Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী : 14 February 2019

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৪৬
 
হজযাত্রীদের সেবা প্রদানকে ইবাদত হিসেবে বিবেচনা করুন
                                              --- ধর্ম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ বলেছেন, হজযাত্রীদেরকে সেবা প্রদান শুধু দায়িত্বপালন নয়। এটি হল আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টি অর্জনের চমৎকার সুযোগ। তাই হজযাত্রীদের সেবা প্রদানকে শুধু দায়িত্বপালন মনে না করে ইবাদত হিসেবে বিবেচনা করুন।
প্রতিমন্ত্রী আজ সকালে হজ অফিস, ঢাকায় হজযাত্রীদের নিবন্ধন সম্পর্কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারী এবং ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যারা হজযাত্রীদের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন কার্যক্রমের সাথে জড়িত তারা হজ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নিবন্ধন কার্যক্রমের সেবা প্রদানে আপনারা আন্তরিক হবেন। হজযাত্রীদের কোনো ভোগান্তিতে ফেলবেন না। কোনো প্রকার অন্যায় সুবিধা গ্রহণের চেষ্টা করবেন না। হজযাত্রীদের কোন বিড়ম্বনায় ফেললে তা দুর্নীতি হিসেবে গণ্য করা হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, হজ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়কে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। এ বছরের হজ ব্যবস্থাপনাকে অন্যান্য বছরের চেয়ে উন্নততর হজ ব্যবস্থাপনা হিসেবে প্রতিষ্ঠিত করব- ইনশাআল্লাহ।’
  হজ অফিস, ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম সচিব মোঃ আনিছুর রহমান, হজ এজেন্সি এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) এর সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়া, মহাসচিব শাহাদাত হোসেন তসলিম প্রমুখ। 
প্রশিক্ষণ কর্মসূচিতে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ হজ নিবন্ধনের জন্য অনুমোদিত ৩৪টি ব্যাংকের প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী হজ নিবন্ধন  কার্যক্রম- ২০১৯ এর উদ্বোধন ঘোষণা করেন। 
উল্লেখ্য, আজ থেকে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে। সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধনের ক্রমিক নম্বর ২২,৭৬৪ এর মধ্যকার হজযাত্রীগণ নিবন্ধন করতে পারবেন।  বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে এবং বেসরকারি ব্যবস্থাপনার  ৪, ৭৯, ৮৯৫ ক্রমিক নম্বরের মধ্যকার প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা এসময়ে নিবন্ধন করতে পারবেন। 
#
 
আনোয়ার/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৬৪৫
 
হাওরের উন্নয়নে সরকার কাজ করছে
                  -- পরিকল্পনা মন্ত্রী
 
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :  
 
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরে পরিবেশসম্মত সমন্বিত অর্থনৈতিক কর্মসূচি হাওরের মানুষের জীবন বদলে দিতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের বন্ধু। একনেকের সভায় হাওরের প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নেন।
 
মন্ত্রী আজ ঢাকার ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘হাওর অর্থনীতি: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, হাওরে সবচেয়ে বেশি প্রয়োজন সুপেয় পানি। তাছাড়া উন্নত স্যানিটেশনেরও প্রয়োজন। তিনি বলেন, হাওরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।
 
বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, হাওর কেবল হাওরবাসীর সম্পদ নয়, এটা জাতীয় সম্পদ। হাওরের বিপুল সম্পদকে কাজে লাগাতে হবে।
 
আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অভ্ ওয়াটার মডেলিংয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মনোয়ার হোসেন।
 
আলোচনা সভায় হাওর সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞগণ অংশ নেন। তারা বলেন, সুষ্ঠু পানিসম্পদ ব্যবস্থাপনা ও হাওরবান্ধব  ট্যুরিজম পরিকল্পনা বদলে দিতে পারে হাওর তথা দেশের অর্থনীতির রূপ।
 
কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মুয়াজ্জাম হুসাইন, অধ্যাপক ড. এম এ সাত্তার, অধ্যাপক ড. আইনুন নিশাত প্রমুখ।
 
#
 
শাহেদ/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৪৪
 
নেত্রকোণার আওয়ামী লীগ নেতার মৃত্যুতে মৎস্য প্রতিমন্ত্রীর শোক
 
 
নেত্রকোনা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নেত্রকোণা সদরের বাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জিল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 
এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মঞ্জিল মিয়াকে আওয়ামী লীগের ত্যাগী ও জনপ্রিয় নেতা উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ বঙ্গ সৈনিককে হারালাম।
প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 
মৃত্যুকালে মঞ্জিল মিয়ার বয়স হয়েছিল ৬৫ বছর। 
#
 
 
শাহ আলম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০৪০ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৬৪৩
 
শুধু ঢাকাই বাংলাদেশ নয়
            -- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :  
 
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘শুধু ঢাকাই বাংলাদেশ নয় - বাংলাদেশের অন্যান্য এলাকা নিয়েও ভাবতে হবে। পর্যটন শিল্প বিকাশের জন্য চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের অন্যান্য জেলায় কাজ করতে হবে’। 
 
মন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে প্রথম বারের মতো আয়োজিত তিন দিনব্যাপী  ‘ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো - ২০১৯’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। 
 
‘এবারের আন্দোলন, বিশ্বমানের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন (বিহা) এবং ওয়েম বাংলাদেশ লিমিটেড এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের 'ফুড অ্যান্ড হসপিটালটি' সেক্টরের  এক্সিবিউটর, ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ডেলিকেট এবং বায়ার অংশগ্রহণ করছে।
 
ভূমিমন্ত্রী বলেন, এধরণের প্রদর্শনী শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও করা উচিত। বিদেশে এ ধরণের  প্রদর্শনী আয়োজনের পরিকল্পনার কথা শুনে মন্ত্রী আয়োজকদের প্রশংসা করেন। সেই সাথে আরো বেশি সংখ্যক বিদেশিদের এ ধরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের পরামর্শ প্রদান করেন। মন্ত্রী মনে করেন বিনিয়োগ সম্প্রসারণে পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। 
 
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ ইতিমধ্যে আমরা অর্জন করে ফেলেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ২০২১ সালের মধ্যই মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হব।  পর্যটন শিল্প আমাদের দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক। সরকার এ শিল্পখাত খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং কাজ করে যাচ্ছে। 
 
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, ‘বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খান এবং বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানে ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতবৃন্দ, মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্স, হোটেল এবং ট্যুরিজম সেক্টরের ব্যবসায়ীবৃন্দসহ পর্যটন খাতের অন্যান্য স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। 
 
#
 
নাহিয়ান/মাহমুদ/এনায়েত/রফিকুল/সেলিম/২০১৯/২০২০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৪২

সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে
                  --- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেশের উন্নয়নে সততা ও পেশাগত দক্ষতার সাথে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ২৪ ও ২৫ তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান।
ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসনকে আরো দক্ষ ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তুলেই জনগণকে উন্নত সেবা প্রদান করা সম্ভব। তিনি বলেন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
#


শিবলী/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ৬৪১
সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে শিল্পমন্ত্রী 
বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান করা হবে
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :  
ট্যানারি উদ্যোক্তাদের ব্যবসার স্বার্থে সাভার চামড়া শিল্পনগরীর সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত এর সমাধান করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীরা ব্যবসা করবে, সরকার ব্যবসায়ীদের সহায়তা দেবে। তিনি চলতি বছর জুনের মধ্যে চুক্তি অনুযায়ী চামড়া শিল্পনগরীর বাকি কাজ সমাপ্ত করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
শিল্পমন্ত্রী আজ সাভারে অবস্থিত ঢাকা চামড়া শিল্পনগরীর প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আয়োজিত পর্যালোচনা সভায় এ কথা বলেন। শিল্পনগরীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব বেগম পরাগ, চামড়া শিল্প উদ্যোক্তা মনজুরে এলাহী, মহিলা শিল্প উদ্যোক্তা নিহাত কবিরসহ বিসিক ও চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
সভায় চামড়া শিল্পনগরীর উন্নয়ন কাজের বর্তমান অবস্থা বিস্তারিত মূল্যায়ন করা হয়। এ সময় পরিবেশ ও কমপ্লায়েন্স ইস্যুতে আন্তর্র্জাতিকমানের সাথে শিল্পনগরীর মান ও সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। 
সভায় জানানো হয়, পরিবেশ অধিদপ্তর ও চামড়া শিল্পের আন্তর্জাতিকমান অনুযায়ী এ প্রকল্পের ডকুমেন্টস্ তৈরি করা হয়েছে। এতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের ফলে আন্তর্জাতিকমানের বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হয়েছে। এরপরও পরিবর্তীত প্রেক্ষাপটে বিশ্বমানের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চামড়া শিল্পনগরীর সার্বিক মান ও অবস্থা মূল্যায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা বলেন, ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে রপ্তানি পণ্য বহুমুখীকরণের উদ্যোগ জোরদার করতে হবে। একক পণ্য রপ্তানির মাধ্যমে উন্নয়নশীল দেশে উত্তরণের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন। রপ্তানি সম্ভাবনা বিবেচনায় তিনি চামড়া শিল্পখাতকে দেশের দ্বিতীয় বৃহৎ খাত হিসেবে উল্লেখ করেন এবং এ খাতের গুণগত মানোন্নয়ন ও রপ্তানি পণ্য বহুমুখীকরণের উদ্যোগ বাস্তবায়নের তাগিদ দেন। আন্তর্জাতিক নিরীক্ষা সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 
  শিল্প প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে উন্নয়নের লক্ষ্য ঠিক করে দিয়েছেন। কোনো ধরণের কালক্ষেপণ না করে এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চামড়া শিল্পনগরীর অবশিষ্ট কাজ দ্রুত সমাপ্ত করতে শিল্প মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি অংশীজনদের আশ্বস্ত করেন।  
এর আগে শিল্পমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা এবং শিল্প প্রতিমন্ত্রী চামড়া শিল্পনগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন।  
#
জলিল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৯০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৪০
 
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর নেত্রকোণা সফর
 সংযোগ সড়ক ও বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
 
নেত্রকোণা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আজ নেত্রকোণা জেলার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সংযোগ সড়ক ও একটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
প্রতিমন্ত্রী ২ কোটি টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার দীর্ঘ মদন রোডস এন্ড হাইওয়ে অর্থাৎ নেত্রকোণা-কেন্দুয়া সংযোগ সড়ক এবং প্রায় তিন কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীগঞ্জ হাইস্কুলের চতুর্থ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। 
উল্লেখ্য, সংযোগ সড়কটি নির্মাণে এক বছর সময় লাগবে এবং এতে প্রায় ৩০ হাজার লোক উপকৃত হবে। 
প্রতিমন্ত্রী লক্ষ্মীগঞ্জ হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি চতুর্থ তলা এ ভবনটি নির্মাণের পাশাপাশি বিদ্যালয়টিতে একটি আধুনিক ল্যাব স্থাপনের ঘোষণা দেন।   
#
 
 
শাহ আলম/মাহমুদ/এনায়েত/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৩৯
 
কৃষিবিদরা বঙ্গবন্ধুর মান রেখেছেন
                      ---কৃষিমন্ত্রী
 
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষি গ্র্যাজুয়েটদের প্রথম শ্রেণীর পদমর্যাদা ঘোষণা করেন। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন “আমি তোদের পদমর্যদা দিলাম, তোরা আমার মান রাখিস” তখন থেকে কৃষিবিদরা প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করেন। শিক্ষার্থীদের সেদিন কাগজ কলম বইয়ের পাশাপাশি প্যান্ট-কোট খুলে গ্রামে কৃষকদের সাথে কাজ করার আহ্বান করেছিলেন। তিনি স্পষ্টভাবে সেদিন বলেছিলেন সবুজ বিপ্লব ব্যতীত দেশের অগ্রগতি সম্ভব নয়।
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক কৃষিবিদ দিবস-২০১৯ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।  
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তার শুরুটা করেছিলেন বঙ্গবন্ধু এবং তার অসমাপ্ত কাজটুকু সম্পন্ন করেছেন তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি ও কৃষকদরদি বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা আবার বাংলার মেহনতি মানুষের ম্যান্ডেট নিয়ে ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। অদ্যাবধি বাংলার উন্নয়ন ও নেতৃত্ব বিশ্বে প্রশংসিত। আজ বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয় বরং আজ বাংলাদেশ কৃষি পণ্য বহির্বিশ্বে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আজ কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। কৃষিবিদরা শুধু কৃষি ক্ষেত্রে নয়, জাতীয় রাজনীতিতে, প্রশাসনিক, ব্যাংকিংসহ সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে।
  কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাগত বক্তৃতা করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স। 
#
 
গিয়াস/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৬৩৮
 
সমন্বিত উদ্যোগে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে হবে
                                  --- এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যানের যে খসড়া তৈরি করা হয়েছে সেটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। সমন্বিত উদ্যোগে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী আজ সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির এক সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। সভায় প্রস্তাবিত মাস্টার প্ল্যানের খসড়া উপস্থাপন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাসির উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি সম্পদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নদী বিষয়ক বিশেষজ্ঞ প্রমুখ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশের নদী ও খালগুলো একটির সাথে অপরটি সংযুক্ত। তবে ঢাকার চারপাশের এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীসমূহের পাশের্^ অবস্থিত শিল্পকারখানা ও মানবসৃষ্ট অন্যান্য বর্জ্যরে কারণে সৃষ্ট দূষণ ও অবৈধ দখল রোধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মন্ত্রী নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা নির্মাণ, ইকো পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের তাগিদ দেন।
মন্ত্রী আরো বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু এবং টঙ্গীখাল নদীগুলোর দূষণের উৎস শিল্পবর্জ্য রিসাইকেল করতে হবে। নদী দূষণে সহায়তা প্রদানকারী বর্জ্য সরাসরি যাতে পানিতে মিশতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বুড়িগঙ্গা নদীসহ ঢাকা শহরের চারপাশের নদীগুলোর দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দূষণ থেকে উত্তরণের বিষয়ে সেবা সংস্থাসমূহকে উদ্যোগ নিতে হবে। 
উল্লেখ্য, মাস্টার প্ল্যানটি ৪টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এক বছর মেয়াদি ক্রাশ প্রোগ্রাম, ২ বছর মেয়াদি স্বল্প মেয়াদি, ৫ বছর মেয়াদি মধ্য মেয়াদি এবং ১০ বছর মেয়াদি দীর্ঘ মেয়াদি কার্যক্রম। নদী দখল রোধে করণীয়, নদীর পানি দূষণ রোধে করণীয় ও নাব্যতা বৃদ্ধিতে করণীয় এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের করণীয় সম্পর্কে মাস্টার প্ল্যানে উল্লেখ রয়েছে। সভায় নদী রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার বিতরণের উদ্যোগের কথা জানানো হয়। নদীর উপরিভাগ ছাড়াও নদীর তলদেশের পানি প্রবাহের ব্যাপারে গুরুত্ব দেয়ার ব্যাপারেও বিশেষজ্ঞগণ মতামত প্রদান করেন।
#
 
হাসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা

Handout                                                                                                         Number : 637

 

Michael Pompeo hopes to strengthen US -Bangladesh relations

 

Dhaka, 14 February :

 

Secretary of State of the United States of America Michael R. Pompeo congratulated Dr. A. K. Abdul Momen on his appointment as the new Minister of Foreign Affairs.

In a message, Michael R. Pompeo expressed his hope to strengthen
US-Bangladesh relations and cooperation. He also conveyed his conviction to make stronger the enduring ties between the two great nations.

The Secretary of State also appreciated the generosity of the Bangladesh government and people for continuing to host and shelter over one million Rohingyas.  Mr. Pompeo also shared Bangladesh’s commitment to the eventual return of the Rohingyas to their homeland. He also praised the impressive diplomatic and academic background, skills and experience of the Foreign Minister.

#

Tohidul/Mahmud/Mosharaf/Abbas/2019/1833 Hours

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ৬৩৬
 
জাপানের রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক
বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান
 
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
  বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন,  ‘জাপান বাংলাদেশের বন্ধু। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপান বাংলাদেশকে অনেক সহযোগিতা দিয়েছে। জাপানি সাহায্য সংস্থা এখনো বাংলাদেশে কাজ করছে। অনেক জাপানি বাংলাদেশে কর্মরত আছে। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা এবং চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় দু’টি বিশেষ অর্থনৈতিক জোনে জাপান বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জাপানের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা জানাচ্ছি। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করলে এবং বাংলাদেশের ব্যাবসায়ীগণ জাপান সফর করলে উভয় দেশের ব্যবসায়ীগণ বেশি আত্মবিশ^াসী হবেন। এতে করে বাণিজ্য ক্ষেত্রে  উভয় দেশ লাভবান হবে।’
  বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি আজ (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ঐরৎড়ুধংঁ ওুঁসর এর সাথে মতবিনিময়ের সময় এ সব কথা বলেন।
  ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। জাপান এ সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে জাপান খুশি। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে।’
  এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
  এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি মহাখালীতে আইপিএইচ স্কুল এন্ড করেজের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নরডিক কান্ট্রির সুইডেন এর রাষ্ট্রদূত ঈযধৎষড়ঃঃধ ঝপযষুঃবৎ, নরওয়ের রাষ্ট্রদূত ঝরফংবষ ইষবশবহ এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ডরহহরব চবঃবৎংবহ এর সাথে মতবিনিময় করেন। বিকেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অভ্ বাংলাদেশ এবং বাংলাদেশ এসোসিয়েশন এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)এর দু’টি ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন।
#
 
বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৬৩৫
 
এডমিনিস্ট্র্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের 
পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ
 
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ এডমিনিস্ট্র্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের ২০১৯-২০ মেয়াদের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক আজ এসোসিয়েশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডমিনিস্ট্র্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদ, সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এবং মহাসচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত সচিব (এপিডি), জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কমিটির সহসভাপতি সাজ্জাদুল হাসান, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়; ফয়েজ আহম্মদ, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, স¦রাষ্ট্র মন্ত্রণালয়; সদস্য মোঃ সোহরাব হোসাইন, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কাজী রওশন আক্তার, রেক্টর (ভারপ্রাপ্ত সচিব), বিসিএস প্রশাসন একাডেমিসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।
#
 
ইউসুফ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৯/১৭০৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৩৪  
প্রবাসীদের সর্বোচ্চসেবা দিন 
 -  প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :  
বিমানবন্দরে প্রবাসীরা যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, প্রবাসীদের অযথা হয়রানি করলে বা এ ধরনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ ১৩ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক, বিভিন্ন যাত্রীকাউন্টার, কাস্টমস চেকিংপয়েন্টসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। প্রবাসী কল্যাণ ডেস্কের বর্তমান স্থান পরিবর্তন করে দৃশ্যমান স্থানে নিয়ে আসার পরিকল্পনা কথা জানিয়ে বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চসেবা নিশ্চিতের নির্দেশনা দেন এবং বিভিন্ন কাউন্টারে যাত্রীদের সাথে কথা বলেন। সে সময় যাত্রীরা প্রতিমন্ত্রীকে বলেন, ২/৩টি কাউন্টারে কাজের গতি খুব স্লো এবং ২/১টিতে কোন কাজ হচ্ছে না।  
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং উপপ্রধান শেখ মোঃ শরীফ উদ্দিন পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন। 
#
রাশেদুজ্জামান/অনসূয়া/শাম্মী/জসীম/সুবর্ণা/আসমা/২০১৯/১৪২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৬৩৩  
পায়রাবন্দরের উন্নয়নে পরামর্শক নিয়োগের চুক্তিস্বাক্ষর
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) : 
পায়রাবন্দরের উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলগত পরিকল্পনা ও ডিটেইল মাষ্টার প্ল্যান প্রণয়নের জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান হলো-নেদারল্যান্ডসের রয়েল হাসকনিং ডিএইচভি বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয়ের গবেষণা, পরীক্ষা এবং পরামর্শক ব্যুরো (বিআরটিসি)।  
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পরামর্শক নিয়োগ সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। 
পায়রাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম, বিআরটিসি, বুয়েট-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ শামসুল হক এবং রয়েল হাসকনিং এর স্ট্র্যাটেজিক বিজনেস ডাইরেক্টর এরিক স্মিত নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারউইজ এসময় উপস্থিত ছিলেন।
ডিটেইল মাষ্টার প্ল্যানসহ অন্যান্য রিপোর্ট প্রণয়নে ১৮ মাস সময় লাগবে। এজন্য ব্যয় হবে প্রায় একশত পঁচিশ কোটি টাকা। এ কাজে বুয়েটের ২৯ জন বিশেষজ্ঞ প্রফেসর এবং রয়েল হাসকনিং ডিএইচভি’র ৬১ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। পরামর্শক প্রতিষ্ঠান ২৪টি ডেলিভারেবলস রিপোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফর্মা) প্রণয়ন করবে। 
মাস্টার প্ল্যান প্রণীত হলে বন্দরের অধিগ্রহণের জন্য নির্ধারিত প্রায় ৬৫০০ একর জমিতে টপোগ্রাাফি ও অন্যান্য সার্ভের মাধ্যমে ল্যান্ডইউজ প্ল্যানসহ টার্মিনাল ও সকল স্থাপনার অবস্থান মাস্টারপ্লানে চিহ্নিত হবে। ফলে পায়রাবন্দরের উন্নয়নের জন্য গৃহীত মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাসমূহ মাস্টারপ্ল্যান রিপোর্টের ভিত্তিতে অগ্রাাধিকার নির্ধারণ করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা সম্ভব হবে। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৩৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৬৩২ 
বাংলাদশেরে উন্নয়নে পাশে থাকবে জাপান
ঢাকা, ২ ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) :
বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ ও খাদ্য প্রক্রিয়াজাতে সহযোগিতা ক
Todays handout (10).docx Todays handout (10).docx