Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ১৫ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫১৫
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মোঃ আব্দুল হাই এবং সামশুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ২০১৬-১৭ সংক্রান্ত একটি পর্যালোচনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে উল্লেখ করা হয়, ২০১৬-১৭ অর্থবছরে পানি সম্পদ মন্ত্রণালয়ে মোট ৯৮টি প্রকল্প অন্তর্ভুক্ত ছিল তন্মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত ২৬টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সমাপ্ত হয়।
নদী ড্রেজিং এ আরো সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে ড্রেজিংয়ের মাটি দিয়ে প্রয়োজনীয় স্থানসমূহের ভূমি পুনরুদ্ধার/বাঁধ/ক্রসবার নির্মাণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য বৈঠকে সুপারিশ করা হয়। প্রতিবছর বহুমানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়ছে তাই নতুন বাঁধ নির্মাণসহ বিদ্যমান বাঁধসমূহ মেরামত ও শক্তিশালীকরণ এবং নদীর নাব্যতা ও পানি ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নদনদীসমূহের চলমান ড্রেজিং কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে ভাষা আন্দোলনে শাহাদত বরণকারী মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি’র সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
রুবাইয়াত/মাহমুদ/আলী/রফিকুল/জয়নুল/২০১৮/২১১৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫১৪
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন সমীক্ষায় বাংলাদেশের অগ্রগতি
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
জাপানিজ ম্যানুফ্যাকচারিং এসএমই অনুযায়ী ‘চৎড়সরংরহম ঈড়ঁহঃৎু ভড়ৎ ঙাবৎংবধং ইঁংরহবংং ড়াবৎ ঃযব গবফরঁস-ঃবৎস’ -এর র‌্যাংকিংয়ে বাংলাদেশ ২১তম স্থান থেকে ১৪তম স্থানে উন্নীত হয়েছে।
জাপানিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিদেশি ব্যাবসায়িক লেনদেনের ওপর প্রণীত ২৯তম বার্ষিক সমীক্ষার প্রতিবেদনে টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে এই তথ্য জানানো হয়। সম্প্রতি টোকিওতে ঔধঢ়ধহ ইধহশ ভড়ৎ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়ড়ৎবৎধঃরড়হ (ঔইওঈ) এবং ঔধঢ়ধহ ওহংঃরঃঁঃব ভড়ৎ ঙাবৎংবধং ওহাবংঃসবহঃ (ঔঙও) এর যৌথ উদ্যোগে একটি সেমিনারে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 
বাংলাদেশের এই অগ্রগতি এবং এই  সমীক্ষার সময় (জুলাই-সেপ্টেম্বর, ২০১৭) যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ২০১৬ সালের জুলাইয়ের ঘটনার পর এ অগ্রগতি জাপানি ব্যাবসায়িক ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে শুরু করেছে তাই নির্দেশ করে। ফলে, ভবিষ্যতে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে আরো বিনিয়োগ করবে বলে আশা করা যায়।
ঔইওঈ প্রতিবছর যে সকল জাপানি ম্যানুফ্যাকচারিং কোম্পানিসমূহের তিন বা ততোধিক বৈদেশিক কর্মকা- রয়েছে তাদের মধ্যে এই সমীক্ষা করে থাকে। এবছর মোট ৬০২টি জাপানি কোম্পানিকে এই সমীক্ষার আওতায় আনা হয়েছিল।
#
হোসনেআরা/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৫১৩  
বিএনপি’কে তথ্যমন্ত্রীর প্রশ্ন
‘কত টাকা চুরি করলে বিচার করা যায় না?’  
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি): 
‘কত টাকা চুরি করলে বিচার করা যায় না?’ বিএনপি’র প্রতি প্রশ্ন করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘মাত্র দুই কোটি টাকার দুর্নীতিতে এই সাজা হওয়ায় বিএনপি নেতারা কাতর। আমি তাদের কাছে জানতে চাই- কত টাকা চুরি করলে বিচার করা যায় না?’
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ নেতা কাজী আরেফ আহমেদের ১৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর স্বামীবাগে কাজী আরেফ আইডিয়াল হাইস্কুলে কাজী আরেফ ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতির প্রসঙ্গে তিনি একথা  বলেন। 
তথ্যমন্ত্রী বলেন, ‘ট্রাফিক পুলিশ ট্রাক থামিয়ে একশ’ টাকা নিলে চাকুরি যায়, জেল হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা পাঁচশ’ টাকার গম চুরি করলে জেল হয়। আর সাবেক প্রধানমন্ত্রী এতিমের দুই কোটি টাকা চুরি করলে যদি বিচার না হয়, তাহলে দেশে বিচারই থাকবে না।’ ‘জনগণের কেউ চুরি করলে, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মাফ পেতে পারে। কিন্তু জনগণের প্রতিনিধি হচ্ছে জনগণের আমানত রক্ষাকারী, আমানত খেয়ানতকারীর মাফ নেই’, বলেন ইনু।  
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ নেতা কাজী আরেফ আহমেদের স্মৃতির প্রতি সম্মান দেখাতে দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে জিততেই হবে, বলেন মুক্তিযোদ্ধা ইনু।  
কাজী আরেফ ফাউন্ডেশনের সহসভাপতি হেনা খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, কাজী সালমা, পুলিশের ওয়ারী অঞ্চলের এডিসি নূরুল আমিন প্রমুখ সভায় বক্তব্য রাখেন। 
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৮/১৯৪৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৫১১
‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ গ্রন্থটি ইতিহাস বিকৃতির জবাব
                                          --- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু’ গ্রন্থটি বঙ্গবন্ধু ও জাতিকে নিয়ে ইতিহাস বিকৃতি, তথ্য ধামাচাপা ও মিথ্যাচারের জবাব। 
আজ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়াধীন পিআইবি প্রকাশিত এ গ্রন্থের তৃতীয় খ-ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
মন্ত্রী বলেন, গ্রন্থটি সাক্ষ্য দিচ্ছে, বঙ্গবন্ধু কি দূরদর্শিতা, সাহসিকতা নিয়ে বাঙালির অধিকার, স্বাধীনতার ক্ষেত্র তৈরি করেছেন এবং তা অর্জন করেছেন। বাঙালিদের উপর, বঙ্গবন্ধুর উপর পাকিস্তানি নির্যাতন এবং বঙ্গবন্ধু যে শত অত্যাচারের মুখেও তাদের সাথে কোনো মিটমাট করেননি তারও সাক্ষী এই সংবাদপত্রের দলিল, বলেন  হাসানুল হক ইনু। 
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘নিরপেক্ষতার নামে গণমাধ্যম কখনো অন্যায় ও অপরাধীর পক্ষ নিতে পারে না’।
পিআইবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর স¦াগত বক্তব্য রাখেন। 
#
আকরাম/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫১০
ইতালির আন্তর্জাতিক ট্যুরিজম মেলায় বাংলাদেশের অংশগ্রহণ
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
গত  ১১-১৩ ফেব্রুয়ারি ইতালির মিলানে ইড়ৎংধ উবষ ওহঃবৎহধঃরড়হধষ ঞড়ঁৎরংসড় (ইওঞ)  আন্তর্জাতিক পর্যটন মেলায় বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের নেতৃত্ব একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। ইতালির পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আগ্রহী করে তোলার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ২০১২ সাল থেকে এ মেলায় সফলভাবে অংশগ্রহণ করে আসছে। এবছর অত্যন্ত আকর্ষণীয়ভাবে মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন সজ্জিত করা হয়। প্যাভিলিয়নে বাংলাদেশের পর্যটন আকর্ষণসমূহ তুলে ধরার পাশাপাশি সংগীত, নৃত্য ও ফ্যাশন শো’র মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরা হয়। বিপুলসংখ্যক দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়নে আসেন এবং বাংলাদেশ ভ্রমণের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। 
এর আগে এ কে এম শাহজাহান কামাল মিলানের মেয়র এরঁংবঢ়ঢ়ব ঝধষধ এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মেয়রকে অবহিত করেন। এছাড়া তিনি বাংলাদেশে ইতালির পর্যটকদের আগমন বৃদ্ধির লক্ষ্যে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। 
পরে মন্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। এসময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ড. মোঃ নাসির উদ্দিনসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ও মিলানে বাংলাদেশের কনসুলেটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত ইতালিয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে আমন্ত্রণ জানান। 
মন্ত্রী বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি বাংলাদেশি নাগরিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
#
তুহিন/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৫০৯
মিট দ্য প্রেস অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী
মার্চে বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার সব শর্ত একসাথে পূরণ করবে
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
সম্প্রতি আইএমএফ’র এক রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ায় এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান বাংলাদেশ, অচিরেই এ অঞ্চলের সর্ববৃহৎ অর্থনৈতিক বাজার হবে বাংলাদেশ। আগামী মার্চেই বাংলাদেশ এলডিসি থেকে বের হওয়ার জন্য যে তিনটি কম্পোনেন্ট রয়েছে তা একই সাথে অর্জন করবে এবং বাংলাদেশই একমাত্র দেশ যারা একই সাথে তিনটি কম্পোনেন্ট অর্জন করে এলডিসি থেকে বের হয়ে যাবে। বাংলাদেশ হবে এশিয়া অঞ্চলে পঞ্চম টাইগার।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, শুধু বিদ্যুৎ ও জ¦ালানির নিশ্চয়তা দিতে পারলে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না। এলএনজি আমদানি শুরু হলে, সেই সমস্যা থাকবে না। সম্প্রতি ভোলায় দু’টি নতুন গ্যাসফিল্ড আবিষ্কার হয়েছে। দেশে বর্তমানে মজুত আছে ২৭ টিসিএফ গ্যাস যা বর্তমান ধারায় ব্যবহার হতে থাকলে আগামী ১৪ বছরে শেষ হয়ে যেত কিন্তু এ নতুন দু’টি গ্যাসফিল্ড যুক্ত হওয়াতে মজুত বাড়বে ১ দশমিক ৫ টিসিএফ। গত একবছরে দেশে সর্বোচ্চ কর্মসংস্থান হয়েছে। গতবছরে ৩৭ লাখ কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ ৩০ হাজার মানুষ বিদেশে গেছে। দেশে কর্মসংস্থান হয়েছে ১৪ লাখ। এছাড়া এজেন্ট ব্যাংকিংয়ে ২০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রত্যেক গ্রামে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে গেছে। হাওর অঞ্চলের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। 
মুস্তফা কামাল আরো জানান, আবাসনখাতে প্রবৃদ্ধি ভালো হচ্ছে। রপ্তানিখাতে প্রবৃদ্ধি বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ। প্রবাসী আয় বেড়েছে। পুঁজিবাজার সূচক ৬ হাজার ১০০ এর ওপরে। গড় লেনদেন একদিনে ৭৭৫ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক ভাল। দেশে নির্ভরশীল মানুষের সংখ্যা কমছে। রেমিটেন্সের দিক থেকে সারাবিশ্বে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে ব্যাবসা করেন, তারা যখন বুঝবেন দেশে ব্যাবসা করাই লাভজনক, তখন আর বিদেশে পাচার করবেন না। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা।
এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, আইএমইডি’র সচিব মফিজুল ইসলাম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ, বিআইডিএস’র মহাপরিচালক কে এস মুর্শিদ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক আমির হোসেন।
#
তৌহিদুল/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫০৮
রেলওয়ের বাস্তবায়নাধীন প্রকল্পের পর্যালোচনা সভা
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হকের সভাপতিত্বে রেলভবনে আজ ভারতীয় নমনীয় ঋণের আওতায় বাংলাদেশ রেলওয়েতে বাস্তবায়নাধীন ও গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান সভায় উপস্থিত ছিলেন।
ভারতীয় অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের প্রকল্প বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ লাইন এর মধ্যে অন্যতম। প্রকল্পভিত্তিক আলোচনা ও বিদ্যমান সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, প্রথম লাইন অভ্ ক্রেডিট-এ (এলওসি) বাংলাদেশ রেলওয়েতে ১২ টি প্রকল্প চলমান আছে, ২য় এলওসিতে ৩ টি এবং ৩য় এলওসিতে ২ টি প্রকল্প ধরা হয়েছে।
রেলপথ সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রেলওয়ে উপদেষ্টা দিব্যাঞ্জন রায় এবং ভারতের এক্সিম ব্যাংক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
#
শরিফুল/অনসূয়া/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬০২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫০৭
আগামী মার্চ মাসের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে বাংলাদেশ
                                                   --- এলজিআরডি মন্ত্রী
জামালপুর, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দিনক্ষণ নির্ধারণ করে উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। বাংলাদেশ আগামী মার্চ মাসে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
মন্ত্রী আজ জামালপুর আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে নি¤œ-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বিশে^ সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলেও এ দেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ফলে জাতীয় আয়ও প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। 
মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা কোনো কাজ করেন না, তিনি যা করেন, জনগণকে সাথে নিয়েই করেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ আজ বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে ২টি স্প্যান স্থাপন করা হয়েছে। আগামী মাসে তৃতীয় স্প্যান স্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য রেজাউল করিম হীরা, ফরিদ উল হক দুলাল ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সমন্বয়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবির এবং পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
#
জাকির/অনসূয়া/রিফাত/রফিকুল/শামীম/২০১৮/১৬৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫০৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৩তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। 
বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, শামসুল হক চৌধুরী এবং আলী আজম অংশগ্রহণ করেন। 
৪২তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের পর বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। আলোচনাকালে জানানো হয়, ইতিমধ্যে সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী বাংলা, রোমান ও অলচিকিবর্ণমালা সমর্থিত  ছয় জনপ্রতিনিধি নিয়ে গঠিত কমিটিকে সাঁওতালিদের নিজস্ব ভাষার বর্ণমালা সম্পর্কে ২৩ জানুয়ারির মধ্যে স্থায়ী কমিটির সভাপতি বরাবর লিখিতভাবে জানানোর সুপারিশ করা হয়। কিন্তু কমিটির সদস্যগণ এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া প্রদান করেনি। সে কারণে স্থায়ী কমিটি সাঁওতাল জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক মুদ্রণ না করার সুপারিশ করে। 
বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের ডাটাবেইজ এবং শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হয়। ডাটাবেইজে শিক্ষকদের ব্যক্তিগত ও চাকুরিকালীন, বিদ্যালয়ের অবকাঠামো, বই বিতরণ, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, উপবৃত্তির অর্থ প্রেরণ, ডিপিই কন্ট্যাক্ট অ্যাপস, মোবাইল এসএমএস এর ব্যবহার, অনলাইনে প্রশ্ন প্রণয়ন ও শিক্ষক নিয়োগ, ই-মনিটরিং কার্যক্রম, ই-প্রাইমারি স্কুলসিস্টেম ও বাৎসরিক বিদ্যালয় শুমারির তথ্য সংরক্ষণ করা হবে বলে কমিটিকে জানানো হয়।  এসময় কমিটি পরবর্তী বৈঠকে ডাটাবেইজ তৈরির অগ্রগতির বাস্তব প্রমাণসহ সকল খালিপদে শিক্ষক নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করে। 
এছাড়া, বৈঠকে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শূন্যপদে চাকুরি আত্মীকরণসহ টিইও ও এটিইওদের কর্মবণ্টনের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।   
#
নুরুল/অনসূয়া/রিফাত/রফিকুল/শামীম/২০১৮/১৫১৬ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫০৫ 
বিএবি’র অ্যাক্রেডিটেশন সনদ পেল পাঁচ দেশীয় ও বহুজাতিক ল্যাবরেটরি  
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি): 
আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আজ ৫টি দেশীয় ও বহুজাতিক ল্যাবরেটরিকে ‘অ্যাক্রেডিটেশন সনদ’ দিয়েছে। এগুলো হচ্ছে- বহুজাতিক প্রতিষ্ঠান এসজিএস বাংলাদেশ লি. ও আইটিএস ল্যাবটেস্ট লি., দেশীয় টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি এসিআই সোর্সিং ও মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি বিএমটিআই এবং ইউনাইটেড হসপিটাল মেডিক্যাল টেস্টিং ল্যাবরেটরি।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ ল্যাবরেটরিগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন সনদ তুলে দেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্্। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।  
প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব বলেন, অতীতে পণ্যের গুণগতমানের জন্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি হোঁচট খেয়েছে। এ অবস্থার উত্তরণে বর্তমান সরকার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বিএসটিআইকে শক্তিশালী করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে বিএবি’র কর্মপরিধি সম্প্রসারণের পাশাপশি এর প্রচারণা জোরদার করা হবে। পণ্য উৎপাদন ও গুণগতমান নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্বপালন করে শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রাকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।  
অনুষ্ঠানে ল্যাবরেটরির প্রতিনিধিরা বাংলাদেশে অ্যাক্রেডিটেশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিএবি’র প্রশংসা করেন। তারা বলেন, বিএবি’র অ্যাক্রেডিটেশন ও প্রশিক্ষণ কার্যক্রমের ফলে ইতিমধ্যে দেশে স্থাপিত স্থানীয় ও বহুজাতিক ল্যাবরেটরিগুলোর গুণগতমান বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ল্যাবরেটরিগুলো থেকে প্রদত্ত অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণযোগ্য হয়েছে। তারা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের কর্মপরিধি বিস্তারের পাশাপাশি এর কার্যক্রম সম্পর্কে প্রচার-প্রচারণা বৃদ্ধির তাগিদ দেন। 
বিএবি’র মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহিদুল ইসলাম, ইউনাইটেড হসপিটালের প্রতিনিধি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক জাহিদ মাহমুদ, বিএমটিএল’র নির্বাহী পরিচালক ড. আহসানুল জলিল, এসিআই সোর্সিং এর ব্যবস্থাপক শেখ এরশাদ উদ্দিন, আইটিএস ল্যাবটেস্ট বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক গৌতম কুমার রায় এবং এসজিএস বাংলাদেশ লিমিটেডের বাংলাদেশ কান্ট্রি বিজনেস ম্যানেজার আব্দুর রশিদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।     
#
জলিল/অনসূয়া/রিফাত/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫০৪  
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ৩ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি) :  
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠক কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।  
কমিটির সদস্য ও মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, শামসুল হক টুকু, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ‘গাজীপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮’ এবং ‘রংপুর মহানগরী পুলিশ বিল, ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষানিরীক্ষা করে আগামী বৈঠকের পূর্বে সংশোধিত আকারে রিপোর্ট উপস্থাপনের জন্য শামসুল হক টুককে আহবায়ক করে চার সদস্যের একটি সাবকমিটি গঠন করা হয়েছে। সাবকমিটির সদস্যরা হলেন - আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী। 
বৈঠকে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী, মহাপুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নুরুল/অনসূয়া/রিফাত/সুবর্ণা/রেজ্জাকুল/আসমা/২০১৮/১২৪০ ঘণ্টা
Todays handout (8).docx Todays handout (8).docx