Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৩ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৪৬৪

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায়

পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রেস বিফিং

ঢাকা, ৯ মাঘ (২৩ জানুয়ারি): 

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রেস বিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, গত ২১ জানুয়ারি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মচারী ও শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর মায়ানগর মাঠে জমায়েত হয়ে লে-অফ প্রত্যাহার করে ফ্যাক্টরিসমূহ খুলে দেওয়ার দাবি জানান।

উপদেষ্টা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টি ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নেই, কিন্তু উক্ত ১৬টি কোম্পানির বিপরীতে ১২ হাজার কোটি টাকা ঋণ রয়েছে। ১২টি ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কর্তৃক লে-অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। ৩টি ফ্যাক্টরি বর্তমানে চলমান রয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ৩২টি ফ্যাক্টরির বিপরীতে ২৯ হাজার ৯২৫ কোটি টাকাসহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ বর্তমানে ৪০ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের পাওনা ২৩ হাজার ২৮৫ দশমিক ৪২ কোটি টাকা। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা ও অর্থ কোথায় গিয়েছে জানা নাই বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা।

বাংলাদেশ সরকার গত ২৪ নভেম্বর ২০২৪ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিরাজমান পরিস্থিতির কারণে পারিপার্শ্বিক শিল্প স্থাপনাদি ও জনজীবনে সৃষ্ট অভিঘাত পর্যালোচনা ও তৎপ্রেক্ষিতে করণীয় কার্যব্যবস্থার সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করে।

ব্রিফিং এ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে উক্ত কমিটির ৫ টি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ম সভার সিদ্ধান্ত মোতাবেক জনতা ব্যাংক পিএলসি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন সংস্থান করা হয়েছে যার পরিমাণ নিম্নরূপ:

সেপ্টেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৫৫ কোটি টাকা; নভেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৫৮ দশমিক ৬৭ কোটি টাকা; ডিসেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৪৯ দশমিক ৭৬ কোটি টাকা; জানুয়ারি/ ২০২৫-এর বেতন উপদেষ্টা পরিষদের পরবর্তী সিদ্ধান্তের আলোকে প্রদান করার প্রস্তুতি রয়েছে।

এছাড়া আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য অর্থ বিভাগ কর্তৃক ৫০ কোটি টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল হতে ১০ কোটি টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪ হতে এ পর্যন্ত সরকার মোট ২২৩ দশমিক ৪৩ কোটি টাকা প্রদান করা হয়েছে। অত্যধিক ঋণগ্রস্ত অবস্থায় ফ্যাক্টরিগুলো চালানোর জন্য কোনো ব্যাংকই তাদেরকে নতুন ঋণ দিতে পারছে না। দেশের মালিক জনগণ; এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণভাবে জনগণের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

উপদেষ্টা আরো বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহ বিক্রয়, লিজ প্রদান ও হস্তান্তরের লক্ষ্যে কোম্পানিসমূহের সম্পদ বিবরণী, দায়-দেনা, সংশ্লিষ্ট ব্যাংকে মর্টগেজকৃত সম্পদের বিবরণী, চলমান ব্যবসা ও আয় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন এর সাথে সংশ্লিষ্ট কোম্পানিসমূহের Article of Association অনুযায়ী কোম্পানিসমূহের সম্পদ বিক্রয়, হস্তান্তর ও লিজ প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও আগামী ২৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং দায়-দেনা ও সম্পদের বিবরণ পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, বিজিএমইএ-এর প্রশাসক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, শ্রম ও কর্মসংস্থান সচিব, বেক্সিমকো লি: এর রিসিভার এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

#

মালেক/রানা/সঞ্জীব/শামীম/২০২৫/২১৩০ঘণ্টা

 

Handout                                                                                                             Number: 2463

 

Anti-Pollution Drives Continue

Fines of BDT 7 Crore 87 Lakh, 144 Brick Kilns Shut Down,

and 1 Lakh kg Polythene Seized


Dhaka, January 23:

 

Under the special directives of the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment (DoE) conducted nationwide anti-pollution drives from January 2, 2025, to January 23, 2025. During this period, 204 mobile courts were conducted, resulting in 533 cases and fines totaling BDT 7 Crore 87 Lakh 26 Thousand 700. Activities of 88 brick kilns were stopped by demolishing their chimneys, while 56 brick kilns were instructed to cease operations. Additionally, raw bricks from 7 kilns were destroyed, and 6 trucks with lead/battery smelting equipment were seized, leading to the closure of 5 factories.

 

From November 3, 2024, to date, 269 mobile courts were conducted nationwide to curb the production, sale, and distribution of banned polythene. These resulted in fines amounting to BDT 3 crore 8 lakh 55 thousand 400 from 537 establishments, the seizure of approximately 99 thousand 132 kg of banned polythene, and the disconnection and sealing of services in 8 polythene manufacturing factories.

 

On January 23, 2025, 6 mobile courts were conducted in Pabna, Chuadanga, Narayanganj, Meherpur, and Dhaka against illegal brick kilns. A total of 40 cases led to fines of BDT 1 crore 10 lakh 50 thousand. Eight owners were sentenced to two months in jail, one brick kiln’s kiln was demolished, and strict orders were issued to close 17 brick kilns.

 

In separate drives against polythene production and distribution, 11 mobile courts were conducted in areas like Sunamganj, Chattogram, Barishal, Mymensingh, and Dhaka. This resulted in 21 cases, fines of BDT 87 thousand 700, and the seizure of 1 thousand 661 kg of banned polythene. Relevant stakeholders in Secretariat and New Market areas were warned.

 

In Dhaka’s Ramna area, 6 cases were filed for emissions of black smoke, resulting in fines of BDT 12 thousand. Nine drivers were also warned.

 

In Khilgaon, Shahjahanpur, Gulshan, and Mohammadpur, 6 cases were filed for air pollution caused by construction materials, leading to fines of BDT 47 thousand.
In Pabna, a charcoal factory was fined BDT 1 lakh for air pollution.

 

In Sherpur, during anti-noise pollution drives, 2 vehicle drivers were fined BDT 3 thousand, and 7 hydraulic horns were seized.


The Department of Environment will continue its regular anti-pollution operations.



#

 

Dipankar/Mehedi/Rana/Sanjib/Salim/2025/2155 Hours

 


 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৪৬২

 

দূষণ বিরোধী অভিযান অব্যাহত

২০৪টি মোবাইল কোর্টে ৭ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা ১৪৪ ইটভাটা বন্ধ, ১ লাখ কেজি পলিথিন জব্দ

 

ঢাকা, ৯ মাঘ (২৩ জানুয়ারি):           

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় সারা দেশে পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি ২০২৫ থেকে ২৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিভিন্ন দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে। এ সময় ২০৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৩৩টি মামলায় ৭ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৮৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ৫৬টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়। ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ৫টি প্রতিষ্ঠানের ৬টি ট্রাক সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়।

এছাড়া, গত ৩ নভেম্বর ২০২৪ হতে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ২৬৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩৭টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রায় ৯৯ হাজার ১৩২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ৮টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়।

আজ পাবনা, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, মেহেরপুর ও ঢাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪০টি মামলায় ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৮ জন মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। ১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ১৭টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে সুনামগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহসহ ঢাকার বিভিন্ন এলাকায় ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২১টি মামলায় ৮৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১ হাজার ৬৬১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সচিবালয় ও নিউমার্কেট এলাকায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ঢাকার রমনা এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী অভিযানে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৯ জন চালককে সতর্ক করা হয়।

খিলগাঁও, শাহজাহানপুর, গুলশান ও মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রীর কারণে বায়ুদূষণের অভিযোগে ৬টি মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাবনায় চারকোল কারখানার বায়ুদূষণের দায়ে ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শেরপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে ২টি গাড়ির চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণ বিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।

#

দীপংকর/মেহেদী/রানা/সঞ্জীব/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা

 

 

Handout                                                                                                             Number: 2461

 

Foreign Adviser delivered a keynote address in the

Shanghai Institutes for International Studies

 

Dhaka, January 23:

 

Visiting Foreign Affairs Adviser Md. Touhid Hossain delivered a keynote address at a seminar at the Shanghai Institutes for International Studies (SIIS) in China today. The seminar titled  ‘Our Shared Vision for Peace, Stability, and Prosperity’ reflected on the common vision of Bangladesh and China for a secure and better world. 

 

The program commenced with a welcome address by Dr. Chen Dongxiao, President of SIIS, who highlighted the historic and evolving partnership between Bangladesh and China. He expressed optimism about the event’s contribution to enhancing academic and research collaborations between China and Bangladesh, and the role of the two countries in furthering global peace and stability.

 

In his keynote address, Adviser Hossain outlined a forward-looking vision for global peace, emphasizing the significant role of economic cooperation as a cornerstone for sustainable development and stability. He highlighted the deep historical ties between Bangladesh and China, which dated back to ancient times and the evolution of relationship into a dynamic partnership through different mechanisms, including the Belt and Road Initiative (BRI). He underscored the transformative role of China's development assistances and investments in Bangladesh’s various sectors, which have significantly contributed to the country’s socio-economic development. He also drew attention to the importance of narrowing trade gaps and fostering regional connectivity to promote equitable growth.

 

Reflecting on global challenges, Foreign Adviser noted that peace and security are collective responsibilities that demand inclusive economic frameworks and greater emphasis on empowering underrepresented groups, particularly the youth and women. He highlighted Bangladesh’s successful social initiatives, such as microcredit programs, pioneered by Nobel Laureate Professor Muhammad Yunus, Chief Adviser of Bangladesh Government, which have empowered rural women and fostered social harmony, and called for similar transformative efforts to uplift the youth.

 

Referring to the Rohingya crisis, Adviser Hossain stressed on creating a congenial atmosphere in Rakhine State for return of the Rohingyas. ‘Both Bangladesh and China have vital interests in resolution of the conflict, and we must cooperate wholeheartedly in bringing about the resolution’- he stated. In order to realize the shared vision, he underscored the need for working towards strengthening multilateral institutions, expanding investments, deepening people-to-people exchange, and championing global trade system.

 

The event brought together a distinguished group of participants, including scholars, diplomats, government officials, young researchers, media representatives, senior leadership and experts of SIIS, and officials from the Shanghai Foreign Affairs Office.

 

Conti—p/2

 

 

--02--

 

The program featured speeches from key participants, including remarks by Dr. Yang Jiemian, Director of the Academic Advisory Board at SIIS, and presentations by six renowned experts. These experts shared insights on topics ranging from economic globalisation to regional stability, triggering rich discussions during the interactive session that followed. The event concluded with closing remarks by Bangladesh Ambassador to China Md. Nazmul Islam and the President of SIIS.

 

The Adviser also visited a high-tech electric vehicle manufacturing plant in the outskirt of Shanghai where he witnessed the production line of electric vehicles. The plant produces around 500 EV units a day. He urged the Chinese company to consider establishing such a plant in Bangladesh.

 

Acting Mayor of Shanghai also met Foreign Adviser Touhid Hossain today. During the meeting, both of them underscored the need for enhanced business to business and people to people engagements between Dhaka and Shanghai. The Acting Mayor extended invitation to Bangladesh to participate at the ‘Shanghai Tourism Festival’ to be held this year. Adviser Hossain conveyed Bangladesh’s interest in participating the festival.

 

Touhid Hossain also exchanged views with a delegation from the Shanghai Federation of Industry and Commerce yesterday. During the discussion, they focused on relocation of Chinese manufacturing plants to Bangladesh, particularly to the Chinese SEZ in Chattogram, establishing air connectivity between Chattogram and Shanghai, and exchange and collaboration between the two Chambers.

 

#

 

Kamrul/Mehedi/Rana/Sanjib/Salim/2025/2155 Hours

 

 

Handout                                                                                                             Number: 2460

 

Survival depends on clean air, water, and soil—not

on polished houses or luxurious cars
                                              -- Environment Advisor


Dhaka, January 23:

 

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, said survival of people depend on air, water, and soil—not on polished houses or luxurious cars. Despite having polluted air quality and heavily polluted rivers, it is never too late to start the process of restoration. Change begins with each of us. Instead of asking why banned polythene bags are still in the market, ask yourself why you are still using them. Single-use plastics take hundreds of years to decompose and ultimately re-enter our food chain as harmful microplastics.

 

The Environment Advisor said this while delivering the keynote address at the inaugural ceremony of the first Bangladesh qualifier of the Stetson International Environmental Moot Court Competition (Stetson IEMCC) 2024-2025 held in Dhaka today. The event, hosted by the Independent University, Bangladesh (IUB), witnessed enthusiastic participation from students representing 34 universities across the country.

 

Syeda Rizwana Hasan urged the participants to reconsider everyday habits, such as unnecessary honking, which contributes to noise pollution. Even in a bustling city like Dhaka, it is possible to drive without honking if we are mindful, she noted. Reflecting on the pressing environmental challenges of today, she called upon the younger generation to not repeat the mistakes of their predecessors. Embrace sustainable practices, respect nature, and redesign development models to prioritize environmental balance, she advised.

 

Expressing her delight at the event’s inclusivity, Rizwana Hasan said, “I am glad to see gender balance among participants, with an equal number of men and women. I hope this moot court competition inspires you to explore more opportunities like this and prepare for a world that demands meaningful action to combat environmental issues.

 

The Advisor highlighted the significance of environmental advocacy, stating, Environmental advocates can practice law, engage with communities, and serve people in impactful ways. Events like this not only develop your legal acumen but also instill a sense of responsibility towards the planet.

 

The Stetson International Environmental Moot Court Competition, renowned for promoting environmental law education globally, aims to equip aspiring lawyers with the tools to address critical environmental issues through advocacy and legal reasoning.

 

The inaugural ceremony concluded with a call to action for young minds to champion sustainability and contribute to a greener, more resilient future.

 

#

 

Dipankar/Mehedi/Rana/Sanjib/Salim/2025/2055 Hours

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৪৫৯

 

মানুষের বাঁচার জন্য প্রয়োজন নির্মল বায়ু, পানি ও মাটি; চকচকে বাড়ি বা বিলাসবহুল গাড়ি নয়

                                                                                           -- পরিবেশ উপদেষ্টা

 

ঢাকা, ৯ মাঘ (২৩ জানুয়ারি):           

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষের বাঁচার জন্য প্রয়োজন নির্মল বাতাস, পানি ও মাটি। শুধু চকচকে বাড়ি বা বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়। যদিও বাংলাদেশের বাতাস দূষিত এবং নদীগুলো দূষণের শিকার, তবু পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে এখনো দেরি করা ঠিক নয়। পরিবর্তন শুরু করতে হবে আমাদের প্রত্যেকের থেকেই। বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ কেন আছে সেটা না ভেবে ভাবুন, আপনি কেন এখনো তা ব্যবহার করছেন। এসব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক শত শত বছর ধরে নষ্ট হয় না এবং মাইক্রোপ্লাস্টিক হয়ে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে আমাদের ক্ষতি করে।

 

আজ রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে প্রথমবারের মতো আয়োজিত স্টেটসন আন্তর্জাতিক পরিবেশ মুট কোর্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ সব কথা বলেন। অনুষ্ঠানে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

 

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, ঢাকার মতো ব্যস্ত শহরেও মনোযোগী হলে হর্ন না বাজিয়েও গাড়ি চালানো সম্ভব। তিনি আরো বলেন, আজকের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে তাদের পূর্বসূরিদের ভুল পুনরাবৃত্তি না করে প্রকৃতির প্রতি সম্মান দেখাতে হবে এবং উন্নয়ন মডেলগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় পুনর্গঠন করতে হবে।

 

অনুষ্ঠানে নারী-পুরুষ সমান অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করে রিজওয়ানা হাসান বলেন, ‘আমি আনন্দিত যে এখানে অংশগ্রহণকারীদের মধ্যে লিঙ্গসমতা বজায় রাখা হয়েছে। এই প্রতিযোগিতা আপনাদের আরো সুযোগ অন্বেষণে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে সহায়তা করবে।’

 

পরিবেশগত আইনজীবীদের ভূমিকা সম্পর্কে পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ আইনজীবীরা শুধু আইনি কাজই করেন না, তারা কমিউনিটির সঙ্গেও যুক্ত থাকেন এবং সমাজের জন্য তাৎপর্যপূর্ণ অবদান রাখেন। এমন আয়োজন তরুণদের আইনের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা দেয়। অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মকে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

 

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য ম তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিভার্সিটির স্কুল অভ্‌ ল এর অ্যাডভাইজর বোরহান উদ্দিন খান, ল অনুষদের ডিন নাজমুজ্জামান ভূইয়া এবং হার্টথ বাংলাদেশের নির্বাহী পরিচালক পরব নাসের সিদ্দিক প্রমুখ।

 

#

 

দীপংকর/মেহেদী/রানা/সঞ্জীব/সেলিম/২০২৫/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ২৪৫৮

গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয়, গণতন্ত্রমুখী

                                          -কামাল আহমেদ

ঢাকা, ৯ মাঘ (২৩ জানুয়ারি): 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, কমিশন গণমাধ্যমের টেকসই সংস্কারের জন্য কাজ করছে, যা শুধু নির্বাচনকেন্দ্রিক নয় বরং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর অংশ হবে। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের স্বাধীনতা প্রসারে একযোগে কাজ করছেন এমন গণতান্ত্রিক রাষ্ট্রের জোট হচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।    

আজ ঢাকায় সার্কিট হাউস রোডস্থ তথ্য ভবন সম্মেলন কক্ষে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।  

কমিশন প্রধান ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের আমলে সংবাদ মাধ্যমের ওপর যেসব অযাচিত আক্রমণ এসেছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশনকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্যদেশগুলোর ঢাকাস্থ দূতাবাসসমূহের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নিয়ে গণমাধ্যম সংস্কারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। অপতথ্য ও ভুয়াতথ্য প্রচারের ঝুঁকি মোকাবিলায় কমিশনের কোনো ভূমিকা থাকবে কি না সে সম্পর্কে কমিশনের কাছে জানতে চাওয়া হয়। রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যম সংস্কারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না সে সম্পর্কেও তাঁরা জানতে চান।         

এসময় কমিশন প্রধান মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের জানান নির্ধারিত সময়ের মধ্যে  অংশীজন প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, বেতার ও টেলিভিশন মালিক এবং সাধারণ জনগণ-দর্শক-শ্রোতা যারা গণমাধ্যম সংশ্লিষ্ট তাদের সাথে আলোচনা করে একটি নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব তুলে ধরা হবে। সমাজের সকল শ্রেণির মানুষ-সহ রাজনৈতিক দলগুলোকেও গণমাধ্যম সম্পর্কিত তাদের পর্যবেক্ষণ এবং সংস্কার প্রস্তাব তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিনিধিদলের অপর এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিকদের নিরাপত্তায় সরকারি আইন অনুযায়ী বিমা সহায়তা প্রদান করা যায় কি না এ বিষয়ে কমিশন বিবেচনা করছে।

 আলোচনা সভায় কমিশন সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, ফাহিম আহমেদ, জিমি আমির, জনাব মোস্তফা সবুজ, টিটু দত্ত গুপ্ত, আব্দুল্লাহ আল মামুন এবং মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধি Stephen F Ibelli, U.S Embassy, Dhaka, Vanessa Beaumont, British High Commission, Dhaka, Michiko UEDA, Japan Embassy, Dhaka, Lara Adams, Australlan High Commission, Dhaka, Siobnan ken, Canadian High Commission, Dhaka, Paola Castro Neiderstanm Sweden Embassy, Dhaka, Cor Stouten, Netherlands Embassy, Dhaka, Eamilie Palahouane, France Embassy, Dhaka, Ali Sohel Ibn Switzerland Embassy, Dhaka-সহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

#

সায়েম/মেহেদী/রফিকুল/শামীম/২০২৫/১৮৩০ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ২৪৫৭

মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্ম উৎসব উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ৯ মাঘ (২৩ জানুয়ারি):

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্ম উৎসব উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:  

 “মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি, ১৮২৪-২৯ জুন, ১৮৭৩) বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা প্রবাদপুরুষ। কালোত্তীর্ণ এ কবি মহাকাব্য, চতুর্দশপদী কবিতা, নাটক ও প্রহসনসহ বাংলা সাহিত্যের বিবিধ শাখায় তাঁর বহুমাত্রিকতার স্বাক্ষর রেখেছেন এবং সাহিত্যের গঠনশৈলীতে এনেছেন আধুনিকতার ছোঁয়া।  

আধুনিকতার যে ধারা মহাকবি বাংলা সাহিত্যে প্রবর্তন করেন, তা পরবর্তী কবি ও সাহিত্যিকদের পথনির্দেশনা হিসেবে কাজ করেছে অমিয় তেজ ও ঐশ্বর্যে। দীর্ঘ প্রবাসজীবন সত্ত্বেও মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ তাঁর সৃষ্টিকর্মে সহস্রধারায় উৎসারিত হয়েছে। আমি সকলকে আহ্বান জানাই যেন আমরা মহাকবির স্বদেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করতে পারি।

বাংলা সাহিত্যের আধুনিকতার আলোকবর্তিকা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্ম উৎসব উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও জেলা প্রশাসন, যশোর এর আয়োজনে কবির পুণ্য জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়িতে ৭ (সাত) দিনব্যাপী ‘মধুসূদন জন্ম উৎসব’ ও ‘মধুমেলা ২০২৫’ আয়োজনে গৃহীত উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

মহাকবির জন্ম উৎসবকে কেন্দ্র করে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। এ উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।  

#

আশরোফা/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১০০০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৪৫৬

গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ৯ মাঘ (২৩ জানুয়ারি):                 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“ঊনসত্তরের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বায়ান্নর ভাষা আন্দোলন, বাঙালির মুক্তিসনদ ৬ দফা, পরবর্তীকালে ১১ দফা ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।

১৯৬৯ সালের পুরো জানুয়ারি ছিল আন্দোলনে উত্তাল। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের সংকল্প নিয়ে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করেন। মিছিলে পুলিশের গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিক এবং মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীরসহ অনেকে শহিদ হন। অপশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে।

আজ, আমরা এই মহান দিনটির স্মরণে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের ফলে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারসহ সকলের দায়িত্ব হলো সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি।

আমি শহিদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করছি।”

#

আশরোফা/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১০০০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৪৫৫

গণ-অভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৯ মাঘ (২৩ জানুয়ারি):                                                              

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“আজ ২৪ জানুয়ারি, গণ-অভ্যুত্থান দিবস। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এক অনন্যসাধারণ দিন।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এক অবিস্মরণীয় অধ্যায়। ঊনসত্তরের ২৪ জানুয়ারি শাসকগোষ্ঠীর দমন-পীড়ন বন্ধ ও পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে কারফিউ ভঙ্গ করে রাজনীতিক-ছাত্র-শিক্ষক-জনতা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন ঢাকাস্থ নবকুমার ইনস্টিটিউশন স্কুলের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানসহ আরো অনেক সংগ্রামী প্রাণ। ১৯৬৯ সালের এই দিনে দেশের স্বাধিকার আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহিদ মতিউরসহ অন্যান্য শহিদের রক্ত বৃথা যায়নি। গণ-অভ্যুত্থানের পথ ধরে আমরা পেয়েছি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার। জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান যুগিয়েছে অমিত প্রেরণা। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আমি শহিদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বাংলাদেশ চিরজীবী হোক।”

#

রাহাত/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/সাঈদা/মানসুরা/২০২৫/১০০০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

 

2025-01-23-16-55-95f5f85eb4fb4e04769a08ed1458e8e2.docx