Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী 27/10/2017

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৫২

মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।

         উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৭৬ ট্রাকের মাধ্যমে ১৮১ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১৮ হাজার ১ শত ৬০ প্যাকেট শুকনো খাবার, ১৫ হাজার ৬ শত ৩৪ প্যাকেট শিশুখাদ্য, ৬ হাজার ২ শত ৫০ প্যাকেট রান্না করা খাবার, ২ হাজার ৪ শত ৪০ পিস পোশাক, ৮ হাজার পিস গৃহস্থালিসামগ্রী, ৩ শত ৫০ পিস স্যানিটেশন সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৫১

মিয়ানমার নাগরিকদের জন্য স্যানিটেশন
ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ চলছে

উখিয়া (কক্সবাজার), ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে নেয়া স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে নলকূপ বসানো ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের কাজ বাস্তবায়ন করছে।

এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে ২ হাজার ১ শত ৯০ টি নলকূপ এবং ৪ হাজার ৯ শত ২৫টি স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, এসব কেন্দ্রে ৩ হাজার নলকূপ ও ৫ হাজার স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হবে।

চৌদ্দটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তিন হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৭টি ভ্রাম্যমাণ ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে ১ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ১১টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে। ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে রিজার্ভারসমূহে সার্বক্ষণিক পানি সরবরাহ করা হচ্ছে। এসব রিজার্ভার থেকে মিয়ানমার নাগরিকরা টেপের মাধ্যমে খাবার পানি সংগ্রহ করছে।

পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজারে ১০ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং কেন্দ্রীয় ভা-ারে আরো ১২ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ইতোমধ্যে ৫১ ড্রাম ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে। ব্লিচিং পাউডার ছিটানো অব্যাহত আছে।

এগারটি আশ্রয়কেন্দ্রে মহিলাদের জন্য ৪ ইউনিটবিশিষ্ট প্রতি কেন্দ্রে ১০টি করে ১১০টি বা ৪৪০ ইউনিট গোসলখানা নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে ২৭৯ ইউনিট গোসলখানা নির্মাণ করা হয়েছে।

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৫০

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যাম্পে ১ হাজার ৩ জন পুরুষ ও ৫ শত ৯৪ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৯৭ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৭ শত ৮৭ জন পুরুষ ও ৬ শত ৫ জন নারী মিলে ১ হাজার ৩ শত ৯২ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ৯৬ জন পুরুষ ও ৫ শত ১৮ জন নারী মিলে ১ হাজার ১৪ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৯ শত ৭২ জন পুরুষ ও ৯ শত ৪০ জন নারী মিলে ১ হাজার ৯ শত ১২ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৭ শত ৮৫ জন পুরুষ ও ৪ শত ৯৬ জন নারী মিলে ১ হাজার ২ শত ৮১ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৯০ জন পুরুষ ও ৮ শত ৩৮ জন নারী মিলে ২ হাজার ২৮ জন, লেদা ক্যাম্পে ৩ শত ২৩ জন পুরুষ ও ২ শত ৮৮ জন নারী মিলে ৬ শত ১১ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৯ হাজার ৮ শত ৩৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩ লাখ ১৩ হাজার ১ শত ৫১ জনের নিবন্ধন করা হয়েছে।

    উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৫ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                               নম্বর : ২৮৪৯
 
শিশুদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে
---প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
 
নওগাঁ, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :
 
বর্তমান প্রজন্মের শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে সবকাজে দক্ষতার স্বাক্ষর রাখতে পারে। উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশের অবস্থান সূদৃঢ় করতে তাদের জ্ঞানী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ নওগাঁ জেলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট এসোসিয়েশন আয়োজিত জিলা স্কুল মাঠে ২০১৬ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন 
 
মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা  এর যতœ রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সকলকে উদ্বুদ্ধ করতে হবে  শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানুষ তৈরির স্থান। শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে হবে, আমাদের প্রত্যাশা ও প্রাপ্তিতে ব্যবধান হ্রাস করতে কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে ভবিষ্যতে দেশের নেতৃত্বদানকারী বর্তমান প্রজন্মের শিশুদের জন্য  জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে অঙ্গীকার করতে হবে ।
 
মঞ্জুর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক, সাধন চন্দ্র মজুমদার, হুইপ মোঃ শহীদুজ্জামান, নাজমুল হক প্রধান, মোঃ ছলিম তরফদার ও জেলা পরিষদ চেয়ারম্যান।
 
#
গিয়াস/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৯১৫ ঘণ্টা
 
 
 
 
 
 
 
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২৮৪৮
 
মাদরাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে
       ---শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা-২০১৭ এর চূড়ান্ত পর্ব আজ রাজধানীর বছিলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আরবি ভাষা ও ইসলামি জ্ঞান বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৮৪ জন প্রতিযোগী আজকের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। 
 
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আলেমদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের পথ সুগম হয়েছে। এর অধিভুক্ত ৫০টির বেশি মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। মাদরাসা শিক্ষার বিভিন্ন ধারার শিক্ষার্থীগণ এ সুযোগ গ্রহণ করে নিজেদের মান উন্নয়ন ও মেধার বিকাশ ঘটাতে পারবে। তিনি সকল তরিকার মাদরাসা আলেমদের এ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হয়ে জ্ঞানচর্চার ধারাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। 
 
শিক্ষামন্ত্রী আরো বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয় নতুন সুযোগ সৃষ্টি করেছে, এটা কাজে লাগিয়ে মাদরাসা শিক্ষার মানকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এজন্য মাদরাসা শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সরকারের আমলেই এক হাজার ৩৩৪টি মাদরাসায় ভবন নির্মাণ করা হয়েছে। আরো ২০০০ মাদরাসায় ভবন নির্মাণ করা হবে। কিছু মাদরাসাকে মডেল মাদরাসা করা হয়েছে।
 
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছিন বাংলাদেশের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী, প্রতিযোগিতার বিচারকগণ এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী মাদরাসাসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, জাতীয় পর্বে অংশগ্রহণকারী ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭১ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী। এর আগে প্রতিযোগিতায় সারা দেশ থেকে ফাজিল ও কামিল শ্রেণির এক হাজার ৫শ’ ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তিনজনকে পুরস্কৃত করা হবে।
 
#
আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৯০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮৪৭

তারুণ্যকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে
                            -- বিমান ও পর্যটন মন্ত্রী


ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তারুণ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এই তারুণ্যকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে পারলে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। অন্যদিকে তরুণরা হতে পারে বাংলাদেশের  ব্র্যান্ড এম্বাসেডর। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে নতুন আঙ্গিকে তুলে ধরা সম্ভব। এটা করতে পারলে বাংলাদেশ একটি পর্যটন ডেস্টিনেশনে পরিণত হবে। মন্ত্রী আজ সকালে রাজধানীর হাতিরঝিলে ‘ঢাকা চ্যালেঞ্জ ২০১৭’  ট্রায়াথলন ও ডুয়াথলন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    ট্রায়াথলন হলো একজন প্রতিযোগী যখন পর্যায়ক্রমে সাতার, সাইক্লিং ও দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। আর যখন একজন প্রতিযোগী প্রথমে সাইক্লিং ও পরে দৌড় প্রতিযোগিতা অংশ নেয় তখন সেটি ডুয়াথলন।

    সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান কবির, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান বক্তৃতা করেন।

#

মাহবুবুর/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮৪৬
 
স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর ২০১৭ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
 
ঢাকা, ১২ কার্তিক (২৭ অক্টোবর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা ২০১৬ ও স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর ২০১৭ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘ বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা ২০১৬ ও স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর-২০১৭ উদযাপন হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত।
আমরা স¦াস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাড়ে ১৮ হাজার কমিউনিটি কিøনিক ও ইউনিয়ন স¦াস্থ্যকেন্দ্র স্থাপন করেছি। সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র মানুষকে বিনামূল্যে ৩০ ধরনের ঔষধ দেওয়া হচ্ছে। ৬৪টি  জেলা হাসপাতাল ও ৪২১টি উপজেলা হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭১ বছর ৮ মাস হয়েছে।
বাংলাদেশেই এখন আধুনিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আমরা অনেক সংক্রামক রোগ থেকে দেশকে মুক্ত করেছি। ক্যান্সার চিকিৎসার উন্নয়নে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা আরও বেগবান করতে জাতীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের শয্যাসংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ৩০০ তে উন্নীত করা হয়েছে।
দেশে প্রথমবারের মত ক্যান্সার চিকিৎসার উন্নয়ন ও গবেষণায় বিদেশি চিকিৎসকদের সঙ্গে তথ্য বিনিময় সেবা চালু সম্ভব হয়েছে। স্তন ক্যান্সার প্রতিরোধে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি দেশব্যাপী ক্যান্সার নির্ণয়, চিকিৎসা, গবেষণা, প্রতিরোধ ও প্রতিকারসহ তামাক বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করায় সোসাইটিকে সাধুবাদ জানাই। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র এ সকল প্রচেষ্টার সফলতা কামনা করছি।
২৬তম বার্ষিক সাধারণ সভা-২০১৬ ও স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর-২০১৭ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
ইমরুল/সেলিম/আব্বাস/২০১৭/১৮০০ ঘণ্টা
Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon