Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী 05.10.2017

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮৮

বিশিষ্ট সমাজসেবক জাফর খানের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিনাজুরী নবীন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক কর্মকর্তা আলহাজ এ কে জাফর খান আজ বিকেল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হƒদরোগ, শ্বাসকষ্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার নামাজে জানাজা ৬ অক্টোবর শুক্রবার রাউজান কাগতিয়া মাদ্রাসা মাঠে বাদে আছর অনুষ্টিত হবে। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) নিয়াজ মোরশেদ নিরুর পিতা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে চট্টগ্রামের একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সমাজসেবককে হারালো। তিনি চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকার মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, জাফর খান ১৯৪৮ সালে চট্টগ্রাম রাউজান উপজেলার কাগতিয়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম সিরাজুল হক মাস্টার এবং মাতা মরহুম আমেনা খাতুন। তিনি দীর্ঘদিন যাবৎ রাউজানের বিভিন্ন এলাকার মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধ পূর্ব বিভিন্ন আন্দোলনে সংগ্রাম এবং মুক্তিযুদ্ধকালীন একজন সক্রিয় কর্মী হিসেবে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে মরহুম এ কে জাফর খান দুই ছেলে ও এক মেয়ে, স্ত্রী, নাতী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
#

জাহাঙ্গীর/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/২২৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮৭
 
আশ্রিত মিয়ানমার নাগরিকদের জন্য স্যানিটেশন 
ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ পুরোদমে চলছে 
উখিয়া (কক্সবাজার), ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে নেয়া স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ জোরগতিতে এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে নলকূপ বসানো ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে নলকূপ ও টয়লেটের সংখ্যা। এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ১ হাজার ৮ শত ৪৬ টি নলকূপ এবং ২ হাজার ৪ শত ৩৫টি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। 
উল্লেখ্য, এসব কেন্দ্রে ৩ হাজার নলকূপ ও ৫ হাজার স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হবে।
আশ্রয়কেন্দ্রে চৌদ্দটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তিন হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৬টি ভ্রাম্যমাণ ক্যারিয়ারের মাধ্যমে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে ১ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে। 
#
 
সাইফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                              নম্বর :২৫৮৬
আশ্রিত মিয়ানমার নাগরিকদের
মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২০ আশি^ন (৫ অক্টেবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। 
     উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে আজ ৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৭৬ ট্রাকের মাধ্যমে ২৬৩ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ২১ হাজার ১ শত ৫০ প্যাকেট শুকনো খাবার, ১৩ হাজার ৭ শত ৩০ প্যাকেট শিশু খাদ্য, ৪ শত ৭০ প্যাকেট রান্না করা খাবার, ১ শত ২০ প্যাকেট ঔষধ, ১ হাজার ৯ শত পিস পোশাক,  ৫ হাজার ৫ শতটি স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির উপকরণ, ১ হাজার ৯ শত ৫০ পিস ঘর তৈরির উপকরণ  পাওয়া গেছে এবং এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
আজ পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের ৩টি গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯০৫ মেট্রিক টন চাল, ১৩০ মেট্রিক টন ডাল, ১ লাখ ১ হাজার ৩৪ লিটার তেল, ৬৭ কেজি লবণ, ৮৯ মেট্রিক টন চিনি, ১০ হাজার  কেজি আটা/ময়দা, ১ মেট্রিক টন গোলআলু,  ৭৭ হাজার ৬ শত ৩২ কেজি গুঁড়োদুধ, ৪ হাজার ৭৫ কেজি মুড়ি, ১৯ হাজার ৬ শত পিস কম্বল, ২০টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   
--০০--   
সাইফুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৮৫
 
উখিয়ায় মিডিয়া সেন্টার পরিদর্শনে প্রধান তথ্য অফিসার
উখিয়া (কক্সবাজার), ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
প্রধান তথ্য অফিসার কামরুন নাহার আজ কক্সবাজারের উখিয়ায় স্থাপিত আশ্রিত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা প্রদান বিষয়ক মিডিয়া সেন্টার পরিদর্শন করেন।
মিডিয়া সেন্টারের সমন্বয়ের  দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার এ কে এম  আজিজুল হক ও  কক্সবাজার জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন মিডিয়া সেন্টার বিষয়ে প্রধান তথ্য অফিসারকে অবহিত করেন। পরে প্রধান তথ্য অফিসার ত্রাণ বিতরণ নিয়ন্ত্রণকেন্দ্র পরিদর্শনে যান। নিয়ন্ত্রণকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব মোঃ জাকারিয়া ত্রাণ বিতরণ বিষয়ক তথ্য তাঁর কাছে তুলে ধরেন।
প্রধান তথ্য অফিসার বলেন, সরকার আশ্রিত মিয়ানমার নাগরিকদের জন্য যথেষ্ট আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়প্রার্থীদের জন্য যে মানবিকতার পরিচয় দিয়েছেন তা সারা বিশে^ প্রশংসিত হয়েছে। তিনি আশ্রয়প্রার্থীদের জন্য আন্তরিকতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্টদের  নির্দেশনা প্রদান করেন।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজান উল আলম এসময় উপস্থিত ছিলেন।
প্রধান তথ্য অফিসার পরে বালুখালী অস্থায়ী আশ্রয় কেন্দ্র-১ পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। বিকেলে তিনি কক্সবাজার সার্কিট হাউজে মিডিয়া সেন্টারের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। 
#
 
সাইফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২১৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                      নম্বর : ২৫৮৪
আশ্রিত মিয়ানমার নাগরিকদের
বায়োমেট্রিক নিবন্ধন চলছে 
 
উখিয়া (কক্সবাজার), ২০ আশি^ন (৫ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৩টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
 
আজ কুতুপালং ক্যাম্পে ১ হাজার ৯ শত ৭১ জন পুরুষ, ১ হাজার ১৬ জন মহিলা মিলে ২ হাজার ৯ শত ৮৭ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ হাজার ৪ শত ৪০ জন পুরুষ, ১ হাজার ৩ শত ৪৫ জন মহিলা মিলে ২ হাজার ৭ শত ৮৫ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ৪০ জন পুরুষ, ৭ শত ১৫ জন মহিলা মিলে ১ হাজার ৯ শত ৫৫ জন এবং পুরোদিনে ৩টি কেন্দ্রে মোট ৭ হাজার ৭ শত ২৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
 
এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৭৫ হাজার ৫ শত ৪৮ জনের নিবন্ধন করা হয়েছে।
 
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/২১৫০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮৩
 
শিশু-কিশোরদের অপসংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত রাখতে হবে
                                   --- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
 
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আজকের শিশুরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশগ্রহণ করবে। তাই আজকের এই শিশু-কিশোরদেরকে ন্যায়, অশিক্ষা ও কুসংস্কার সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদের মধ্যে মুক্তচিন্তার বিকাশ ঘটাতে হবে। নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে শিশু-কিশোরদের অপসংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত রাখতে হবে এবং তাদের মধ্যে দেশপ্রেম বোধ জাগ্রত করতে হবে।
আজ ঢাকার সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।
  মন্ত্রী বক্তৃতার শুরুতে বেগম সুফিয়া কামাল, ড. আব্দুল্লাহ আল মূতী শরফুদ্দিন এবং রোকনুজ্জামান খান দাদাভাই’র প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান। কচি-কাঁচার মেলা সংগঠনটি ছয় দশক যাবৎ শিশু-কিশোরদেরকে সাহিত্য, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, খেলাধুলার সাথে সম্পৃক্ত করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করছে। শিশু-কিশোরদেরকে সুনাগরিক হিসেবে গড়ার মাধ্যমে মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি আগ্রহ ও ভালবাসা সৃষ্টি করছে এবং তাদের মধ্যে দেশাত্মবোধ ও আত্ম-সম্মানবোধ জাগ্রত করে চলছে।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি খন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অভ্ ইন্ডিয়ার বাংলাদেশ কান্ট্রি হেড অভিজিৎ চক্রবর্তী এবং বম্বে সুইটসের হেড অভ্ মার্কেটিং ডি ডি ঘোষাল।   
আলোচনা পর্বের শেষে কচি-কাঁচা বম্বে সুইটস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
#
 
 
গিয়াস/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২১৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৮২

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মা বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী মোছাম্মদ নূরুন নাহার বেগম (৮৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে মন্ত্রী বলেন, মোছাম্মদ নূরুন নাহার বেগমের মৃত্যুতে জামালপুরবাসী একজন নিঃস্বার্থ সমাজসেবী ও নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক ব্যক্তিত্বকে হারালো। তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পৃথক শোকবাণীতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#

জাকির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৫৮১ 
 
শিক্ষকতা শুধু পেশা নয়, এটি মহান ব্রত
                                ---শিক্ষামন্ত্রী
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) : 
 
শিক্ষকতা শুধু পেশা নয়, এটি মহান ব্রত। এ পেশার মহান অবস্থান ও মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি আয়োজিত দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকগণ মানুষ তথা জাতি গড়ার কারিগর। শিক্ষক যেমনভাবে স্বপ্ন দেখবেন তথা দেখাবেন, শিক্ষা দেবেন, ভবিষ্যৎ প্রজন্ম  সেভাবেই গড়ে উঠবে। শ্রদ্ধেয় শিক্ষক সমাজ এত বড় ও মহান দায়িত্ব পালন করে চলেছে। কিন্তু শিক্ষক সমাজের একটি অংশ পথভ্রষ্ট হয়ে নিজ পেশার তাৎপর্য ও মহত্ব ভুলে গিয়ে কোচিং, টিউশনি, ক্লাসে না পড়ানো, প্রশ্নপত্র ফাঁস করাসহ নানা অপকর্মে যুক্ত হচ্ছেন। তাঁরা শিক্ষক নামের কলঙ্ক। মন্ত্রী এ ধরণের শিক্ষক নামধারীদেরকে এ মহান পেশা ছাড়ার আহ্বান জানান।
 
বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষাকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশফাক উদ্দিন আহমেদ বক্তৃতা করেন। 
 
#
 
সুবোধ/মাহমুদ/মোশারফ/আবব্াস/২০১৭/১৮৪৯ ঘণ্টা  

Handout                                                                                               Number : 2580

 

Community Radio Sarabela won ABU Prize

 

Dhaka, 5 October :

 

            Community Radio Sarabela 98.8 FM , initiated by SKS Foundation, won the prestigious Asia-Pacific Broadcasting Union (ABU) Prize 2017 in the category of Radio News Reporting from Asia-Pacific region competing with public service broadcasters, private broadcasting and community broadcasting channels.

 

            The prize will be handed over to the winner during the 54th Asia-Pacific Broadcasting Union (ABU) General Assembly and Associated Meetings during  30 October - 4 November 2017 in Chengdu, Sichuan, China.

 

            SKS Foundation is a national NGO engaged in service delivery and rights-based activities for disadvantaged hardcore poor people for their quality life and livelihoods. The growth and development of SKS Foundation is the joint effort of a few local self-devoted young men and women, social workers from various academic disciplines. Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) actively works to improve recognition of the community electronic media sector with support from Free Press Unlimited, The Netherlands. BNNRC is a member of Asia-Pacific Broadcasting Union (ABU).

 

            It is to be mentioned that Community Radio Pollikontha 99.2 and Community Radio Chilmari 99.2 won the Prestigious ABU Prizes in 2015 and 2016 respectively.

 

#

Bazlur/Mahmud/Mosharaf/Abbas/2017/1844 Hoursতথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৭৯

জাতীয় ক্রীড়া পরিষদের বাজেট অনুমোদন
                                      
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ২০১৭-১৮ অর্থবছরের উন্নয়ন ও রাজস্বখাতে মোট ১৪১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির (বাজেট) সভায় এ অনুমোদন প্রদান করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. বীরেন শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০১৬-১৭ অর্থবছরে সংশোধিত ব্যয় ২০২ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ৪৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ৬৬ কোটি ৭ লাখ টাকা এবং নিজস্ব উৎস হতে ২৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়।
#

শফিকুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৭৮

বয়সীরা সরাবে জঞ্জাল, শিশু-কিশোরেরা হবে সোনার মানুষ
                --- দুরন্ত টিভির লোগো উন্মোচনে তথ্যমন্ত্রী
                                      
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
বয়সীরা সরাবে রাজাকার-জঙ্গি-ঘাতক-দুর্নীতির জঞ্জাল, আর শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়া দুরন্ত সোনার মানুষ, গড়বে নতুন বাংলাদেশ। শিশু-কিশোর ও পারিবারিক বিনোদনের স্যাটেলাইট টেলিভিশন দুরন্ত টিভির লোগো উন্মোচনকালে একথাই বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে দুরন্ত টিভির লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।
শিশুতোষ এই টিভি চ্যানেলের যাত্রাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অতীতের দেশি-বিদেশি জবরদখলের কারণে দেশ যতটুকু পিছিয়ে পড়েছিল, তা কাটিয়ে বিশ্বের সাথে সমানতালে দেশকে এগিয়ে নিতে শিশু-কিশোর-যুবাদের দুরন্ত গতিতে ছুটতে হবে। দেশপ্রেম বুকে নিয়ে শিক্ষা ও দক্ষতা অর্জন করে দেশের মুখ উজ্জ¦ল করতে হবে তাদের। আর দুরন্ত টিভি হবে এই অগ্রযাত্রার বাহন। এসময় শিশু-কিশোরদের বাল্যবিবাহ, যৌতুক ও মাদককে না বলতে, বালক-বালিকার সমতা, পরিবেশের সাথে বন্ধুত্ব ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান রপ্ত করার জন্য অনুপ্রেরণা দেন হাসানুল হক ইনু।
দুরন্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাদের বক্তব্যে দুরন্ত টিভির শুভযাত্রা কামনা করেন।
তথ্যমন্ত্রী এরপর রাজধানীর বসুন্ধরা সিটি মলে স্টার সিনেপ্লেক্সে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন। সানি সানোয়ারের চিত্রনাট্যে দীপংকর দীপন নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।
#

আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৭৭

চলমান শিক্ষাবান্ধব কর্মসূচির প্রতি শিক্ষকদের একাত্ম হতে হবে
                                              --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ 
                                      
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে প্রাথমিক শিক্ষায় অর্জিত সাফল্য আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃতি পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে ও তাদেরকে দায়িত্ববান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের চলমান শিক্ষাবান্ধব কর্মসূচির প্রতি শিক্ষকদের একাত্ম হতে হবে। 
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ আজ কাকরাইলে আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিপু সুলতান এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, শিক্ষক নেতা মনসুর আলী, অধ্যক্ষ শরীফুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ কামাল হোসেন। 
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত জাতিকে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরে ৩৬ হাজার ১৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। তাঁরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়ক মেধাবী জাতি গঠনে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এসময় কিছু টেকনিক্যাল কারণে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা সম্ভব হয়নি। তিনি এসব বিদ্যালয় জাতীয়করণসহ আয়োজক সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতি গঠনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে সরকারকে সহায়তা করার আহ্বান জানান।
#

আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৫৭৬

সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে জ্ঞানের প্রয়োগ ঘটাতে হবে
                                                        --- শিক্ষামন্ত্রী 
                                      
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োগ ঘটাতে হবে। দেশপ্রেম, সততা আর নিষ্ঠার মাধ্যমে তা করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অভ্ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন,  বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং গুণগতমান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে। তিনি বলেন, উচ্চ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো এমন মানবসম্পদ সৃষ্টি যারা আমাদের নিজস্ব সংস্কৃতির চেতনায় লালিত হয়ে জাতীয় সমস্যা সমাধানে অবদান রাখতে সক্ষম হবে। যাদের চিন্তায় থাকবে সৃষ্টিশীলতা, উদার নৈতিকতা, মানবপ্রেম ও বিজ্ঞানমনস্কতা। উচ্চশিক্ষা যাতে কেবল সীমাবদ্ধ আনুষ্ঠানিক বিদ্যায় পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। 
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য-নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইউডা-এর উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ, ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মুজিব খান এবং উপ-উপাচার্য ড. আহমদ উল্লাহ মিয়া বক্তব্য রাখেন। 
সমাবর্তনে ¯œাতক পর্যায়ে ৮৫৯ জন এবং ¯œাতকোত্তর পর্যায়ে ৭৭০ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য একজন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক, ৬ জনকে উপাচার্য এওয়ার্ড এবং ১৪ জনকে ডিনস্ এওয়ার্ড প্রদান করা হয়। 
#

আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                                                                                                                              নম্বর : ২৫৭৫ 
 
                                রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না
                                                                         - ত্রাণমন্ত্রী
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) : 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি বা ত্রাণ বিতরণ ও সংগ্রহের নামে কোনো গোষ্ঠীকে ফায়দা লুটতে দেয়া হবে না। সরকার বিষয়টিকে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোন থেকে দেখছে। সবাইকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সাহায্যের হাত বাড়াতে হবে।
 
মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনকালে একথা বলেন।  
 
মন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের জন্য বাংলাদেশ গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এসময় তিনি জানান, এসব লোকদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সাময়িকভাবে রাখা হচ্ছে। কুতুপালং ক্যাম্পকে ২০টি ব্লকে ভাগ করা হবে। প্রত্যেক ব্লকের জন্য একটি করে প্রশাসনিক ও পরিসেবা ইউনিট ও গোডাউন স্থাপন করা হবে। ফলে সেবা প্রদান সহজ হবে। তিনি জানান, ইতোমধ্যে ৭০ হাজারের অধিক শেড নির্মাণ করা হয়েছে। বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার শেড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশি বিদেশি এনজিওদের সহায়তায় নির্মাণকাজ দ্রুত শেষ করা হবে। 
 
খাদ্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিশ্ব খাদ্য সংস্থা ৬ লাখ লোকের খাদ্যের সংস্থান করবে। বাকি লোকদের দেশি বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত ত্রাণ থেকে খাদ্য সরবরাহ করা হবে। বিশ^ খাদ্য সংস্থা তাদের নতুন বাজেটে পরবর্তীতে বাকি লোকদের অন্তর্ভুক্ত করে নিবে বলে তিনি আশা প্রকাশ করেন।  
 
ত্রাণসচিব মো. শাহ্ কামাল, কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক সৈয়দ এম এ হাসেমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
 
ওমর ফারুক/রিফাত/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                                                নম্বর : ২৫৭৪ 
 
রোহিঙ্গাদের জন্য আরো এক হাজার একর জমি 
                     -সেতুমন্ত্রী 
 
উখিয়া (কক্সবাজার), ২০ আশ্বিন (৫ অক্টোবর) : 
রোহিঙ্গাদের অস্থায়ী নিবাস তৈরির জন্য দুই হাজার একর জমির সাথে আরো এক হাজার একর জমি যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নির্দিষ্ট এলাকায় সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।
 
মন্ত্রী আজ উখিয়ার বালুখালীতে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। 
 
তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পে মানবিক সহায়তায় নিয়োজিত দেশি বিদেশি সংস্থাসমূহের মধ্যে কাজের সমন্বয় তৈরি করতে হবে। ক্যাম্পে কর্মরত এনজিও কর্মীদের পরিচয়পত্র সাথে রাখার আহ্বান জানান তিনি।
 
সংসদ সদস্য আশিক উল্যাহ রফিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল হাসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ অন্যান্য আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
 
#
নাছের/রিফাত/রফিকুল/শামীম/২০১৭/১৫২৯ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                                                  নম্বর : ২৫৭৩
 
পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মায়ের মৃত্যুতে পাট মন্ত্রীর শোক
 
ঢাকা, ২০ আশ্বিন (৫ অক্টোবর) :
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মা মোসা. নূরুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক । 
 
এক শোকবার্তায় মন্ত্রী জানান, মোসা. নূরুন্নাহার বেগমের মৃত্যুতে তিনি মর্মাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মান্দা উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।    
#
সৈকত/রিফাত/রফিকুল/শামীম/২০১৭/১৪১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                         
Todays handout (12).docx Todays handout (12).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon