Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০১৭

তথ্যবিবরণী ১১ আগস্ট ২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৭৯

সংস্কৃতি চর্চা জাতিকে সমৃদ্ধ করে
              -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

রংপুর, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা জাতিকে সমৃদ্ধ করে ও আলোকিত সমাজ গঠনে সহায়ক হয়। জাতির নিজস্ব কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে সাংস্কৃতিক কর্মীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি আজ রংপুর টাউন হল মিলনায়তনে স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’ আয়োজিত আযান, কেরাত, হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠকগণ উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিক জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে। এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংস্কৃতিক ব্যক্তি কোন সন্ত্রাসী বা জঙ্গি জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হতে পারে না। তিনি ‘বাংলার চোখ’ সংগঠনটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 
    এর আগে প্রতিমন্ত্রী রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সভায় যোগদান করেন।  

#

আহসান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২০৭৮

এড় তধুধধহ ডিজিটাল ইকোনমিতে ফলপ্রসূ অবদান রাখবে
                    -- প্রতিমন্ত্রী পলক

ঢাকা, ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

    ভ্রমণ পিপাসু পর্যটকদের ওয়ান স্পট অনলাইন সেবা দিতে  এড় তধুধধহ খরসরঃবফ নামে নতুন এক প্লাটফর্মের যাত্রা শুরু হলো। গতকাল রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল এ প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

     প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মানুষ দেশের বাইরে যাচ্ছে আবার বহু সংখ্যক মানুষও বাংলাদেশে ভ্রমণ করছে। আর্থিক সক্ষমতা বাড়ার ফলে আভ্যন্তরীণভাবেও পর্যটন খাত দিনে দিনে বিস্তৃত হচ্ছে। তাই মানুষকে আরো সহজে সেবা দেয়ার মূলমন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় যে ডিজিটাল অবকাঠামো আমরা গড়ে তুলেছি তার সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এড় তধুধধহ দারুণ ভূমিকা রাখবে। নতুন এই প্লাটফর্ম থেকে দেশ উপকৃত হবে এবং এড় তধুধধহ ডিজিটাল ইকোনমি ফলপ্রসূ অবদান রাখবে।

    এড় তধুধধহ  ব্যবহারকারীকে বিশ্বের যে কোন জায়গায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং সুবিধা দিতে সক্ষম। শুধু তাই নয়, ব্যবহারকারী স্থানীয় মুদ্রায় টাকার পরিমাণ জানতে এবং পরিশোধ করতে পারবেন। বাংলাদেশের অনলাইন ভ্রমণ সংস্থা হিসেবে এড় তধুধধহ একমাত্র ওয়ান স্পট অনলাইন প্লাটফর্ম যা বিশ্বব্যাপী ১ দশমিক ২ মিলিয়নের বেশি হোটেলের বুকিং সুবিধা নিয়ে  নড়ড়শরহম.পড়স এর অংশীদার হিসেবে আছে। এছাড়াও এড় তধুধধহ এ থাকছে বিশ্বের সেরা সব এয়ারলাইন্সের টিকিট এবং প্যাকেজ ডিলসমূহ।

    এড় তধুধধহ  একই সঙ্গে লোকাল কারেন্সি কার্ড এবং মোবাইল ফাইনানশিয়াল সার্ভিস যেমন বিকাশের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবে। ফলে ট্র্যাভেল এজেন্সির ঝামেলা কমবে। ব্যবহারকারী নিজেই িি.িমড়ুধুধধহ.পড়স এ নিজের ট্র্যাভেল প্ল্যান ডিজাইন করতে পারবে ।

#

নাছের/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২০৭৭

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করার দূরভিসন্ধি মুক্তিযোদ্ধারা প্রতিহত করবে
                        -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বেলাব (নরসিংদী), ২৭ শ্রাবণ (১১ আগস্ট):

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মল হক বলেছেন,  অনেকে বিভিন্ন বক্তব্যে, পর্যবেক্ষণে, লেখায় বা  আকারে ইঙ্গিতে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করার দূরভিসন্ধি নিয়ে কাজ করছে। এ ধরনের ঘৃণ্য তৎপরতা বন্ধ না করলে মুক্তিযোদ্ধারা মাঠে নামতে বাধ্য হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা ১৯৭১ এর মতো প্রতিরোধ গড়ে তুলবে।

    আজ নরসিংদী জেলার বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৪২  লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়।

    তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয়নি। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি এবং বঙ্গবন্ধুর অবমাননা কোনোভাবেই  মেনে নেবে না।

    সমাবেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    পরে মন্ত্রী একই জেলার পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও উদ্বোধন করেন।

#

মারুফ/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

Todays handout (2).docx Todays handout (2).docx