Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০১৮

তথ্যবিবরণী ১৬/০৭/২০১৮

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৭১
অবৈধ ডকইয়ার্ডকে আইনের আওতায় আনতে কমিটি গঠন
 
ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মৌজায় বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা ডকইয়ার্ডসমূহকে আইনের আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদারকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে ভূমি মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং ডকইয়ার্ডের মালিক প্রতিনিধি রয়েছে। কমিটি ডকইয়ার্ডের জমির মালিকরা পর্যালোচনা, স্থানান্তরের উপযুক্ত জায়গা দেখাসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করবে। 
 
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা ডকইয়ার্ডের মালিকদের সাথে বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, ডকইয়ার্ড মালিকদের পক্ষে গোলাম কিবরিয়া টিপু, সহিদুল ইসলাম ভূইয়া, মোঃ ইকবাল, মোঃ সাজ্জাদ হোসেন, শাহ আলম বাহাদুর, মোঃ নাসিরউদ্দিন, মোঃ আমানউল্লাহ ও মোঃ জুলফিকার উপস্থিত ছিলেন। 
 
সভায় সিদ্ধান্ত হয়, নদীর নাব্যতা ও প্রশস্ততা সংরক্ষণ এবং জাহাজ চলাচলে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে জন্য ডকইয়ার্ডের সামনে লঞ্চ বা জাহাজের পিছনে কোন লঞ্চ বা জাহাজ লাগিয়ে কাজ করা যাবে না।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮৪৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৯৭২
 
নির্বাচন মানে অপরাধী মুক্তির দর কষাকষি নয়
                                   --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন অপরাধী মুক্তির দর কষাকষির বিষয় না। অপরাধী মুক্তির বিষয়কে উছিলা করে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সেইসাথে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গি-পৃষ্ঠপোষক দলকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখতে হবে।’ 
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
হাসানুল হক ইনু প্রয়াত নেতা সৈয়দ জাফরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সৈয়দ জাফর সাজ্জাদ সংগ্রামী, সৎ ও নির্লোভ রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যকে জীবনের লক্ষ্য বেছে নিয়েই দল ও রাজনীতিকেন্দ্রিক জীবনযাপন করতেন।’ 
‘সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু মুক্তিযুদ্ধের প্রশ্নে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপসহীন ছিলেন বলেই তিনি বিএনপি-জামাত-যুদ্ধাপরাধীদের ক্ষমতার বাইরে রাখার রাজনৈতিক কৌশল প্রয়োগে অগ্রণী ভূমিকা পালন করেছেন’, বলেন তথ্যমন্ত্রী। 
জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় জাসদ ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট শাহ জিকরুল আহমেদ, সফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শ্রমিক জোট সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।
#
 
আকরাম/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৭০
 
বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে 
 
ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) :
 
বাংলাদেশ ও মরক্কোর মধ্যে সমুদ্রপথে সরাসরি বাণিজ্যিক জাহাজ (মার্চেন্ট শিপ) চলাচলের লক্ষ্যে দু’দেশ কাজ করছে। খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং মরক্কোর তানজেন মেড বন্দরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে। 
 
আজ বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সাথে তাঁর দপ্তরে বাংলাদেশ নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হুরোরোর সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। 
 
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। 
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ এবং মরক্কো দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর হামিদ মাচৌর এসময় উপস্থিত ছিলেন।
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা 
Todays handout (4).docx Todays handout (4).docx