Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 21/09/15

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৭২৫


দেশের পাটশিল্প রক্ষায় পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই
                                                                  ----মির্জা আজম
ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :  

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশের পাটশিল্প রক্ষায় পাট ও পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই সরকার যে কোনো মূল্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন পুরোপুরিভাবে বাস্তবায়ন করবে। তিনি বলেন, এ আইন শতভাগ বাস্তবায়ন করতে পারলে দেশের পাটশিল্প আবার চাঙ্গা হয়ে উঠবে, পাশাপাশি কৃষকও পাটের ভালো মূল্য পাবে। 

         প্রতিমন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ে বিলুপ্ত ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ (আইজেএসজি) ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টার (জেডিপিসি) এর স্টিয়ারিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা  বলেন। সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী সভাপতিত্ব করেন। 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন কারণে পাটের আন্তর্জাতিক বাজার মন্দা। তাই পাট ও পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি করে পাট রপ্তানি কমাতে হবে। তিনি বলেন, দেশের সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যবসা কেন্দ্র, বাসাবাড়ি সর্বত্র গতানুগতিক পাটজাত পণ্যের পাশাপাশি বহুমুখী পাটপণ্য ব্যবহারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসকল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
বহুমুখী পাটপণ্য উৎপাদনকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণের চাহিদা মাফিক পাটপণ্য উৎপাদন করতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করবে। পাটের বহুমুখী পণ্য সহজলভ্য করার জন্য আইজেএসজি ভবনের দ্বিতীয় তলায় একটি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র করা হবে। এছাড়া, এ ভবনের নীচ তলায় বহুমুখী পাটপণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ব্যাংক স্থাপন করা হবে। তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এর দুই থেকে তিনটি মিল আধুনিকায়ন করবে সরকার যেখানে অত্যাধুনিক বহুমুখী পাটপণ্য উৎপাদন করা হবে।    
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার, বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. এরসাদ হোসেন, বস্ত্র পরিদপ্তরের পরিচালক মো. ইসমাইল, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের অতিরিক্ত মহাপরিচালক শফিক আহমেদ শিবলী, জেডিপিসি’র নির্বাহী পরিচালক নাসিমা বেগম, পরিকল্পনা কমিশন,  বিসিক, বিনিয়োগ বোর্ড, আইএমইডি, বিজেএমএ, বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তা,  ডিসিসিআই ও ব্যাসিক ব্যাংকের প্রতিনিধি এবং মন্ত্রণালয় ও জেডিপিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

রেজাউল/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/২১৪২ ঘণ্টা   

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৭২৪

আয়করমেলার ৬ষ্ঠ দিনে ৩০২ কোটি ২৩ লাখ টাকা আয়কর আদায়  

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) : 

    সপ্তাহব্যাপী আয়কমেলার ৬ষ্ঠ দিনে ৩০২ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৩৯৭ টাকা আয়কর আদায় হয়েছে।  মেলায় ১ লাখ ১৬ হাজার  ৪৩০ জন সেবা গ্রহণ করেছেন এবং আয়কর রিটার্ণ দাখিল হয়েছে ২৪ হাজার ৭৪৯টি । আয়করমেলার ৬ দিনে মোট ১  হাজার ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা কর আদায় হয়েছে। 

    আজ ঢাকাসহ ৭ টি বিভাগ, ২৪ টি জেলা, ১২টি উপজেলা ও ২০টি উপজেলায় ভ্রাম্যমাণ মেলা একযোগে অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রীর আয়করমেলা পরিদর্শন

    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ ঢাকায় অফিসার্স ক্লাবে আয়করমেলা পরিদর্শন করেন। তিনি মেলার বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং মেলায় প্রদত্ত সেবা সম্পর্কে অবহিত হন। তিনি মেলায় আগত বিভিন্ন করদাতার সাথে কথা বলেন এবং মেলার সামগ্রিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এ সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ও সম্পাদকদের সাথে মতবিনিময়

    আয়করমেলার ৬ষ্ঠ দিনে অফিসার্স ক্লাবে আয়করমেলা প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ও সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঞ্চালনা ও সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ডেইলি অবজারভারের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ বদরুল আহসান, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক বেগম হুমায়রা শারমিন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আফরাজ/মিজান/মোশাররফ/আব্বাস/২০১৫/২১২২ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :    

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ১৮ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ৬৮১ কেন্দ্রে ১ হাজার ৬৮১টি কলেজে মোট ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

    ২০১৩ সালের ডিগ্রি পাস পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিএ পরীক্ষায় ৪৮ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৫৫৯ জন, বিএসএস পরীক্ষায় ৬৬ হাজার ৮৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ২৮৭ জন, বিকম ও বিবিএস পরীক্ষায় ৩৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৬৮৪ জন এবং বিএসসি পরীক্ষায় ২ হাজার ৭০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার শতকরা ৭১ দশমিক ৪৯ ভাগ।

    এছাড়া, ২ হাজার ৪৬৪ জন সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩৬৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

    ডিগ্রি পাস প্রথম বর্ষে ২ লাখ ২৬ হাজার ৫৩২ জনের মধ্যে ২ লাখ ৭ হাজার ৪৬০ জন এবং দ্বিতীয় বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫০৭ জনের মধ্যে ১ লাখ ৪২ হাজার ১২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

    পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারি ফল িি.িহঁ.বফঁ.নফ ও িি.িহঁনফ.রহভড় ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোন মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে গবংংধমব অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>ফবম<ংঢ়ধপব>ৎড়ষষ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে।

#

আফরাজ/মিজান/মোশাররফ/জসীম/রেজাউল/২০১৫/২০১৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭২২

আবহাওয়ার সতর্কবার্তা
সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত


ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) : 


    পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

    চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

#
আফরাজ/মোশাররফ/রফিকুল/আব্বাস/২০১৫/২০১১ ঘণ্টা  

 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭২১

ডিপিডিটিতে ভৌগোলিক নির্দেশক পণ্য রেজিস্ট্রেশন শুরু

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :  

     শিল্প মন্ত্রণালয়াধীন পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) জাতীয় ও আন্তর্জাতিক মেধাসম্পদের (পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস) রেজিস্ট্রেশনের পাশাপাশি ভৌগোলিক নির্দেশক পণ্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে। চলতি মাসের প্রথম দিন থেকেই ডিপিডিটিতে ভৌগোলিক নির্দেশক পণ্যের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। 

    ইতোমধ্যে ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩’ ও ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা, ২০১৫’ প্রণীত হয়েছে। 

    ভৌগোলিক নির্দেশক পণ্য রেজিস্ট্রেশন সংক্রান্ত আইন ও বিধি, আবেদন ফরম ও ফি’র পরিমাণ এবং আবেদন দাখিল করার নিয়মাবলী ডিপিডিটি’র ওয়েবসাইট িি.িফঢ়ফঃ.মড়া.নফ-তে পাওয়া যাবে।


আফরাজ/মিজান/মোশাররফ/আব্বাস/২০১৫/১৯৫৬ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৭২০


আগামী মার্চে সাভারের শিল্পনগরীতে 
চামড়া প্রক্রিয়াজাতকরণ শুরু করবে ট্যানারি মালিকরা

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :
২০১৬ সালের মার্চ মাসের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে নির্মাণাধীন নতুন কারখানাগুলো চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু করবে বলে জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা। তারা বলেন, বর্ষা মৌসুমের কারণে ইদানিং কারখানা নির্মাণ কাজ কিছুটা শ্লথ হলেও বর্ষা পরবর্তীতে কাজের গতি বাড়িয়ে দ্রুত নির্মাণ কাজ সমাপ্ত করা হবে। শিল্পনগরীতে বরাদ্দপ্রাপ্ত ১শ’ ৫৫ জন প্লট মালিকের মধ্যে ১শ’ ৪৮ জন ইতোমধ্যে কারখানা নির্মাণের কার্যক্রম শুরু করেছেন বলে তারা জানান। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত ‘চামড়া শিল্পনগরী, ঢাকা এর বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা’’ শীর্ষক সেমিনারে আজ ট্যানারি মালিকরা এ তথ্য জানান। এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি এতে সভাপতিত্ব করেন।
সেমিনারে প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. সিরাজুল হায়দার। এতে বিসিক চেয়ারম্যান আহমেদ হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদার গুড্স অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ঈঊঞচ) নির্মাণ কাজ তদারকিতে নিয়োজিত বুয়েট অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন এবং চীনা নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিন ঝু আলোচনায় অংশ নেন।
সেমিনারে ট্যানারি মালিকদের পক্ষ থেকে বিএফএলএলএফইএ’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের জানান, হাজারিবাগের ট্যানারি স্থানান্তরের বিষয়ে উদ্যোক্তারা আন্তরিকতার সাথে কাজ করছেন। আগামী ২০১৬ সালের মার্চের মধ্যে চামড়া শিল্পনগরী কর্মচঞ্চল হয়ে ওঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
সেমিনারে বুয়েটের সংশ্লিষ্ট প্রতিনিধি জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজের গুণগতমান রক্ষায় বুয়েট সজাগ রয়েছে। এ লক্ষ্যে নির্মাণ কাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সামগ্রীর মান যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে গুণগত মানের ক্ষেত্রে বুয়েট কোনো ধরনের আপোশ করবে না বলে তারা আশ্বস্ত করেন। পাশাপাশি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার নির্মাণে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে নভেম্বরের মধ্যে নির্মাণ সম্পন্ন হবে বলে উল্লেখ করেন।
    শিল্প সচিব নির্ধারিত সময়ের মধ্যে চামড়া শিল্পনগরীতে ট্যানারি কারখানা নির্মাণ কাজ সমাপ্ত করার তাগিদ দেন। তিনি বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার  নির্মাণ শেষ হবার মধ্যেই ট্যানারি মালিকদেরকে হাজারীবাগ হতে ট্যানারিগুলো নতুন চামড়া শিল্পনগরীতে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো ট্যানারি মালিক এতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন। একই সাথে তিনি চীনা নির্মাতা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময় পরিকল্পনা মেনে চলে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ সমাপ্ত করার তাগিদ দেন।
#
জলিল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৭১৯


ইতালিতে সেমিনারের উদ্বোধনীতে বাণিজ্যমন্ত্রী
বিনিয়োগকারীদের সবধরণের সহযোগিতা প্রদান করা হবে

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইতালি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে দু’দেশের অর্থনীতি আরো জোরদার হবে। ইতালি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উভয়দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। উভয় দেশের মধ্যে বাণিজ্যবৃদ্ধির জন্য বাণিজ্য শুল্ক হ্রাস, অভিজ্ঞতা  বিনিময় এবং তৈরিপোশাক, ঔষধ, ইলেক্ট্রনিক সামগ্রী, চামড়াজাত পণ্য এবং হালাল খাদ্য রপ্তানিতে ইতালির সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। ইতালির বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। ইতোমধ্যে যারা বাংলাদেশে বিনিয়োগ করেছেন তারা ব্যবসায় সফল হয়েছেন। বাংলাদেশ সরকার ইতালির বিনিয়োগকারীদেরকে সবধরনের সহযোগিতা প্রদান করবে। 
    আজ ইতালরি মিলানে মিলান এক্সপো-২০১৫ এ দ্য মিলান চেম্বার অভ্ কমার্স এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত “বাংলাদেশ বিজনেস ফোরাম” বিষয়ক সেমিনারের  উদ্বোধনীতে একথা বলেন। সেমিনারে বাংলাদেশে ইতালির ব্যবসায়ীদের সফল বাণিজ্য বিবরণ তুলে ধরা হয়। বাংলাদেশ এবং ইতালির এপারেল, ঔষধ, হস্তশিল্প,ওয়েভিং, কৃষি, খাদ্য এবং প্লাস্টিক সেক্টরের ব্যবসায়ীগণ, সরকারের প্রতিনিধি এবং মিলান চেম্বারের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
    ইতালির পক্ষে সে দেশের বোর্ড অভ্ চেম্বার এন্ড কমার্স, ইন্ডাষ্ট্রি, এগ্রিকালচার, হ্যান্ডিক্রাফটের সদস্য আমাতো লুইগি মোলিনারি (অসধঃড় খঁরমর গড়ষরহধৎর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেন ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, সুযোগ-সুবিধা, সস্তা শ্রম ইত্যাদি বিষয় তুলে ধরেন। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এবং ইতালির বোর্ড অভ্ প্রোমস এন্ড অফিসার ফর ইন্টারন্যাশনাল ট্রেড এর সদস্য  চিয়ারা ফানালি (ঈযরধৎধ ঋধহধষর) সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন। বিকেএমই’র প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বায়ো ফার্মা লি.-এর নির্বাহী পরিচালক ডা. মাহমুদুল হক, বিএআরই’র প্রতিনিধি মো. আবুল কাশেম, ব্রাদার্স প্লাস্টিকের মালিক রতন কুমার আগারওয়াল ইতালি এবং বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন। মিলানে নিযুক্ত কনসাল জেনারেল বাংলাদেশের অর্গাানিক ক্লে টাইলস, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, খাদ্য এবং পর্যটন সেক্টরের বর্ননা তুলে ধরেন। 
    ইতালি এবং বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ইতালির মিলান চেম্বার অভ্ কমার্সের মধ্যে একটি সমঝোতা স¥ারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। মিলান চেম্বার অভ্ কমার্সের স্ট্রাটেজিক ম্যানেজার ঋবফবৎরপড় গধৎরধ ইবমধ এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এতে স্বাক্ষর করেন। 
#
লতিফ/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭১৮

বাজার তদারকি
৪০ প্রতিষ্ঠানকে ২ লাখ ১৯ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ঢাকা, খুলনা, গাজীপুর, ভোলা, দিনাজপুর, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ ও কক্সবাজারে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪০টি প্রতিষ্ঠানকে দুই লাখ ১৯ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে কাবাব ধাবাকে 
১৫ হাজার টাকা, জুসি ফাস্ট ফুডকে ২৫ হাজার টাকা ও আহনাফ চাইনিজকে ৫ হাজার টাকা; পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে দাদা মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দি বিক্রমপুর মিষ্টান্ন এন্ড বেকারিকে ৫ হাজার টাকা ও দি নিউ ভাগ্যকূল বিক্রমপুর সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে খুলনার খালিশপুর ও দৌলতপুর এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ভোলা সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, নীলফামারীর ডোমার উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ২শ’ টাকা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৯টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং কক্সবাজার রামু উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৭১৭

সংসদভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭ টায়

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) : 

    ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭ টায় জাতীয় সংসদভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। 

    জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।

#
হুদা/আফরাজ/মিজান/জসীম/আব্বাস/২০১৫/১৮৫৬ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৭১৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে অধীনস্থ দপ্তরসমূহের বাৎসরিক কর্মসম্পাদন চুক্তি স¦াক্ষরিত

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) : 
আজ বাংলাদেশ সচিবালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের  বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অহঁধষ চবৎভড়ৎসধহপব অমৎববসবহঃ-অচঅ) স্বাক্ষরিত হয়েছে। 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সচিব নাছিমা বেগম, মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় সচিব মো. নজরুল ইসলাম এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তর ২০১৫-১৬ অর্থবছরে ৭ লাখ ৫০ হাজার হতদরিদ্র নারীকে প্রতিমাসে ৩০ কেজি চাল ও জীবনমুখী প্রশিক্ষণ প্রদান করবে। ৩ লাখ ৮৪ হাজার হতদরিদ্র মাকে প্রতিমাসে ৫শ’ টাকা হারে ভাতা প্রদান করবে। ১১ লাখ ১৩ হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করবে। ৬ হাজার ৫শ’ নারীকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োগের জন্য চাকুরি বিনিয়োগ তথ্য কেন্দ্রে চাকুরির আবেদন প্রেরণ করবে। ৩৭৯টি ক্লাবের মাধ্যমে ৪০ হাজার কিশোরীকে জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করবে। ১শ’ জন নারী উদ্যোক্তা সৃষ্টি করবে এবং ১ হাজার ৬৬৫ জন কর্মজীবী মহিলাদের শিশুকে দিবাযতœ সেবা প্রদান করবে।
বাংলাদেশ শিশু একাডেমি চলতি অর্থবছরে ৫৫টি শিশুতোষ গ্রন্থ প্রকাশ করবে। ২ লাখ ২০ হাজার   শিশুর মনন, মেধা ও সাংস্কৃতিক বিকাশে কাজ করবে। 
জাতীয় মহিলা সংস্থা এক বছরে ২৭ হাজার ৭১৮ জন মহিলাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে এবং ১ হাজার ৩৫০ জন মহিলাকে ঋণ সুবিধা প্রদান করবে।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে  জনগণের মন থেকে আমলাতান্ত্রিক জটিলতার ধারণা দূর হবে বলে আমার বিশ্বাস। এর ফলে কাজে গতি আসবে। জনগণের প্রতি দায়বদ্ধতা তৈরি হবে। সাম্প্রতিক চাঞ্চল্যকর শিশু নির্যাতনের বিচারের ক্ষেত্রে তেমন অগ্রগতি না হওয়াকে সমষ্টিগত ব্যর্থতা বলে তিনি উল্লেখ করেন।
#
খায়ের/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৮০৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৭১৫

পি ও-দের পদোন্নতিসহ অন্যান্য সুযোগ 
বৃদ্ধির বিষয়গুলো সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে
                ---নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :  

নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদমর্যাদা বৃদ্ধি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালসহ সহকারী সচিব পদে পদোন্নতির সুযোগ বৃদ্ধির বিষয়গুলো সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে তিনি আশ্বাস দেন।  

মন্ত্রী আজ তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স (পি ও) এসোসিয়েশনের নতুন কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ আশ্বাস দেন। 

বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স এসোসিয়েশনের সদস্যগণ অষ্টম জাতীয় পে-স্কেলে কর্মচারীদের জীবনমানের উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতার বিষয় প্রতিফলিত হওয়ায়  এবং নববর্ষ ভাতা প্রবর্তন ও পেনশন ভাতার হার বৃদ্ধি করায় সরকারকে ধন্যবাদ জানান। 

পি ও এসোসিয়েশনের সভাপতি মো. আবদুল কুদ্দুস খান ও সাধারণ সম্পাদক এস এম ফরিদ আহম্মেদ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি 
মো. কবিরউদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন ও নির্বাহী সদস্য আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। 


#
জাহাঙ্গীর/আফরাজ/মিজান/জসীম/আব্বাস/২০১৫/১৭৫৫ ঘণ্টা  

Handout                                                                                  Number: 2714

 

PM condoles death of Jagmohan Dalmiya

 

Dhaka, September 21 :

 

          Prime Minister Sheikh Hasina has sent a condolence message at the death of formar President of International Cricket Council (ICC) and the President of Indian Cricket Board Jagmohan Dalmiya to his wife Chandralekha Dalmiya and his family.

 

          The full text of the message as follows :

 

"Dear Mrs. Chandralekha Dalmiya,

 

          It is with deep shock that I have learnt about the sad demise of Mr. Jagmohan Dalmiya yesterday. As a cricketing nation, the people of Bangladesh will always cherish his encouragement and support for the cricket of Bangladesh over the years. He had worked hard for the cricket and excelled as an administrator throughout his long tenure as President of Bengal Cricket Association, Board of Control for Cricket in India and the International Cricket Council. With his passing away, the world of cricket has lost a great enthusiast, promoter and well-wisher of modern cricket.

 

I join the cricket loving people of Bangladesh, India and all over the world to pray for the salvation and eternal peace of his departed soul. I also pray for you and the bereaved members of your family to have the courage and fortitude to bear this irreparable loss."

 

#

 

Noorelahi/Afraz/Mizan/Zashim/Rezaul/2015/1732 hours

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭১৩

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ডা. দীপু মনি, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 
কমিটির ১১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
বৈঠকে সেনা কল্যাণ সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনা কল্যাণ সংস্থা কর্তৃক উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রেখে দেশের কল্যাণে তাদের  অর্জিত সাফল্যে ধরে রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার সুপারিশ করা হয়। 
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩৫ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৭১২

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর শোকাহত পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন

ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) : 
  
সাবেক সমাজকল্যাণমন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপনকারী ও জানাজায় অংশগ্রহণকারী রাষ্ট্রপতি 
মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি এস কে সিনহা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদদের চিপ হুইপ ও হুইপবৃন্দ এবং সংসদ সদস্যগণ, সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দূতাবাসের কূটনীতিকবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিন। 

এছাড়া, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন জেলা থেকে মৌলভীবাজারে আগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ এবং সর্বস্তরের জনসাধারণকে পরিবারের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

#
মাইদুল/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/১৭২১ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২৭১১

 

সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


ঢাকা, ৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) :
    জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং খাদ্য মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির ওপর এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।    
    বৈঠকে বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন পাঁচটি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। প্রকল্পগুলো হলো ১ দশমিক ৫ লাখ মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্মাণ, কনস্ট্রাকশন অভ্ মাল্টিস্টোরিড ওয়্যারহাউজ অ্যাট সান্তাহার সাইলো, বগুড়া, পোস্তাগোলা সরকারি আধুনিক ময়দা মিল, কনস্ট্রাকশন অভ্ কনক্রিট গ্রেইন সাইলো অ্যাট মংলা পোর্ট এবং ইনস্টিটিউশনালাইজেশন অভ্ ফুড সেফটি ইন বাংলাদেশ ফর সেফার ফুড প্রকল্প। 
    প্রকল্প ব্যয় ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সমাপ্ত করার জন্য প্রকল্পের সব কম্পোন্যান্ট একসাথে নিয়ে মাস্টার প্লান তৈরি করে প্রকল্প অনুমোদন নেয়ার সুপারিশ করা হয়।
    সরকারিভাবে ধান, গমসহ খাদ্য শস্য সংগ্রহ করার সময় প্রকৃত কৃষকরা যাতে ন্যায্যমূল্য পেতে পারে তা নিশ্চিত করার পাশাপাশি এ ক্ষেত্রে যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠেছে তা খতিয়ে আগামীতে যেন এ ধরনের অনিয়ম না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করা হয়। খাদ্যশস্য সংগ্রহ এবং আমদানির ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য মধ্যস্বত্বভোগী এবং অসাধু ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়।
    বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট<

Todays handout (9).doc Todays handout (9).doc