Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী 20/4/2019

তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৯৯
 
শিশুদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
                                      -- ধর্ম প্রতিমন্ত্রী
 
কক্সবাজার, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
 
      ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিতে প্যাগোডাভিত্তিক প্রাকপ্রাথমিক শিক্ষাসহ অন্যান্য ধর্মের প্রাকপ্রাথমিক প্রকল্পসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করছে। সকল ধর্মের শিশুদের মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। 
      
প্রতিমন্ত্রী আজ কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন  মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত প্যাগোডাভিত্তিক প্রাকপ্রাথমিক  শিক্ষা প্রকল্প (২য় পর্যায়) এর ‘শিশুর বিকাশে প্যাগোডাভিত্তিক প্রাকপ্রাথমিক শিক্ষার  গুরুত্ব’ শীর্ষক  কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
          প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্ম নিরপেক্ষতার চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উন্নয়ন অভিযাত্রায় সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের এগিয়ে  আসতে হবে।
         
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  ড. মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, মোঃ আশেক উল্লাহ রফিক ও বাসন্তী চাকমা এবং প্রকল্প পরিচালক মোঃ সাখাওয়াত হোসাইন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর  বড়ুয়া (পিন্টু) বক্তৃতা করেন।
 
#
 
আনোয়ার/এনায়েত/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০১৯/২২৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৯৮
 
হাওরের মানুষের হতাশের কোনো কারণ নেই
                          -- এলজিআরডি মন্ত্রী
 
ধর্মপাশা (সুনামগঞ্জ), ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, হাওর অঞ্চলের দারিদ্র্য নিরসন, ফসল উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে যুগোপযোগী পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। তাই হতাশের কোনো কারণ নেই।
 
মন্ত্রী আজ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার উবদাখালী ও কায়েতকান্দা সোমেশ্বরী নদীর ওপর ৩২০ মিটার দীর্ঘ দুটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মধ্যনগর থানা চত্বরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আপনারা মধ্যনগরকে একটি উপজেলা হিসেবে দেখতে চান। এটি আপনাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। তাই মধ্যনগর উপজেলা করার জন্য যা যা করা প্রয়োজন সেসব যাবতীয় নিয়মকানুন প্রতিপালন করে আমার দপ্তর থেকে ফাইলটি সুপারিশ করে নিকারের মিটিংয়ের জন্য প্রেরণ করেছি। আশা করি নিকারের মিটিংয়ে এটি অনুমোদিত হলে মধ্যনগরকে উপজেলা করার দাবিটি আপনাদের পূরণ হয়ে যাবে। 
 
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল হুদা মুকুট, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ বক্তৃতা করেন।
 
এর আগে মন্ত্রী ধর্মপাশা উপজেলার স্থানীয় সরকারের অধীন সংস্থা ও দপ্তরসমূহের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 
 
#
 
হাসান/নাইচ/এনায়েত/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০১৯/২১৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৯৭
 
সিলেটের মুহতামিম শফিকুল হক আমকুনীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
 
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
 
সিলেটের সোবহানীঘাট জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামীম শফিকুল হক আমকুনীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। 
 
পররাষ্ট্রমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শায়খ শফিকুল হক আমকুনীর মৃত্যুতে জাতি একজন প্রখ্যাত আলেমকে হারিয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
#
 
তৌহিদুল/নাইচ/সঞ্জীব/সেলিম/২০১৯/২১৩০ ঘণ্টা  
 
 
তথ্যবিবরণী                                                                  নম্বর : ১৫৯৬
পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম
                                -- পর্যটন প্রতিমন্ত্রী
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। পর্যটন শিল্প বিকাশে গণমাধ্যম অন্যতম অনুষঙ্গ। দেশ এবং বিদেশে পর্যটনের প্রসারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পর্যটকরা যখন কোথাও ভ্রমণ করতে চায়, তখন তারা পর্যটন গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে মূলত গণমাধ্যম থেকে। বর্তমান বিশ্বে গণমাধ্যম একীভূতকরণের যুগে তথ্য ব্যবস্থাপনা অত্যন্ত সহজ। একটি পর্যটন গন্তব্যকে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এই সুযোগ কাজে লাগিয়ে প্রচারণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে পর্যটন গন্তব্য সম্পর্কে খবর নেয়। পর্যটন খাতের উন্নয়ন ও প্রসারে  তথ্য বিনিময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে সামাজিক গণমাধ্যম। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিজস্ব ওয়েবসাইট ও পেজ রয়েছে। আমরা পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট ও পেজগুলোকে আরো পর্যটকবান্ধব এবং তথ্যবহুল করতে চেষ্টা করছি।
প্রতিমন্ত্রী বলেন, ডড়ৎষফ ঞৎধাবষ ধহফ ঞড়ঁৎরংস ঈড়ঁহপরষ (ডঞঞঈ) এর ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে বাংলাদেশের জিডিপিতে পর্যটন ও ভ্রমণ খাতের অবদান ছিল ৮৫০ দশমিক ৭ বিলিয়ন টাকা। এটা মোট জিডিপির ৪ দশমিক ৩ শতাংশ। ২০২৮ সাল নাগাদ তা বাংলাদেশের মোট জিডিপির ৬ দশমিক ৮ শতাংশে উন্নীত হবে। ২০১৭ সালে ২৪ লাখ ৩২ হাজার কর্ম তৈরিতে সরাসরি সহায়তা করেছে পর্যটন ও ভ্রমণ শিল্প, যা মোট কর্মসংস্থানের ৩ দশমিক ৮ শতাংশ। ২০২৮ সালের মধ্যে তা ৪ দশমিক ২ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে আমাদের দেশের অনেক মানুষ প্রতিবেশী দেশগুলোতে ভ্রমণের উদ্দেশ্যে যাতায়াত করে উল্লেখ করে মাহবুব আলী বলেন, পর্যটনের জন্য প্রয়োজনীয় সকল সম্পদ ও সম্ভাবনা আমাদের  রয়েছে। এখন প্রয়োজন পর্যটন গন্তব্যগুলোকে সঠিকভাবে, সুন্দরভাবে আমাদের অভ্যন্তরীণ পর্যটক এবং বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা। এ ধরনের মেলার আয়োজনের মাধ্যমে আমাদের পর্যটন খাত বিদেশি পর্যটকদের আকর্ষণ করার পাশাপাশি আমাদের লাখ লাখ অভ্যন্তরীণ পর্যটককে দেশের ভেতরে পর্যটন গন্তব্য বেছে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অভ্ বাংলাদেশের সভাপতি তৌফিক উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাগমিক চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, আসাম ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভাস্কর গোখান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এবং টোয়াবের পরিচালক (ফেয়ার) তসলিম আমিন শোভন বক্তৃতা করেন।
#
তানভীর/নাইচ/রাহাত/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৫৯৫
 
জনগণের সাথে সহƒদয় আচরণ করুন
        ---তথ্যমন্ত্রী
 
চট্টগ্রাম, ৭ বৈশাখ (২০ এপ্রিল) : 
 
দলের নেতাকর্মীদের জনগণের সাথে সহƒদয় আচরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
 
মন্ত্রী আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
 
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। সেই জনগণ যেন কখনো কোনোভাবে বঞ্চিত না হয়, সেদিকে সজাগ থাকা দলের সকলের দায়িত্ব। এজন্য দলের নেতাকর্মীদেরকে আচরণে সদয় হতে হবে, তাদের কল্যাণে আন্তরিক থাকতে হবে।
 
মন্ত্রী এ সময় গত জাতীয় সংসদ নির্বাচনে আন্তরিকভাবে কাজের জন্য ও বর্ধিত সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান ।
 
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় আগামী দিনের কর্মপরিকল্পনার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন।
 
#
আকরাম/নাইচ/এনায়েত/মোশারফ/আব্বাস/২০১৯/২০৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৫৯৪
 
তারেক রহমানকে কারাভোগ করতেই হবে
          ---উপমন্ত্রী শামীম
  
শরীয়তপুর, ৭ বৈশাখ (২০ এপ্রিল) : 
 
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে যাবজ্জীবন কারাদ-ের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কারাভোগ করতেই হবে। যেহেতু তারেক রহমানের বিরুদ্ধে বিচারের রায় হয়েছে, সেহেতু দেশে ফিরিয়ে এনে সেই বিচারের রায় কার্যকর করাও সম্ভব হবেই। সে যেখানেই পালিয়ে থাকুক না কেন, একদিন না একদিন তাকে সাজাভোগ করতেই হবে।
 
আজ বিকালে শরীয়তপুরের নড়িয়ার বিঝারী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। 
 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার আল-মামুন সিকদার, তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির 
সহসম্পাদক জহির সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী বক্তৃতা করেন।
 
এর আগে কার্তিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে উপমন্ত্রী এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় বিদ্যালয়ের ৮৮ ব্যাচ ফাউন্ডেশনের আহ্বায়ক ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন শেখের নেতৃত্বে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ উপলক্ষে আয়োজিত বক্তৃতায় উপমন্ত্রী বলেন, বিএনপি এখন নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। তাদের মুখে শব্দবোমা ছাড়া আর কিছুই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর টেকসই সামাজিক উন্নয়ন ও অগ্রগতির নিশ্চিত করার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে এবং ১৬ কোটি মানুষের উন্নয়নে কাজ করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য।
 
#
নাসের/নাইচ/এনায়েত/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৫৯৩
 
ফিলিপাইন কর্নার পাঠকদের ফিলিপাইনের
সাহিত্য-সংস্কৃতি জানতে সহায়তা করবে
     ---সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) : 
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ফিলিপাইন কর্নার বাংলাদেশের পাঠকদের ফিলিপাইনের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সাথে এটি ফিলিপাইন ও বাংলাদেশ দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করবে। 
 
প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের রেফারেন্স কক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ফিলিপাইন কর্নার (ঋরষরঢ়রহরধহধ ঝবপঃরড়হ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে সরকার দেশের গণগ্রন্থাগারসমূহের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি লাইব্রেরি প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে গণগ্রন্থাগার অধিদপ্তর। তাছাড়া পাঠকদের অনলাইন সেবা প্রদান তথা ডিজিটাল লাইব্রেরি সিস্টেম প্রতিষ্ঠার জন্যও প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গণগ্রন্থাগারসমূহের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। 
 
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও টি বান্দিলো (ঠরপবহঃব ঠরাবহপরড় ঞ. ইধহফরষষড়)। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ হারুন পাশা।
 
#
ফয়সল/নাইচ/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০১৯/১৮৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৫৯২
 
ধরিত্রী বাঁচাতে আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে
             ---নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) : 
                                                              
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে হবে। দায়িত্ববোধ যদি জাগ্রত না হয়-তাহলে ধরিত্রীকে বাঁচাতে পারব কিনা সন্দেহ রয়েছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায়  জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সংগঠন ‘ধরিত্রী বাংলাদেশ’ এর ১৫ বছর পূর্তি উপলক্ষে “পৃথিবী আমার, দেশ আমার, সমাজ আমার, কাজও আমার’’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন যেভাবে বাংলাদেশকে দেখেছেন, চিনেছেন, সেভাবেই গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে সোনার বাংলা গড়ার জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বরং তাঁর আদর্শ, ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো বিকৃত করতে তৎকালীন সরকারগুলো বিষোদগার করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে দেশ অনেক আগেই সোনার বাংলায় পরিণত হতো।
খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন,  দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এবং তাঁর নেতৃত্বেই সোনার বাংলা নির্মাণ সম্ভব। তিনি বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব পৃথিবীর কোনো দেশে নেই। প্রধানমন্ত্রী অনেক প্রতিবন্ধকতা  মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সময় খুবই কম। এ সময় নষ্ট করা যাবে না। যদি আমরা এ সময়কে নষ্ট করে ফেলি, তবে আর কবে ঘুরে দাঁড়াব; সেটি সন্দেহের বিষয়।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের কাছে অর্থ বিত্ত চলে গিয়েছিল। সেখান থেকে উত্তরণের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ভাল থাকতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। সে ক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স  আরেফিন সিদ্দিক, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাওহীদা রশীদ।
#
জাহাঙ্গীর/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৭৪২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                           নম্বর : ১৫৯১ 
 
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাত উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
 
‘‘বাংলাদেশ এবং বিশ্বের সকল মুসলমানকে পবিত্র শবেবরাত উপলক্ষে আমি আন্তরিক  মোবারকবাদ জানাচ্ছি।
 
সৌভাগ্যের এই রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
 
পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।
 
আসুন, সকল প্রকার কুসংস্কার ও কূপম-ূকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের  চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
 
পবিত্র শবেবরাত আমাদের সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক।
 
মহান আল্লাহ্তায়ালা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।
 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’ 
 
#
 
ইমরুল/নাইচ/মোশারফ/সেলিম/২০১৯/১৭০৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৫৯০
 
পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ৭ বৈশাখ (২০ এপ্রিল) :  
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র শবেবরাত উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
 
‘‘পবিত্র শবেবরাত উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ। 
 
শবেবরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় পবিত্র রজনী। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্যের রজনী হিসেবে পালিত হয়। মানবজাতিকে  আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয় পবিত্র এই রজনী। নফল রোজার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের লক্ষ্যে মুসল্লিগণ সারারাত জেগে আল্লাহ্র 
ইবাদত-বন্দেগি করেন। পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহ্র দরবারে এ প্রার্থনা করি।
 
ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে সর্বশক্তিমান আল্লাহ্র দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যম-িত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমীন।
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
 
ইমরানুল/নাইচ/মোশারফ/আব্বাস/২০১৯/১৭০০ ঘণ্টা 
Todays handout (7).docx Todays handout (7).docx