Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুন ২০২৪

তথ্যবিবরণী ৮ জুন ২০২৪

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৫০৫০

 

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান বস্ত্র ও পাট মন্ত্রীর

 

ফরিদপুর, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

 

বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত নেতা তারেক রহমান হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। সেই টাকা দিয়ে সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নইলে সে কিভাবে এতো টাকা পায়। তার এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে।

 

আজ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছিলেন। তৎকালীন সময় আমরা বলেছিলাম আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর দুই কন্যাকে দেশে ফিরিয়ে আনতে হবে। না হলে আওয়ামী লীগ সুসংগঠিত হবে না। তিনি বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ হঠাৎ করে আলাদিনের চেরাগের মতো ক্ষমতায় আসেনি। অনেক আন্দোলন আর ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আজকে দলের অনেক নেতা দুঃসময় দেখেনি। তাদের সবাইকে দলের ইতিহাস জানতে হবে। দলের লক্ষ্য ও দর্শন জানতে হবে। কোনো নির্ধারিত ভাইয়ের নামে স্লোগান দিয়ে দলের ক্ষতি করা যাবে না।

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের নেতাকর্মীদের মনে রাখতে হবে- ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুরকন্যা ও জনগণের দল আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এই ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত দেশ থেকে শেষ হয়ে যায়নি। এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এজন্য দেশের তরুণ সমাজ ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। 

 

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি বক্তব্য অনুসরণ করতে হবে। তাঁর বক্তব্যে যে সকল নির্দেশনা রয়েছে- তা দলের সর্বস্তরের নেতাকর্মীদের মেনে চলতে হবে।

 

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ রাখা যাবে না। যে কোনো পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহদাব আকবর চৌধুরী লাবু এমপি, ঝর্ণা হাসান এমপি, সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জিসহ প্রমুখ।

#

মাহমুদুল/পাশা/মোশারফ/সেলিম/২০২৪/২১৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৫০৪৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

                           -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

বিরল (দিনাজপুর), ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি মৃত প্রায় ও ভূতুড়ে মন্ত্রণালয় ছিল। মাত্র ৫ বছরের ব্যবধানে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়টিকে জীবন্ত করে তুলেছেন। জনগণের সেবার জন্য এই মন্ত্রণালয়কে তিনি সদা প্রস্তুত রেখেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রকাশ ঘটেছে। শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে যাচ্ছে। তাঁর নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিভিন্ন দেশের নেতারা তাঁর কাছ থেকে দেশের উন্নয়নে করণীয় বিষয়ে দীক্ষা নিচ্ছেন। এটি আমাদের জন্য গৌরবের। এটি আমাদের জন্য উৎসাহের। এটি আমাদের জন্য অহংকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

 

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা ও দুস্থদের মধ্যে রিকশা বিতরণ শেষে সংক্ষিপ্ত এক সভায় একথা বলেন।

 

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সব সময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় তার একটি উজ্জ্বল উদাহরণ। জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা বর্তমান সরকারের মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামীতে এই সহায়তার পরিধি আরো বিস্তৃত হবে। দেশের একটি মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। আমরা ভাতের অধিকার, ভোটের অধিকার, বসতবাড়ির অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এতসব অর্জন একটি কুচক্রীমহল ভিন্নভাবে বিশ্লেষণ করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। বাংলার মাটিতে কুচুক্রীদের কোনো ঠাঁই নাই।

 

বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রমাকান্ত রায়, সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা সহকারী ভূমি কমিশনার, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৫৮ জন দুস্থ রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক বিতরণ এবং ৪ জন ভিক্ষুকের মধ্যে চার্জার ভ্যান বিতরণ করা হয়।

 

#

 

জাহাঙ্গীর/পাশা/মোশারফ/সেলিম/২০২৪/২১৪৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫০৪৮  

তাজউদ্দীন আহমদের জীবনী থেকে দেশপ্রেম শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে

                                            --মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে তরুণ লেখিকা নাসরিন জেবিনের রচিত ‘ছোটদের তাজউদ্দীন আহমদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই বইটি আমাদের শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, সততা, কমলতা এবং সহানুভূতি শিক্ষা জ্বালিয়ে তুলতে সহায়তা করবে। মূলত বইটিতে তাজউদ্দীন আহমেদকে সহজ সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যাতে করে শিশু-কিশোর ও তরুণেরা এই তেজদীপ্ত ও বুদ্ধিমান মানুষটি সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হয়।

প্রতিমন্ত্রী বলেন, তাজউদ্দীন আহমেদ ছিলেন একজন সৎ মানুষ এবং আদর্শ নেতা। ছোটবেলা থেকে তিনি নিজেকে তিলে তিলে এমনভাবে বড় করেছেন যেন যখন দেশের প্রয়োজন হবে তখন সর্বোচ্চ উজাড় করে দিতে পারা যায়। দেশের স্বার্থে তিনি কখনোই কোনো কিছুর সাথে আপোষ করেননি। প্রতিমন্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাজউদ্দীন আহমেদ বলতেন ‘ভালো নেতা হতে গেলে আগে ভালো মানুষ হতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, তাজউদ্দীন আহমদ কখনো নিজের প্রশংসা শুনতে পছন্দ করতেন না। তিনি আত্মসমালোচনায় বিশ্বাসী ছিলেন। নিজের সমালোচনা তিনি নিজেই করতেন। তিনি নিজেই নিজের প্রতিযোগী ছিলেন।

#

আলম/পাশা/সায়েম/মোশারফ/শামীম/২০২৪/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৫০৪৭

 

সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান গণপূর্তমন্ত্রীর

 

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৫ ফোরামের উদ্যোগে এসডিজি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

 

গণপূর্তমন্ত্রী বলেন, বর্তমানে নাগরিকদের মাঝে দেশপ্রেমের অভাব রয়েছে। যে অপরিসীম ত্যাগ ও রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি, সেই আত্মত্যাগ ও আদর্শের মহিমা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

 

মন্ত্রী বলেন, কাজ করতে গেলে বাধা আসতে পারে। কর্মকালীন আপনারা এক ধরনের পরিবেশে কাজ করেছেন। অবসর গ্রহণের পর কাজ করতে গেলে ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে, সকল বাধা অতিক্রম করে আপনারা কাজ করুন, আমি আপনাদের পাশে আছি।

 

রাজনীতিতে সরকারের সাবেক কর্মকর্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে উবায়দুল মোকতাদির বলেন, অবসর গ্রহণের পর আপনারা কাজ করতে চাচ্ছেন এজন্য আপনাদের ধন্যবাদ। কেউ নির্বাচন করতে চাইলে করতে পারেন, তাতে বাধা নেই। তবে সকল কাজে দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আদর্শ লালন করতেন। এই আদর্শ ছিলো বলেই তাঁর সকল রাজনৈতিক কর্মকাণ্ড জনসমর্থন পেয়েছিলো।

 

মন্ত্রী আরো বলেন জাতীয় পতাকার প্রাথমিক ডিজাইনে লাল বৃত্তের ভেতরে বাংলাদেশের মানচিত্র ছিলো। এটা এ কারণে করা হয়েছিলো যে মানচিত্রে বর্ণিত ভূখণ্ডে বসবাসকারী বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলাম, অন্যদের জন্য নয়। এই জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করেছেন।

 

বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৫ ফোরামের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আকতার হোসেন। কর্মশালায় এসডিজি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে আগ্রহী বিসিএস ১৯৮৪ ব্যাচের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

#

রেজাউল/পাশা/মোশারফ/সেলিম/২০২৪/২১২০ ঘণ্টা

 

 

Handout                                                                                                         Number: 5046

 

Bangladesh seeks ASEAN’s support to become its Sectoral Dialogue Partner

 

Hanoi (Vientiane), June 8: 

 

At the 31st  ASEAN Regional Forum (ARF) Senior Officials’ Meeting (SOM) held today in Vientiane, Lao People’s Democratic Republic, Md Rais Hasan Sarower,  Director General of the Ministry of Foreign Affairs called for strong support from ASEAN Member States for Bangladesh to become  Sectoral Dialogue Partner of ASEAN.

 

Highlighting the critical role of ASEAN in resolving the Rohingya crisis, Mr. Rais emphasized the need for stronger and more effective cooperation from ASEAN leaders and ARF Member States to ensure the safe, sustainable, and dignified return of forcibly displaced Myanmar nationals from their temporary shelter in Bangladesh to their homeland in Myanmar.

 

Drawing on the foreign policy dictum of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, "Friendship to all, malice towards none," Director General Rais reiterated Bangladesh’s commitment to and continued support for ARF activities aimed at promoting collective security, peace, and shared prosperity.

 

On the sidelines of the 31st ARF SOM, Mr. Rais held bilateral meetings with  Michelle Chan, Deputy Secretary of the Department of Foreign Affairs and Trade of Australia, and Ms Dato’ Astanah Abdul Aziz, Deputy Secretary-General of ASEAN and discussed issues of mutual interest.

 

The 31st ARF SOM was chaired by Thongphane Savanphet, Deputy Minister of Foreign Affairs of Lao PDR.  Senior officials at the level of Foreign Secretaries and Ambassadors from 27 ARF Member States participated in that meeting.

 

#

 

Pasha/Sayeam/Sanjib/Salim/2024/20.00 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর :  ৫০৪৫

 

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন

                                                                           -- শিল্পমন্ত্রী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর বাংলাদেশ রাষ্ট্রের বীজ বপন হয়েছিল মূলত সাংস্কৃতিক আন্দোলনের ওপর ভিত্তি করে। ’৫২ এর ভাষা আন্দোলন ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরবর্তীতে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন পর্যায়ক্রমিক দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটি পরিপূর্ণতা লাভ করে।

 

মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘প্রগতি নাট্যম’ আয়োজিত কৃতি কবি ও কথাকার এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান বাদল রচিত কাব্য, গল্প ও প্রবন্ধ-গ্রন্থের আলোকে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, আমরা সবাই একেকজন স্বভাব কবি। আমাদের চারপাশের নৈসর্গিক পরিবেশ, নদী, প্রকৃতি, পাহাড়, সমুদ্র প্রভৃতি আমাদের ভাবনা ও মানস জগতকে প্রভাবিত করে, সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে; জন্ম হয় নতুন নতুন কবি ও শিল্পী-সাহিত্যিকের।

 

শিল্পমন্ত্রী বলেন, কবি মনিরুজ্জামান বাদল ‍বঙ্গবন্ধু, ‍মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গ্রাম-বাংলা ও প্রকৃতি প্রেমের প্রসন্নতাকে ‍উপজীব্য করে সাহিত্যরূপ দান করেছেন। তিনি সরকারি চাকরির পাশাপাশি স্বকীয়তা বজায় রেখে সাহিত্যচর্চা করে যাচ্ছেন, সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সেজন্য তিনি নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। মন্ত্রী এসময় কবি মনিরুজ্জামান বাদলের সাহিত্যকর্ম ও সৃজনশীল প্রয়াসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি নাট্যম, ঢাকার প্রধান এবং নাট্যকার ও গবেষক ড. জাহারাবী রিপন। সেমিনার ও আলোচনা পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক রায়হান সিদ্দিক, নাট্যকার ও গবেষক ড. জাহারাবী রিপন, কথাসাহিত্যিক সালেহা সুলতানা এবং কবি ও সমালোচক আবু সাঈদ তুলু।

 

আলোচনা করেন দ্য ডেইলি অবজারভারের সম্পাদকীয় বিভাগের প্রধান শাহরিয়ার ফিরোজ এবং অয়ন প্রকাশনের প্রকাশক মিঠু কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণেন্দু সাহা।

 

অনুষ্ঠানে মনোজ্ঞ পুঁথিপাঠ, খণ্ডনাটক, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।

#

ফয়সল/পাশা/সায়েম/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ৫০৪৪

 

আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে

                                                                                      ---আইনমন্ত্রী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন) :    

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রের সকল অঙ্গ-প্রতিষ্ঠানকে সহযোগিতামূলক মনোভাব এবং ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও বিচারকর্মে স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আন্তরিক।

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুডিসিয়ারি অ্যাক্রোস দ্য বর্ডার্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

আনিসুল হক বলেন, দেশের জাতীয় অগ্রগতি ন্যায়বিচার, গণতন্ত্র এবং আইনের শাসননীতির ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত। এসব নীতির প্রতি বর্তমান সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বঙ্গবন্ধু প্রণীত সংবিধানের আলোকে আইনের শাসন প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।  ফলে বর্তমানে প্রায় সবক্ষেত্রেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিচারকরা স্বাধীনভাবে ও সততার সাথে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে।

বিচার বিভাগের কর্মপরিবেশ উন্নয়নে সরকারের অগ্রণী ভূমিকা পালনের কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, বিচারকদের কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা, বেতন-ভাতা, আবাসন এবং পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে। ফলে নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ দক্ষতার সাথে ও কার্যকরভাবে কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের ওপর ভিত্তি করে আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রা শুরু করেছি, যেখানে থাকবে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ। জনগণের জন্য ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার, আর্থ-সামাজিক অধিকার এবং সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করার জন্য স্মার্ট বিচার বিভাগ অপরিহার্য। স্মার্ট বিচার বিভাগ গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তির সমন্বয় এবং বিচার প্রক্রিয়ার আধুনিকায়নের মাধ্যমে আইনি ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, দক্ষতা এবং প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে শুধু বিচার প্রশাসনের উন্নতিই হবে না বরং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থাও জোরদার হবে।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম, ভুটানের হাইকোর্টের বিচারপতি লবজাং রিনজিন ইয়ারগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোঃ জাকির হোসেন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

                                                      #

 

রেজাউল/পাশা/সায়েম/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর :  ৫০৪৩

নবনির্বাচিত সভাপতি হিসেবে সিরডাপ প্রতিষ্ঠাতাদের স্বপ্নপূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব

                                                                    -- স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিরডাপ) এর প্রতিষ্ঠা হয়েছিল পল্লী উন্নয়ন ও দারিদ্র্যবিমোচন করা৷ বিভিন্ন গবেষণা এবং প্রশিক্ষণে মাধ্যমে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পল্লীর জনগণের আর্থিক উন্নয়ন এবং আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ৪৫ বছর পূর্বে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল৷ কিন্তু, আমার মনে হয়েছে, প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে খুব বেশি সফলতা অর্জন করতে পারেনি৷ সিরডাপ প্রতিষ্ঠাতাদের স্বপ্নপূরণে খুব বেশি অবদানও রাখতে পারেনি৷ তাই, নবনির্বাচিত সভাপতি হিসেবে সিরডাপ প্রতিষ্ঠাতা এবং পূর্বসূরিদের স্বপ্নপূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত স্থানীয় সরকার শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা শীর্ষক সেমিনারে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন।

গত ৪-৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সিরডাপের ২৪তম সভায় ১৫টি সদস্যরাষ্ট্রের সমর্থনে সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে পরবর্তী দুইবছরের জন্য সংস্থাটির গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত করা হয়৷ একইসাথে সহ-সভাপতি নির্বাচিত হন সদস্যরাষ্ট্র ফিজি’র পল্লী ও সমুদ্র উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সাকিয়াসি রাইসেভু দিতোকা এবং মহাপরিচালক নির্বাচিত হন সদস্যরাষ্ট্র ভারতের ড. পি চন্দ্র শেখর।

স্থানীয় সরকার শক্তিশালীকরণে চ্যালেঞ্জ এবং নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের বিকল্প নেই। স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ বিষয়ে কারও দ্বিমতের সুযোগ নেই। কিন্তু মতভেদটা হচ্ছে মূলত আইন সংশোধন নিয়ে৷ আইন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সংশোধন করা হয়৷ পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতেও তাই হয়েছে। সময়ের সাথে সঙ্গতিপূর্ণ রেখে আইন সংশোধন হচ্ছে৷ আর, মতপার্থক্য যা হচ্ছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

মন্ত্রী আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতামত প্রদানের অধিকার থাকবেই। এখানে যেমন ভালো কাজের প্রশংসা করার সুযোগ থাকে, মন্দ কাজের সমালোচনা করারও সুযোগ থাকে৷ মাঝে মাঝে আমার ভালো কাজেরও সমালোচনা করা হয়। এক্ষেত্রে এই সমালোচনা আমাকে আরো উদ্যোমী হতে সাহায্য করে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক ব্যবহারের সমালোচনা যেমন হয়েছিলো, প্রতীক ব্যবহার না করার ক্ষেত্রেও মতভেদ আছে৷ সময়ের সাথে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

সেমিনারে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগে জে (অবঃ) শাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক ড. আব্দুল আলীম৷ সেমিনারে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি এর চেয়ারম্যান একরামুল হক সায়েম।

#

পবন/পাশা/সায়েম/সঞ্জীব/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর :  ৫০৪২

 

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি-জামায়াত দিশাহারা

                                         -- শিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

            শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, একসময় যে দেশটির পরিচিতি ছিল বন্যা, খরা, দুর্ভিক্ষ আর হাড্ডি-কঙ্কালসার মানুষের দেশ হিসেবে, সেই দেশটিই এখন সমগ্র বিশ্বের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি-জামায়াত আজ দিশাহারা।

            আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

            শিক্ষা প্রতিমন্ত্রী ধনবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অকৃত্রিম ভালোবাসায় পরিপূর্ণ গণসংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে বলেন, গণমানুষের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রেখে ধনবাড়ীকে একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার মাধ্যমে তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান। মহান জাতীয় সংসদে দেশ ও জাতির কল্যাণে কথা বলার এবং শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

            শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণসহ দেশ ও জাতির কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ধারাবাহিকভাবে চার মেয়াদে সরকার পরিচালনার ফলে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি অসংখ্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব হয়েছে। বর্তমান বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকেও অনেক বলীয়ান। ঘূর্ণিঝড়, বন্যা, করোনা, বিশ্বমন্দার প্রভাব কোনটাই বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির চাকাকে গতিরোধ করতে পারেনি।

            শামসুন নাহার বলেন, বর্তমান সরকারের হাত ধরেই বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ এবং নিজস্ব অর্থায়নে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশকে আত্মসম্মান ও সক্ষমতার নতুন এক উচ্চতায় উন্নীত করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুতে রেল সংযোগ, পায়রা গভীর সমুদ্র্রবন্দর, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, রাজধানীতে মেট্রোরেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, দেশব্যাপী সাড়ে পাঁচ শতাধিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, ভূমিহীন ও গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর প্রদান, দেশে শতভাগ বিদ্যুতায়ন; প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ; দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগসহ জনকল্যাণকর বহু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে মর্যাদার আসনে উন্নীত করেছে। স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে এবং দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে।

            ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মীর ফারুক আহমাদ ফরিদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মনজুরুল ইসলাম তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বক্তৃতা করেন। এসময় টাঙ্গাইল জেলাসহ ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#

বাসার/পাশা/সায়েম/সঞ্জীব/সেলিম/২০২৪/১৮৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫০৪১

নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয়

                                                                                - ভূমিমন্ত্রী

ঢাকা, ২৫ জ্যৈষ্ঠ (৮ জুন):

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, জাতীয় আর্থিক বছরের সাথে সমন্বিত করে এখন থেকে ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল হবে প্রতি বছরের ১লা জুলাই থেকে ৩০শে জুন পর্যন্ত।

আজ রাজধানীর বিয়ামে ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন। এসময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে<

2024-06-09-04-25-38bc12164672400f4f9442c297da2124.docx 2024-06-09-04-25-38bc12164672400f4f9442c297da2124.docx