Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 15/9/15

Handout                                                                                                         Number :  2635

 

Weather Warning

Maritime ports to hoist local cautionary signal No. three

 

Dhaka, September 15:

 

            The low over westcentral bay and adjoining northwest bay concentrated into a well marked low, now lies over westcentral bay and adjoining northwest bay off Orissa-Andhra coast. Under its influenc steep presure gradient lies over North Bay. Squally weahter may affect North Bay, adjoining coastal area of Bangladesh and the maritime ports.

 

            Maritime ports of Chittagong, Cox’s Bazar, Mongla and Payra have been advised to hoist local cautionary signal No. three (r) three.

 

            All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice.

 

#

 

Afraz/Nabi/Sanjib/Selim/2015/2240 Hrs 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৬৩৪

জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চারলেনে 
উন্নীতকরণ প্রকল্পের ৩টি প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    আজ রাজধানীর হোটেল  সোনারগাঁওয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উপস্থিতিতে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক  কো-অপারেশন (সাসেক) সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ৩টি প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়।
        
    প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৬৬ দশমিক ৮০ কোটি টাকা (৩৭৪ মিলিয়ন ইউএস ডলার)। যার মধ্যে ১৯৮ মিলিয়ন ইউএস ডলার এশীয় উন্নয়ন ব্যাংক এবং ৩০ মিলিয়ন ইউএস ডলার ওপেক ফান্ড এবং ৩০ মিলিয়ন ইউএস ডলার আবুধাবি ফান্ড থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। 

    সাসেক সড়ক সংযোগ প্রকল্পের অধীনে জয়দেবপুর-চন্দ্রা-টাংগাইল-এলেঙ্গা মহাসড়কটির নির্মাণ কাজ ৩৬ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। 

    চুক্তিপত্রে সওজ’র পক্ষে প্রধান প্রকৌশলী মোঃ ফিরোজ ইকবাল স্বাক্ষর করেন। এছাড়া প্যাকেজ-১ এর পক্ষে Kyeryong-Spectra Joint Venture কোম্পানির প্রতিনিধি Yong Hwan Young, প্যাকেজ-২ এর পক্ষে AML-HCM Joint venture কোম্পানির প্রতিনিধি Abid Habib এবং প্যাকেজ-৩ এর পক্ষে SAMWHAN-MIR AKHTER Joint Venture কোম্পানির প্রতিনিধি Sung Joon Kim চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

#

ওয়ালিদ/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/২২৩০ ঘণ্টা     

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬৩৩

দেশের সার্বিক উন্নয়নে সকলকে কর প্রদানে এগিয়ে আসা উচিত
                                        --- এলজিআরডি প্রতিমন্ত্রী

রংপুর, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে সকলকে কর প্রদানে এগিয়ে আসা উচিত। 
প্রতিমন্ত্রী আজ রংপুরে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
কর অঞ্চল রংপুরের কর কমিশনার অনিমেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলওয়ার বখত এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মুস্তাক আলী বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, থানা, জেলা ও বিভাগীয় শহরে বসবাস করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে সেই অঞ্চলের মানুষের কর্মসংস্থান যেমন হয় তেমনি ব্যবসায়ী সমাজের আয়কর দেশের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের কথা চিন্তা করে সকলকে আয়কর পরিশোধে অগ্রণী ভূমিকা পালন করা দরকার।
এর আগে জাতীয় আয়কর দিবস উপলক্ষে কর অঞ্চল রংপুরের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় অফিসে গিয়ে শেষ হয়। 
পরে প্রতিমন্ত্রী জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদে আয়কর প্রদানকারী করদাতাদের মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন। 
#

আহসান/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২৬৩১
ইউনেস্কোতে তথ্যমন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীকে তথ্যে বলীয়ান করার বড় হাতিয়ার হচ্ছে গণমাধ্যম
প্যারিস, সেপ্টেম্বর ১৫:
    জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো আয়োজিত  টেকসই কমিউনিটি মিডিয়া ঃ নীতি ও অর্থায়ন’ (ঈড়সসঁহরঃু গবফরধ ঝঁংঃধরহধনরষরঃু ঃ চড়ষরপরবং ধহফ ঋঁহফরহম) শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের স্বাগত পর্বে কমিউনিটি রেডিও বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র বক্তব্য ও উত্থাপিত প্রস্তাবনা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সেমিনারের সভাপতি ইউনেস্কোর  যোগাযোগ এবং তথ্য সেক্টর শাখাপ্রধান মার্তা লরেনকো (গরৎঃধ খড়ৎবহপড়) সহ অন্যান্য বক্তাগণ তাঁর বক্তব্যের প্রশংসা করেন। 
    বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন্স (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী এএইচএম বজলুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) এর সদস্য আফরোজা হক এবং বাংলাদেশ দলের সদস্য হিসেবে দূতাবাসের প্রথম সচিব ফারহানা দু’দিনের এ সেমিনারে যোগ দেন।
    মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটি রেডিও হচ্ছে উন্নয়নের ধারায় প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার একটি সুনির্দিষ্ট মাধ্যম। একইসাথে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে তথ্য বলে বলীয়ান করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণমাধ্যম। 
    কমিউনিটি মিডিয়াকে টেকসই করতে রাজনৈতিক এবং গোষ্ঠীগত প্রত্যয়ের বিকল্প নেই উল্লে¬খ করে হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কমিউনিটি রেডিওকে ‘কণ্ঠস্বরহীনদের কণ্ঠ’ হিসেবে প্রতিষ্ঠা করেছে। এ মুহুর্তে ১৫টি কমিউনিটি রেডিও দেশের উপকূলবর্তী অঞ্চলসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কথকতা ছড়িয়ে দিচ্ছে ইথারে। 
    সেমিনারে হাসানুল হক ইনু’র দেয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বিশ্বব্যাপী কমিউনিটি মিডিয়া আন্তঃজালকে (হবঃড়িৎশ) শক্তিশালী করতে সমন্বয়কের ভূমিকা পালন, কমিউনিটি মিডিয়া চালু হওয়ায় দেশগুলোর অভিজ্ঞতা অন্যদের সাথে বিনিময়ে সহায়তা দেয়া এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কমিউনিটি মিডিয়ায় অর্থায়নে উৎসাহিত করার মতো বিষয়গুলোতে ইউনেস্কোর এগিয়ে আসা। এছাড়া, কমিউনিটি মিডিয়ার বিষয়ে গবেষণা এবং আইপিডিসি’র মাধ্যমে এ সেক্টরে সার্বিক সহায়তা দেবার জন্যও ইউনেস্কোর প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। 

প্যারিস টেক্সওয়ার্ল্ড মেলায় তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ প্যারিসে চলমান টেক্সওয়ার্ল্ড এপারেলস্ সোর্সিং ফেয়ারে প্রথমবারের মতো অংশ নেয়া বাংলাদেশের প্যাভিলিয়নটি পরিদর্শন করে  সন্তোষ প্রকাশ করেন এবং মেলায় অংশগ্রহণে সাফল্যের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে অভিনন্দন জানান। এক্ষেত্রে সমম্বয় সাধনের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদেরও তিনি ধন্যবাদ জানান। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, প্যভিলিয়ন ব্যবস্থাপক ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    তথ্যমন্ত্রী বুধবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#

আকরাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

Handout                                                                                                          Number :  2632

 

BIMSTEC Working Group meeting held

 

Dhaka, September 15:

 

The 144th BIMSTEC Working Group (BWG) meeting was held at BIMSTEC Secretariat in Dhaka yesterday. Foreign Secretary Md. Shahidul Haque led Bangladesh delegation to the meeting. Delegations led by respective High Commissioners/Ambassadors in Dhaka from Bhutan, India, Myanmar, Nepal, Sri Lanka and Thailand as well as the Secretary General of BIMSTEC participated at the meeting.  

 

Foreign Secretary urged the Member States to attach due importance to the emerging trends, challenges and developments and requested to bring in fresh ideas to develop the future action plan for BIMSTEC. Foreign Secretary pointed out that reaching to agreements and signing instruments to that effect among the Member States for enhanced intra-regional trade and investment under the BIMSTEC FTA would be a concrete benchmark of our achievement. He added that Bangladesh would be ready to offer its full support and cooperation in achieving that goal.

 

Foreign Secretary also emphasized on connectivity, energy, counter terrorism, climate change and people-to-people contact as prospective key areas of future cooperation. In this context, he opined that the engagement of regional think tanks would be useful in gaining critical insights on the future road map for the organization.

 

He thanked the Secretary General of BIMSTEC for his relentless efforts to make BIMSTEC more effective.

 

The High Commissioners and Ambassadors echoed the sentiment of the Foreign Secretary and mentioned that collective efforts and political will of the Member States will be key components in the success of BIMSTEC.

 

Nepal, the present Chair of BIMSTEC, mentioned that Nepal would soon announce the dates for the next Senior Officials Meeting.

 

At the end of the meeting,​  the delegation members expressed special gratitude towards the Foreign Secretary for the continuous support provided by Bangladesh to the BIMSTEC process.

 

#

 

Arafat/Afraz/Sanjib/Selim/2015/1930 Hrs 

 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৬৩০

অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি 
বিষয়াদি নিষ্পত্তিকল্পে দুই বিচারপতি মনোনীত

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১৮  সেপ্টেম্বর  থেকে ২৯ অক্টোবর  পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকার  ঘোষিত ছুটিসহ  কোর্টের অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি  মোহাম্মদ ইমান আলী এবং বিচারপতি  সৈয়দ মাহমুদ  হোসেনকে মনোনীত করেছেন।

    বিচারপতি  মোহাম্মদ ইমান আলী ২২  ও ২৯  সেপ্টেম্বর এবং বিচারপতি  সৈয়দ মাহমুদ  হোসেন ৬, ১৩, ২০ ও ২৭ অক্টোবর সকাল ১১টা হতে  চেম্বার  কোর্টে শুনানি গ্রহণ করবেন।

#

আফরাজ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৬২৯

ঢাকা মহানগরীতে প্রবেশ ও বহির্গমনে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান সেতুমন্ত্রীর

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ঢাকা মহানগরীতে প্রবেশ ও বহির্গমনের মূল সড়কগুলোতে যানবাহনের চাপ কমানোর জন্য দু’টি বিকল্প সড়ক চালু রয়েছে। ছোট ছোট যানবাহনের মালিকগণকে এ দু’টি বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী।

    মন্ত্রী আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে সড়কপথে যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে পর্যালোচনাসভা শেষে একথা জানান।

    বিকল্প সড়ক দু’টি হচ্ছে, হাতিরঝিল-রামপুরা-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা-সুলতানা কামাল সেতু এবং মিরপুর মাজার-ধৌউর-বিরুলিয়া-আশুলিয়া সড়ক। 

    মন্ত্রী বলেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন ২৪ ঘন্টাব্যাপী ঢাকার এলেনবাড়িতে বিআরটিএ’র সদর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে।  নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর: ৯১৩০৬৬২ ও মোবাইল নম্বর: ০১৯৬৬৬২২০১৯। নিয়ন্ত্রণকক্ষের ফোকাল পারসন হিসেবে সার্বিক দায়িত্বে থাকবেন যুগ্মসচিব মোঃ আব্দুল মালেক। তাঁর মোবাইল নম্বর: ০১৭৩০৭৮২৯৪৬।

    তিনি আরো বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিআরটিসি’র ৫০২টি গাড়ি ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং অতিরিক্ত চাপ এড়াতে আরো ৬১টি গাড়ি রিজার্ভ রাখা হয়েছে।

    পর্যালোচনাসভায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ ফিরোজ ইকবাল, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মোঃ কায়কোবাদ হোসেনসহ মন্ত্রণালয় এবং সওজ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

ওয়ালিদ/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা     
  

 

Handout                                                                                                     Number : 2628

 

PM felicitates new PM of Australia

 

Dhaka, September 15 :

 

            Prime Minister Sheikh Hasina has congratulated Malcolm Turnbull on his appointment as the Prime Minister of Australia.

 

            The full text of her message is as follows:

 

"Excellency,

On behalf of the Government and the people of Bangladesh and on my own behalf, I have the great pleasure to extend to you our heartiest felicitations on your appointment as the Prime Minister of the Commonwealth of Australia. Your election as the leader of the Liberal Party and consequent election to the high office of Prime Minister reflects the trust and confidence the people of Australia and the members of the party have in your leadership and wisdom to lead the country to greater heights of progress and prosperity.

Bangladesh attaches very high importance to her relations with Australia. I am confident the close bond of friendship and robust bilateral cooperation that have developed over the years, will further strengthen and deepen during your term in office. I look forward to working closely with you to further consolidate our bilateral relations in the mutual interest of our two countries and our peoples.

I wish you a successful tenure as Prime Minister."

 

#

 

Nazrul/Afraz/Sanjib/Rezaul/2015/1728 hours

 

তথ্যবিবরণী                                                                      নম্বর : ২৬২৭

সংসদ বাংলাদেশ টেলিভিশনের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

          সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ এতে সভাপতিত্ব করেন।

সভায় সংসদ টেলিভিশনের জন্য অনুষ্ঠান নির্ধারণ, প্রচারকাল বৃদ্ধি ও অনুষ্ঠানের গুণগত মান এবং ভাবমূর্তি উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। সংসদ টেলিভিশনে প্রচারের জন্য সম্ভাব্য অনুষ্ঠানমালার বিষয়ে সংসদ সদস্যদের প্রস্তাব আহ্বান করে পত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকা-, সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি, নীতিমালা ও পদক্ষেপ সম্পর্কিত প্রচার, সংসদ সম্পর্কিত কার্যক্রমের সাপ্তাহিক পরিক্রমা, সংসদীয় কমিটিসমূহের বৈঠক ও সুপারিশগুলোর ব্যাপারে জনসাধারণকে অবহিতকরণ ইত্যাদি বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

জনগণের প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখে এলাকার উন্নয়ন কর্মকা- তুলে ধরা এবং উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা ও দায়িত্ব পালন অথবা তাঁদের ব্যক্তিগত জীবনযাপনের বিশেষ দিকগুলো জনগণের কাছে তুলে ধরার ব্যাপারেও মতামত ব্যক্ত করা হয়।

সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানকে আকষর্ণীয়, কার্যকর ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে অনুষ্ঠানসূচিতে অন্তর্ভুক্তিযোগ্য আইটেম ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়াদি সংবলিত একটি প্রস্তাব তৈরির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সাবকমিটি গঠন করা হয়।

    সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। 

#

লাবণ্য/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা     


তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬২৬
রেলের অগ্রিমটিকেট বিক্রি শুরু 
                                        
ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :
    ঈদুলআযহা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রিমটিকেট বিক্রি শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর বিক্রি হয়েছে ২০ সেপ্টেম্বরের টিকেট। অগ্রিমটিকেট বিক্রি হবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রেনের অগ্রিমটিকেট বিক্রি হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। ঈদুল আযহা উপলক্ষে ১৬ সেপ্টেম্বর ২১ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের ও ১৯ সেপ্টেম্বর ২৪ সেপ্টেম্বরের টিকেট দেওয়া হবে। ঢাকায় কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিমটিকেট বিক্রি হবে। ঈদের পর ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের ফিরতিটিকেট যথাক্রমে ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বরে পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলস্টেশন থেকে ঈদপরবর্তী টিকেট বিক্রি করা হবে।    
    উল্লেখ্য, বর্তমানে ৮৮৬টি যাত্রীবাহী কোচের সাথে আরো ১৩৮টি কোচ যোগ হয়েছে। ১৯৯ ইঞ্জিনের সঙ্গে আরো ২২৪টি ইঞ্জিন যুক্ত করা হচ্ছে। ঈদ উপলক্ষে দৈনিক আড়াইলাখ যাত্রী পরিবহন করা হবে। অতিরিক্ত ট্রেনের মাধ্যমে যাত্রী পরিবহণ করা হবে। এজন্য রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।    
    রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক আজ মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদুলআযহার অগ্রিমটিকেট বিক্রয়কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয়রোধে সর্বদা সজাগ রয়েছে বাংলাদেশ রেলওয়ের সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারীরা। রেলের কোন কর্মকর্তা-কর্মচারি কালোবাজারির সাথে সম্পৃক্ত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুশিয়ার করে দেন।
    রেলপথমন্ত্রী যাত্রীদের সাথে এবং যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত র‌্যাব, পুলিশ, বিজিবি ও বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বহিনীর কর্মকর্তাদের সাথেও কথা বলেন। তিনি বলেন, ঈদের আগে তিনদিন এবং ঈদের পরে সাতদিন স্পেশাল ট্রেন সার্ভিস পরিচালিত হবে।    
    কমলাপুরে নারী টিকেটকাউন্টার বাড়নোপ্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ২০টি কাউন্টারে টিকেট বিক্রি হয়। এরমধ্যে দুটি নারীকাউন্টার আসছে। যদি যাত্রীদের চাহিদা বাড়ে প্রয়োজনে নারীদের জন্য আরো কাউন্টার বাড়ানো হবে। আগামীবছর ঈদের আগেই আরো ২৭০ টি কোচ ট্রেনবহরের সাথে যুক্ত হবে।
    এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ মোঃ সালাহ উদ্দীন, বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও এডিজি (আরএস) মোঃ খলিলুর রহমানসহ বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
#
ইউসুফ/অনসূয়া/আলম/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার ল্যাব স্থাপন

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) : 
    ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের ৩৭ টি পাবলিক বিশ^বিদ্যালয়সহ ১১৮ টি বিশ^বিদ্যালয়ের মধ্যে গুরুত্ব বিবেচনায় কোথাও নেটওয়ার্কিং ল্যাব, কোথাও রোবোটিকস ল্যাব-এরকম নানা ধরনের বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে বাংলাদেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার ল্যাব ‘ঝড়ভঃধিৎব ঞবংঃরহম ্ ছঁধষরঃু অংংঁৎধহপব খধন’-এর যাত্রা শুরু হয়েছে।
    তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক আজ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে, দেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, এই ঝড়ভঃধিৎব ঞবংঃরহম ্ ছঁধষরঃু অংংঁৎধহপব খধন-এ সফটওয়্যার টেস্ট করার জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে। এই ল্যাব আরো মানসম্মত সফটওয়্যার তৈরিতে ভূমিকা রাখবে। 
বাংলাদেশে  উৎপাদিত সফটওয়্যার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে কিন্তু সফটওয়্যারগুলোর  সঠিক গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য দেশে কোন স্পেশালাইজড ল্যাবরেটরি বা প্রশিক্ষণ ল্যাব নেই এজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে একটি  ঝড়ভঃধিৎব ঞবংঃরহম ধহফ ছঁধষরঃু অংংঁৎধহপব খধন স্থাপন করা হয়েছে। এ ল্যাবটি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এর স্পেসিফিকেশন অনুসরণে প্রায় ৮১.৫৪ লাখ টাকায় তৈরি করা হয়েছে। ল্যাবটিতে  প্রয়োজনীয় সফটওয়্যারসহ ৩০ টি কম্পিউটার ও আনুষঙ্গিক আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। 
এ ল্যাবটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হলেও শুধু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকই উপকৃত হবেনা বরং এর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গও ল্যাবটি ব্যবহার করতে পারবে। ফলে ল্যাবটি দেশে মানসম্মত সফটওয়্যার তৈরির ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং এ সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
    জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, ডা. এনামুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সম্মানিত প্রো-ভিসি প্রফেসর ড. আবুল হোসেন; ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)’র অধ্যাপক 
মো. ফজলুল করিম পাটোয়ারী, আইআইটি’র ভারপ্রাপ্ত পরিচালক কে এম আককাস আলী প্রমুুখ।
#

নাছের/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৫২০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬২৪


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির আবেদন ফি হ্রাস

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) : 
    
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন ফি ৩০০ (তিনশত) টাকা থেকে কমিয়ে ২৫০ (দুইশত পঞ্চাশ) টাকা ধার্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম বিগত বছরের তুলনায় কয়েক মাস এগিয়ে নিয়ে এসে ১ অক্টোবর ২০১৫ থেকে শুরু হচ্ছে এবং প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ ২৫ অক্টোবর ২০১৫। ১ ডিসেম্বর ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। 
#


ফয়জুল/অনসূয়া/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৪৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৬২৩ 

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে জাপানের আগ্রহ প্রকাশ

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

জাপান চট্টগ্রাম বন্দরের উন্নয়নসহ নৌসেক্টরে উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। 
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে আজ নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সাথে তার দফতরে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও আলোচনা করেন। 
এসময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী উপস্থিত ছিলেন। 

#


জাহাঙ্গীর/অনসূয়া/শুকলা/মিজান/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                      নম্বর : ২৬২১ 

আয়কর মেলা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী 

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আয়কর মেলা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে রাজধানী ঢাকাসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়কর মেলার আয়োজন একটি মহতী উদ্যোগ।
স্বাধীনতা অর্জনের মহালগ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার সফল বাস্তবায়নে প্রয়োজন দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এজন্য দরকার অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ তথা রাজস্ব আহরণ। দেশের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় অর্থ যোগান দেয়ার মহান দায়িত্ব পালন করে আসছে আয়কর বিভাগ তথা জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর আদায়ের লক্ষ্যে কেবল আইনের সফল প্রয়োগই নয় বরং করদাতাদের সেবা প্রদানের মানসিকতা নিয়ে দেশে একটি করবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলাও জাতীয় রাজস্ব বোর্ডের অন্যতম দায়িত্ব।
করদাতাদের পদচারণায় উৎসব মুখরিত পরিবেশে প্রতি বছর আয়কর মেলায় সেবা-গ্রহণেচ্ছু করদাতাগণ যেমনি উপকৃত হচ্ছেন তেমনি কর কর্মকর্তাদের মধ্যেও সেবা প্রদানের মানসিকতা তৈরি হচ্ছে। করদাতা ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মাধ্যমে করদাতাদের মনে আয়কর বিভাগ সম্পর্কে নেতিবাচক মনোভাব দূর হবে। এ প্রশংসনীয় উদ্যোগের সুদূরপ্রসারী প্রভাব বর্তমান ও ভবিষ্যতে করবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আমি আশা করি।
দেশের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে এগিয়ে আসার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আয়কর মেলার সার্বিক সাফল্য কামনা করছি।   
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

হাসান/অনসূয়া/মিজান/আসমা/২০১৫/১১৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                              নম্বর : ২৬১৯

আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) : 

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য গুরুত্বের সাথে আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি পালনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানাচ্ছি।   
এ বছর পূর্ণ হল ওজোনস্তর রক্ষায় গৃহীত ভিয়েনা কনভেনশন স্বাক্ষরের ৩০ বছর। আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (টঘঊচ) এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘৩০ ণবধৎং ড়ভ ঐবধষরহম ঃযব ঙুড়হব ঞড়মবঃযবৎ’ অর্থাৎ ‘ওজোনস্তর ক্ষয়রোধে সমন্বিত প্রচেষ্টার ৩০ বছর’। এ প্রতিপাদ্যের মাধ্যমে ওজোনস্তর রক্ষায় ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরকারী পক্ষসমূহের সম্মিলিত প্রচেষ্টার ৩০ বছর উদ্যাপন করা হচ্ছে যা অত্যন্ত সময়োপযোগী। প্রতিপাদ্যের সমর্থনে এ বছরের স্লোগান ‘ঙুড়হব: অষষ ঃযবৎব রং নবঃবিবহ ুড়ঁ ধহফ টঠ’ অর্থাৎ ‘ওজোনস্তর রক্ষা করুন-অতিবেগুনি রশ্মি হতে নিরাপদ থাকুন’ এর মাধ্যমে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীতে জীবন রক্ষায় ওজোনস্তরের ভূমিকাকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে।
ওজোনস্তর ক্ষয় হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পৃথিবীর সকল রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে ওজোনস্তর ক্রমশ পূর্বাবস্থায় ফিরে আসছে। এতে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি হতে বিশ্ববাসী রক্ষা পাচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই সুখবর। আমি আশা করি আন্তর্জাতিক ওজোন দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার কমবে এবং এর বিকল্প ব্যবহারও পর্যায়ক্রমে বাড়বে। ওজোনস্তর ক্ষয়রোধ এবং রক্ষায় ধনী-দরিদ্র নির্বিশেষে রাষ্ট্রসমূহের সম্মিলিত উদ্যোগ গ্রহণ অপরিহার্য। আমি আশা করি এ লক্ষ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে।
আমি ‘আন্তর্জাতিক ওজোন দিবস ২০১৫’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।    
    

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

জয়নাল/অনসূয়া/মিজান/আসমা/২০১৫/১১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                                                                                        নম্বর : ২৬২২ 

আয়কর মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী    

                       
ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়কর মেলা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১৬-২২ সেপ্টেম্বর দেশব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ১৬-২২ সেপ্টেম্বর ৭ দিন, জেলা শহরগুলোতে ৪ দিন এবং প্রথমবারের মত ২৯টি উপজেলায় ২ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে আমি দেশের সম্মানিত করদাতা, কর প্রশাসন, কর বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং এ মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
    ‘সমৃদ্ধির সোনালি দিন, আনতে হলে আয়কর দিন’- এ স্লোগানকে সামনে রেখে এ বছরের জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই, - যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 
    সরকারের অভ্যন্তরীণ সম্পদ আহরণের অন্যতম প্রধান খাত আয়কর। কর নির্ধারণই আয়কর বিভাগের একমাত্র দায়িত্ব ও কর্তব্য নয় বরং করদাতাদের সেবা প্রদান ও মৌলিক কর শিক্ষায় শিক্ষিত করে তোলা আয়কর বিভাগের অন্যতম একটি কর্তব্য। 
    অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে শুরু করে প্রতিবছর আমাদের সরকার আয়কর মেলার আয়োজন করে যাচ্ছে। আয়কর মেলায়

Todays handout (10).doc Todays handout (10).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon