Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী 07/01/2016

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৬৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের
মাস্টার্স শেষ পর্র্বে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি

/
ঢাকা, ২৪ পৌষ (৭ জানুয়ারি) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্র্ব (নিয়মিত) কোর্সে ভর্তির আবেদন ফরম পূরণের সময় ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
    এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ. বফঁ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।


১০ জানুয়ারি ১ম বর্ষ ¯œাতক (পাস) ও ¯œাতক (সম্মান)
প্রফেশনাল কোর্সে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ

    জাতীয়  বিশ্ববিদ্যালয়ের  ২০১৫-২০১৬  শিক্ষাবর্ষে  ১ম  বর্ষ  ¯œাতক (পাস) ও ¯œাতক (সম্মান) প্রফেশনাল  কোর্সে ভর্তির  ১ম  মেধাতালিকা ১০ জানুয়ারি  প্রকাশ করা হবে।
    উক্ত ফল বিকাল ৪টা থেকে ¯œাতক (পাস) এর জন্য এসএমএস এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব>ধঃফম<ংঢ়ধপব>ৎড়ষষ হড় লিখে এবং ¯œাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের জন্য  হঁ<ংঢ়ধপব>ধঃযঢ়<ংঢ়ধপব>ৎড়ষষ হড় লিখে ১৬২২২ নম্বরে ংবহফ করে পাওয়া  যাবে এবং একইদিন রাত ৯টা থেকে িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  অথবা  ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।  
    বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং ওয়েবসাইটে দেয়া আছে।
#

ফয়জুল/মিজান/মোশাররফ/নবী/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৬৭

যমুনা নদীর উপর রেলওয়ে ব্রিজ নির্মাণে
জমি প্রদানের বিষয়ে সমঝোতা স¥ারক স¦াক্ষরিত

ঢাকা, ২৪ পৌষ (৭ জানুয়ারি) :
    যমুনা নদীর উপর দিয়ে একটি স্বতন্ত্র রেলওয়ে ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় জমি প্রদানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ঢাকায় বনানীর সেতুভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে এ সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসময় উপস্থিত ছিলেন।
    সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক
মো. আমজাদ হোসেন নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
    সভাশেষে সাংবাদিকদের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বোর্ডসভার সিদ্ধান্তসমূহ জানান।
    মন্ত্রী বলেন, যমুনা রিসোর্টের সুরক্ষার জন্য আপাতত তা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করা হচ্ছে। সেতু বিভাগ ও সেনাবাহিনী যৌথ পরিদর্শনের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করবে। বোর্ডসভায় ৫শ’ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ১২ দশমিক ৪৩ একর জমি ৩০ বছরের জন্য ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
    এছাড়া, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা ২০১০ অনুসারে কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি ৫শ’ টাকা হতে বৃদ্ধি করে ২ হাজার টাকা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
    পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডলারের বিনিময় হার ৬৯ টাকা থেকে ৭৮ টাকা হয়েছে। ২০১০ এ ডিপিপি করার সময় ডিটেইল ডিজাইন সমাপ্ত হয়নি। ২০১০ এর পর কন্ট্রাক্ট এওয়ার্ড করতে ৪ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। ৫শ’ একর অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হয়েছে। মাওয়া প্রান্তে ১ দশমিক ৩ কিলোমিটার অতিরিক্ত নদীশাসন কাজ করা হচ্ছে। উভয়প্রান্তে ফেরিঘাট স্থানান্তরের জন্য সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজ করা হচ্ছে।
#

ওয়ালিদ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৬৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৪ পৌষ (৭ জানুয়ারি) :
জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), শরীফ আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিগত ৮ম বৈঠক এবং ১১তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তুতকৃত দু’টি বিভাগের সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর প্রকাশনা এবং ১নং সাবকমিটি উপস্থাপিত  প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।    
বৈঠকে উল্লেখ করা হয়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬২ একর জমিতে সিলেট ইলেকট্রনিক্স সিটি প্রতিষ্ঠাকল্পে আইসিটি বিভাগ প্রকল্প গ্রহণ করেছে। উক্ত প্রকল্পে প্রায় ৭ কোটি টাকার কাজ সমাপ্ত হয়েছে  এবং ১৮০ কোটি টাকার উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন প্রক্রিয়াধীন। প্রকল্পটিতে ট্রেনিং সেন্টার, আইসিটি পার্ক ও পিপিপির মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেক্ট্র্রনিক প্রকল্প থাকবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর বাংলা এবং ইংরেজি ভাষায় পৃথকভাবে প্রকাশনা তৈরির বিষয়ে বৈঠকে সুপারিশ করা হয়।
কমিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে মনিটরিং এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, বিটিআরসি চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#


সাব্বির/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা

Handout                                                                                        Number : 65

 

Bangladesh concerns over nuclear tests of DPRK

 

Dhaka, January 7 :

Bangladesh expresses its concern at the recent nuclear tests carried out by the Democratic People’s Republic of Korea. This is in contravention to the UN Security Council Resolutions no. 1718, 1874, 2087 and 2094 and the non-proliferation regime. As a state party to the NPT and CTBT, Bangladesh is committed to nuclear non-proliferation and disarmament.

          Bangladesh urges the Democratic People’s Republic of Korea to refrain from any activity which can potentially escalate the situation and to reaffirm its commitment to the maintenance of peace and stability of the region and beyond.  

#

 

Mizan/Mosharraf/Rafiqul/Zoynul/2015/1830hours

 

Todays handout (1).doc Todays handout (1).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon