Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী 10/10/2017

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৬৪১
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে 
 
উখিয়া (কক্সবাজার), ২৫ আশি^ন (১০ অক্টোবর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং ক্যাম্পে ১ হাজার  ৯৮ জন পুরুষ, ৪ শত ১৫ জন নারী মিলে ১ হাজার ৫ শত ১৩ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত ১৫ জন পুরুষ, ১ হাজার ১৯ জন নারী মিলে ১ হাজার ৭ শত ৩৮ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৯৩ জন পুরুষ, ৯ শত ২৭ জন নারী মিলে ২ হাজার ১ শত ২০ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২১ জন পুরুষ, ২ শত ৫৯ জন নারী মিলে ১ হাজার ২ শত ৮০ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ১ শত ১৭ জন পুরুষ, ৮ শত ৮৪ জন নারী মিলে ২ হাজার  ১ জন, ক্যাম্প কুতুপালং-২ এ ২৫ জন পুরুষ, ১৫ জন নারী মিলে ৪০ জন  এবং পুরোদিনে ৬টি কেন্দ্রে মোট ৮ হাজার ৬ শত ৯২ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ১৭ হাজার ৫ শত ২৪ জনের নিবন্ধন করা হয়েছে।
 
#
 
বশার/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/২১২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৬৪০
 
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২৫ আশি^ন (১০ অক্টোবর) :
 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি ব্যবস্থাপনায় বিতরণ অব্যাহত রয়েছে। 
 
     উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৫৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৬২ ট্রাকের মাধ্যমে ১২৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৯ হাজার ৪ শত ৬৫ প্যাকেট শুকনো খাবার, ৮ হাজার ১ শত ২৭ প্যাক শিশু খাদ্য, ৫ হাজার ৪ শত ৬৫ প্যাকেট রান্না করা খাবার, ৩ হাজার ৫ শত ৫ প্যাকেট ঔষধ, ১ হাজার পিস পোশাক, ১৯ হাজার ২ শত ১৬ পিস গৃহস্থালিসামগ্রী, ১ হাজারটি স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির উপকরণ। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
 
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/২১২২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৬৩৯
জঙ্গিদমন দেশে শান্তি আনবে
                 --- তথ্যমন্ত্রী 
 
ঢাকা, ২৫ আশি^ন (১০ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও রাজাকারদের দমন দেশে শান্তি আনবে আর সমাজতন্ত্র সকলের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে। 
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ে ‘রুশ বিপ্লবের শতবর্ষ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সমাজতন্ত্র গ্রথিত, যার মূললক্ষ্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য  অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এ কাজে শান্তি বিনষ্টকারী জঙ্গি ও দেশবিরোধী রাজাকারদের কোনো স্থান নেই।
জাসদ মহানগর আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, এডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।
#
 
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬৩৮

শিক্ষামন্ত্রীর সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ২৫ আশি^ন (১০ অক্টোবর):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ সচিবালয়ে মন্ত্রলালয়ের সভাকক্ষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। সমিতির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে সমিতির সহসভাপতি অধ্যাপক অলিউল্লাহ মোঃ আজমতগীর ও মনিরা বেগম এবং মহাসচিব শাহেদুল খবির চৌধুরীসহ ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
    সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ সাম্প্রতিক পদোন্নতির জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং   বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। তারা শিক্ষা ক্যাডারে নতুন পদ সৃজন এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের দাবি জানান। মন্ত্রী ধৈর্য সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পদোন্নতিসহ তাদের দাবিগুলো আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দেন।
    এসময় শিক্ষামন্ত্রী বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তিনি বলেন, জাতি গঠনে শিক্ষকরা হলেন নিয়ামক শক্তি। শিক্ষকরা সমাজের সবচেয়ে সম্মানজনক অবস্থানে আছেন। শিক্ষকদের ইজ্জত-সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। তিনি আরো বলেন, শিক্ষকদের পদোন্নতি দিলে তাঁরা উৎসাহিত হবেন। বেশি কাজ করতে প্রেরণা পাবেন। বিধি মোতাবেক সর্বোচ্চসংখ্যক পদোন্নতি দেয়া হবে। এ ব্যাপারে কোন কার্পণ্য করা হবে না।

#

আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৪৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৬৩৭
নতুন কারা আইন হচ্ছে
 
ঢাকা, ২৫ আশি^ন (১০ অক্টোবর) :
বিদ্যমান কারা আইন সংশোধন করে নতুন কারা আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ আইন প্রণয়নের মূল লক্ষ্য হবে কারাগারগুলোকে সংশোধনাগার ও পুনর্বাসন কেন্দ্রে রূপান্তর করা। এক্ষেত্রে প্রস্তাবিত আইনটি কারা আইনের পরিবর্তে কারেকশনাল ফেসিলিটিজ এন্ড রিহ্যাবিলাইটেশন অ্যাক্ট ফর প্রিজনার্স (কারাবন্দি সংশোধনমূলক পরিসেবা ও পুনর্বাসন আইন) নামে অভিহিত হতে পারে।
এ আইনের  খসড়া প্রণয়নের জন্য ইতোমধ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন চৌধুরী ও কারা মহাপরিদর্শক। এছাড়া আইন মন্ত্রণালয়, পুলিশ বিভাগ ও জিআইজেড প্রতিনিধিগণ এ কমিটির সদস্য হবেন। এজন্য মূল কমিটি ছাড়াও দুটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ আইন প্রণয়ন উপলক্ষে আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনমন্ত্রী আনিসুল হক সভাপতিত্ব করেন। 
সভায় আইনমন্ত্রী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন কারা আইনের খসড়া প্রণয়নের জন্য কমিটিকে নির্দেশ দেন। তিনি বলেন, ২০১৮ সালের জানুয়ারি মাসেই এ আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেই লক্ষ্যে কমিটিকে কাজ করতে হবে। 
সভায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, অতিরিক্ত সচিব ও জেআরসিপি প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন বেগম ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং জিআইজেডের রুল অভ্ ‘ল’ এর প্রধান প্রমিতা সেনগুপ্তসহ অন্যরা উপস্থিত ছিলেন।
#
 
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬৩৬

আরিচা-নরাদহ’র মধ্যে ফেরি সার্ভিস দ্রুত চালু করতে নৌপরিবহণমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ২৫ আশি^ন (১০ অক্টোবর):

মানিকগঞ্জের আরিচা-পাবনার নরাদহ’র মধ্যে দ্রুত ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনকে (বিআইডব্লিউটিসি) নির্দেশ দিয়েছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সভায় এ নির্দেশ দেন।

সভায় নতুন নতুন ফেরি রুট চালু করার লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। জামালপুরের বাহাদুরাবাদ এবং গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে ফেরি সার্ভিস চালু করার লক্ষ্যে ফেরিঘাট নির্মাণ, নৌপথ খনন এবং অবকাঠামো উন্নয়নের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।  সভায় জানানো হয়, আরিচা-নরাদহ ফেরি রুটের দূরত্ব প্রায় নয় কিলোমিটার। উক্ত রুটটি চালু হলে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমবে। উত্তরাঞ্চলে যাত্রী ও যান চলাচলে সময় ও জ্বালানি সাশ্রয় হবে।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) প্রণয় কান্তি বিশ্বাস এবং বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) মোঃ শহীদুল ইসলাম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৬৩৫

আজিমপুরে নতুন ভবনের বাসা জানুয়ারি ২০১৮ তে বরাদ্দ দেয়া হবে
                                            --- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২৫ আশি^ন (১০ অক্টোবর):

    আজিমপুর সরকারি আবাসিক এলাকার বি ব্লকে ছয়টি ২০তলার সরকারি আবাসিক ভবনের নির্মাণ কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এ কাজ শেষ হবে। ২০১৮ সালের জানুয়ারি মাসে এসব বাসা চাকুরিজীবীদের মধ্যে বরাদ্দ প্রদান করা যাবে। বি ব্লকে বর্তমানে ৩৯২টি পরিবার বসবাস করে। তাদেরকে নতুন ভবনে স্থানান্তর করে এখানে আরো ১১টি বহুতল ভবন নির্মাণ করা হবে। ফেব্রুয়ারি ২০১৮ তে ১১টি ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। নতুন ছয়টি ভবনে ৪০৪টি পরিবার বসবাস করতে পারবে। এখানে ১৭টি আবাসিক ভবনে মোট ১ হাজার ৭৪৮টি পরিবার বসবাস করতে পারবে।

    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজিমপুর সরকারি আবাসিক এলাকা পরিদর্শনকালে এসব তথ্য জানান। মন্ত্রী আজিমপুর ছাড়াও গ্রিনরোড, সোবহানবাগ ডি ও ই টাইপ, ইস্কাটন আবাসিক এলাকা পরিদর্শন করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    গণপূর্তমন্ত্রী বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে ঢাকায় কর্মরত সরকারি চাকুরিজীবীদের ৪০ শতাংশের সরকারি আবাসন সমস্যার সমাধান হবে। বর্তমানে মাত্র আটভাগ চাকুরিজীবী সরকারি আবাসিক সুবিধা পান। তিনি আজিমপুর সরকারি আবাসিক এলাকার অন্য ব্লকগুলোর পুরাতন ভবন অপসারণ করে নতুন বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দেন। একইভাবে তিনি গ্রিনরোড, সোবহানবাগ, ইস্কাটন সরকারি আবাসিক এলাকারও মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দেন। এসব মাস্টার প্ল্যানে জলাধার, চিত্তবিনোদন কেন্দ্র, মসজিদ, খেলার মাঠসহ প্রতিটি আবাসিক এলাকার জন্য পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও সলিড ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট রাখারও নির্দেশ দেন।

    মন্ত্রী সোবহানবাগ ডি টাইপ আবাসিক এলাকার মধ্য দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করতে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করার জন্য প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। সবাই সম্মত হলে প্রয়োজনে সরকারি জায়গা ছেড়ে দিয়ে দেয়ালের পাশের রাস্তা প্রশস্ত এবং আবাসিক এলাকাকে পৃথক করার পরামর্শ দেন।

    তিনি আরো বলেন, টেনামেন্ট হাউসে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ১১৪টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলছে। এসব ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হলে ঐ পর্যায়ের কর্মকর্তাদের কোন আবাসিক সমস্যা থাকবে না। ইস্কাটনে সবজি বাগান এলাকায় আরো দুটি বহুতল ভবন নির্মাণ করা হলে পর্যায়ক্রমে পুরো এলাকার ভূমিবিন্যাসসহ সকল সুযোগ-সুবিধা গড়ে তোলা যাবে। যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তাতে ভবিষ্যতে ঢাকায় কর্মরত সরকারি চাকুরিজীবীদের কোন আবাসিক সমস্যা থাকবে না।

#

কিবরিয়া/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৬৩৪
তথ্যসেবায় আসছে ‘ই-সার্ভিস’
ঢাকা, ২৫ আশি^ন (১০ অক্টোবর) :
সুস্থ জীবনযাত্রায় প্রয়োজনীয় তথ্যাদি ই-সার্ভিসের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর পদক্ষেপ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। নাগরিক অধিকার, মা ও শিশু পরিচর্যা, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিয়ে ও যৌতুক রোধ ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় তথ্য শিগ্গিরই পাওয়া যাবে গণযোগাযোগ অধিদপ্তর ও তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে। 
আজ ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে গণযোগাযোগ অধিদপ্তরের ‘ই-সার্ভিস রোডম্যাপ ২০২১’ অবহিতকরণ সভায় এই পদক্ষেপের কথা জানানো হয়। সভায় আরো জানানো হয়, চলতি অর্থবছর থেকেই এই ডিজিটালকরণ শুরু হচ্ছে যা পর্যায়ক্রমে ২০২১ সালের মধ্যে শেষ হবে। সভায় মন্ত্রণালয়াধীন সংস্থার প্রধানগণ যোগ দেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন সংস্থাটির ৮০৯টি সেবা ২২৩টি ই-সার্ভিসের মাধ্যমে জনগণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সরবরাহ করা হবে তা সভায় তুলে ধরেন।
সভায় তথ্যসচিব বলেন, তথ্য ও গণযোগাযোগ ক্ষেত্রে দেশব্যাপী ডিজিটাল সেবা সম্প্রসারণে এটি তথ্য মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ। এখন থেকে প্রতিটি সেবাই ই-সার্ভিসের মাধ্যমে দেয়া হবে। ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিজিটাল পদ্ধতিতে সরকারি প্রচার সেবা দেশের সকলের কাছে পৌঁছানো হবে। অধিদপ্তরের সকল কর্মচারীও তাদের চাকুরিগত সেবা ডিজিটাল পদ্ধতিতে পাবেন। ফলে জনগণ ও জনগণের সেবকেরা একইসাথে ই-সার্ভিস বলয়ে যুক্ত হবেন। 
উল্লেখ্য, ঢাকায় অবস্থিত অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অধীনে ৬৪টি জেলা তথ্য অফিস এবং পার্বত্য অঞ্চলের ৪টি উপজেলা তথ্য অফিস প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব জায়গায় নাগরিক অধিকার বিষয়ে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন, স্বাস্থ্য-শিক্ষা, পরিবেশ বিষয়ক পথপ্রচার, মা ও শিশু পরিচর্যা বিষয়ে উঠান বৈঠক, জনপ্রতিনিধিদের জন্য কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে।
অন্যান্যের মধ্যে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এ এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, রোকসানা মালেক ও মোঃ মনজুরুর রহমান আলোচনায় অংশ নেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৩৩ 

 
ইলিশপ্রজনন মৌসুমে ইলিশ আহরণে কঠোর নিষেধাজ্ঞা
ঢাকা, ২৫ আশ্বিন (১০ অক্টোবর ) :     
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বার্ষিক গবেষণা-পরিকল্পনা প্রণয়ন ২০১৭-১৮’ শীর্ষক কর্মশালায় ইলিশপ্রজনন মৌসুমে ইলিশ আহরণে ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় জানানো হয়, এ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় প্রথম ৫ দিনে ১শ’ জন এবং পরের ৫ দিনে আরো ৭৪৬ জন জেলেকে আটক করা হয়। দ্বিতীয় ৫ দিনে নিষেধাজ্ঞা অমান্যের হার ৭ গুণ বেড়েছে, যা বেশ উদ্বেগজনক। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে বক্তারা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে জেলেরাই লাভবান বেশি হবেন। তাই প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত।
বক্তারা জানান, সরকার মৎস্যের উন্নয়নে গবেষণা কার্যক্রমকে জোর দিয়ে গবেষণা ইনস্টিটিউটের বাজেট বৃদ্ধি করেছে এবং ২ শতাধিক নতুনপদ সৃজন করেছে। এছাড়াও গবেষণাকে ত্বরান্বিত করতে ৫০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন উন্নয়নপ্রকল্পও অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর ডিজি ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন মৎস্য সচিব মো. মাকসুদুল হাসান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, অতিরিক্ত সচিব ড. নজরুল আনোয়ার এবং মৎস্য অধিদফতরের ডিজি সৈয়দ আরিফ আজাদ।
প্রধান অতিথি জাতীয় অর্থনীতিতে মৎস্যখাতকে খুবই সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের অধিক মৎস্যখাতে নির্ভরশীল এবং দেশের মোট আমিষের ৩ দশমিক ৬১ শতাংশ অর্জিত হয় এই খাত থেকে। মিঠাপানির মাছের উৎপাদনে সফল হলেও সামুদ্রিক ও লোনাপানির মাছের উৎপাদনে দেশ পিছিয়ে আছে। উপকূলীয় এলাকায় চিংড়ি ছাড়াও প্রাকৃতিক সুস্বাদুমাছ যেমন পারশে, দাতিনা, চিত্রা, তোপ্সে, নোনা টেংরা, কাইন, মাগুর ইত্যাদি ক্রমশ হ্রাস পাচ্ছে, যা রোধ করা জরুরি।
কর্মশালায় সারাদেশ থেকে বিজ্ঞানী, সম্প্রসারণকর্মী, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্যসংশ্লিষ্ট উদ্যোক্তা ও চাষিগণ অংশগ্রহণ করেন।
 
               #
শাহ আলম/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৬০০ ঘণ্টা                   
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৩২ 
 
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্তন ক্যান্সার রোগীর মৃত্যুর হার কমানো সম্ভব
ঢাকা, ২৫ আশ্বিন (১০ অক্টোবর ) :     
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণের মাধ্যমে নারীদের স্তন ক্যান্সার রোগীর মৃত্যুর হার কমানো সম্ভব। স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশের নারীদের সক্ষমতা ও ক্ষমতায়ন বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। 
মন্ত্রী আজ ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে বিশ্ব স্তন ক্যান্সার দিবস উপলক্ষে দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের কুসংস্কার আর ভ্রান্ত ধারণা ভেঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার আহ্বান জানান। তিনি বিদেশ গমনেচ্ছুক নারী কর্মীদের প্রাক-বহির্গমন ব্রিফিং প্রদানের সময় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নারী প্রশিক্ষণার্থীদের কোর্স প্রদানকালে স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতামূলক আলোচনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ জানান। 
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, এনডিসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের হেড অভ্ অ্যাডভাইজার কমিটি আয়েশা সিদ্দিকা শেলী। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আহ্সানিয়া ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক ড. প্রফেসর কামরুজ্জামান চৌধুরী। এছাড়া, সেমিনারে অতিথি বক্তা হিসেবে ছিলেন দ্য ডেইলি অবজারভারের  ম্যানেজিং এডিটর এবং পিডিজি রোটারি ইন্টারন্যাশনালের, পিডিজি এসএএম শওকত হোসেন ও দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইমাম আহমেদ ওয়ালিউল মাওলা। 
 
               #
জাহাঙ্গীর/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৫ ঘণ্টা                   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৬৩১ 
 
১ নভেম্বর হতে ওজনবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর
                                                                                            -সেতুমন্ত্রী
নারায়ণগঞ্জ, ২৫ আশ্বিন (১০ অক্টোবর ) :     
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১ নভেম্বর হতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত ওজনবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে। 
মন্ত্রী আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ মেঘনা সেতু টোলপ্লাজায় এক্সেললোড কন্ট্রোল স্টেশন এবং বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন পরিদর্শনশেষে একথা জানান।
এসময় তিনি সাংবাদিকদের জানান, টোলপ্লাজা এলাকার যানজট কমিয়ে আনতে আটটি বুথের চারটি যাত্রীবাহী পরিবহণ এবং চারটি বুথ পণ্যবাহী পরিবহণের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
যানবাহনের টোলগ্রহণ ও ওজন নেয়ার সময় যাতে অহেতুক দেরি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব হুমায়ুন কবির, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
              
 #
নাছের/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৪৪০ ঘণ্টা                   
তথ্যবিবরণী                                                                      নম্বর : ২৬৩০
 
জাতিসংঘ মহাসচিবের সাথে অর্থমন্ত্রীর সাক্ষাৎ
 
নিউইয়র্ক, ১০ অক্টোবর :
 
যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৯ অক্টোবর জাতিসংঘ মহাসচিব অহঃড়হরড় এঁঃবৎৎবং, ইউএনডিপি’র প্রশাসক অপযরস ঝঃধরহবৎ এবং ইউএন-ওএইচআরএলএলএস এর প্রধান ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঋবশরঃধসড়বষড়ধ কধঃড়ধ টঃড়রশধসধহঁ এর সাথে সাক্ষাৎ করেন।
অর্থমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী একটি ‘সেফ জোন’ গঠনসহ এ সঙ্কটের দ্রুত ও স্থায়ী সমাধানে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। তিনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আহ্বান জানান।
রোহিঙ্গা ইস্যুতে মহাসচিব জানান, বিষয়টি তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। অধিক জনসংখ্যার দেশ হয়েও বাংলাদেশ এই বিশাল রোহিঙ্গা শরণার্থীদের দীর্ঘদিন ধরে মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যা তাকে মুগ্ধ করছে। মহাসচিব এই মানবিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।
মহাসচিব আরো জানান, শরণার্থী বিষয়ক পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে তিনি বর্তমান রোহিঙ্গা শরণার্থী সম্পর্কে ওয়াকিবহাল এবং এ সঙ্কট সমাধানে জাতিসংঘের যা করণীয় তা তাঁরা করে যাচ্ছেন। 
উন্নয়নেরক্ষেত্রে বাংলাদেশকে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে মহসচিব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে জাতিসংঘের ভূমিকা অব্যাহত থাকবে মর্মে অর্থমন্ত্রীকে জানান।   
বিকালে অর্থমন্ত্রী ইউএনডিপি’র সদরদপ্তরে ইউএনডিপি’র প্রশাসক অপযরস ঝঃধরহবৎ এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইউএনডিপির প্রশাসক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশে এসডিজি বাস্তবায়নসহ উন্নয়নমূলক কর্মসূচিতে ইউএনডিপি’র সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রশাসক অর্থমন্ত্রীকে অবহিত করেন। 
এর আগে অর্থমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে ইউএন-ওএইচআরএলএলএস এর প্রধান ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঋবশরঃধসড়বষড়ধ কধঃড়ধ টঃড়রশধসধহঁ এর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশসমূহের পরবর্তী ধাপে উত্তরণের বিষয়সমূহ প্রাধান্য পায়।
জাতিসংঘের সদরদপ্তরে মহাসচিবের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিউল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম ও বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুনসহ ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল।
#
অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১০৪৫ ঘণ্টা 
Todays handout (11).docx Todays handout (11).docx