Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুন ২০২১

তথ্যবিবরণী ২১ জুন ২০২১

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২৮৮৮ 

 

ফিলিস্তিনি জনগণের জন্য পাঠানো বাংলাদেশি ঔষধসামগ্রী হস্তান্তর

 

আম্মান (জর্ডান), ৭ আষাঢ় (২১ জুন) :  

          জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফিলিস্থিনের জনগণের জন্য সাহায্য হিসেবে প্রেরিত ঔষধসামগ্রী হস্তান্তর করেছে। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানে ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে জর্ডান হাশেমাইট চ্যারিটি সংস্থার মহাসচিব ড. হুসেইন শিবলির কাছে বাংলাদেশ সরকারের এই সাহায্য হস্তান্তর করেন। উল্লেখ্য ফিলিস্তিনিদের কাছে সহায়তা পৌঁছানোর জন্য জর্ডান হাশেমাইট চ্যারিটি ফাউন্ডেশানই একমাত্র সংস্থা যারা জর্ডান সরকার ও দখলদার ইসরাইলি সরকারের সাথে সমন্বয় করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সহায়তা ফিলিস্তিন ভূখণ্ডে পৌঁছে দেয়। বাংলাদেশের বিকন গ্রুপ থেকে প্রাপ্ত এই ঔষধ হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর থেকেই  ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ সর্বদা সোচ্চার এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সবসময়েই সহমর্মিতা পোষণ করে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রদত্ত তাঁর প্রথম ভাষণেও ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা পোষণ করে সকল দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়ে ছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁরই ধারাবাহিকতায় ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সুদৃঢ় অবস্থান বজায় রেখেছেন। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় এই মূলমন্ত্রের আলোকে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি পরিচালিত করে আসছে। বিশ্বের সকল নিপীড়িত ও শোষিত মানুষের প্রতি বাংলাদেশের রয়েছে অকুণ্ঠ সমর্থন এবং বাংলাদেশ সকল ধরনের দখলদারিত্বের অবসান কামনা করে। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য জর্ডান সরকার এবং হাশেমাইট চ্যারিটি ফাউন্ডেশানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত ঔষধসামগ্রীর সাথে সাথে নগদ অর্থ সহায়তা হিসেবে বাংলাদেশ সরকার প্রদত্ত ৫০ হাজার ডলার ফিলিস্তিন সরকারের রাষ্ট্রীয় কোষাগারে ইতোমধ্যে জমা হয়েছে মর্মে অবহিত করেন। 

          অনুষ্ঠানে উপস্থিত হাশেমাইট চ্যারিটি ফাউন্ডেশানের মহাসচিব, ডঃ হুসেইন শিবলি ঔষধসামগ্রী প্রেরণের জন্য বিকন গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুসলিম ভ্রাতৃত্বের অনন্য নজির হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার প্রদত্ত চিকিৎসা সহায়তা ফিলিস্তিনি জনগণের মানসিক শক্তিকে দৃঢ় করবে। এছাড়া তিনি বাংলাদেশের অগ্রযাত্রার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদারতার কথা ঊল্লেখ করে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। 

          ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পিতা শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনির অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের সাথে ঘনিষ্ঠ ছিলেন। মানবিক আদর্শের দুই মহান নেতার উত্তরসূরিরা আজও উভয় দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছেন। বাংলাদেশ তার আদর্শিক অবস্থান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি তার সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফিলিস্তিন জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

#

 

নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২২০২ ঘণ্টা

 

 

Handout                                                                                                             Number : 2887

 

Bangladeshi medicins sent for Palestanians handed over

 

 

Jordan, 21 June 2021 :

The Bangladesh Embassy in Amman has handed over medicines sent by the Government of Bangladesh for the people of Palestine as aid.  In an informal ceremony today, Bangladesh Ambassador to Jordan Nahida Sobhan handed over the aid to the Secretary General of the Jordan Hashemite Charity in the presence of a representative of the Palestinian Embassy in Jordan. During the handover ceremony, the Ambassador said that Bangladesh has always been vocal about Palestine and has always been sympathetic to the Palestinian people since its inception. Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman in his first speech to the United Nations also expressed solidarity with the Palestinian people and called for an end to all occupations. His able daughter, Prime Minister Sheikh Hasina, has maintained Bangladesh's strong position towards the Palestinian people. Bangladesh has been conducting its foreign policy in the light of the motto of friendship to all, malice to none. Bangladesh has unwavering support for all the oppressed and exploited people of the world and Bangladesh wants an end to all forms of occupation. The Ambassador thanked the Government of Jordan and the Hashemite Charity Foundation for extending the assistance provided by the Government of Bangladesh to the Palestinian people. The Ambassador informed that 50,000 USD, provided by the Government of Bangladesh as cash assistance has already been deposited in the State Treasury of the Government of Palestine.

Dr. Hussein Shibli, Jordan Secretary General of the Hashemite Charity Foundation, who attended the event, thanked the Ambassador and acknowledged the support of Bangladesh for the peoples of Palestine. He added that the medical assistance provided by the Bangladesh government will strengthen the mental strength of the Palestinian people.  He also lauded the humanitarian generosity of Prime Minister Sheikh Hasina, the architect of Bangladesh's progress, and lauded her strong leadership.

The representative of the Palestinian Embassy Bassam Hijjawihas expressed his gratitude on behalf of the Palestinian people for Bangladesh's ideological position and for its continued support to the Palestinian people.

#

 

Nice/Rafiqul/Rezaul/2021/2126 hours

 

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর :  ২৮৮৬

 

২০২০-২০২১ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে

১১৭০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা  প্রদান করা হবে

                                                     -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :  

 

          ২০২০-২০২১ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ১১৭০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা হিসেবে প্রায় দুই কোটি একাশি লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২ হাজার টাকা হারে বছরে ২৪ হাজার টাকা প্রদান করা হবে।  আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ১২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  উক্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।  

 

          সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার অব্যবহিত পরেই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণার্থে এ ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। আমরা করোনা ভাইরাস মহামারি চলাকালে ৫ হাজারের অধিক  জন অসচ্ছল ও অসহায়  খেলোয়াড়কে আর্থিক সহায়তা প্রদান করেছি। এছাড়া চলতি অর্থবছরে ১১৭০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দিবো।

 

          সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন,  বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ হারুনুর রশীদ,  বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ,  বিকেএসপি’র মহাপরিচালকসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#

 

আরিফ/নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২১১৮ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর :  ২৮৮৫

 

শ্রমিক কল্যাণ তহবিল হতে আড়াই হাজার শ্রমিক সাড়ে ৯ কোটি টাকা সহায়তা পাচ্ছেন

 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :  

 

          প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে আড়াই হাজার শ্রমিক এবং তাদের স্বজনদের মৃত্যজনিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা হিসেবে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা সহায়তা দেয়া হবে।

         

          আজ রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের ২৩ তম বোর্ড সভায় ২৫৩১টি  আবেদনে সহায়তার  চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

 

          শ্রম আইনের আলোকে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন  তহবিলে এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২শ’ ৩টি কোম্পানি তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ  সাড়ে ৫শ’ কোটি টাকা জমা হয়েছে। 

 

          গত অক্টোবর ২০২০ থেকে মে ২০২১ পর্যন্ত এ তহবিল হতে সহায়তার জন্য ১৩৮ জন শ্রমিকের মৃত্যুজনিত কারণে তাদের পরিবার, চিকিৎসা সহায়তার জন্য ২ হাজার ১৩৪ জন এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষা সহায়তার জন্য ২৫৯ জন আবেদন করেন। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ১৩৮ জন শ্রমিকের মৃত্যুজনিত কারণে ৬২ লাখ ৭৫ হাজার টাকা, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২ হাজার ১৩৪ জন শ্রমিকের চিকিৎসার জন্য ৮ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকা এবং শ্রমিকের ২৫৯ জন সন্তানের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ৮০ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। শীঘ্রই অনুমোদিত আবেদনকারীদের সহায়তা প্রদান করা হবে।

 

          সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির এ সময়ে এ সকল শ্রমজীবী পরিবারগুলো আমাদের এ তহবিল থেকে সহায়তা পেলে তাদের অনেক বড় উপকার হবে। শ্রম মন্ত্রণালয় শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে সবসময় অসহায়দের পাশে আছে, থাকবে সব সময়। অনুমোদিত সহায়তার অর্থ যাতে স্বল্পতম সময়ে শ্রমিকদের হাতে পৌঁছে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।   

 

          বোর্ড সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেসা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমারসহ ফাউণ্ডেশনের বোর্ডের সদস্যগণ এবং মন্ত্রণালয় এর অধীন অধিদপ্তর-সংস্থাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

 

#

 

আকতারুল/পাশা/নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২০৩৪ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর :  ২৮৮৪

 

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে চুক্তিভিত্তিক নিয়োগ

 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :  

 

          অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে তাঁর অবসরোত্তর ছুটি এবং তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তিন বছর মেয়াদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। 

 

          জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। 

 

#

 

শিবলী/পাশা/নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২০৩২ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর :  ২৮৮৩

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :  

 

 ‌                  স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৬৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন। 

 

          গত ২৪ ঘণ্টায় ৭৮ জন-সহ এ পর্যন্ত ১৩ হাজার ৬২৬ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।

 

          করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

 

#

 

দলিল/পাশা/নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২০৩০ ঘণ্টা    

 

 

তথ্যবিবরণী                                                                                                                           নম্বর : ২৮৮২

 

চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যাতে অব্যবস্থাপনা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান শিল্পমন্ত্রীর

 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

আসন্ন ঈদুল আজহায় কোনোভাবেই চামড়া সংগ্রহ ও সংরক্ষণে যাতে অব্যবস্থাপনা তৈরি না হয়, সেদিকে সবাই লক্ষ্য রাখার আহ্বান জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, কোরবানির চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ লবণের মজুদ রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে কোরবানির চামড়া ছাড়ানো, সংগ্রহ ও সরংক্ষণে স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে।  তিনি আরো বলেন, কোরবানির জন্য দেশে পর্যাপ্ত সংখ্যক গবাদি পশু রয়েছে এবং কোনো গবাদি পশু আমদানি করতে হবে না। আসন্ন ঈদে যাতে দেশে অবৈধভাবে গবাদি পশু প্রবেশ করতে না পারে এবং পশুর চামড়া যাতে পাচার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

 চামড়া খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নে টাস্কফোর্সের তৃতীয় সভায় সভাপতিত্বকালে শিল্প মন্ত্রী আজ ভার্চ্যুয়ালি এসব কথা বলেন। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম; শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান এনডিসি, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহেদ আলী, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো: সাইদুর রহমান; বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহিন আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, আসন্ন ঈদুল আজহা ২০২১ উপলক্ষে ট্যানারি মালিকদের সহজশর্তে ঋণ প্রদান এবং চামড়া ব্যবসায়ীদের পূর্বের ঋণ সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয় বাণিজ্য মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থবিভাগ, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে দ্রুত সভা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় শীঘ্রই সভা করে চামড়ার মূল্য নির্ধারণ করবে। সঠিকভাবে পশুর চামড়া ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণ এবং কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়সমূহ বিজ্ঞাপন/টিবিসি আকারে বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। আসন্ন ঈদে দেশে অবৈধভাবে পশু প্রবেশ করতে না পারে এবং পশুর চমড়া যাতে পাচার না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এছাড়া, টাস্কফোর্সের কর্মপরিধি (টিওআর) অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য সাব কমিটি গঠন করা হবে।

সভায় আরো জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন সহায়তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে মসজিদের ইমাম, মৌসুমী চামড়া ব্যবসায়ী, চামড়া ছড়ানোর সাথে জড়িতদের চামড়া ছড়ানো ও সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সভায় তথ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিলের মাধ্যমে ঈদুল আজহার কয়েকদিন পূর্ব হতে টেলিভিশনে জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুবদার ও জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহেদ আলী বক্তৃতা করেন।

 

#

জাহাঙ্গীর/পাশা/নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২০২৪ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২৮৮১

 

করোনা সুরক্ষায় ইয়োগার গুরুত্ব অপরিসীম

                   -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

          ইয়োগা বা যোগ ব্যায়ামের বিভিন্ন আসন শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করে করোনাকালীন সুরক্ষায়  ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

 

          প্রতিমন্ত্রী আজ জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে  বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 

          জাহিদ আহসান বলেন, ‘মহামারি  করোনা মোকাবিলায় ইমিউনিটি বাড়ানোর কোনো বিকল্প নেই। আর এই ইমিউনিটি বাড়াতে  যোগচর্চা ও মেডিটেশন কার্যকর ভূমিকা রাখতে পারে। আপনার ইমিউন সিস্টেম যত শক্তিশালী হবে ততই আপনি সুস্থ থাকবেন। ব্যাকটেরিয়া ও ভাইরাস আপনার কাছ থেকে দূরে থাকবে। এই যোগচর্চার মধ্য দিয়ে আপনার জীবনে ইতিবাচক বিষয়গুলোর সংযুক্তি ঘটবে। নেতিবাচক বিষয়গুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি সবসময় থাকবেন নিরোগ, প্রফুল্ল ও প্রাণবন্ত। আমি আন্তর্জাতিক যোগ দিবস ২০২১ এর সাফল্য কামনা করছি’। 

 

          এ সময়ে প্রতিমন্ত্রী যোগ ব্যায়াম বা ইয়োগাকে  স্কুল- কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। 

 

          অনুষ্ঠানে বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ার বলেন, দেশে ইয়োগাকে  জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন একটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছে।  অচিরেই সরকারের কাছে এ পরিকল্পনার আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দেওয়া হবে। আমরা  ঢাকাতে বাংলাদেশ ইয়োগা কমপ্লেক্স নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করেছি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের  এ ব্যাপারে ইতিবাচক  আশ্বাস প্রদান করেছেন। 

 

          অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র  সচিব ও বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সভাপতি  কবির বিন আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমসহ ইয়োগা এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।

 

#

 

আরিফ/পাশা/নাইচ/রফিকুল/রেজাউল/২০২১/২০০০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                                       নম্বর : ২৮৮০

 

সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানাবিধ সামাজিক সমস্যা নিরসনে

আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

                                          -- ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর, ৭ আষাঢ় (২১ জুন) :

            ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানাবিধ সামাজিক সমস্যা নিরসনে উলামা-মাশায়েখ- এবং ইমাম-খতিবসহ আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ওলামা-  মাশায়েখ, খতিব-ইমামগণ  নিজেদের মধ্যকার ছোট-খাটো মতপার্থক্য দূর করে মানুষের  কল্যাণ এবং দেশের উন্নয়নে এক সাথে  কাজ করলে দেশে সন্ত্রাস  সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক,  নারী ও শিশুর প্রতি সহিংসতা,  বাল্যবিবাহ,  যৌতুকসহ  নানাবিধ  সামাজিক সমস্যা সহজে  নিরসন করা সম্ভব হবে। এক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠিত ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

            প্রতিমন্ত্রী আজ ইসলামপুর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে (ইসলামপুর, জামালপুর) ইসলামিক ফাউন্ডেশন, জামালপুর জেলা শাখা আয়োজিত "সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণের ইমাম সম্মেলন" এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

            প্রতিমন্ত্রী বলেন,  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসমূহ দেশের প্রান্তিক পর্যায়ে উলামায়ে কেরাম, বিশেষ করে মসজিদের ইমাম-খতিবদের  প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে। এর মাধ্যমে আলেম সমাজ দেশের উন্নয়ন কার্যক্রমের সাথে আরো সরাসরিভাবে সম্পৃক্ত হবেন।  তারা নিয়মিতভাবে দেশের সকল মসজিদ এবং ধর্মীয় সভা- সমাবেশ-সেমিনার  হতে  একযোগে সামাজিক সমস্যা বিষয়ে জনগণকে  সচেতন করবেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঘোষিত  ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বাস্তবায়ন সহজ হবে।

            প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ,  হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন,  মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রসারিতকরণ,  ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, কোভিড-১৯ করোনা  পরিস্থিতিতে মসজিদের ইমাম,  মুয়াজ্জিনদের  আর্থিক অনুদান প্রদান করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমত এবং আলেম সমাজের কল্যাণে অসংখ্য  গুরুত্বপূর্ণ অবদান রেখে  প্রমাণ করেছেন,  ইসলাম ও ধর্মের প্রতি তিনি কত বেশি অনুরাগী ও শ্রদ্ধাশীল ।

            প্রতিমন্ত্রী আরো বলেন,  উলমা-মাশায়েখ, মসজিদের ইমাম-খতিব-মোয়াজ্জিনসহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে আসলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে অনেক সহজ হবে। তাই দেশের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে তিনি দেশের ওলামা- মাশায়েখ,  ইমাম-খতিবদের  প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

            ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, সিনিয়র সহকারী  পুলিশ সুপার ইসলামপুর (সার্কেল) মোঃ সুমন মিয়া, ইসলামিক ফাউন্ডেশন, জামালপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক,  ইসলামপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল কাদের শেখ, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান। 

 

#

আনোয়ার/পাশা/রফিকুল/রেজাউল/২০২১/১৯৪০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ২৮৭৯

 

জনরোষের ভয়ে চলমান উপনির্বাচন ও স্থানীয় সরকারের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না

                                                                                 -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর, ৭ আষাঢ় (২১ জুন) :

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনায় মানুষের পাশে না দাঁড়ানোয় জনরোষের ভয়ে চলমান উপনির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না।
প্রতিমন্ত্রী আজ জেলার সার্কিট হাউজে দিনাজপুর জেলা আওয়ামী লীগের করোনা প্রতিরোধ সংক্রান্ত ত্রাণ পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণ থেকে এতো বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, ভোটে যাওয়ার সাহস পাচ্ছে না। ভোট এলেই বয়কট করছে। কারণ এ করোনার সময়ে গত এক বছরে দেশের মানুষ তাদের আরো বেশি চিনে ফেলেছে। এরা রাজনীতি করে শুধু ক্ষমতার জন্য। তিনি বলেন,  দেখতে পাবেন, বিভিন্ন স্থানীয় নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করছে না। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো অবস্থা তাদের নাই। জনগণ তো তাদের বলবে, করোনার সময় তো আপনাদের দেখি নাই। এই ভয়ে তারা ভোটে আসছে না’।

          খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতি। জনগণের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। প্রতিমন্ত্রী মহামারি করোনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান । জেলার লকডাউন সফল করতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

          এ সময়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, বজলুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক শাহ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলার পিপি অ্যাডভোকটে রবিউল ইসলাম প্রমুখ। এর আগে, সকালে সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রতিমন্ত্রী।

#

জাহাঙ্গীর/পাশা/রফিকুল/রেজাউল/২০২১/১৯২৪ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর : ২৮৭৮

 

দুস্থ মহিলা ও শিশুদের  ৯১ লাখ টাকা অনুদান প্রদান করল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলণালয়

ঢাকা, ৭ আষাঢ় (২১ জুন) :

          ষোলশত আটান্ন জন নারী ও শিশুদের মাঝে একানব্বই লাখ টাকা অনুদান প্রদান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।  চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারণ আর্থিক অনুদান হিসেবে নির্যাতিত, দুস্থ  নারী ও শিশুদের মাঝে এই অনুদান বিতরণ করা হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ, ব্যক্তিগতভাবে দাখিলকৃত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে অনুদান প্রাপ্তির চলতি অর্থবছরে মোট ২১৪৩ টি আবেদন পত্র পাওয়া গিয়েছে। প্রাপ্ত আবেদন পত্রের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৬৫৮ জনকে ৯১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

          আজ বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্ব্বে নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অভ্ ট্রাস্টির সভায় এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

          এসময় প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে যেমন কাজ করছে, তেমনি দুস্থ নারী ও শিশুদের কল্যাণেও কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকাল ভাতা ও কর্মজীবী ল্যাক্টেটিং মা ভাতা হিসেবে ২১ লাখ নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করছে।

          মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য নাসিমা আক্তার জলি, বেগম সেলিনা খালেক, আব্দুল মতিন ভূইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিবৃন্দ।

#

আলমগীর/পাশা/রফিকুল/রেজাউল/২০২১/১৯১৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ২৮৭৭

 

ডিজিটাল ব

2021-06-22-09-28-73d1098d0fb63ea14fa77703aa9feef5.docx 2021-06-22-09-28-73d1098d0fb63ea14fa77703aa9feef5.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon