Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০১৫

তথ্যবিবরণী 15/8/15

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২২৮৬

বাংলাদেশ উপহাইকমিশন মুম্বাইয়ে জাতীয় শোক দিবস পালিত


মুম্বাই (ভারত),  আগস্ট ১৫ :

    জাতীয় শোক দিবস ২০১৫ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়।

    মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন এবং অর্ধনমিতকরণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির সূচনা করেন। মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স¦াগতিক দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ এবং উপহাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    আলোচনাসভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। উপহাইকমিশনার জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে জাতির জনকের জীবনাদর্শ এবং আমাদের স¦াধীনতা অর্জনের সকল সংগ্রামে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও অপরিসীম আত্মত্যাগের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। জাতীয় শোকদিবসে তিনি শোককে শক্তিতে রুপান্তরিত করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ ‘‘সোনার বাংলা’’ গড়তে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘‘রুপকল্প-২০২১’’ বাস্তবায়নের লক্ষ্যে দেশে ও প্রবাসে বসবাসরত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। শোক দিবসের এ স্মরণসভায় প্রবাসী বাংলাদেশিগণও আলোচনায় অংশ নেন।

    শোকসভার শেষ পর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ‘‘আমাদের বঙ্গবন্ধু (ইধহমধনধহফযঁ : ঙঁৎ এৎবধঃ খবধফবৎ)’’  প্রদর্শন করা হয়। 


#
রাশেদুজ্জামান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/২২২০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২২৮৫

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয়  শোক দিবস পালিত

কলকাতা (ভারত), ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) : 

    কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন যথাযোগ্য মর্যাদায় আজ জাতীয় শোক দিবস পালন করেছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কলকাতা উপহাইকমিশনে সকালে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে উপহাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উপহাইকমিশনার জকি আহাদ জাতীয়  শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। উপহাইকমিশনারের বক্তব্য  শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে  মোনাজাত করা হয়। এরপর উপহাইকমিশনের পক্ষ  থেকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ইসলামিয়া কলেজের (বর্তমান মওলানা আযাদ কলেজ)  বেকার  হোস্টেলে ‘বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষে’ স্থাপিত তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    জাতীয় শোক দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আগামী ১৭ আগস্ট, ২০১৫,  সোমবার বিকেল ৩টায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  কে পি বসু মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক এক  সেমিনারের আয়োজন করেছে।

#

মোফাকখারুল/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/২২০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২২৮৪

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস পালিত

লন্ডন,  আগস্ট ১৫ :

    লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসের শুরুতেই হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। দিবস উপলক্ষে ব্যাডেন-পাওয়েল হাউজ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত আলোচনাসভার প্রারম্ভে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোঃ আবদুল হান্নানের নেতৃত্বে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া শোকাবহ এদিনে ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    আলোচনাসভায় সাংবাদিক, লেখক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন। বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে তাঁর সুসম্পর্কই তা প্রমাণ করে। 

    আলোচনাসভায় হাইকমিশনার মোঃ আবদুল হান্নান সভাপতিত্ব করেন।

    যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ এবং সাবেক এমপি মাইকেল বার্নস আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনাসভায় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

    জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ২৩ পৃষ্ঠার একটি স্মরণিকা প্রকাশ করেছে।

#
নাদীম/আফরাজ/মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৫/২২০৫ ঘণ্টা   

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২২৮৩

বাংলাদেশ দূতাবাস তাসখন্দে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০১৫ পালন

তাসখন্দ (উজবেকিস্তান), ১৫ আগস্ট :

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস এলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল চ্যান্সেরি ভবনে পতাকা অর্ধনমিত করা, আলোচনাসভা, চলচ্চিত্র প্রদর্শনী ও পোস্টার প্রদর্শন।

    দিবসের শুরুতে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং জাতির পিতার সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইতিহাসের এ নির্মম হত্যাকা-ে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনান এবং কাউন্সেলর নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করেন।

    অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ও উজবেকিস্তানের শিল্পী, সাহিত্যিক ব্যক্তিত্বসহ অনেকে অংশগ্রহণ করেন। আলোচনাসভায় বক্তারা স্বাধীনতাবিরোধী কুচক্রীমহলের প্ররোচনায় ঘটা নৃশংস হত্যাকা-ের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে এসব কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র ছিল এবং ভবিষ্যতে সকলকে একসাথে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

    রাষ্ট্রদূত বলেন, বঙ্গন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করে এবং আমরা আমাদের কাক্সিক্ষত স্বাধীনতা লাভ করি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর প্রদত্ত ছয়দফা ছিল বাঙালি জাতির জন্য ম্যাগনা কার্টার সমতুল্য। তিনি বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে দেশবিদেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের শুভাকাক্সক্ষীদের প্রতি আত্মনিয়োগের আহ্বান জানান।

    আলোচনা সভাশেষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর নির্মিত প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সবশেষে রাষ্ট্রদূত চ্যান্সেরি ভবনে সপ্তাহব্যাপী পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন।

#

নৃপেন্দ/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                        নম্বর : ২২৮২
চাঁদ দেখা কমিটির বৈঠক
১৭ আগস্ট জিলকদ্ মাস শুরু

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

বাংলাদেশে আজ পবিত্র জিলকদ্ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৭ আগস্ট থেকে পবিত্র জিলকদ্ মাস গণনা শুরু হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মোঃ বাবুল হাসান সভায় সভাপতিত্ব করেন।  

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, ঢাকা জেলার এডিসি 
মোঃ জসিম উদ্দিন ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।  

#
আফরাজ/মিজান/আব্বাস/২০১৫/২০৩০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২২৮২
চাঁদ দেখা কমিটির বৈঠক
১৭ আগস্ট জিলকদ্ মাস শুরু

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

বাংলাদেশে আজ পবিত্র জিলকদ্ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৭ আগস্ট থেকে পবিত্র জিলকদ্ মাস গণনা শুরু হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মোঃ বাবুল হাসান সভায় সভাপতিত্ব করেন।  

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, ঢাকা জেলার এডিসি 
মোঃ জসিম উদ্দিন ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।  

#
আফরাজ/মিজান/আব্বাস/২০১৫/২০৩০ ঘণ্টা   

Handout                                                                                                    Number : 2281

 

Bangladesh High Commission in Colombo

observes the National Mourning Day

 

Colombo (Sri Lanka), 15 August :

 

            The National Mourning Day and 40th Death Anniversary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman was observed today by Bangladesh High Commission in Colombo in a befitting manner and with due solemnity. Members of expatriate Bangladesh community, officials and staff of the High Commission participated in a programme arranged at the Chancery premises of the High Commission.

 

            The programme included hoisting of national flag at half-mast, observance of one minute silence, recitation from the Holy Books, placing of floral wreath at the portrait of Bangabandhu, reading out messages of President, Prime Minister, Foreign Minister and State Minister for Foreign Affairs, open discussion, prayers/munajat and screening of a documentary film on Bangabandhu. The programme was rounded off with a lunch.

 

            The Embassy officials and expatriate Bangladeshis took part in the discussion on the life and philosophy of the Father of the Nation. The speakers highlighted the contribution of the great leader to Bangladesh’s independence. They condemned the barbaric act of assassination of the Father of the Nation along with his family members on 15 August 1975.  They prayed for salvation and eternal peace of the soul of Bangabandhu.

 

            The High Commissioner Tarik Ahsan, during his concluding remarks, paid rich tribute to the contribution of Bangabandhu to the achievement of independence of Bangladesh.  High Commissioner said that the killers wanted to erase the spirit of liberation war but ultimately did not succeed. He indicated that, through carrying forward the values, ideals and vision of Bangabandhu Sheikh Mujibur Rahman, the present day Bangladesh has achieved international acclaim for his contribution to areas of peace and development such as UN peacekeeping, innovation in social development, principled position on international issues, commitment to disarmament and non-proliferation and so on.

 

            On this occasion, the High Commission hosted a lunch for 70 orphans at an orphanage in Colombo. Additionally, arrangement was made for one complete recital of the Holy Quran which was dedicated for peace and forgiveness of the departed soul of  Bangabandhu.

 

#

Afraz/Sanjib/Salim/2015/2000 Hrs

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ২২৮০

ভারতের মোম জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির শুভযাত্রায় তথ্যসচিব 

কোলকাতা (ভারত), ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) : 

    কোলকাতায় ভারতের প্রথম এবং একমাত্র মোম জাদুঘর মাদার্স ওয়াক্স মিউজিয়াম (Mother’s Wax Museum) এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হয়েছে। 

    ভারত সফররত বাংলাদেশের তথ্য সচিব মরতুজা আহমদ আজ ১৫ আগস্ট পশ্চিমবঙ্গ আবাসন অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (West Bengal Housing Infrastructure Development Corporation Ltd-WBHIDCO) এর চেয়ারম্যান দেবাশীষ সেন এর আমন্ত্রণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির শুভযাত্রায় অংশগ্রহণ করেন। 

    ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট  বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি স্থাপিত হয়। 

    ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোলকাতার উত্তর-পূর্বাংশে সল্টলেকের কোলঘেঁষে যে নতুন শহর গড়ে তুলছেন, গত বছর অর্থাৎ ২০১৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত মাদার্স ওয়াক্স মিউজিয়াম তার একটি গর্বস্থল। 

    লন্ডনের মাদাম তুশোর জাদুঘরের আদলে গড়ে তোলা এ জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, পরমহংস দেব, মান্না দে, মিঠুন চক্রবর্তী, জগদীশ চন্দ্র বসু, কপিল দেব, সৌরভ গাঙ্গুলী, কিশোর কুমার, লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন ও দিয়াগো ম্যারাদোনার সাথে যুক্ত হলো বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। 

#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ২২৭৯

খুনি উৎপাদনের কারখানা ও রাজনীতির ‘বিষবৃক্ষ’ ধ্বংস করুন 
                                                      -- তথ্যমন্ত্রী
ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) : 
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে বাংলাদেশের পথে সচল ও নিরাপদ রাখতে খুনি-জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদনের কারখানা অচল করতে হবে। 
    তথ্যমন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    বক্তৃতার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারসহ এই দিনে ঘাতকদের হাতে শহিদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে সাম্প্রদায়িক খুনিচক্র পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশ, আমাদের মুক্তিচেতনা ও ইতিহাসকে হত্যা করতে চেয়েছিল।’
    ‘কিন্তু ঘাতকদের সেই ষড়যন্ত্র সফল হয়নি, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার বাংলাদেশের পথে ফিরে আসছে’ উল্লেখ করে একইসাথে সতর্কবাণীও উচ্চারণ করেন একাত্তরে দশ হাজার গেরিলা মুক্তিযোদ্ধার প্রশিক্ষক হাসানুল হক ইনু। 
    তথ্যমন্ত্রী বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমেই জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। 
    জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের শীর্ষনেতাদের মধ্যে নাজমুল হক প্রধান এমপি, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এ্যাড. হাবিবুর রহমান শওকত, যুবজোট সভাপতি রোকনুজ্জামান রোকন বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের ওপর আলোকপাত করেন।
    জাসদের মহানগর সমন্বয়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে শফিউদ্দিন মোল্লা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, ডা: মুশতাক আহমেদ, নুরুল আখতার, করিম শিকদার, মাইনুর রহমান, মুহিবুর রহমান মিহির এবং নাদের চৌধুরী বক্তব্য রাখেন।
    এর পরপরই জাতীয় প্রেসক্লাবে নবস্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এবং তারপর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
    এছাড়া তিনি বিএফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্র প্রযোজক-পরিচালক-শিল্পী সংগঠন আয়োজিত কাঙালিভোজ এবং নিজগৃহ দারুস-সালামে কাঙালিভোজ উদ্বোধন করেন এবং বাংলাদেশ টেলিভিশনে আয়োজিত শোক দিবসের মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।                                                             
#
আকরাম/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২২৭৮

বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে
                                 -- রাশেদ খান মেনন

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) : 

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

    মন্ত্রী আজ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবাষির্কী উপলক্ষে ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    রাশেদ খান মেনন বলেন, জাতির পিতাকে হত্যার মধ্যদিয়ে  গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করা হয়েছে। জাতির পিতার ঘাতকদের বিচার কার্যকর করার মধ্যদিয়ে কিছুটা হলেও এ কলঙ্ক লাঘব করা সম্ভব। তিনি বলেন, বঙ্গবন্ধু আপন আলোকে চারদিক আলোকিত করে গেছেন। তাঁকে হত্যার পর বাংলার সংস্কৃতি, বাংলার গৌরব, সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন উল্টো পথে চলতে শুরু হয়েছিল। 

    মন্ত্রী পরে মতিঝিল আইডিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আইডিয়াল কলেজ আয়োজিত আলোচনাসভায় যোগদান করেন।

    পরে মন্ত্রী বাংলাদেশ ব্যাংক কলোনি, কমলাপুর রেলস্টেশন, কমলাপুর আইসিডি, মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, শাহজাহানপুর আমতলা, শান্তিনগর বাজার এবং শহীদ কামরুল ইসলাম বিদ্যালয়, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।

#

শেফায়েত/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ২২৭৭

জাতীয় শোক দিবসের প্রত্যয়
দেশের ঘরে ঘরে দক্ষ কারিগর গড়ে তুলতে হবে

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) : 

    বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শের বাস্তবায়নে দেশের ঘরে ঘরে কারিগরি শিক্ষায় দক্ষ জনবল গড়ে তোলা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে আজ ভিন্ন দু’টি আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ প্রত্যয় ঘোষণা করেন।

    অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুর রহমান, শিক্ষা বোর্ডের সচিব ড. আবদুল হক তালুকদার এবং পরিদর্শক মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার সিকদার বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে ভালবাসতেন, মেহনতি মানুষের জীবনমানের পরিবর্তন চাইতেন এবং নিরক্ষরমুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাঁর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষণা করেছেন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাই পারে বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীর সে স্বপ্ন ও প্রত্যাশা পূরণ করতে। তারা বলেন, কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণ, মানসম্পন্নœ শিক্ষা নিশ্চিত করা, যুগোপযোগী বিশ্বমানের কারিকুলাম প্রণয়ন করাসহ নানামুখী ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন। বক্তারা শীঘ্রই এখাতে পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

#

সুবোধ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮৫০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২২৭৫

ইসলামাবাদে জাতীয় শোক দিবস পালিত
¬
ইসলামাবাদ, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট): 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে। 

সকালে চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহম্মদ ইকবাল হোসেন।

দিবসটি পালন উপলক্ষে এক আলোচনাসভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উল্লেখযোগ্য বিভিন্ন দিক তুলে ধরেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার জাতির পিতার স্মৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রত্যয় নিয়ে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স¦প্ন বাস্তবায়নের জন্য কাজ করতে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে হাইকমিশনের সকল কর্মকর্তা, কর্মচারী ও ইসলামাবাদে বাংলাদেশি নাগরিকগণ অংশ নেন।

আলোচনার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে চ্যান্সারি ভবন জাতীয় শোক দিবসের পোস্টারে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে যোগদানকারী সকলে কালো ব্যাজ পরিধান করেন।


#
আফরাজ/মোশারফ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭৫৯ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২২৭৬

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও  প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা নিবেদন
¬

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট): 

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। 
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। 

তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। 

এছাড়া স্পিকার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

#

মঞ্জুর/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৫৩ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৭৪

বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় জনপ্রশাসন সচিব
¬বঙ্গবন্ধুকে নতুন আঙ্গিকে ছড়িয়ে দিতে গবেষণার প্রয়োজন

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

    বঙ্গবন্ধু ছিলেন বাঙালির স্বপ্ন ও আশা-আকাক্সক্ষার প্রতীক। স্বাধীনতার পরপরই তিনি প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। কর্মকর্তাদের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বঙ্গবন্ধুর সে সকল কার্যক্রমই এখন ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
 
    আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী একথা বলেন।
 
    জনপ্রশাসন সচিব উল্লেখ করেন, স্বাধীনতার পরপরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন, প্রশাসনিক কাঠামোর  আমূল পরিবর্তন হওয়া দরকার। ইংরেজরা শাসন ও শোষণের জন্য প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিল। কিন্তু আমরা  স্বাধীন হয়েছি। এখন শাসক  হিসেবে নয়, এদেশের সেবক হিসেবে কাজ করতে হবে।
 
    সিনিয়র সচিব বলেন, বঙ্গবন্ধু এক মহাকাব্যিক চরিত্র। তিনি ছিলেন সাহস ও শক্তির প্রতীক। অহিংস আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন। ফলে ৭০ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাঁর দল বাংলাদেশ আওয়ামীলীগ। ড. চৌধুরী বঙ্গবন্ধুকে পৃথিবীর সকল জাতীয়তাবাদী নেতার সঙ্গে তুলনা করেন।

    এসময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে নতুন আঙ্গিকে ছড়িয়ে দেওয়ার জন্য তাঁকে নিয়ে গবেষণা করা উচিত। বঙ্গবন্ধু মৃত্যু পরবর্তীতে তাঁর বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। বাঙালির মনে স্থান করে নেয়ায় সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে এ অপপ্রচারের প্রতিবাদ হয়েছে। আজীবন তিনি সাহিত্য, সংস্কৃতি, কবিতা ও গানের মাধ্যমে বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।

    সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ স্মারক বক্তৃতা। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার সিনিয়র সচিব ও সচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#
তৌহিদুল/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭৪৫ ঘণ্টা     

Todays handout (8).doc Todays handout (8).doc