপার উপস্থাপন করেন আইসিটি অধিদপ্তরের পরিচালক ইকবাল মাহমুদ।

    কর্মশালায় মাঠপর্যায়ের প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ অংশ নেন। তাঁরা নানা সুপারিশ পেশ করেন। এসব সুপারিশের ভিত্তিতে প্রশাসনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের গাইডলাইন প্রণীত হবে।

#

মাহবুবুর/ফায়জুল/মিজান/রফিকুল/রেজাউল/২০১৫/২০১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১১৭
পার্টনারশিপ সামিটে যোগদিতে ভারতের
জয়পুরে তোফায়েল আহমেদ
                       
ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতে অনুষ্ঠেয় দ্য পার্টনারশিপ সামিট-২০১৫তে যোগদিতে  ভারতের রাজস্থানের জয়পুরের উদ্দেশে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। ভারত সরকারের আমন্ত্রণে তিনি এ সামিটে যোগদান করছেন। এ সামিট  চলবে ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। সামিটের এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “পার্টনারশিপ ফর শেয়ার্ড নিউ রিয়েলিটিজ।

    সামিটে তিনি তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অপর দুই সদস্য হলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায়। আগামী ১৬ জানুয়ারি তিনি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে একটি কিনোট পেপার উপস্থাপন করবেন। তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীর সাথেও বৈঠক করবেন। ”

    সামিটে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাণিজ্যমন্ত্রী সামিটে অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবেন। সামিটে বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের বাণিজ্যের প্রসার তথা অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য  সম্প্রসারণ ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন।

    সামিটে বিশ্ব অর্থনীতির নিয়ামক শক্তিসমূহ এবং এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা হবে। অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ সামিট বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক স্থাপনেও সহায়তা করবে।  

    আগামী ১৯ জানুয়ারি মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

#

বকসী/ফায়জুল/মিজান/রফিকুল/রেজাউল/২০১৫/১৯২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১৬
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
    দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিন বৈঠকে সভাপতিত্ব করেন।
    কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল আকবর, মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা এবং মনোয়ারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে বিগত পাঁচবছরে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের বিদেশ সফর ও প্রশিক্ষণ সংক্রান্তÍ তথ্যাদি এবং কর্মজীবী মহিলা হোস্টেলের বর্তমান ধারণক্ষমতা, বাস্তব চাহিদা ও এর নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে ভূমিহীন যেসব পরিবারের প্রধান মহিলা এবং যাদের অন্য কোনো আয়ের উৎস নেই, দিনমজুর, পরিবারের গর্ভবতী মা অথবা ২৪ মাসের কম বয়সের শিশুসন্তান আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভিজিডি কার্ডে অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া, যে পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে সেই পরিবারকে অগ্রাধিকারভিত্তিতে ভিজিডি কার্ড প্রদানের সুপারিশ করা হয়।
    কমিটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় খাসজমি অথবা সে¦^চ্ছায় প্রদানকৃত জমি প্রাপ্তিসাপেক্ষে অগ্রাধিকারভিত্তিতে সেসব স্থানে কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করার সুপারিশ করে।
    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১১৫
পৃথক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উন্নয়নে
সবধরনের নীতি সহায়তা দেয়া হবে
                            -- শিল্পমন্ত্রী
ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
মন্ত্রী আজ আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং মেশিনারিজ প্রদর্শনী-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী এমাজ উদ্দিন প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি শহীদুল্লাহ আজিম, বিজিএপিএমইএ’র সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মতি ও প্রদর্শনীর ব্যবস্থাপনা সংস্থা এসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন (প্রাইভেট) লিমিটেডের পরিচালক নন্দ গোপাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প বাংলাদেশের একটি উদীয়মান শিল্পখাত। তৈরিপোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এ শিল্প রপ্তানিআয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখাতে মূল্য সংযোজনের হার শতকরা ৪০ ভাগেরও বেশি। প্রতিবছর শতকরা ১৩ ভাগ হারে এ শিল্পের প্রবৃদ্ধি ঘটছে। তারা ২০২১ সালের মধ্যে তৈরিপোশাকখাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে শক্তিশালী ও আধুনিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ শিল্পের টেকসই বিকাশের জন্য তারা নগদ প্রণোদনা প্রদান এবং ২০১৫ সালের শিল্পনীতিতে একে অগ্রাধিকার শিল্পখাত হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের ও ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য সরকার রপ্তানিপণ্য বৈচিত্র্যকরণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এলক্ষ্যে সরকার তৈরিপোশাক শিল্পের পাশাপাশি গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং, জাহাজনির্মাণ ও রিসাইক্লিং, ওষুধ, চামড়া, সিরামিক, প্লাস্টিক, আইসিটি, কৃষিভিত্তিক শিল্পসহ দেশীয় কাঁচামালনির্ভর শিল্পের প্রসারে অগ্রাধিকার দিচ্ছে। আমদানি বিকল্প ও রপ্তানিমুখী দেশীয় শিল্প হিসেবে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভব সবধরনের নীতি সহায়তা দেয়া হবে। এ শিল্পের উদ্যোক্তারা বিসিক শিল্পনগরী কিংবা গার্মেন্টসপল্লিতে প্লট চাইলে তাদের বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, তিন দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের প্রায় ৩শ’ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে
৬ শতাধিক স্টল স্থান পেয়েছে।
#

জলিল/ফায়জুল/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৮৪৪ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১৪
 
কোস্টগার্ডকে শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে
                                           -- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
    স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলাদেশ কোস্টগার্ড জাতীয় জলসীমায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সমুদ্র বন্দরসমূহের নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযানসহ উপকূলীয় অঞ্চলের জনগণের জানমাল রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। জাতীয় প্রয়োজনেই এ বাহিনীকে যুগোপযোগী শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
    প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের কার্যালয়ে কোস্টগার্ড কর্তৃক উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিনষ্ট ও অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম. মকবুল হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া বক্তৃতা করেন। অনুষ্ঠানে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা, ৫ হাজার ৫০ বোতল দেশিবিদেশি মদ ও ৪ দশমিক ৫ কেজি গাঁজা বিনষ্ট করা হয়।
    কোস্টগার্ডের কর্মদক্ষতায় চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে চুরি, ডাকাতি, জলদস্যুতা শূন্যের কোটায় নেমে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোস্টগার্ড পূর্ব জোনের কার্যকরী অপারেশনের ফলে এ অঞ্চলে মানবপাচার ও অবৈধভাবে বিদেশ গমনের প্রবণতা হ্রাস পেয়েছে। তাছাড়া, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে কোস্টগার্ড সর্বমহলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
    তিনি বলেন, কোস্টগার্ডের জন্য সমুদ্রগামী জাহাজ সংগ্রহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় আবাসন সুবিধা গড়ে তোলাসহ ৮টি অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি) সংগ্রহ করা হচ্ছে। এছাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণ কেন্দ্র, সিজি বেইস অগ্রযাত্রা এবং চাঁদপুরে সিজি স্টেশন চালু করা হয়েছে।
    পরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতা রিয়াজ রহমান ও লিবিদ্ধের ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
#
সাইফুল/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১১৩
   
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সুকুমার রঞ্জন ঘোষ, সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) এবং তারানা হালিম অংশগ্রহণ করেন।

বৈঠকে বিটিভির সাংগঠনিক কাঠামো ও প্রয়োজনীয় জনবল, কলাকুশলী ও শিল্পী সম্মানী এবং বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়ন নিশ্চিতকল্পে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মানোন্নয়ন ও দর্শকপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া, বেসরকারি টিভি চ্যানেলগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির পরামর্শ প্রদান করা হয়।

বিটিভির সার্বিক কার্যক্রম ও সুবর্ণ জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের বিষয়ে রিপোর্ট প্রদানের লক্ষ্যে এ কে এম রহমতুল্লাহ্কে আহ্বায়ক এবং সুকুমার রঞ্জন ঘোষ ও তারানা হালিমকে সদস্য করে একটি সাবকমিটি গঠন করা হয়।
 
বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

শিবলী/ফায়জুল/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৫৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১২

সকলক্ষেত্রে নারীদের সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব
                                              --  স্পিকার
ঢাকা, পয়লা মাঘ (১৪ জানুয়ারি) :
    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন একটি সার্বিক ও সমন্বিত  বিষয়। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকলক্ষেত্রে নারীদের সম্পৃক্তকরণের মাধ্যমেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশে সামষ্টিক অর্থনৈতিক কর্মকা-ে নারীর অবদান উল্লেখযোগ্য। নারীর ক্ষমতায়নের কেন্দ্রবিন্দু পরিবার। নারীর নিজস্ব কর্মস্থল, পরিবার ও সম্প্রদায়ের মধ্যে নারীকে ক্ষমতায়িত করতে হবে। নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে নারীশিক্ষা, জেন্ডার সমতা ও প্রজননস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    স্পিকার আজ ঢাকার একটি হোটেলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কেন্দ্র আয়োজিত ডড়সবহ ঊসঢ়ড়বিৎসবহঃ চৎরহপরঢ়ষবং রহ ইধহমষধফবংয এবং ডড়সবহ রহ ঘববফ (ডওঘ) উরৎবপঃড়ৎু এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

    তিনি বলেন, নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারের পাশাপাশি বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে যেসকল বাধা রয়েছে সেগুলো চিহ্নিত করে নারীর সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণসহ স্বাস্থ্য ও শিক্ষাসহ সকল সেক্টরে নারীর অংশগ্রহণ নির্শ্চিত করতে হবে।

    স্পিকার আরো বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। বাংলাদেশ ইতোমধ্যে নারী উন্নয়নে নারী উন্নয়ন নীতিমালা-২০১১ প্রণয়ন করেছে। এ নীতিমালার সঠিক বাস্তবায়ন, নারীর দক্ষতা বৃদ্ধি, উপযুক্ত প্রশিক্ষণ প্রদান ও নারী উদ্যোক্তা তৈরি ও সকল ব্যবসা বাণিজ্যসহ উন্নয়নের সকল ধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে হবে।

    সিএসআর সেন্টারের সিইও শারমিন এস জামান এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউএসএইড এর পরিচালক অ্য̈ান, গ্রিনডেল্টা ইন্সুরেন্স এর সিইও ফারজানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি কাউন্সেলিং বিভাগের প্রফেসর মেহতাব খানম, ভারতের লাইভলিহুড এন্ড ফেয়ার ট্রেড কনসালটেন্ট দেবাস্মৃতি শ্রীধর, রোটারিয়ান সাফিনা রহমান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এমডি আনজাম চৌধুরী বক্তব্য রাখেন।

#

ফায়জুল/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১১

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

 

 

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :

    দশম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং এম এ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে পার্বত্য অঞ্চলের জেলাসমূহে সকল শূন্যপদে জনবল নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। পার্বত্য এলাকায় জনপ্রশাসন, স্বরাষ্ট্র এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল প্রশাসনের বিভিন্ন পদে কর্মকর্তা পদায়নের প্রাক্কালে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরীক্ষিত ও দক্ষ কর্মকর্তা পদায়নের সুপারিশ করা হয়।  
    পার্বত্য জেলাসমূহের স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত ইউএনডিপি’র প্রকল্পসমূহের কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং জানানো হয় যে, তিন পার্বত্য জেলায় বর্তমানে প্রকল্পের অধীনে ৮শ’ ৬৬ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। পার্বত্য অঞ্চলের হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারদের শুন্যপদ দ্রুত পূরণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
    বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    
#
মিজানুর/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/জাহাঙ্গীর/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১০


আসন্ন এসএসসি পরীক্ষা গ্রহণে সর্বাত্মক কঠোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে
                                                                - শিক্ষামন্ত্রী

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়ানো, ফেসবুকে প্রশ্নপত্রের নামে হুজুগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ (সংশোধিত ১৯৯৮)-এর শাস্তির বিধান নিশ্চিত করা হবে। ফেসবুকে প্রশ্নপত্রের নামে সাজেশন প্রদান করাকে অপরাধ হিসেবে উল্লেখ করে ত্বরিত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
    তিনি আজ শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং কমিটির দ্বিতীয় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
    কমিটি এসএসসি পরীক্ষা বিষয়ক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব ছড়ানো রোধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।  
    আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে
একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন ৯৫৪৯৩৯৬, ০১৭৭৭-৭০৭৭০৫ ও ০১৭৭৭-৭০৭৭০৫। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা কন্ট্রোল রুমের ইনচার্জের দায়িত্বে থাকবেন। একইভাবে দেশের ১০টি বোর্ডেই ভিন্ন ভিন্ন কন্ট্রোল রুম খোলা হবে।  
    শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুমের জন্য লিংক স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের হোমপেজে ঊীধস ঈড়হঃৎড়ষ জড়ড়স নামক মেনুতে কন্ট্রোল রুমের ইমেইল আইডি, জাতীয় মনিটরিং কমিটির সদস্যগণের ফোন নম্বর ও ইমেইল আইডি থাকবে।
    জাতীয় মনিটরিং কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) স্বপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, শিক্ষা বোর্ডসমূহের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ঢালী/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/জাহাঙ্গীর/শুকলা/আসমা/২০১৫/১৪৪৫ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১০৯


পায়রা বন্দরের মাস্টার প্ল্যান প্রণয়নে কাজ করবে বৃটেনের ওয়েলিংফোর্ড  

ঢাকা, ১ মাঘ (১৪ জানুয়ারি) :                                                                                               
        দেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দরের’ কারিগরি পরামর্শক এবং ধারনাগত মহাপরিকল্পনা (কন্সেপচুয়াল মাস্টার প্ল্যান) প্রণয়নের লক্ষ্যে কাজ করবে বৃটেনভিত্তিক গবেষণা সংস্থা এইচ আর ওয়েলিংফোর্ড সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রনমেন্টাল হাইড্রোলিকস। আজ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্রের কপি হস্তান্তর করা হয়।  
    নৌ পরিবহন মন্ত্রী  শাজাহান খানের উপস্থিতিতে চুক্তিপত্রের কপি হস্তান্তর করেন চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং এইচ আর ওয়েলিংফোর্ডের দলনেতা টিম চেসার (ঞওগ ঈঐঊঝঐঊজ)।    
    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ওয়ালিংটন গিবসন (জঙইঊজঞ ডঅখখওঘএঞঙঘ এওইঝঙঘ)।
    গতকাল পায়রা বন্দর কর্তৃপক্ষের ঢাকাস্থ কার্যালয়ে এ চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এইচ আর ওয়েলিংফোর্ড নয় মাসে কন্সেপচুয়াল মাস্টার প্ল্যাানের কাজ সম্পন্ন করবে। এ জন্য ব্যয় হবে ১৮ কোটি ৩৬ লাখ টাকা।
    উল্লেখ্য, দেশের সমুদ্র বন্দর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ চ্যানেলে ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন।
#

জাহাঙ্গীর/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/জাহাঙ্গীর/শুকলা/আসমা/২০১৫/১৩২০ ঘণ্টা   
 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon