Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী ২৩ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী                                                        নম্বর : ১৬৩৩
 
প্রযুক্তির ফলে দেশে শোরুমভিত্তিক ব্যবসা ক্রমান্বয়ে বিলীন হবে
                                            -- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে শোরুমভিত্তিক প্রচলিত ব্যবসা ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে। সেদিন বেশি দূরে নয় যে দিন ব্যবসা বলতেই বুঝতে হবে ডিজিটাল কমার্স। এটাই ডিজিটাল বাংলাদেশের সুফল।
 
মন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওয়ে দারাজের সর্টিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, যথাযথ শিক্ষা পেলে অসম্ভবকে সাধন করতে পারে মানুষ। প্রযুক্তির লেটেস্ট ভার্সন বিগডেটা, রোবটিক, আইওটি কিংবা ব্লকচেইন আজকের দুনিয়ায় সবই দরকার। তবে মানুষের প্রয়োজনে প্রযুক্তিকে যেভাবে ব্যবহার করা দরকার সেভাবেই ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের মানুষের জীবনমানের যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রতিদিন ১ হাজার ২৪ কোটি টাকা মোবাইল ফোনে লেনদেন হচ্ছে। প্রচলিত জীবন থেকে দেশের মানুষ নতুন জীবনে অভ্যস্ত হয়ে উঠছে, যা ছিল  কল্পনারও বাইরে।
 
অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, দারাজের দুই চিফ এক্সিকিউটিভ অফিসার রিয়ারকে মিক্কেলসেন ও জোনাথন ডোয়ার এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাহিদুল হক বক্তৃতা করেন।
 
এর আগে মন্ত্রী ঢাকার কাওরান বাজারে আইসিটি পার্কে সিসটেক স্মার্ট অফিস উদ্বোধন করেন।
 
  বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সভাপতি আব্দুল্লা এইচ কাফি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।
 
#
 
শেফায়েত/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬৩২
 
বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে চায় চীনা কোম্পানি
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
বাংলাদেশে একটিভ ফার্মাসিউটিকেল ইনগ্রেডিয়েন্টস (অচও), বায়োটেকনোলজি এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় ফরচুন-৫০০ ভুক্ত চীনা কোম্পানি তঞঊ। আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ 
(বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে ঢাকায় বিডা কার্যালয়ে তঞঊ এবং মাগুরা গ্রুপের দশ সদস্যের একটি যৌথ প্রতিনিধিদল সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেছেন এই চীনা কোম্পানির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ভিওনসেন গু।
তঞঊ এবং মাগুরা গ্রুপ যৌথ বিনিয়োগে একটিভ ফার্মাসিউটিকেল ইনগ্রেডিয়েন্টস (অচও) ও জৈব প্রযুক্তির বিভিন্ন উপাদান যেমন: হরমোন, এনজাইম, ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ডিএনএ প্রভৃতি উৎপাদন করার জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চায় বাংলাদেশে। এসব কারখানার জন্য প্রাথমিক পর্যায়ে ৫০০ হেক্টর এবং পর্যায়ক্রমে তিন হাজার একর জমি বরাদ্দ চান ভিওনসেন গু। এছাড়াও তারা বাংলাদেশে একটি স্মার্ট সিটি গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন।
কাজী মোঃ আমিনুল ইসলাম বার্ষিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারের এই চীনা প্রতিষ্ঠানটির প্রশংসা করেন এবং বাংলাদেশে তাদের বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রয়োজনীয় এপিআই-এর অধিকাংশই আমাদের আমদানি করতে হয়। সেক্ষেত্রে এপিআইখাতে বিনিয়োগ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিনিয়োগের বিভিন্ন নিয়ামক যেমন: সড়ক যোগাযোগ ও পরিবহণ, বিদ্যুৎ, জ্বালানি, প্রভৃতি খাতের দ্রুত উন্নয়নের ফলে বাংলাদেশে এখন বিনিয়োগের অত্যন্ত সুবিধাজনক পরিবেশ বিরাজ করছে। তিন হাজার একর জমি সরবরাহ করতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশে শিল্পকারখানা স্থাপনের জন্য জমি লিজ/ভাড়ার হার প্রতিবেশী রাষ্ট্রসমূহের তুলনায় কম। তাছাড়া রপ্তানিমুখী শিল্পের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন হারে কর মওকুফ করেছে।’
#
শহীদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৬৩১
 
অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে
                                              -- ধর্ম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
 
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের অসংগতি এবং অকার্যকারিতার কথা বুঝতে পেরে বঙ্গবন্ধু একটি ধর্ম নিরপেক্ষ স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই শুরু করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে অন্যতম মূলনীতি হিসেবে সংযোজন করা হয়। ধর্ম নিরপেক্ষতার আদর্শ ধারন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার  সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
 
প্রতিমন্ত্রী আজ সচিবালয় তাঁর কার্যালয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৮১ তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 
 
সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন অনুদান বিতরণের বিষয়টি একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শুভ বুদ্ধ পূর্ণিমা-২০১৯ উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাস্টের সদস্যগণ আগামী ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৮ মে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয়। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আগামী ১৭ই মে একটি শান্তি র‌্যালি বের করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সংসদ সদস্য বাসন্তী চাকমা,  ভাইস চেয়ারম্যান স্প্তু ভূষণ বড়ুয়া, ট্রাস্টি ও  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  মোঃ আনিছুর রহমান, ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া, দীপক বিকাশ চাকমা, মং কয্ চং চৌধুরী, খে মংলা রাখাইন, দীপংকর বড়ুয়া ও ডালিম কুমার বড়ুয়া অংশগ্রহণ করেন। 
 
#
 
আনোয়ার/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬৩০
 
প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে
                           --- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে সুষ্ঠুভাবে কর্মসম্পাদনে সহায়তা করে। কিন্তু, প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে প্রয়োগ না করলে প্রশিক্ষণ ফলপ্রসূ হয় না। তাই প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে বাস্তব জীবনে সঠিক প্রয়োগ ঘটাতে হবে।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হংকং বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ফিডব্যাক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরো দক্ষ নেতৃত্ব গুণসম্পন্ন, ঝুঁকি ব্যবস্থাপনায় সক্ষম ও আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে জনপ্রশাসনকে আরো গতিশীল ও জনমুখী করে গড়ে তোলার আহ্বান জানান। তিনি এ সময় প্রশাসনকে আরো গতিশীল করতে তথ্যপ্রযুক্তির অধিক ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন। 
হংকংয়ের ঞযব ঐড়হম কড়হম টহরাবৎংরঃু ঝপযড়ড়ষ ড়ভ চৎড়ভবংংরড়হধষ ধহফ ঈড়হঃরহঁরহম ঊফঁপধঃরড়হ এ এই কোর্সটি অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহব্যাপী গধহধমরহম ঢ়ঁনষরপ ংবৎারপবং রহ ঃযব রহংঃরঃঁঃরড়হধষ রহঃবমৎরঃু, ংঁংঃধরহধনষব ফবাবষড়ঢ়সবহঃ ধহফ ধফাধহপবফ ঃবপযহড়ষড়মু ধঢ়ঢ়ষরপধঃরড়হং শীর্ষক এই কোর্সে সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যায়ের মোট ত্রিশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 
#
 
শিবলী/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৬২৯
 
কোনো টিভি চ্যানেল বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়, আইন মানতে হবে 
                                                               -- তথ্যমন্ত্রী
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, কোনো টিভি চ্যানেল বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়, সম্প্রচারের ক্ষেত্রে দেশের আইন মানতে হবে।
আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রচার শুধু বাংলাদেশে নয়, সব দেশেই আইনত নিষিদ্ধ। দীর্ঘদিন ধরে এ খাতে আইনভঙ্গের রীতি ও বিশৃঙ্খলতা চলে আসলেও আমরা একে নিয়মের মধ্যে আনার বিষয়ে আন্তরিক। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারকে এ বিষয়ে সহায়ক ভূমিকা পালনের জন্য ধন্যবাদ।’
তথ্যমন্ত্রী সভায় জানান, ‘বিদেশি চ্যানেলগুলোর ক্লিনফিড (বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার) চালাবার জন্য তথ্য মন্ত্রণালয় যে দু’টি বিদেশি চ্যানেল বিতরণকারী প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছিল, তারা প্রাথমিক জবাব দিয়ে পরবর্তী কার্যক্রম জানাবার জন্য ১৫ দিন সময় চেয়েছিল। সে মেয়াদ এখনো শেষ হয়নি। তবে মনে রাখতে হবে, আইন বলবৎ করতে কাউকে অনির্দিষ্টকাল সময় দেয়া হবে না।’
‘কেব্ল অপারেটরদেরকেও এ বছরের শেষ নাগাদ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের জন্য আহ্বান জানানো হয়েছে’ উল্লেখ করেন মন্ত্রী। 
গুগল, ইউটিউব, নেটফ্লিক্স প্রভৃতি অনলাইন মাধ্যমে বিজ্ঞাপন প্রচারও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে আনা হবে, বলেন ড. হাছান মাহ্মুদ। 
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতৃবৃন্দের বক্তব্যের সাথে একমত পোষণ করে এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতে বিদেশি চ্যানেল ডাউনলিংক করার ফিসের সমতা আনতেও সরকার সচেষ্ট হবে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আহ্বায়ক রেজওয়ানুল হক রাজাসহ সাংবাদিক শাকিল আহমেদ, মানস ঘোষ, সৈয়দ ইশতিয়াক রেজা, রাশেদ আহমেদ, রাহুল রাহা, মামুনুর রহমান খান, দীপ আজাদ, সাইফুল ইসলাম দিলাল, মোহাম্মদ নুর সাফা জুলহাস, ফাহিম উদ্দীন, নজরুল কবীর এবং মোঃ হারুন-অর-রশীদ তালুকদার প্রমুখ এ সময় অবিলম্বে বিদেশি চ্যানেলে বেআইনিভাবে বিজ্ঞাপন প্রচার বন্ধ, টিভি চ্যানেলে গণমাধ্যমকর্মী ছাঁটাই বন্ধের লক্ষ্যে গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন দ্রুত বাস্তবায়ন, এশিয়া মিডিয়া সামিট আয়োজনে তথ্য মন্ত্রণালয়ের সহায়তা ও চাকুরিচ্যুত গণমাধ্যমকর্মীদের জন্য আপৎকালীনভাতা বরাদ্দের অনুরোধ জানান। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম সভায় উপস্থিত ছিলেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর :  ১৬২৮
 
নাটক সভ্যতাকে এগিয়ে নেওয়ার বাহন 
                               -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, নাটক জীবনের প্রতিচ্ছবি এবং সভ্যতাকে এগিয়ে নেওয়ার বাহন। 
 
আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালার পরিবীক্ষণ থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায় সদস্য ও নাট্যকার কানাই চক্রবর্ত্তী রচিত ‘আনন্দের মুক্তি চাই ও অন্যান্য নাটক’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাঙালি জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও তেমনি দেশের ঐতিহ্য-শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চাকে লালনে বদ্ধপরিকর।’ 
 
ড. হাছান মাহ্মুদ এ সময় নাট্যকার ও জ্যেষ্ঠ সাংবাদিক কানাই চক্রবর্ত্তী  ও মহাকাল নাট্য সম্প্রদায়ের তিনযুগব্যাপী নাটক ও অন্যান্য সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন। 
 
মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য এড. আফজাল হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ বিশেষ অতিথি হিসেবে এবং একুশে পদকপ্রাপ্ত নাট্যকার আতাউর রহমান, কবি আসাদ মান্নান, অধ্যাপক ড. রতন সিদ্দিকী, ঝুমঝুমি প্রকাশনীর প্রকাশক শায়লা রহমান তিথি সভায় বক্তব্য রাখেন।
 
সভাশেষে ‘যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান’ গীতি আলেখ্য এবং কানাই চক্রবর্ত্তী রচিত ‘আনন্দের মুক্তি চাই’ নাটক থেকে পাঠ পরিবেশিত হয়।
 
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯১০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬২৭
 
বিআইডব্লিউটিএ’র ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী তীর দখলমুক্ত করতে আজ ঢাকা নদী বন্দরের আওতাধীন ঢাকার তুরাগ থানা ও গাজীপুরের টঙ্গি থানার কামারপাড়া স্লুইচ গেট থেকে টঙ্গি ব্রিজ পর্যন্ত তুরাগ নদীর উভয় তীরে দু’টি পাঁচতলা, চারটি চারতলা, ছয়টি তিন তলা, আটটি দোতলা, ছয়টি একতলা ভবন এবং ১২টি আধাপাকা ভবন, ১২টি টিনশেড, দু’টি বাউন্ডারি ওয়াল, ৬১টি টিনের ঘরসহ মোট ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, তিনটি বালুর গদি অপসারণ এবং দু’একর তীরভূমি অবমুক্ত করেছে। 
এছাড়া ১৪ লাখ ২৮ হাজার টাকার পণ্য নিলাম করেছে। নদীর তীরে অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬২৬
 
লবণ শিল্পের উন্নয়নে লবণ বোর্ড গঠন করা হবে
                                      --- শিল্পমন্ত্রী
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
লবণ চাষিদের সুরক্ষা এবং লবণ শিল্পের উন্নয়নে একটি লবণ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ বোর্ডে লবণ শিল্প সংশ্লিষ্ট সকলের প্রতিনিধিত্ব থাকবে। এর মাধ্যমে লবণ শিল্পের আধুনিকায়ণ এবং লবণ চাষিদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 
বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির নেতাদের সাথে শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে শিল্পমন্ত্রী আজ এসব কথা জানান। বৈঠকে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নূরুল কবির, সিনিয়র সহসভাপতি মোঃ মোতাহেরুল ইসলাম, সহসভাপতি ওমর ফারুক মিঠু, কার্যনির্বাহী সদস্য আব্দুস সুকুর, আবু হানিফ ভূইয়া, মীর আহমেদ, মোঃ কামাল শরীফ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান ডা. মোঃ আখতারুজ্জামান, বিসিকের পরিচালক (প্রকল্প) আতাউর রহমান ছিদ্দিকী, সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলমসহ মালিক সমিতির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
লবণ শিল্পের সমস্যা ও উত্তরণ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সোডিয়াম সালফেট আমদানি করে তা ভোজ্য লবণ হিসেবে বাজারজাতকরণ, বাণিজ্যিকভাবে আমদানিকৃত সোডিয়াম সালফেটের ওপর শুল্কহার বৃদ্ধি, কসটিক সোডা উৎপাদনকারী কারখানাগুলোর অনুকূলে যাচাই বাছাই করে সোডিয়াম ক্লোরাইড আমদানির অনুমতি প্রদান এবং লবণ বোর্ড গঠনের বিষয়ে আলোচনা হয়। 
বৈঠকে লবণ মিল মালিক সমিতির নেতরা বলেন, লবণ আমদানিতে ৯৩ শতাংশ শুল্ক পরিশোধ করতে হলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাত্র ৩২ শতাংশ শুল্কে সোডিয়াম সালফেট আমদানি করে তা প্যাকেটজাত লবণ হিসেবে বাজারে বিক্রি করছে। এর ফলে প্রকৃত লবণ মিল মালিক ও লবণ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 
শিল্পমন্ত্রী বলেন, দেশীয় লবণ চাষিদের স্বার্থ সুরক্ষা সরকারের দায়িত্ব। লবণ চাষিদের বাঁচাতে সরকার সম্ভব সব ধরণের নীতি সহায়তা দেবে। শুল্ক সুবিধা নিয়ে সোডিয়াম সালফেট আমদানি করে তা ভোজ্য লবণ হিসেবে বাজারে বিক্রয় বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ লক্ষ্যে দ্রুত দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। 
এ লক্ষ্যে একটি সুনির্দিষ্ট প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে প্রেরণের জন্য মন্ত্রী মালিক সমিতির প্রতি পরামর্শ দেন। লবণ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিসিকের মাধ্যমে উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। 
#
জলিল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬২৫
 
চীনা প্রতিনিধিদলের মতবিনিময়
প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ জনপ্রশাসন সচিবের
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
চীনের কুনমিংয়ে অবস্থিত ইউনান একাডেমি অভ্ গভর্নেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াং মিং সু এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় সফর করেন। সফরকালে চীনা প্রতিনিধিদল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য চীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে জনপ্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখাসহ প্রশিক্ষণের পরিধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উভয় দেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আয়োজিত প্রশিক্ষণে দু’দেশের নবীন সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র তৈরিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। 
সফরকারী প্রতিনিধিদল এ সফরে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে ধন্যবাদ জ্ঞাপন করে চীনের বিভিন্ন প্রশিক্ষণে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের পারফর্মেন্সের প্রশংসা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পরিদর্শন করে প্রশিক্ষণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। 
এ সফরের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারি কর্মকর্তাগণের চীনে প্রশিক্ষণ কার্যক্রম আরো সম্প্রসারণসহ ভবিষ্যতে উভয় দেশের কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
#
শিবলী সাদিক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                              নম্বর : ১৬২৪
 
সমবায় প্রতিমন্ত্রীর সাথে রীভা গাঙ্গুলীর সাক্ষাৎ
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সাথে তাঁর সচিবালয়স্থ অফিসকক্ষে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, স্যানিটেশন ব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং পল্লী উন্নয়নে গৃহীত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। 
হাইকমিশনার নগরের জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি বিশুদ্ধকরণে ভারতীয় সরকারের সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি স্যানিটেশনে বাংলাদেশের উল্লেখ্যযোগ্য অগ্রগতি এবং যোগাযোগসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’ সম্পর্কে ভারতীয় হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, অত্র মন্ত্রণালয় বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং পল্লী উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একত্রে কাজ করতে আগ্রহী। 
 
#
আহসান/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৩৯ ঘণ্টা 
তথ্যবিবরণী                              নম্বর : ১৬২৩
 
পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের চুক্তিপত্র স্বাক্ষর
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
সরকার পায়রা বন্দরের মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ছয়টি বার্থসহ কমপক্ষে দু’টি টার্মিনাল নির্মাণ এবং ১০ দশমিক ৫০ মিটার গভীরতার চ্যানেল সংরক্ষণের লক্ষ্যে ‘পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষাঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়নে একনেক সভায় ৩ হাজার ৯ শত ৮২ দশমিক ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং কোরিয়ার তিনটি কোম্পানির (জয়েন্ট ভেঞ্চার) মধ্যে একটি চুক্তিপত্র আজ নৌপরিবহন মন্ত্রনালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত হয়েছে। কোম্পানি তিনটি হলো-কুনহা ইঞ্জিনিয়ারিং এন্ড কনসাল্টিং কোম্পানি লিমিটেড (কঁহযধি ঊহমরহববৎরহম ্ ঈড়হংঁষঃরহম ঈড়সঢ়ধহু খরসরঃবফ), দায়েইয়ং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (উধবুড়ঁহম ঊহমরহববৎরহম ঈড়সঢ়ধহু খরসরঃবফ) এবং হেরিম আর্কিটেক্টস এন্ড প্লানার্স কোম্পানি লিমিটেড (ঐববৎরস অৎপযরঃবপঃং ্ চষধহহবৎং ঈড়সঢ়ধহু খরসরঃবফ)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদের উপস্থিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম. জাহাঙ্গীর আলম, কুনহা ইঞ্জিনিয়ারিং এন্ড কনসাল্টিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট জিয়ং লানোহ (ঔঊঙঘএ খঅঊঘঙঐ), দায়েইয়ং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর দায়ে জিনকিম (উঅঊ ঔওঘকওগ) এবং হেরিম আর্কিটেক্টস এন্ড প্লানার্স কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ইউন স্যাঙজো (ঊটঘ ঝঅঘএঔঙ) । 
এ প্রকল্পের আওতায় স্লোপ প্রোটেকশনসহ জেটি, ইউটিলিটি সার্ভিস এবং ইয়ার্ড সুবিধাসহ টার্মিনাল, অস্থায়ী জেটি এবং বিদ্যমান পানি উন্নয়ন বোর্ড রোড পুনঃনির্মাণ, মেরিন ক্রাফ্ট এবং ইয়ার্ড ইক্যুইপমেন্ট ক্রয়, ছয়-লেন বিশিষ্ট সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘের পোর্ট এক্সেস রোড, ছয়-লেন বিশিষ্ট মিডিয়াম সেতু (৫২০ মিটার) এবং প্রায় ১০৫০ মিটার দীর্ঘ ছয়-লেন বিশিষ্ট রিভার ক্রসিং ব্রিজ নির্মাণ করা হবে ।
উল্লেখ্য, পায়রা বন্দর বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে বাস্তবায়নাধীন ১০টি ‘ফাস্ট ট্র্যাক’ প্রকল্পের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকার পায়রা বন্দরের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় স্বল্প পরিসরে বন্দরের কার্যক্রম শুরু করার লক্ষ্যে বহিঃনোঙ্গরে বড় জাহাজ (গড়ঃযবৎ ঠবংংবষ) থেকে মালামাল খালাস করে বিভিন্ন নৌ-রুটের মাধ্যমে দেশের অভ্যন্তরে পরিবহন করা হচ্ছে। 
 
   #
 
জাহাঙ্গীর/অনসূয়া/নাছির/রবি/শামীম/২০১৯/১৪৫৩ ঘণ্টা 
        
তথ্যবিবরণী                                  নম্বর : ১৬২২
 
জেনোসাইড কর্নার বিদেশিদের জন্য পরিদর্শনের ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়
 
ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) :
ঐতিহাসিক ভবন সুগন্ধায় সম্প্রতি স্থাপিত জেনোসাইড কর্নারটি এখন হতে বিদেশ থেকে আগত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী, এমপি ও বিদেশি কূটনীতিকদের পরিদর্শনের এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর গ্রহণের ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাছাড়া সারাদেশের স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা গণহত্যা বিষয়ে জানার জন্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জেনোসাইড কর্নারটি পরিদর্শন করতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, স্বাধীনতার ৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণহত্যার শিকার মহান শহিদদের স্মরণে একটি জেনোসাইড কর্নার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ১৯৭১ সালের গণহত্যার শিকার হওয়া ৩০ লাখ মানুষকে স্মরণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষণ করা হয়েছে। 
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, ঐতিহাসিক এ স্থান থেকেই ইয়াহিয়া খান গণহত্যার আদেশ দেন। এই ভবনেই বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাথে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। গণহত্যার স্বীকৃতি আদায় কার্যক্রমের অংশ হিসেবে এ ভবনে জেনোসাইড কর্নারটি গড়ে তোলা হয়েছে এবং গত ১৮ এপ্রিল তা উদ্বোধন করা হয়। 
 
#
 
তৌহিদুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৪০৫ ঘণ্টা 
 
 
Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon