Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ১৭ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যববিরণী                                                                                          নম্বর : ৪৮৬

বাংলাদশেকে সামপ্রদায়কি রাষ্ট্রে পরণিত করা যাবে না
                                               -- স্বাস'্যমন্ত্রী

ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফব্রেম্নয়ার)ি :
    স্বাস'্য ও পরবিার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসমি বলছেনে,  বাংলাদশেকে কখনোই সামপ্রদায়কি রাষ্ট্রে পরণিত করা যাবে না। যে অসামপ্রদায়কি চতেনা নয়িে বাংলাদশেরে জন্ম হয়ছেে সইে চতেনা চরিকাল অটুট থাকব।ে যারা এই দশেকে র্ধমরে অপব্যাখ্যা দয়িে পছিয়িে রাখতে চয়েছেলি তারা অতীতওে যমেন র্ব্যথ হয়ছে,ে ভবষ্যিতওে র্ব্যথ হব।ে এই দশেরে মানুষ র্ধমভীরম্ন ও র্ধমানুরাগী, কনি'  র্ধমরে অপব্যবহাররে মাধ্যমে শানত্মি ও স'িতশিীলতা নষ্ট হোক তা কোনভাবইে তারা মানতে পারে না।
    তনিি আজ রাজধানীর বন ভবন মলিনায়তনে ‘বশ্বি মানব কল্যাণে শ্রীমদভগবত গীতার আবর্ভিাব’ র্শীষক আলোচনা ও র্প্রাথনা সভায় প্রধান অতথিরি বক্তৃতায় একথা বলনে। বশ্বিে গীতার আবর্ভিাব উদ্‌যাপন উপলক্ষে গীতা রনেসোঁস বাংলাদশে এই অনুষ্ঠানরে আয়োজন কর।ে
    সংগঠনরে সভাপতি জি সি বশ্বিাসরে সভাপতত্বিে অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে ঢাকা বশ্বিবদ্যিালয়রে র্দশন বভিাগরে অধ্যাপক ড. আনসিুজ্জামান বক্তৃতা করনে।
    স্বাস'্যমন্ত্রী বলনে,  জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান একাত্তরে সব র্ধম র্বণরে বাঙালকিে ঐক্যবদ্ধ করে দশে স্বাধীন করছেলিনে। আজকরে বাংলাদশেও প্রধানমন্ত্রী শখে হাসনিার নতেৃত্বে সকল র্ধমমতরে মানুষকে এক করে মধ্যম আয়রে রাষ্ট্রে উন্নীত হওয়ার পথে এগয়িে যাচ্ছ।ে কোন ষড়যন্ত্র এই অগ্রযাত্রাকে রম্নখতে পারবে না। তনিি বলনে, বশ্বিরে সকল র্ধমই শানত্মির বাণী প্রচার কর।ে র্ধমরে প্রকৃত সত্য অনুধাবণ করে জীবনে প্রতফিলতি করলইে মানব জীবন র্সাথক হয়।
#

পরীক্ষৎি/মাহমুদ/মোশারফ/সলেমিুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৮৫

ইতিহাস পাকিস্তানের গণহত্যা, নিপীড়ন ও সন্ত্রাসের কথা বলে
                        ---তথ্যমন্ত্রী

ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সঠিক ইতিহাসচর্চা একথাই বলে, পাকিস্তান একাত্তরে গণহত্যা, বিভিন্ন জাতিসত্তার ওপর নিপীড়ন এবং সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করেছে। তারা অপরাধ স্বীকার না করে যতই মিথ্যাচারে লিপ্ত হোক, ইতিহাসে অপরাধীদের ক্ষমা নেই।’
    শুক্রবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ত্রয়োদশ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    দেশের ইতিহাসের ওপর আলোকপাত করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জনক বঙ্গবন্ধু’র নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে বাঙালি যে বীরত্ব ও ত্যাগ দেখিয়েছে, তা বিশ্বের বুকে বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। পদ্মা-মেঘনা-যমুনার পানি শহীদের রক্তে রক্তাক্ত, মাটিতে এখনো আবাল-বৃদ্ধ-বণিতার রক্তের দাগ। এদেশের প্রতিটি কণা আক্রমণকারী পশুর বিরুদ্ধে আক্রান্ত মানুষের মাথানত না করার সাক্ষী।
    ‘বঙ্গবন্ধু হত্যাকারী, রাজাকার, সামরিক ও সাম্প্রদায়িক চক্র পঁচাত্তর সাল থেকে যে অন্ধকার যুগ এনেছিল, শেখ হাসিনা সেখান থেকে জাতিকে আলোর পথে নিয়ে চলেছেন; এই পথে জঙ্গিসন্ত্রাসের কোনো স্থান নেই’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়া এবং বিএনপি সাম্প্রদায়িক সন্ত্রাসে মদদ না দিলে জঙ্গিবাদের এতো উৎপাত হতো না, বহু আগেই জঙ্গিরা নির্মূল হতো, শান্তি প্রতিষ্ঠিত হতো।’
    চার হাজার বছরের ইতিহাসসমৃদ্ধ বাংলাদেশের মানুষ সকল বাধা পায়ে দলে জঙ্গিমুক্ত, বৈষম্যহীন, সবুজ, টেকসই, ডিজিটাল বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়বেই, বলেন ইনু।
    ইতিহাস একাডেমি, ঢাকা আয়োজিত এ সম্মেলনে সংস্থার সহ-সভাপতি অধ্যাপক  ড. শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. মুনতাসীর মামুন মূল প্রবন্ধ পাঠ করেন এবং নায়েমের মহাপরিচালক অধ্যাপক মোঃ হামিদুল হক বিশেষ অতিথির বক্তৃতা দেন।
#
আকরাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮২৮ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৮৪

বাংলাদেশের অগ্রগতি আজ আন্তর্জাতিকভাবে স¦ীকৃত
                   ---বাণিজ্যমন্ত্রী

কেরাণীগঞ্জ (ঢাকা), ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে এখন স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এবং অর্থনৈতিক উন্নয়নে নৌ সেক্টর এগিয়ে যাচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে সবার ঐকান্তিক প্রচেষ্টায়। এছাড়া ভারতের সঙ্গে প্রথম নৌ, স্থল ও আকাশ পথে চুক্তি করেছিলেন বঙ্গবন্ধু। পরবর্তীতে সেটা বাস্তবায়নে উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, বাংলাদেশের অগ্রগতি আজ আন্তর্জাতিকভাবে সর্বজন স্বীকৃত। এছাড়া ভারতের সঙ্গে শুধু নৌ চুক্তি নয় বর্ডার গার্ড সীমানা চুক্তিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর আজকে পানগাঁও পোর্টে কন্টেইনার সার্ভিস চালু হওয়ার মাধ্যমে ভারতের সঙ্গে সুসম্পর্ক আরো বৃদ্ধি পেল।

    তিনি আজ  ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে অবস্থিত পানগাঁও সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান তাঁর বক্তৃতায় বলেন, ভারতের কলকাতা বন্দর থেকে এই প্রথম পানগাঁও বন্দরে কন্টেইনার সার্ভিস চালু হলো। ২০১৩ সালের ৭ নভেম্বর পানগাঁও পোর্টটি উদ্বোধন করা হয় এবং ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে নৌপথে কন্টেইনার পরিবহণ চুক্তি হয় এবং জাহাজ চলাচল শুরু হয়। এছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয় নতুন করে আরো ৩৬টি জাহাজ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে যার কাজ প্রায় শেষের দিকে।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ টেক্সটাইলের সভাপতি তপন চৌধুরী, সংসদ সদস্য সেলিম ওসমান, ভারতের রিডার লাইন কোম্পানির ডিরেক্টর অমলান বাসুসহ প্রমুখ।

    উল্লেখ্য, কন্টেইনার জাহাজ সোনার তরী নৌ-কল্যাণ ১ ভারতের কলকাতা বন্দর থেকে পানগাঁও নদীবন্দরে এসেছে। এটি ৬৫টি কনটেইনার নিয়ে এসেছে। যার মধ্যে ১২টি কনটেইনার চট্টগ্রাম বন্দরে যাবে। এছাড়া কনটেইনারে রয়েছে আয়রন স্টিল, ফেব্রিক্স, স্যান্ডেল, পেটবটলস, অটোপার্টস ও সাইকেলপার্টস।
#
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮১৫ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৮৩

দক্ষিণ এশীয় স্পিকারস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে স্পিকার

ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন  এবং ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং ফোরামের বর্তমান চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ১৮-২০ ফেব্রুয়ারি ভারতের লোকসভা ও আইপিইউ এর যৌথ উদ্যোগে ভারতের ইন্দোরে অনুষ্ঠিতব্য ২০১৭ ঝড়ঁঃয অংরধহ ঝঢ়বধশবৎং’ ঝঁসসরঃ ড়হ অপযরবারহম ঃযব ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষং (ঝউএং) এ যোগদানের জন্য ভারতের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেন।

এ সম্মেলনে যোগদানের জন্য আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী একই বিমানযোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।  

সংসদ সদস্য মোঃ হাবিবে মিল্লাত স্পিকারের প্রতিনিধিদলের সদস্য হিসেবে উক্ত সম্মেলনে যোগদান করবেন।

স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
#
হুদা/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৪১ ঘণ্টা  

 

Todays handout (3).docx Todays handout (3).docx