Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০১৮

তথ্যবিবরণী ১৫/১১/২০১৮

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১২৫

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) : 

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘গাজা’ (ইসিপি: ৯৯৫ এইচপিএ) আরো পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় ১০.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮১.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। 

ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৭৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৬০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ ভারতের তামিলনাড়ুর উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। 

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ (দুই) নম্বর, (পুনঃ) ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে না যাওয়ার জন্য বলা হয়েছে। 

#

তাসমীন/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/২১০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১২৪

তৃতীয় দিনে আয়কর সংগ্রহ ২৪৪ কোটি ৮২ লাখ টাকা 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) : 

সপ্তাহব্যাপী আয়কর মেলার তৃতীয় দিনে আজ দেশের ৮টি বিভাগ, ৫১টি জেলা এবং ১৮টি উপজেলাসহ মোট ৭৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার তৃতীয় দিন করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল আয়কর মেলা। সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে তরুণ করদাতা, নারী করদাতা, ই-ফাইলিং এবং ই-পেমেন্ট বুথে সম্মানিত করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
তৃতীয় দিন আয়কর সংগ্রহ হয়েছে ২৪৪ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ৮৩৩ টাকা। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।
আয়কর মেলার তৃতীয় দিন বাড়তি আকর্ষণ ছিলো শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান কর শিক্ষণ ফোরাম। ভবিষ্যৎ আয়কর দাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা তৈরির লক্ষ্যে এটি এনবিআরের একটি নতুন পদক্ষেপ। কর শিক্ষণ ফোরামের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও কর বিষয়ে ধারণা লাভের পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। কুইজে বিজয়ী প্রথম ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে প্রাইজবন্ড, সনদপত্র ও বই প্রদান করা হয়। এছাড়া বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে সনদপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও  জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়া, এনডিসি। 
#
মু’মেন/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১২৩

মাউশি’র মহাপরিচালকের স্মরণ সভায় শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) : 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের কল্যাণে এবং তাদের জীবনমান ও পেশাগত উন্নয়নে সরকার সব ধরনের সহায়তা প্রদান করছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর মরহুম মোঃ মাহাবুবুর রহমানের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান  অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

জনাব নাহিদ বলেন, এমপিও শিক্ষকদের  ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০ শতাংশ বৈশাখী ভাতা কার্যকর করার  বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আজ প্রজ্ঞাপন জারি করেছে। ২০১৮ সালের ১ জুলাই থেকে তারা এ সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পরিচালনা নীতিমালাও প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। শিক্ষামন্ত্রী এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। 

মন্ত্রী মরহুম মাহাবুবুর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, তিনি ছিলেন একজন আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর অভাব সহজে পূরণ হবে না। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

স্মরণসভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন¦য়ক মোঃ আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব  মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাউশি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মোঃ শামছুল হুদা এবং প্রয়াত মহাপরিচালকের সহকর্মীগণ তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

#
আফরাজুর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                       নম্বর :  ৩১২২ 

পোশাক শিল্পের মেলায় বাণিজ্যমন্ত্রী
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি হচ্ছে

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের তৈরিপোশাক শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে এখন একের পর এক আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে, ইতোমধ্যে ৭৫টি ফ্যাক্টরিকে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট দেয়া হয়েছে, আরো ২৮০টি ফ্যাক্টরি গ্রিন সার্টিফিকেটের জন্য আবেদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল বিশে^র মধ্যে ১০টি তৈরিপোশাক ফ্যাক্টরিকে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট প্রদান করেছে, এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ৭টি বাংলাদেশের তৈরিপোশাক কারখানা। এ শিল্পে দেশের প্রায় ৪০ লাখ মানুষ কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নগদ আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে এখন বেশি রপ্তানি হচ্ছে। 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় রেডকার্পেট-৩৬৫ লিমিটেড আয়োজিত আন্তর্জাতিক গার্মেন্ট এন্ড টেক্সটাইল মেশিনারি এক্সপো (ইওএঞঊঢ) শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিল্পখাতকে এগিয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের সহায়তার কারণে দেশের কাগজ ও সিমেন্ট শিল্প দাঁড়িয়ে গেছে। ১৯৯৬ সালে সরকার কাগজ উৎপাদনের কাঁচামাল ম- আমদানি শুল্কমুক্ত করে, ফিনিশড কাগজ আমদানির ওপর অধিকহারে শুল্ক আরোপের কারণে দেশ এখন কাগজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশের চাহিদা পূরণ করে এখন কাগজ বিদেশে রপ্তানি হচ্ছে। একইভাবে দেশের উন্নয়ন কাজে ব্যবহৃত সিমেন্ট আমদানিনির্ভর ছিল। সরকার একইভাবে সিমেন্ট উৎপাদনের কাঁচামাল আমদানির উপর শুল্কশূন্য করে ফিনিশড সিমেন্ট আমদানির ওপর অধিকহারে শুল্ক আরোপের ফলে বাংলাদেশ এখন সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এক সময় দেশে মাত্র ৯ লাখ মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হতো, ৫ বছরের মধ্যে দেশে সিমেন্ট উৎপাদন ৭০ লাখ মেট্রিক টনে বৃদ্ধি পায়। এখন দেশে ৩ কোটি মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা ৬ কোটি মেট্রিক টন। এক সময় দেশ কৃষির ওপর নির্ভরশীল ছিল। আজ জিডিপিতে কৃষির অবদান ১৫ ভাগ, শিল্পে ১৩ ভাগ এবং সেবা খাতে ৫৫ ভাগ। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে গ্রিসের অনারারি কনসাল জেনারেল এবং বিজিএমই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেএমই-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনসুর আহমেদ, বাংলাদেশ পেপার মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহা. আইয়ুব, ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নূরুল ইসলাম বক্তৃতা করেন।
প্রদর্শনীতে এশিয়া, ইউরোপ ও আমেরিকার ১২টি দেশের প্রতিষ্ঠান তৈরিপোশাকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ও টেকনোলজি প্রদর্শন করছে। আগামী ১৮ তারিখ পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ দশমিক ৩০ মিনিট থেকে রাত ৭ দশমিক ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।  
#
বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩১২১

ডিজিটাল কিডস এশিয়া প্যাসিফিক (ডিক্যাপ) কর্মশালায় শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের আইসিটি ব্যবহারের নীতিমালা প্রয়োজন

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাক্ষেত্রে আইসিটি’র ব্যবহার বাড়ছে। অতি অল্প সময়ের মধ্যে আইসিটি এবং ইন্টারনেটের ব্যবহার আরো অনেক বেড়ে যাবে। শিক্ষার্থীদের এ প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকতে হবে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা প্রয়োজন। 

শিক্ষামন্ত্রী আজ ঢাকায় জাতীয় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) অডিটোরিয়ামে ‘ডিজিটাল কিডস এশিয়া প্যাসিফিক’ (ডিক্যাপ) প্রকল্পের আওতায় একটি গবেষণার ফলাফল প্রকাশ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে এবং বাড়িতে কিভাবে আইসিটি ব্যবহার করবে এবং আইসিটি’র প্রতি শিশুদের মনোভাব, আচরণ, দক্ষতা এবং শিশুর শিক্ষার ক্ষেত্রে এর ব্যবহার কেমন হবে তার ওপর গবেষণার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করতে হবে। অনলাইন এবং ইন্টারনেট থেকে বিষয়বস্তু গ্রহণের ক্ষেত্রেও একটি পাঠ্যসূচি ও শিক্ষাক্রম প্রণয়ন করা প্রয়োজন।  
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মোঃ শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোঃ মনজুর হোসেন, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও রিপ্রেজেন্টেটিভ বিয়াট্রিস কালডুন (ইবধঃৎরপব কধষফঁহ) এবং মাউশি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান। 
কর্মশালায় ডিক্যাপ প্রকল্প সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন মাউশি’র সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান এবং ’ডিজিটাল কিডস এশিয়া প্যাসিফিক (ডিক্যাপ)’ গবেষণার ফলাফল বিষয়ে উপস্থাপনা করেন প্রফেসর সালমা আক্তার। উল্লেখ্য, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিজি এবং দক্ষিণ কোরিয়ার নবম গ্রেডের শিশুদের ওপর এ গবেষণা পরিচালিত হয়।
#
আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮১৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১২০  
 
নয়টি বিলে রাষ্ট্রপতির সম্মতি 
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২৩ তম (২০১৮ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত নয়টি বিলে ১৪ নভেম্বর সম্মতি জ্ঞাপন করেছেন। 
বিলসমূহ হলো- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল, ২০১৮; বাংলাদেশ লোক-প্রশাসন কেন্দ্র বিল, ২০১৮; বাংলাদেশ সংবাদ সংস্থা বিল, ২০১৮; বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিল, ২০১৮; বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল, ২০১৮; মৎস্য সঙ্গনিরোধ বিল, ২০১৮; বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮; কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বিল, ২০১৮ এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বিল, ২০১৮।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সূত্রে এসব তথ্য জানা যায়।
#
নুরুল/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১২১৮ ঘণ্টা 
  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩১১৯  
 
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা অভূতপূর্ব
                            -রাষ্ট্রদূত আবিদা ইসলাম
ঢাকা, ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর) :
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম, সাফল্য ও অগ্রগতি উপস্থাপনের লক্ষ্যে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ১০ নভেম্বর ‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রাঃ দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী নারীদের ভূমিকা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনার আয়োজন করে।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা অভূতপূর্ব। তিনি জাতীয় জীবনের সকলস্তরে নারীর ক্ষমতা অর্জনে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন প্রচেষ্টা ও তার ধারাবাহিক সাফল্যের কথা উল্লেখ করেন। যেহেতু জনসংখ্যার প্রায় অর্ধেক নারী সুতরাং তাদের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। 
সেমিনারে অংশগ্রহণকারীরা পরিবার তথা সমাজে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সম্পর্কিত  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাছাড়া নারীকর্মীদের কাজের সম্ভাবনা ও বিভিন্ন  চ্যালেঞ্জ, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তাদের শিক্ষার গুরুত্ব; জাতীয় ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে তাদের উন্নয়ন ও ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন । 
দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষিকাসহ অন্যান্য পেশাজীবীরাও এই সেমিনারে অংশগ্রহণ করেন।  
 
#
অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১২০১ ঘণ্টা 
  
 
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon