Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০১৫

তথ্যবিবরণী ২৭/৮/২০১৫

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৪২৮

পরিবেশ দূষণ রোধে সব দেশেরই  দায়িত্ব আছে
                            -- পরিবেশ ও বন মন্ত্রী

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
    পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা। দূষণরোধে উন্নত, স্বল্পোন্নত, উন্নয়নশীল প্রত্যেক দেশের দায়িত্ব আছে। তিনি আরো বলেন, আমাদেরকে আশা নিয়ে বাঁচতে হবে।  মনে রাখতে হবে পৃথিবী নামক গ্রহটির মানুষেরা নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বিলিয়ন বছর টিকে আছে।
      মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইনটেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (আইএনডিসি) অভ্ বাংলাদেশ’ শীর্ষক এক পরামর্শকসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামালউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
     পরিবেশ মন্ত্রী বলেন, দারিদ্র্য হচ্ছে সবচেয়ে বড় পরিবেশ দূষণকারী। পরিবেশ দূষণরোধকে বর্তমান সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এ সংক্রান্ত জাতীয় যে কমিটি রয়েছে প্রধানমন্ত্রী নিজেই সেই কমিটির প্রধান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকবিলায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পরিবেশ খাতে নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 
#
পাশা/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২৩২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৪২৭

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
    দশম জাতীয় সংসদের নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সদস্য মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান, মোঃ হাবিবর রহমান, এম আব্দুল লতিফ, 
মোঃ আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম এডভোকেট অংশগ্রহণ করেন।
    বৈঠকে পায়রাবন্দর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
    কমিটি পায়রাবন্দর উন্নয়নে নৌপরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি এবং পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মধ্যে বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করে।
    পায়রাবন্দর নির্মাণে চট্টগ্রাম ও মংলা বন্দরকে অনুসরণ না করে বিশ্বমানের বন্দরকে অনুসরণ করে গড়ে তোলার সুপারিশ করে কমিটি।    
     বৈঠকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মিজান/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২২২৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৪২৬
সিঙ্গাপুরে বিনিয়োগকারীদের প্রতি বাণিজ্যমন্ত্রী 
বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়া হবে

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট সামিটে কী-নোট বক্তৃতায়  বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রদানসহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদানের আশ^াস দিয়ে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করার কারণে অনেক দেশের বিনিয়োগকারীগণ বিনিয়োগে এগিয়ে আসছে। দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে জাপান, চীন এবং ভারতকে অর্থনৈতিক জোন গড়ে তুলতে জমি বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বেসরকারি পর্যায়ে চট্টগ্রামে পাঁচশত একর জমির উপর নির্মিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মধ্যে ২৫০ একর জমি কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। বাংলাদেশে যে কোনো বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।
    সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন ও মিডাস টাস এশিয়া ইনস্টিটিউট (এমটিএ)-এর যৌথ উদ্যোগে দ্য ফুলারটন হোটেলে এ সামিট অনুষ্ঠিত হয়।
    তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয়া হয়েছিল। সে সময় বাংলাদেশের মাত্র ২৫টি পণ্য পৃথিবীর ৬৮টি দেশে রপ্তানি করা হতো, মোট রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ৭২৯টি পণ্য পৃথিবীর  ১৯২টি দেশে রপ্তানি করছে। রপ্তানি আয় এখন ৩১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের জিডিপিতে সার্ভিস সেক্টরের অবদান শতকরা ৪৯ দশমিক ৫ ভাগ এবং শিল্পখাতে শতকরা ৩০ ভাগ এ উন্নীত হয়েছে। বাংলাদেশ সরকার ৬ষ্ঠ পঞ্চবাষির্কী পরিকল্পনা মোতাবেক রপ্তানিপণ্য সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। সরকার ইতোমধ্যে দেশের আইটি, চামড়া, ঔষধ, ফার্নিচার, জাহাজ নির্মাণকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। বিশ^বাজারে এ সকল পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশে এখন বিশ^মানের পণ্য উৎপাদিত হচ্ছে। 
    মন্ত্রী বলেন, মুন্সিগঞ্জ জেলার বাউশিয়ায় ৪৯২ একর জমির উপর ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ করা হচ্ছে। এতে পাঁচশতটি তৈরিপোশাক কারখানা থাকবে, এখানে আড়াই লাখ শ্রমিক কাজ করার সুযোগ পাবে। এখান থেকে ৪ বিলিয়ন ডলার মূল্যের তৈরিপোশাক রপ্তানি করা সম্ভব হবে।
                                                                                            
    মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরিপণ্য ইউরোপীয়ান ইউনিয়ন, কানাডা, অষ্ট্রেলিয়া, তুরষ্ক, সুইজারল্যান্ড, রাশিয়া, বেলারুশ, জাপান, নিউজিল্যান্ড, চিলি এবং নরওয়েতে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি রপ্তানির সুযোগ পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের জিডিপি গড় শতকরা ৬ ভাগের বেশি। দেশের রপ্তানি প্রবৃদ্ধি গত ১৫ বছরে গড়ে শতকরা ১২ দশমিক ৮৭ ভাগ। চলতি অর্থবছর রপ্তানির লক্ষ্যমাত্রা ৩৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি শতকরা ৭ দশমিক ৩৫ ভাগ নির্ধারণ করা হয়েছে। 
    সামিটের বাংলাদেশের প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হিং উইং (ঈযধহ ঐবহম ডরহম), সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান এবং মিডাস টাস এশিয়া ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক দাতো আনডে ওয়াং (উধঃড় অহফু ডড়হম) এবং প্যানেল ডিসকার্সন পর্বে এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের চেয়ারম্যান টিও সিয়ং সিং (ঞবড় ঝরড়হম ঝবহম), মালয়েশিয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ডিফেন্স স্টেট মিনিস্টার  ড. মোহাম্মদ মালিকি বিন ওসমান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীগণ বক্তব্য রাখেন। 
#

বকসী/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২২৩০ঘণ্টা

 


  
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৪২৫

২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ ও বিক্রি নিষিদ্ধ

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
      ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
    আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সমুদ্রে ইলিশ মাছ ধরা ও বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
    মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য মা ইলিশ সংরক্ষণ জরুরি। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ করলে মা ইলিশ নির্বিঘেœ ডিম ছাড়তে পারবে। তিনি বলেন, জেলেরা যাতে এ সময়ে মাছ না ধরতে যায় সেজন্য সরকার জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ বছর খাদ্য সহায়তা আরো বাড়ানো হবে।
    ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ, জলদস্যুতা নিয়ন্ত্রণ, অবৈধপথে ইলিশের পাচাররোধ এবং জেলেরা যাতে মশারিজাল, বেড়জাল, কারেন্টজাল এবং বেহেন্দিজালের ব্যবহার করতে না পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রী নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলাপ্রশাসন এবং মৎস্যবিভাগের কর্মকর্তাদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।
     মন্ত্রী মংলা বন্দর ১ নং বয়া থেকে পটুয়াখালির রাঙাবালি উপজেলার সোনারচর পয়েন্ট পর্যন্ত এবং বঙ্গোপসাগরের ৪ নং বয়া এলাকার সুন্দরবনসংলগ্ন সামুদ্রিক এলাকায় নিয়মিত টহল আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
    মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মাছের মোট চাহিদা ৪২ লাখ মেট্রিক টন, উৎপাদন হচ্ছে সাড়ে ৩৫ লাখ মেট্রিক টন। সরকারের বর্তমান মেয়াদে দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
    মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজা, অতিরিক্ত সচিব মোঃ আনিছুর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, নৌপুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    দেশে মোট মাছের উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১১ শতাংশ। একক প্রজাতি হিসেবে যা সর্বোচ্চ। জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ। ইলিশ আহরণে ৫ লাখ লোক সরাসরি এবং ২০-২৫ লাখ লোক পরোক্ষভাবে জড়িত বলে সভায় জানানো হয়।
#
আকতারুল/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪২৪
আন্তর্জাতিক সম্মেলনে স¦াস্থ্যমন্ত্রী
বাংলাদেশ স¦াস্থ্যের উন্নতমান অর্জনের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে 

নয়াদিল্লি (ভারত), আগস্ট ২৭ :
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মা ও শিশু মৃত্যু নির্মূলে এমডিজি পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ২০১৬-২০২১ মেয়াদি প্রকল্প কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন শুরু করেছে। এতে এমডিজি পরবর্তী সময়ের কর্মসূচি প্রণয়নে উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্টদের সহযোগিতা ও অংশীদারিত্বকে প্রাধান্য দেয়া হবে। অর্থনীতির অগ্রগতির সাথে সাথে বাংলাদেশ স¦াস্থ্যের উন্নতমান অর্জনের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
    মন্ত্রী আজ ভারতের নয়াদিল্লিতে ‘প্রতিরোধযোগ্য শিশু ও মাতৃমৃত্যু নির্মূলে বৈশ্বিক আহ্বান-২০১৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী দিনে বক্তৃতাকালে একথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির হোটেল তাজে  দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। 
    স্বাস্থ্যমন্ত্রী মা ও শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সদিচ্ছা ও দূরদর্শী নেতৃত্বের ফলে বেঁধে দেয়া সময়ের আগেই বাংলাদেশ এশিয়ার অধিকাংশ দেশকে পেছনে ফেলে শিশু মৃত্যুহারে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এর স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দিয়েছে। মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যমাত্রাও অর্জনের পথে বাংলাদেশ। বাংলাদেশ ইতোমধ্যে পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্য আজ সারাবিশ্বে প্রশংসিত। সর্বাধুনিক নিউমোক্কাল ও রোটা ভাইরাস ভ্যাকসিনসহ দেশে এখন শিশুদেরকে ৯টি ভ্যাকসিন দেয়া হচ্ছে। দেশের প্রায় শতভাগ শিশু টিকাদান কর্মসূচির কভারেজের আওতায় আছে।  
    মন্ত্রী বলেন, বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক কার্যক্রম আজ বিভিন্ন উন্নয়নশীল দেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত। জাতিসংঘ মহাসচিব, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, কমনওয়েলথ মহাসচিবসহ আন্তর্জাতিক নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাস্থ্যসেবার এ উদ্যোগকে অনুকরণীয় হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তার ফসল এ কমিউনিটি ক্লিনিকগুলোতে নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে, গ্রাম পর্যায়ের এ ক্লিনিকগুলোর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করছে। 
    স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, মাতৃস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ এবছরের মধ্যে ৩ হাজার মিডওয়াইফ নিয়োগ দিতে যাচ্ছে। এজন্য ৩ বছর মেয়াদি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্সও পরিচালিত হচ্ছে। সরকার এখন দেশের সব জেলা হাসপাতালে নবজাতক শিশুর জন্য বিশেষ আইসিইউ স্থাপনের উদ্যোগ নিচ্ছে। 
    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়, ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়, ইউএসএইড, ইউনিসেফ, বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন এবং টাটা ট্রাস্ট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি  নাড্ডাসহ এশিয়া ও আফ্রিকার ২৪ দেশের মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এ সম্মেলনে অংশ নিচ্ছেন।   
#
পরীক্ষিৎ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/২০৫০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪২৩

স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইনের খসড়া বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট গঠনের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন-২০১৫ প্রণয়ন হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভারতের নয়াদিল্লীতে শিশু ও মাতৃমৃত্যু নির্মূল সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদেরকে ট্রাস্ট গঠনের প্রয়োজনীয় আইন প্রণয়ন ও কাজ শুরুর  নির্দেশ দেন। 

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইনের খসড়া নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের সাবেক পরিচালক ডাঃ মাখদুমা নার্গিস, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক 
ডাঃ এহসানুল কবিরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

দেশের গ্রামাঞ্চলে বসবাসকারী প্রায় তিন-চতুর্থাংশ সুবিধাবঞ্চিত জনগণের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২২ আগস্ট জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার-২০১৫ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে টেকসই ও বেগবান করতে কয়েকটি নির্দেশনা প্রদান করেন, যা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করে। 

স্থানীয় জনসাধারণের মাঝে অংশীদারিত্বমূলক মনোভাব তৈরির লক্ষ্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তাঁদের পরামর্শ বা মতামতের ভিত্তিতে ট্রাস্টের তহবিল থেকে কমিউনিটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আর্থিক সাহায্য বা মঞ্জুরি প্রদান, কমিউনিটি ক্লিনিক মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যয়সহ বিদ্যুৎ বিল ও অন্যান্য যৌক্তিক ব্যয় নির্বাহের জন্য ট্রাস্টের তহবিল ব্যবহার করা, সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ মাতৃস্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল এবং সার্জিকেল রিকুইজিট সামগ্রী ক্রয়ের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা, বিশেষ ক্ষেত্রে অতি দরিদ্র রোগীর উন্নত চিকিৎসার জন্য উচ্চতর পর্যায়ে প্রেরণের ব্যয় নির্বাহ করা, কমিউনিটি ক্লিনিকের সাথে উপজেলা ও জেলা পর্যায়ের একটি কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে তহবিলের অর্থ ব্যবহার করার উদ্দেশ্যে এ ট্রাস্ট গঠিত হবে। 

সভায় কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন-২০১৫ এর কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনা বোর্ড গঠনসহ বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য সচিব এই আইনের খসড়া প্রণয়ন দ্রুত সম্পন্ন করে তা মন্ত্রিসভায় উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

#

পরীক্ষিৎ/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর :  ২৪২২
 
চিত্রশিল্পসহ সকল পেশায় নারীরা এগিয়ে যাচ্ছে
                                       -- স্পিকার

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অধ্যবসায় ও সাধনার মাধ্যমে চিত্রশিল্পসহ সকল পেশায় নারীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আলোকচিত্র শিল্পী নাঈমা পারভীনের শিল্পকর্ম দেখে আগামী দিনে চিত্রশিল্পসহ বিভিন্ন পেশায় বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীরা এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

স্পিকার আজ ঢাকায় ধানম-ির দৃক গ্যালারিতে আলোকচিত্র শিল্পী নাঈমা পারভীনের একক আলোকচিত্র প্রদর্শনী ‘মনছবি’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব আলী যাকের বক্তব্য রাখেন। 

স্পিকার বলেন, শিল্পী নাঈমা পারভীন তাঁর চিত্রপ্রদর্শনীর মাধ্যমে গ্রাম বাংলার অনন্য চিত্র তুলে ধরেছেন, যার মাঝে লুকিয়ে আছে প্রবাহমান জীবনধারার ছবি। এর মাধ্যমে শিল্পী তাঁর মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন। জীবনপ্রবাহের বিভিন্ন ঘটনাবলীর অভিনব অভিব্যক্তি ঘটেছে এ আলোকচিত্র প্রদর্শনীতে। 

#

মঞ্জুর/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২০২০ ঘণ্টা     
 

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪২১

শোক দিবসের আলোচনাসভায় শিল্পমন্ত্রী
সরকারের অর্জন যাতে ক্ষুণœ না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ও তার সরকারের অর্জন যাতে কোনোভাবেই ক্ষুণœ না হয় সে বিষয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন আদর্শের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। সমুদ্রসম্পদ ব্যবহার করে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আজ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে “মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক 
মোঃ সেলিম ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক মোঃ লুৎফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, জাতীয় শোক দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। 
 
#

জলিল/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৫/২২০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                              নম্বর :  ২৪২০

কাজী জাফর আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :

    বিশিষ্ট রাজনীতিক কাজী জাফর আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

মরহুম জাফর আহমেদের দীর্ঘ কর্মময় জীবনের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিক এবং জননেতাকে হারালো।’ 

    তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

রেলপথ মন্ত্রীর শোক


সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রেলপথমন্ত্রী 
মোঃ মুজিবুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রেলপথমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, কাজী জাফর আহমেদ ছিলেন কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কুমিল্লার আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর যথেষ্ট অবদান ছিল।

রেলপথমন্ত্রী মরহুম কাজী জাফর আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

আকরাম/শরিফুল/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা      
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৪১৯
পরিবেশ ও  বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
    দশম জাতীয় সংসদের পরিবেশ ও  বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহ্মুদ এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
    কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী, মোঃ ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। 
 বৈঠকে সুন্দরবনের বাঘের সংখ্যা নিরূপণ এবং গাজীপুর জেলাধীন বন বিভাগের আওতাভুক্ত জমির অবৈধ দখল সম্পর্কিত বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয়।
সুন্দরবনে বাঘ কমে যাওয়ায় কমিটি উদ্বেগ প্রকাশ করে সুন্দরবনে যে সকল ব্যক্তি অবৈধভাবে বন্যপ্রাণী, বাঘ ও হরিণ শিকারের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে কার্যকরী ভূমিকা পালনের সুপারিশ করা হয়। 
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সাথে যে সকল দুষ্কৃতকারী জড়িত তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি প্রদানের সুপারিশ করা হয় ।  
গাজীপুরের বঙ্গবন্ধু  সাফারি পার্ক,    কক্সবাজারের চকোরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কের বিভিন্ন অনিয়মের তদন্তকরণ এবং পার্কগুলোকে আরো আকর্ষণীয় ও উন্নয়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য গঠিত ২নং সাবকমিটির প্রতিবেদন বৈঠকে পেশ করা হয় এবং মূল কমিটি কর্তৃক সুপারিশসমূহ গৃহীত হয়। সাবকমিটির সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
          বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

এমাদুল/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৩৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৪১৮
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় ই-সেবা সিস্টেম কার্যক্রম চালু

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় ই-সেবা সিস্টেম (এনইএসএস) কার্যক্রম চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। 
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম গৃহীত পদক্ষেপসমূহের অন্যতম ন্যাশনাল ই-সার্ভিস সেবা ইতোমধ্যে দেশের ৭টি বিভাগীয় কমিশনারের কার্যালয়, ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়, ১৪টি মন্ত্রণালয় এবং কয়েকটি অধিদপ্তরে চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় ই-সেবা সিস্টেম চালু করা হয়েছে।
ই-সার্ভিস ব্যবহারের মাধ্যমে দপ্তরসমূহের আওতাধীন বিভিন্ন অনুবিভাগ, অধিশাখা ও শাখাসমূহে বা দপ্তরসমূহে কর্মরত পদসোপানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের মধ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথিসমূহের আদান-প্রদান, সিদ্ধান্ত প্রদান এবং নথি নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হবে।
জাতীয় ই-সেবা সিস্টেম ব্যবহারের মাধ্যমে যে কোনো সময়ে যে কোনো স্থান এমনকি বিদেশ থেকেও দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করা যাবে। তথ্যের ত্রুটিমুক্ত প্রবাহের মাধ্যমে কাজের গুণগত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা যাবে, জনগণের জন্য প্রদেয় সেবার গুণগত মানের উৎকর্ষসাধন ও সেবা প্রদান গতিশীল হবে।
#


শফিকুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

Handout                                                                                                         Number : 2417

 

Korean Ambassador pays farewell call on Foreign Minister

 

Dhaka, August 27 :

 

Ambassador of the Republic of Korea Lee Yun-young paid a farewell call on Foreign Minister Abul Hassan Mahmood Ali at his office today.

 

During the call on, the outgoing ambassador appraised the Foreign Minister about various ongoing projects run with the development assistance of Korea. The ambassador also briefed him regarding some initiatives on corporate social responsibility (CSR) undertaken by Korean companies in Bangladesh.

 

Foreign Minister Mahmood Ali expressed satisfaction as the Employment Permit System (EPS) introduced by Korea now provides opportunity for Bangladesh nationals to work in Korea and he hoped that Korea will increase the intake of Bangladesh workers in the near future. Mahmood Ali also expressed gratitude to the Korean Government for the Korean development assistance in key areas like human resources development of Bangladesh especially in technical and vocational training programs. He expressed hope that Korea would expand and increase its development assistance in the key areas of socio-economic development. The Foreign Minister requested the ambassador to encourage Korean investors to invest more in Bangladesh.

 

The Foreign Minister congratulated Ambassador Lee on successful completion of his tenure for more than three years in Dhaka and his sincere efforts in strengthening the bilateral, trade and economic cooperation between the two countries. The Minister wished him good health, happiness, long life and continued success in his new assignment.

 

#

 

Khaleda/Mizan/Nabi/Sanjib/Selim/2015/1930 Hrs

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৪১৬
কোরবানি ঈদে রাজধানীতে ৪৯৩টি পশু জবাই করার স্থান নির্ধারিত

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
আসন্ন কোরবানি ঈদে পশু জবাই করার জন্য রাজধানীতে ৪৯৩টি স্থান নির্ধারণ করা হয়েছে। 
আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন জায়গায় কোরবানির পশু জবাইকরণ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। 
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার্থে কোরবানি পশু জবাই, কাটা, চামড়া ছাড়ানো ও সাময়িক সংরক্ষণ একইস্থানে করতে হবে। পশু জবাইয়ের নির্ধারিত স্থানে ইমাম, কসাই ও পরিচ্ছন্নতা কর্মীসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সরকার সচিব সকলের সহযোগিতা কামনা করেন। 
সচিব বলেন, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীতে গবাদিপশু বিক্রির জন্য ১৬টি স্থান পশুহাট হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থান ব্যতীত রাস্তা বা কোনো উন্মুুক্ত স্থানে পশুহাট বসানো যাবে না। এর অন্যথা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
#

শহীদুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর :  ২৪১৫
 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
প্রতারণার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান

ঢাকা, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :

এক শ্রেণির প্রতারকচক্র বা প্রতিষ্ঠান প্রতারণা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে অর্থের বিনিময়ে চাকুরি  দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে থাকে। এ সকল প্রতারকের ব্যাপারে সতর্ক থাকতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ  থেকে আহ্বান জানানো হয়েছে। 

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। নিয়োগ সংক্রান্ত সরকারি বিধি ও নীতিমালা অনুসরণপূর্বক লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে উপজেলাওয়ারি শূন্যপদের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ হয়ে থাকে। এক্ষেত্রে অর্থের বিনিময়ে চাকুরি দেয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। 

প্রতারকদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ এবং তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের অবহিত করতে আহ্বান জানানো হয়েছে। 

     #

রবীন্দ্রনাথ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা     

 
তথ্যবিবরণী                          

Todays handout (14).doc Todays handout (14).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon