Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 7/4/2018

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১২০
 
কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব করবে সরকার
     ---তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্য সুরক্ষার জন্য শেখ হাসিনার সরকার যা যা করার তাই করবে।’ 
 
শনিবার সন্ধ্যায় বিবিসি বাংলা’র এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার সামরিক শাসনের সরকার নয়, গণতান্ত্রিক সরকার কারাবন্দির অধিকারে বিশ্বাস করে এবং শ্রদ্ধা রাখে।’ 
 
মন্ত্রী এসময় তার কারাগার জীবনের দুঃসহ স্মৃতিচারণ করে বলেন, ‘পঁচাত্তরের পরে জেনারেল জিয়ার সামরিক সরকারের সময় কারাবন্দিদের অধিকারবঞ্চিত করে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। আমি পাঁচ বছর কারাগারে ছিলাম, বাইরের ডাক্তার তো দূরের কথা, কারাগারের ডাক্তারও দেখতে আসেননি।’ 
 
‘কারা কতৃপক্ষ, প্রশাসন ও চিকিৎসকরা কারাবন্দির স্বাস্থ্য সুরক্ষার সিদ্ধান্তে অটল এবং সে সিদ্ধান্তই সরকার কার্যকর করছে’ উল্লেখ করে ইনু বলেন, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও সরকারি চিকিৎসকদের সাথে তার স্বাস্থ্যপরীক্ষার কাজে নিয়োজিত।’
 
#
আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০১৩ ঘন্টা 
 
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১১৯
 
উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছে দুর্গম এলাকাবাসী
-- বীর বাহাদুর উ শৈ সিং
 
রোয়াংছড়ি (বান্দরবান), ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ  উপজেলার কাইন্তার মুখ পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে কাইন্তার মুখ পাড়া বৌদ্ধ বিহার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যয়ে তারাছা খালের উপর ব্রিজ, ৭০ লাখ টাকা ব্যয়ে কাইন্তারমুখ পাড়া বৌদ্ধ বিহারের উপাসক উপাসিকা ঘর নির্মাণ ও ৪০ লাখ টাকা ব্যয়ে হ্লাপাইমুখ বৌদ্ধ বিহারের উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
উপজেলার কাইন্তারমুখ পাড়ায় এক সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকার পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পার্বত্য এলাকায় বাস্তবায়িত হওয়ায় স্কুল, কলেজ, ব্রিজ, মন্দির, মসজিদ, বৌদ্ধ বিহারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছে দুর্গম এলাকার জনসাধারণ।
অনুষ্ঠানে  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চনজয় তংচঙ্গ্যা ও তিংতিংম্যাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
#
জুলফিকার/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/২০১০ ঘন্টা 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১১১৮
 
নন-ইউরিয়া সার বিসিআইসি ডিলারদের মাধ্যমে বিতরণের দাবি
 
ঢাকা, ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
 
বিএডিসির মাধ্যমে আমদানিকৃত নন-ইউরিয়াসহ সবধরনের সার বিসিআইসি ডিলারদের মাধ্যমে বিতরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতারা। তারা বলেন, বিএফএ’র সদস্যভুক্ত সার ডিলাররা ১৯৯৫ সাল থেকে চাষি পর্যায়ে সুষ্ঠু সার সরবরাহের দায়িত্ব পালন করে আসছে। সার ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নন-ইউরিয়াসহ সবধরনের সার কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব। 
বিএফএ’র ২৪তম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতারা এ দাবি জানান। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আজ এ সভার আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন। 
বিএফএ’র চেয়ারম্যান ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, এফবিসিসিআই’র সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), দ্য ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অভ্ ইন্ডিয়ার মহাপরিচালক সতীশ চন্দর, বিএফএ’র সহসভাপতি মোঃ মোমেন সরকার বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে বিএফএ’র নেতারা মিল গেট ও বাফার গুদামে ইউরিয়া সারের একই মূল্য নির্ধারণ এবং ইউনিয়ন পর্যায়ে শূন্য কোটা ছাড়া অংশবিশেষের জন্য নতুন ডিলার নিয়োগ বন্ধ রাখায় সরকারের প্রশংসা করেন। তারা অঞ্চলভিত্তিক চাহিদা অনুযায়ী মোটা ও চিকন দানার ইউরিয়া সার সরবরাহ এবং বর্তমানে চাষি পর্যায়ে সারের চাহিদা কম থাকায় এপ্রিল থেকে জুন, ২০১৮ পর্যন্ত সার উত্তোলন ঐচ্ছিক করার দাবি জানান। পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় তারা সরকার নির্ধারিত সারের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।  
শিল্পমন্ত্রী সার ডিলারদের ব্যবসাকে একটি মানবিক ব্যবসা হিসেবে উল্লেখ করে বলেন, এ ব্যবসার সাথে মানবসেবার বিষয়টি জড়িত। দেশের ১৬ কোটি মানুষের খাদ্য সংস্থানে সার ডিলাররা পবিত্র দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামে এবং ২০১৫ সালে বিএনপি-জামাতের মাসব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মধ্যেও চাষি পর্যায়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ করায় ডিলারদের ধন্যবাদ জানান। 
আমির হোসেন আমু বলেন, সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। এজন্য ইতোমধ্যে ৪ হাজার ৮৪৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা নির্মাণ করা হয়েছে। এ কারখানায় বছরে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি সার উৎপাদন হচ্ছে। পাশাপাশি নরসিংদীর পলাশে অত্যাধুনিক ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’ নামে আরেকটি নতুন কারখানা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।  
শিল্পমন্ত্রী বলেন, কৃষিবান্ধব সরকার সারখাতে বিপুল পরিমাণে ভরতুকি দিচ্ছে। এখাতে ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ২ কোটি ৪৬ লাখ টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরে ৩ হাজার ৪৭৯ কোটি টাকা ভরতুকি দেয়া হয়েছে। এর ফলে কৃষি উৎপাদনে স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি জনগণের খাদ্য নিরাপত্তা জোরদার হয়েছে। জাতীয় স্বার্থে ভরতুকির এ ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
#
জলিল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭২১ ঘন্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১১১৭
 
সিলেটের গোলাপগঞ্জে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শিক্ষামন্ত্রীর
 
গোলাপগঞ্জ (সিলেট), ২৪ চৈত্র (৭ এপ্রিল) :
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এম সি একাডেমি স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি সকাল ৯.০০টা থেকে ১০.৩০টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে অবস্থান করে পরীক্ষা গ্রহণের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। এসময় সকল পরীক্ষার্থী সকাল ৯.৩০ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার্থীরা মন্ত্রীকে জানায়, ৯.৩০ টার মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করায় তারা ধীরস্থিরভাবে এবং স্বস্তির সাথে পরীক্ষা দিতে পারছে। শিক্ষামন্ত্রী কক্ষের বাইরে থেকে কেন্দ্রের কয়েকটি পরীক্ষাকক্ষও প্রত্যক্ষ করেন।
 
পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা কেন্দ্র সচিবকে জানানো হয়। সেই অনুযায়ী উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে প্রশ্নের প্যাকেট খোলা হয়। এসময় শিক্ষামন্ত্রী বলেন, এবছর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানে যেসকল কৌশল ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তা  কার্যকর হওয়ায় এবং সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব হচ্ছে। তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সকলকে সচেতন হতে হবে। তিনি অবশিষ্ট পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানে দেশবাসী সকলের সহযোগিতা কামনা করেন। 
 
পরে শিক্ষামন্ত্রী উপজেলার আরো কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
 
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭১১ ঘন্টা 
Todays handout (1).docx Todays handout (1).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon