Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                               নম্বর: ৬৮৫     

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন (Nardia Simpson) এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন।

আজ সচিবালযয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে পৃথক বৈঠকে কূটনীতিকবৃন্দ উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শুরুতে অন্তর্র্বতী সরকারকে অভিনন্দন জানানোর কারণে অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা। তিনি বলেন, এটি ছাত্র-জনতার সরকার এবং এই সরকারের মূল লক্ষ নতুন বাংলাদেশকে পুনর্গঠন করা, এজন্য অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের যুবসমাজ তথ্য প্রযুক্তিতে আগ্রহী এবং পারদর্শী। তিনি তথ্যপ্রযুক্তি খাতে যুবসমাজকে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন। পাশাপাশি সাইবার সিকিউরিটি বিষয়ে ট্রেনিং প্রদানের জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করেন।

ডেপুটি হেড অভ্‌ মিশন ক্লিংটন প্রবক তাদের দুটি প্রকল্প এআই বেইজড সলিউশন এবং সাবমেরিন ক্যাবল এ অস্ট্রেলিয়া সরকারের নতুন সংস্করণ যার নাম কেবল কানেক্টিভিটি এন্ড রেজেলিয়ান্স সেন্টার এর কথা উল্লেখ করে বলেন, এ দুটো প্রকল্প নিয়ে তারা বাংলাদেশের সাথে কাজ করতে চান। এআই বেইজড সলিউশন অনেকটা গুগল ট্রান্সলেট এর মতো, পার্বত্য অঞ্চলে আদিবাসীরা বিশেষ করে চাকমা মারমা তাদের মাতৃভাষায় কথা বললে তা লিখিতভাবে স্ক্রিনে ভেসে উঠবে। এ দুটি প্রকল্পে একসাথে কাজ করতে সম্মত হন উপদেষ্টা নাহিদ ইসলাম।

ক্লিংটন প্রবক বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ে জানতে চান এটা কি নির্বাচনের আগে হবে না নির্বাচিত সরকারের কাছে একটা রূপরেখা প্রণয়ন করা হবে। উত্তরে উপদেষ্টা বলেন যেহেতু আমরা দেশকে পূর্ণগঠন করতে চাই তাই সংবিধান সংশোধন আবশ্যক। আমরা চাই জনগণের কথাই সংবিধানে উঠে আসুক। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু হয়েছে । যথাযথ প্রক্রিয়া মেনে, গণপরিষদ আহ্বান করে আমরা সংবিধান সংশোধন করব।

হাইকমিশনার তথ্যপ্রযুক্তি খাতে অগ্রাধিকার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন তিনি এমন একটি তথ্যপ্রযুক্তি সেক্টর গড়ে তুলতে চান যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

নাহিদ ইসলাম আন্দোলনের সময় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিশ্ববাসীর জানুক আন্দোলনের সময় বাংলাদেশের আন্দোলনরত ছাত্র-জনতার সাথে কি নিষ্ঠুর আচরণ করা হয়েছে।

ব্যবসা এবং বিনিয়োগে বাংলাদেশ-অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করবে উল্লেখ করে আলোচনা শেষ হয়।

 

পরবর্তীতে ব্রিটিশ হাইকমিশনারের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমরা জানি যুক্তরাজ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে এবং এ বিষয়ে তাদের জ্ঞানও অনেক। এই বিষয়গুলো যদি আমাদের সাথে শেয়ার করা যায় তাহলে আমাদের সরকার তথা দেশের মানুষ উপকৃত হবে।

উপদেষ্টা আরো বলেন, আইসিটি ডিভিশনে আমাদের কিছু প্রকল্প আছে যাতে তরুণদের নতুন নতুন উদ্যোগকে কাজে লাগানোর চেষ্টা করা হয় সেই প্রকল্প গুলো আরো আধুনিকায়ন করা প্রয়োজন। হাইকমিশনার ডিজিটাল বাংলাদেশের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, বিগত সরকার ডিজিটাল বাংলাদেশের নামে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। আমাদের ডাটাবেজ এবং ইনফরমেশন আপ টু ডেট রাখার মাধ্যমে সেই বিষয়ে স্বচ্ছতা আনার চেষ্টা করছি।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ এবং যুক্তরাজ্য যৌথভাবে আইসিটি, সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মিডিয়ার স্বাধীনতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়েও কথা বলেন । উভয় দেশ সাইবার সিকিউরিটি বিষয়ে যৌথভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মোঃ. মুশফিকুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ. সামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

#

জসীম/আকরাম/রানা/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২৩৩০ঘণ্টা

 তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬৮৪     

উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সাক্ষাৎ করেন। আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসকক্ষে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, উপনিবেশবিরোধী লড়াই থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন পর্যন্ত বাংলাদেশের সাথে পাকিস্তানের জনগণের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে। একটি গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার প্রয়োজন। মুসলিম প্রধান দেশ হিসেবেও পাকিস্তানের জনগণের সাথে বাংলাদেশের জনগণের গভীর বন্ধন রয়েছে। যদিও বাংলা ভাষা ও সংস্কৃতি বাংলাদেশকে বিশেষত্ব দিয়েছে।

এ সময় নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭১ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল 'ইতিহাসের শেষ অধ্যায়'। কিন্তু আমরা মনে করি এটি ইতিহাসের ধারাবাহিকতা। ১৯৪৭ বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। আমরা পাকিস্তানের সাথে ৭১ এর প্রশ্নটিকে সমাধান করতে চাই। একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য আমাদের পরস্পরের সাথে সম্পর্ক মজবুত করা প্রয়োজন। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেকোনো দেশের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী।

পাকিস্তান হাইকমিশনার বলেন, আমরা ১৯৭১ এর প্রশ্নটিকে সমাধান করতে চাই। কিন্তু গত সরকার আমাদেরকে আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং ইচ্ছে করেই ৭১ ইস্যুটাকে জিইয়ে রাখতো। চাইলে বহু আগেই এটির সমাধান করা যেতো। আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।

পাকিস্তান সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং অর্ন্তর্বতী সরকারকে সমর্থন করে বলে পাকিস্তান হাইকমিশনার জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান দুদেশই খুব ভালো করছে। তাই এক্ষেত্রে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে। তিনি বন্যা দুর্গতদের জন্য সহযোগিতার প্রস্তাব দিলে উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপাতত সাহায্যের প্রয়োজন নেই। প্রয়োজন হলে তখন জানানো হবে।

বৈঠকে মিডিয়া, ক্রীড়া, যুব ও সংস্কৃতি এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তানের হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

জসীম/আকরাম/রানা/খায়ের/মোশারফ/শামীম/২৩৩০ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৬৮৪

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

‘যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এর লাইসেন্স স্থগিত করা হয়েছে, তা আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে, অন্যথায় তা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ হিসেবে
গণ্য হবে-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ 

                                                       #

ফয়সল/আকরাম/রানা/খায়ের/মোশারফ/আব্বাস/২০২৪/২১১২ ঘণ্টা

Handout                                                                                                                    Number: 683

National Sports Council relocates BFF Technical

Center from reserved forest of Cox’s Bazar 
Dhaka, 1 September:

            With the special initiative of the Advisor for Environment, Forest, and Climate Change Syeda Rizwana Hasan, the National Sports Council has proposed constructing the football federation's technical center on 19.1 acres of abandoned land in Dhalirchara, Ramu, instead of using 20 acres of reserved forest land.

            On Sunday, the National Sports Council sent a letter to the Deputy Commissioner of Cox's Bazar and the Bangladesh Football Federation (BFF) to take necessary steps in this regard.

            Earlier, the Environment Advisor wrote to the Youth and Sports Advisor requested an alternative site for the BFF Technical Center. The Youth and Sports Adviser promptly issued instructions to the relevant authorities to take necessary actions.

            The previous proposed site, a 4,710.64 acre reserved forest in Ramu, has undergone various plantation and social forestry initiatives. Constructing the BFF Technical Center at this location would destroy the habitat of Asian wild elephants, forest resources, wildlife, and biodiversity, causing severe environmental damage.

            In light of this, Environment Advisor Syeda Rizwana Hasan submitted a summary to the Chief Advisor requesting the cancellation of the order to de-reserve 20 acres of reserved forest land in Khuniapalong Mouza for the construction of the BFF Technical Center funded by FIFA.

            Also, the proposal to build the BFF Technical Center in the reserved forest of Ramu had sparked protests from environmentalists, wildlife conservationists and the general public. This initiative will protect the forest and wildlife in the specified area.

#

 Dipankar/Akram/Rana/Sanjib/Joynul/2024/2130 hour 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬৮২     

 

১০ টাকার জিনিস এখন আর ১০০ টাকা দিয়ে কেনা লাগবে না

                               - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

 

কুমিল্লা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

পরিবর্তিত নতুন বাংলাদেশে আর অতীতের মতো কিছু করা যাবে না বলে ত্রাণ ও পুনর্বাসনের সাথে সংশ্লিষ্ট সবাইকে হুঁশিয়ারি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি সমন্বয় কমিটি প্রতিনিয়ত পরিস্থিতি মনিটরিং করবে। সেটি আবার মানুষের কাছে প্রকাশ্য তুলে ধরা হবে। তাই ১০ টাকার জিনিস এখন আর ১০০ টাকা দিয়ে কেনা লাগবে না।’

উপদেষ্টা আজ কুমিল্লা সার্কিট হাউজে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা মোকাবিলায় চলমান ত্রাণ কার্যক্রমসহ বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিরা কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন।

উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কমিটি হবে। এই কমিটিতে যাদের প্রয়োজন হবে তাদের প্রতিনিধিত্ব থাকবে।

প্রচলিত ধারার পুনর্বাসন কর্মসূচি বর্জন করে মেধা ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, ‘বন্যাকবলিতদের সহযোগিতায় শুধু আমরাই কাজ করছি এমন নয়—সারা বিশ্ব এতে যুক্ত হচ্ছে। তাই আমরা অনন্য দৃষ্টান্ত রাখতে চাই, যা আগে আমাদের কাছে এ সুযোগ আসেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আর কোনো দোহাই দিতে পারবেন না, আপনাদের সামনে কোনো বাধা নেই।’

সভায় অন্যান্যেরর মধ্যে বক্তব্য রাখেন কর্নেল আব্দুল আজিজ, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, কুমিল্লা পুলিশ সুপার আশফিকুজ্জামান আক্তার, সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিআরডি নির্বাহী প্রকৌশলী, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়করা।

#

এনায়েত/আকরাম/রানা/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২০৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৬৮১    

 

কক্সবাজারে সংরক্ষিত বনের পরিবর্তে বিকল্প স্থানে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ

 

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনের পরিবর্তে বিকল্প স্থানে ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংরক্ষিত বনের ২০ একর জায়গার পরিবর্তে, রামুর ধলিরছড়ায় ১৯ দশমিক ১ একর পরিত্যক্ত জমিতে সেন্টারটি স্থাপন করার প্রস্তাব দেয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১ সেপ্টেম্বর পত্র দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সংরক্ষিত বনের বিকল্প কোনো স্থানে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য পরিবেশ উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পত্র দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

অপর দিকে, ৪৭১০ দশমিক ৬৪ একরের সংরক্ষিত এই পাহাড়ি শ্রেণির বনভূমির প্রস্তাবিত স্থানে বিভিন্ন সময়ে বাগান এবং সামাজিক বনায়ন করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণ হলে এশিয়ান বন্য হাতির বিচরণক্ষেত্র, বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য ধ্বংস হবে। পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ প্রেক্ষিতে, ফিফার অর্থায়নে বাফুফের ‘টেকনিক্যাল সেন্টার’ নির্মাণের জন্য খুনিয়াপালং মৌজার ২৫ একর ভূমি থেকে ২০ একর সংরক্ষিত বনভূমি অবমুক্ত (ডি-রিজার্ভ) করার আদেশ বাতিলের অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।

উল্লেখ্য, রামুর সংরক্ষিত বনে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ নিলে পরিবেশবাদী, বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত ব্যক্তি ও সংস্থা, সাধারণ মানুষ প্রতিবাদে শামিল হন। এ উদ্যোগের ফলে বর্ণিত স্থানের বন ও বন্যপ্রাণী রক্ষা পাবে।

#

দীপংকর/আকরাম/রানা/খায়ের/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৬৮০

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

‘কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা।’  

 

                                                      #

 

ফয়সল/আকরাম/রানা/খায়ের/মোশারফ/আব্বাস/২০২৪/২০৫৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৬৭৯

সবাই মিলে দেশ গড়ার আহ্বান দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টার

মিরেরসরাই, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। দেশটি সবার, সবাই মিলে এই দেশ গড়তে হবে। দেশে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে। কেউ বলতে পারবে না কাজ করার পরিবেশ নেই। মানুষকে সেবা দেওয়ার একটি নেয়ামত। সবার ভাগ্যে এ সুযোগ জোটে না। আমাদের দেশ আমরা নিজেরা গড়বো।

          আজ মিরসরাই উপজেলা পরিষদ মিলায়তনে বন্যা-পরবর্তী পরিস্থিত নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

          ফারুক ই আজম বলেন, বাংলাদেশের দিকে সারা বিশ্বের চোখ। নানান ক্ষেত্র থেকে বন্যাদুর্গতদের জন্য সহযোগিতা আসছে। আপনাদের চিন্তার বাহিরে গিয়েও অনেক কিছু সমাধান করা হবে। কারো কাছে কিছু চাইতে হবে না। কত প্রতিষ্ঠান আসবে আপনাদের জন্য তারা কি করতে পারে তা বলার জন্য ।

          প্রশাসনের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন,  আপনারা জনগণের সেবা করেন। তাদেরকে নিয়ে বিভিন্ন কর্মসূচি করুন। জনগণ দেশের মালিক। তাদের বিরদ্ধে গেলে থানা ছেড়ে চলে যেতে হবে। আর জনগণের সাথে প্রশাসনের সম্পর্ক ভালো হলে দেশে গড়তে সহজ হবে।

          এ সময় সেনাবাহিনীর ইউনিট কমান্ডার লে. কর্নেল আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী-সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

এনায়েত/আকরাম/রানা/খায়ের/মোশারফ/জয়নুল/২০২৪/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৬৭৮

বন্যাদুর্গত এলাকায় ৪৮ লাখ পানিশোধন ট্যাবলেট বিতরণ করেছে স্থানীয় সরকার বিভাগ

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

            বন্যাদুর্গত এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠান। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, সারা দেশের সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ত্বরিত মেরামতের প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আজ পর্যন্ত পাওয়া তথ্যমতে বন্যাদুর্গত ১১টি জেলায় স্থানীয় সরকার বিভাগ হতে ৪৮ লাখ ৮৩ হাজার পানি শোধন ট্যাবলেট, ২৪ হাজার ৪৫৩টি জেরিকেন এবং ইউনিসেফের সহায়তায় ৪ হাজার ৮৬৯টি হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

            স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে পাওয়া তথ্যমতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ৮০০ কিলোমিটার রাস্তা এবং ১ হাজার ১৪০টি ব্রিজ ও কালভার্ট। এই পর্যন্ত এলজিইডি ৬৫ কি মি রাস্তা এবং ৬৫টি ব্রিজ ও কালভার্ট মেরামত করেছে।

            স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে আজ বন্যা উপদ্রুত এলাকায়  ৬ হাজার ৭৭৩ জনকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩২৮ জন মানুষ এবং ৮ হাজার ৪৩৯ জনকে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সারা  দেশে ৯টি (ফেনীতে ৫টি, মৌলভীবাজারে ১টি, নোয়াখালীতে ১টি, লক্ষ্মীপুরে ১টি ও কুমিল্লায় ১টি) মোবাইল ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখন পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার ৩৪ লিটার নিরাপদ খাবার পানি বিতরণ করেছে।

           দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও খাগড়াছড়ি- এই পাঁচ জেলা এখন বন্যামুক্ত। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি এবং মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পরবর্তী রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

#

পবন/আকরাম/রানা/খায়ের/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৬৭৭

আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনতে চেষ্টা করা হবে

                                                               --- পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

           দেশের লিগ্যাল সিস্টেম থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি বলেন, যদি দেশের আইন-আদালত আমাকে বলে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করতে, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করবো।

          আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

          পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে ভারত ফেরত দিবে কিনা, সেটা তাদের ব্যাপার। তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা। কিন্তু সেদেশেও লিগ্যাল প্রসেস থাকে এবং লিগ্যাল প্রসেস অনুযায়ীই ফেরত আনার চেষ্টা করতে হবে।

          ‘শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কী হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন’ --এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে ভারতকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।

          বাংলাদেশে ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দেখুন এটাতো অনস্বীকার্য যে কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে। আমাদের এখানেও ল অ্যান্ড অর্ডার নিয়ে একটু সমস্যা ছিলো, সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব নরমাল হয়ে আসবে। এবং তারাও (ভারতীয়রাও) আসবেন, কারণ যে প্রজেক্টগুলো চলমান আছে সেগুলো তো আমাদেরকে শেষ করতে হবে।

          উপদেষ্টা বলেন, আমার মনে হয় ভারতীয়রা এক ধরনের ভীতির মধ্যে আছেন। এ ভীতি থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন।

          ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সর্বশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি আমরা দেখতেই পারি। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা তাই করব।

          জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না--এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।

#

কামরুল/আকরাম/রানা/খায়ের/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৬৭৬    

 

পণ্যের দাম একবার বাড়লে আর কমে না, সেটা চলবে না

                                              - বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এখন থেকে নিত্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে। সিন্ডিকেট করে আর ব্যবসা করা যাবে না। বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না। ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করবে।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের বাণিজ্য উপদেষ্টা এসব কথা জানান। 

জ্বালানি তেলের দাম ইতোমধ্যে কমেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর ফলে পরিবহন ব্যয় কমবে, যা কম মূল্যে পণ্য উৎপাদনে সহায়ক হবে।  

পোল্ট্রি খাতের শীর্ষ ব্যবসায়ীদের সাথে কী আলোচনা হয়েছে-এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডিম ও মাংস উৎপাদনকারীদের বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে। উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না। আবার বিপণনেরও কিছু মিস ম্যানেজমেন্ট রয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। ট্যাক্স ও ট্যারিফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উৎপাদক পর্যায়ে ১৮৫ টাকার সোনালি মুরগী ঢাকায় ২৪০ টাকায় বিক্রি হচ্ছে এমন বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রেয়াজুল হক-সহ দেশের পোল্ট্রি খাতের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#

কামাল/আকরাম/রানা/খায়ের/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৬৭৫

ডাক্তারদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই

                             --- স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা, ১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের ওপর হামলার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে গিয়ে মারধর, হুমকি এবং ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে দেশের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়তে পারে। ডাক্তাররা যদি সুষ্ঠুভাবে নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে।

          উপদেষ্টা আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

          স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, কোভিডকালীন ডাক্তাররা তাদের জীবন বাজি রেখে দেশের আপামর জনসাধারণদের চিকিৎসা সেবা দিয়েছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, বন্যাসহ সকল ক্ষেত্রে তাদের অবদান প্রশংসনীয়।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ছাত্র-জনতাকে স্বাস্থ্য সেবা দিয়েছেন। তারা এখনো দেশের বিভিন্ন হাসপাতালে হাজারও আহত ছাত্র-জনতাকে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য আমরা পুরো জাতি তাদের কাছে ঋণী।

          স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের ডাক্তারদের কর্মক্ষেত্র ও হাসপাতাল প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অতি দ্রুত সময়ের ভিতরে হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের উদ্যোগ গ্রহণ করা হবে। অতি দ্রুত সময়ের ভিতরে ডাক্তারদের ওপর হামলা ও মারধরের সকল বিষয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে  বিচারের আওতায় আনা হবে। ইতোমধ্যেই এ নিয়ে মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি কাজ শুরু করে দিয়েছে এবং ডাক্তারদের ওপর হামলার বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

          উপদেষ্টা চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা আমার সন্তানতুল্য। তোমাদের নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’ জনগণের কথা ভেবে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের জন্য তিনি চিকিৎসকদের অনুরোধ করেন।

           প্র

2024-09-01-17-30-e92a9de77ffaf9ef84b8082ee806f18c.docx