Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী ১৮/০৯/১৫

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৭৮

আয়কর মেলার তৃতীয় দিনে ২২৩ কোটি ৭০ লাখ টাকা আদায়

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

    সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে আজ ২২৩ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৬৪৩ টাকা আয়কর আদায় হয়েছে। এ নিয়ে  মেলার তিনদিনে  মোট ৯০৩  কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৯৪৬ টাকা কর আদায় হয়েছে।  মেলায়  সেবা নিয়েছেন এক লাখ ১৯ হাজার ৮৭৩ জন এবং আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১৮ হাজার ১০৬টি। 

    বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ এর সফল বাস্তবায়নের প্রত্যয়ের সাথে সঙ্গতি রেখে এবারের আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এবং সেøাগান হলো ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’।

    আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে ঢাকার আয়কর মেলা আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

    এছাড়া, আগামী রবিবার, সোমবার ও মঙ্গলবার আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। 

#

মু’মেন/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৭৭

দেশের উন্নয়ন কর্মকা-ের সাথে প্রকৌশলীদের সম্পৃক্ততা রয়েছে
                                            -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার  মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন কর্মকা-ের সাথে  প্রকৌশলীদের সম্পৃক্ততা রয়েছে।  দেশের অবকাঠামো নির্মাণ  থেকে শুরু করে বিকাশমান অর্থনীতি ও শিল্পকর্মে প্রকৌশলীদের অবদান অনস¦ীকার্য।

    মন্ত্রী আজ ঢাকায় বিয়াম মিলনায়তনে বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স  রেজিস্ট্রেশন  বোর্ড (বিপিইআরবি) ও মুক্ত আকাশ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় উন্নয়নে প্রফেশনাল প্রকৌশলীদের গুরুত্ব’ শীর্ষক  সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)  এর  প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী শামীম  জেড বসুনিয়া ও বিপিইআরবি’র  রেজিস্ট্রার প্রকৌশলী ডি এম মওদুদ রহমান  চৌধুরী বক্তব্য রাখেন; মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী  মোঃ হাফিজুর রহমান।

    মন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাশেষে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হয় একজন মানুষের প্রকৃত শিক্ষা।  যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার  কোনো বিকল্প  নেই।  তাই প্রাতিষ্ঠানিক শিক্ষাশেষে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা অত্যাবশ্যক।

    খন্দকার  মোশাররফ  হোসেন বলেন, প্রকৌশল  পেশার মানোন্নয়নে আইইবি’র অধীন বাংলাদেশ প্রফেশনাল  ইঞ্জিনিয়ার্স  রেজিস্ট্রেশন  বোর্ডের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    মন্ত্রী বলেন, আমাদের  দেশের অনেক প্রকৌশলী উন্নত বিশ্বের  দেশগুলোতে গিয়ে কর্মক্ষেত্রে বিরল প্রতিভার স¦াক্ষর রাখছেন। প্রকৌশলীদেরকে  পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর আরো  জোর  দিতে হবে। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের  প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানের করতে হবে। প্রকৌশল  পেশা ও শিক্ষাকে যুগোপযোগী ও বাস্তবমুখী করতে বর্তমান সরকার সবধরনের সহযোগিতা করে যাচ্ছে।
#
    
শহিদুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৭৬

সরকার রংপুর বিভাগকে উন্নয়নের মডেলে পরিণত করেছে 
                                   -- এলজিআরডি প্রতিমন্ত্রী

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :

    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সরকার রংপুর বিভাগকে উন্নয়নের মডেলে পরিণত করেছে। 

    প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিদ্যুৎভবন মিলনায়তনে ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির বার্ষিক সম্মেলন-২০১৫ এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

    সমিতির সভাপতি মুফতি আহমেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব বক্তব্য রাখেন ।

    প্রতিমন্ত্রী বলেন, কোনো অঞ্চলের উন্নয়ন বা জনকল্যাণ সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সে¦চ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি রংপুরের পল্লিউন্নয়ন একাডেমি, পল্লি জনপদ প্রকল্প গ্রহণসহ বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, এসব প্রকল্প থেকে রংপুর বিভাগের মানুষ যাতে উপকৃত হন সেজন্য এ অঞ্চলের সাংবাদিকসহ সচেতন মানুষকে ভূমিকা পালন করতে হবে। তিনি সমিতির সার্বিক উন্নয়নে তাঁর সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। 

#

আহসান/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৭৫

প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট 
আকরাম হোসেন খানের মৃত্যুতে শিল্পমন্ত্রীর  শোক

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আকরাম হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

শিল্পমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, প্রবীণ আওয়ামী লীগ  নেতা অ্যাডভোকেট আকরাম হোসেন খান ছিলেন একজন জনদরদী, সৎ ও সাহসী রাজনীতিবিদ এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক। তৃণমূল পর্যায়ে মানুষের কল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা পিরোজপুরের জনগণ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। শিল্পমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে অ্যাডভোকেট আকরাম হোসেন খানের অনবদ্য অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। 

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, অ্যাডভোকেট আকরাম হোসেন খান আজ ভোরে পিরোজপুর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ................ রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

#

জলিল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮১০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৬৭৪

দেশের উন্নয়নে প্রতিটি  সক্ষম নাগরিককে কর দিতে হবে
                        --  ড. মহীউদ্দীন খান আলমগীর

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :

দশম জাতীয় সংসদের  সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে এবং স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকতে হলে দেশের প্রতিটি সক্ষম নাগরিককে অবশ্যই কর দিতে হবে। কর দেয়া মানে সরাসরি দেশের উন্নয়নে অংশীদার হওয়া এবং এ অংশীদারিত্ব সম্মানের ও মর্যাদার। তাই তিনি দেশের সকল সক্ষম নাগরিককে স্বপ্রণোদিত হয়ে কর প্রদানের মাধ্যমে  দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আজ ঢাকায় অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আয়কর মেলা-২০১৫ এর তৃতীয় দিনে কমিটির সদস্যদের নিয়ে মেলা পরিদর্শন  শেষে এক বক্তৃতায় এ আহ্বান জানান। 

কমিটির সদস্য বেগম রেবেকা মমিন, মঈন উদ্দীন খান বাদল, মো. রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান মেলা পরিদর্শন করেন। এসময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস¦  বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, দেশের উন্নয়নে কর প্রদানের কোনো বিকল্প নেই। মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়ন সাধিত হচ্ছে এবং বাজেটে বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা কমে আসছে। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকার অভিপ্রায়ে এক অগ্রযাত্রায় শামিল হয়েছি। তাই বিশ্বে আমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, কর প্রদানের জন্য মানুষের মধ্যে যে ভীতিবোধ কাজ করে সেগুলোকে দূর করা সম্ভব হলে মানুষ অবশ্যই কর দেবে। কর আদায়ে যে সকল কর্মকর্তা, কর্মচারী জড়িত তাদেরকে আরো সহজ ও সরল পন্থা উদ্ভাবন করতে হবে এবং করের আওতা বাড়াতে হবে। তবেই দেশের অধিকতর উন্নয়ন সাধিত হবে। 

সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনেও ছিল করদাতাদের উপচেপড়া ভিড়। করদাতারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় সেবা গ্রহণ, আয়কর প্রদান, ইটিআইএন নিবন্ধন ও পুনর্নিবন্ধন এবং রিটার্ন জমাদানের মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। 
#

নূরুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৬৫০ ঘণ্টা     

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon