তথ্যবিবরণী নম্বর: ২৯৪৪
পশু প্রবৃত্তিকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়
- ধর্ম উপদেষ্টা
ঢাকা, ২৬ ফাল্গুন (১১ মার্চ):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিয়াম সাধনায় উজ্জীবিত হয়ে পশু প্রবৃত্তিকে দমন করতে হবে। অন্যথায় মানুষ তার মর্যাদা হারিয়ে পশুতে পরিণত হবে। অন্তরকে পরিশুদ্ধ করতে পারলে পরিশুদ্ধ হবে পরিবার, সমাজ ও রাষ্ট্র।
আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, নারীরা হচ্ছেন মায়ের জাতি। তাদের প্রতি যারা অসম্মান করে তারা নরাধম।
ড. খালিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক যে নীল নকশা, ধর্ষণের ঘটনা তার বাস্তবায়ন মাত্র। সামনে ষড়যন্ত্রের কুশিলবরা নতুন এজেন্ডা নিয়ে মাঠে নামবে। এসময় তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৩৫, ১৩৬ ও ১৩৭তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
#
কামাল/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৯৪৩
স্বাস্থ্য উপদেষ্টার সাথে যুক্তরাজ্য থেকে আগত চক্ষু বিশেষজ্ঞদ্বয়ের সাক্ষাৎ
ঢাকা, ২৬ ফাল্গুন (১১ মার্চ):
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে যুক্তরাজ্য থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহি মুকিত এবং ডা. নিয়াজ ইসলাম সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের চক্ষু চিকিৎসকগণ যে সেবা দিয়েছেন তা সঠিক এবং বিশ্বমানের বলে উল্লেখ করেন। চক্ষু বিশেষজ্ঞগণ ৮-১১ মার্চ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেন। স্বাস্থ্য উপদেষ্টাকে তারা তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। এসময় চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহি মুকিত জানান, আন্দোলনে আহতদের যথাযথ মানসিক ট্রমার চিকিৎসার দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া অনেক রোগী পাঁচ মাসের বেশি সময় ধরে হাসপাতালে আছেন। এভাবে ইনস্টিটিউশনালাইজড হয়ে থাকা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, যাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।
এসময় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল বার্নিংহামের ডা. মোসলেহউদ্দিন ফরিদ এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. আবুল খায়ের উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞ চিকিৎকগণ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মোট ১১৫ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন এবং ২৩ জন রোগীর সার্জারি করেন।
#
শাহাদাত/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৯৪২
সৈয়দ সাদিকুর রহমানের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের শোক
ঢাকা, ২৬ ফাল্গুন (১১ মার্চ):
তথ্য সার্ভিসের অগ্রজ, প্রাক্তন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার সৈয়দ সাদিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মামুন অর রশিদ।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃদ্বয় বলেন, সৈয়দ সাদিকুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ন কর্মকর্তা ছিলেন। তথ্য সার্ভিসের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টিতে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যুতে এসোসিয়েশন একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালো; এ শূন্যতা দীর্ঘসময় অনুভূত হবে। মহাকালের পাতায় সৈয়দ সাদিকুর রহমানের অবদান সোনার হরফে লেখা থাকবে।
#
তুহিন/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৯৪১
নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২৬ ফাল্গুন (১১ মার্চ):
নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নেই; কারো করুণা নিয়ে বেঁচে থাকা যাবে না। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। নারী কর্মকর্তা-কর্মচারীরা অধিকার আদায়ে এগিয়ে আসলে তাদেরকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
আজ প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৫’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
নারী পুরুষের সমতার ক্ষেত্রে কর্ম ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, যে গতিতে কাজ হচ্ছে সে গতিতে চললে আগামী শতাব্দীতে নারী-পুরুষের সমতা হবে। কাজেই এ গতিতে চলা যাবে না। নারী দিবস থাকার ফলেই নারীরা তাদের মৌলিক দাবিগুলো উত্থাপন করতে পেরেছে, তাদের অধিকারের কথা বলতে পেরেছে।
জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, কিছু দিনের জন্য নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয় যে কোনো নারী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সে ব্যবস্থা করতে হবে। কিন্তু পূর্ববর্তী কোনো সরকার এ ধরনের ব্যবস্থা তৈরি করেনি, যা নারীদের জন্য দুঃখজনক।
উপদেষ্টা বলেন, দেশে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত কিছু ঘটনার মাধ্যমে একটি গোষ্ঠী সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করছে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতার নিন্দা করার ভাষা আমাদের জানা নেই।
ফরিদা আখতার বলেন, ফ্যাসিবাদে নারী-পুরুষ নাই-ফ্যাসিবাদ ফ্যাসিবাদই। বাংলাদেশে ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তির কারণে গড়ে উঠেনি বরং কাঠামোগত কারণে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আর এভাবেই একজন ব্যক্তি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছিল, যা খুবই দুঃখজনক।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. বেগম শামছুন নাহার আহম্মেদের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, পরিচালক প্রশাসন ডা. মোঃ বয়জার রহমান, বিসিএস লাইভস্টক একাডেমির সহকারী অধ্যাপক ডাঃ কাউসাইন মোবশ্বের, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার, উপপরিচালক ডা. শারমিন সামাদ। এতে স্বাগত বক্তৃতা করেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম।
#
মামুন/মেহেদী/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৫/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৯৪০
সাত বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার প্রদান
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত
ঢাকা, ২৬ ফাল্গুন ( ১১ মার্চ):
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে।
এ বছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।
এদিকে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে (মরণোত্তর) ২০০৩ সালে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার সুপ্রীম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, উক্ত রায়ে তাঁকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মুক্তিযুদ্ধে তাঁর অসাধারণ অবদান বিবেচনায় তাঁর স্বাধীনতা পুরস্কার বাতিলের উক্ত সিদ্ধান্ত সরকার রহিত করেছে।
#
খালেদ/তৌহিদ/শাহিদা/ফাতেমা/সাঈদা/মাসুম/২০২৫/ ১৫০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ২৯৩৯
এ বছরের ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ টাকা
ঢাকা, ২৬ ফাল্গুন (১১ মার্চ):
এ বছরের (১৪৪৬ হিজরি) ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয় যে, ইসলামী শরীয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা' বা ১ কেজি ৬শ' ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ (একশ দশ) টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা' বা ৩ কেজি ৩ শ' গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ (পাঁচশ ত্রিশ) টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা' বা ৩ কেজি ৩ শ' গ্রাম বা এর বাজার মূল্য ২,৩১০ (দুই হাজার তিনশ দশ) টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা' বা ৩ কেজি ৩শ' গ্রাম বা এর বাজার মূল্য ১,৯৮০ (এক হাজার নয়'শ আশি) টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা' বা ৩ কেজি ৩ শ' গ্রাম বা এর বাজার মূল্য ২,৮০৫ (দুই হাজার আটশ পাঁচ) টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।
মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। উল্লেখ্য, উপর্যুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও সাদাকাতুল ফিতরা আদায় হবে।
জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আবদুল মালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের গভর্ণর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ড. খলীলুর রহমান মাদানী, মাওলানা শাহ মোঃ নেছারুল হক, শায়খ যাকারিয়া (রা.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (মহাপরিচালক রুটিন দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মুহাম্মদ জালাল আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফাসসির ড. মাওলানা মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী, পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
#
কামাল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/মিতু/রমজান/মাসুম/২০২৫/১৪১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৬
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৬ ফাল্গুন (১১ মার্চ):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৈশাখী মিলনমেলা অনুষ্ঠান আগামী ১৯ এপ্রিল ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধুমাত্র জীবন সদস্যরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য duaa-bd.org ।
#
পিআইও/তৌহিদ/শাহিদা/সুবর্ণা/আসমা/২০২৫/১৫০০ ঘণ্টা