Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী 24/11/2017

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১৮৫

রাশিয়ান সৈন্যদের অবদান স্মরণীয় হয়ে থাকবে
            -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :  

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শেষে চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণে রাশিয়ার সৈন্যরা  জীবন দিয়ে যে অবদান রেখেছিল তা রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধুত্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজ রাজধানীতে  রাশিয়ার মহান অক্টোবর বিপ্লবের ১০০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বতর্মান রাশিয়া) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে  মুক্তিযুদ্ধের বিরুদ্ধশক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার ফলে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত হয়েছিল। তিনি আরো বলেন, রুশ বিপ্লবের মতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও মূল উদ্দেশ্য ছিল শোষণহীন সমাজ গঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা রাজনৈতিক মুক্তি পেয়েছিলাম,  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে শোষণহীন সমাজ গঠনের অনেক নিকটে রয়েছে বাংলাদেশ।

    বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক  আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, কবি রুবি রহমানসহ  বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

#

মারুফ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১৮৪

বিশিষ্ট সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক

ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :  

স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও  সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশিষ্ট সঙ্গীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ পৃথক পৃথক শোকবার্তায় মন্ত্রিগণ বলেন, বারী সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। অত্যন্ত জনপ্রিয় লোকগানের মাধ্যমে তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। লোকসংগীতের এই মহান সাধক বাঙালির মনে চিরদিন বেঁচে থাকবে।

মন্ত্রিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

#

জাকির/ওয়ালিদ/আকরাম/ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১৮৩

তরুণদরে  সৃজনশীলতা বকিাশে উপযুক্ত পরবিশে জরুরি                                                                                                                                                     -- বদ্যিুৎ প্রতমিন্ত্রী

ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :  

    বদ্যিুৎ জ্বালানি ও খনজি সম্পদ প্রতমিন্ত্রী নসরুল হামদি বলছেনে, তরুণদরে উদ্ভাবনী ও সৃজনশীলতা বকিাশে উপযুক্ত পরবিশে সৃজন করা জরুর।ি নজিদেরে প্রতি আত্মবশ্বিাস বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা আবশ্যক । যোগাযোগ দক্ষতা কিভাবে ফলপ্রসূ করা যায় তাতওে তরুণদরে সম্পৃক্ত করা প্রয়োজন।

    প্রতমিন্ত্রী আজ ঢাকায় বদ্যিুৎ ভবনে ‘সক্টের লডিারস  ওর্য়াকশপ ২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলনে। তনিি বলনে, সমস্যা আসতইে পার-েতা বুঝার আগইে সমাধান করাই ভালো নতেৃত্ব। বদ্যিুৎ ও জ্বালানি খাতরে আগাম সমস্যা, সম্ভাবনা, প্রযুক্তরি ব্যবহার, সাশ্রয়ী প্রযুক্ত,ি র্অথায়ন ইত্যাদি বষিয় এ র্কমশালায় উঠে আসব।ে এগুলো নয়িে আরো গবষেণা প্রয়োজন। বাংলাদশে এর্নাজি এন্ড পাওয়ার রসর্িাচ কাউন্সলি এ বষিয়ে আরো তৎপর হতে পার।ে
    
    বদ্যিুৎ সচবি ড. আহমদ কায়কাউসরে সভাপতত্বিে অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে প্রধানমন্ত্রীর র্কাযালয়রে এসডজিি বষিয়ক  মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ এবং জ্বালানি ও খনজি সম্পদ বভিাগরে সচবি নাজমিউদ্দনি চৌধুরী বক্তব্য রাখনে।

#

আসলাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩১৮২

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রীর সাথে আসাদুজ্জামান নূরের বৈঠক

খার্তুম (সুদান), ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :  
    
    সুদানের রাজধানী খার্তুমে ওআইসি’র দশম সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগদানকালে গত ২৩ নভেম্বর সন্ধ্যায় খার্তুমের একটি হোটেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সম্মেলনে আগত সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের সংবাদ মাধ্যম বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল আজিজ বিন সালামাহ-এর সাথে বৈঠক করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের সাথে সাথে সাংস্কৃতিক দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

    মন্ত্রী তাঁর বক্তব্যে সৌদি আরবকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে রোহিঙ্গা বিষয়ে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি বাংলাদেশে আয়োজিত বই মেলায় সৌদি আরবকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

    ড. আব্দুল আজিজ তাঁর বক্তব্যে রোহিঙ্গাদের আশ্রয় দানের জন্য বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান এবং একইসাথে মুসলিম উম্মাহ’র স্বার্থ সংরক্ষণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সৌদি উপমন্ত্রী আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ ও সৌদি আরব সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পরস্পর আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে।

    বৈঠকে বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উপদেষ্টা বেগম সুরাইয়া জাহান এবং বাংলাদেশ দূতাবাস রিয়াদের দ্বিতীয় সচিব মোঃ বশির উপস্থিত ছিলেন।

#

ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩১৮১
বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় হতে পারে
---শিল্পমন্ত্রী
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :
 
অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ গৃহীত উদ্যোগ ও কৌশল স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে ৭.২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে এলডিসিভুক্ত দেশগুলোর গড় জিডিপি প্রবৃদ্ধি শতকরা ৪.৭ ভাগ উল্লেখ করে তিনি ইস্তাম্বুল কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য শতকরা ৭ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সম্মিলিত প্রয়াস জোরদারের পরামর্শ দেন।  
 
অস্ট্রিয়া সফররত শিল্পমন্ত্রী গতকাল স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৭ম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে দু’দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলন উপলক্ষে উদ্বোধনী দিনে “বিশ্ব অংশীদারিত্ব সৃষ্টি : স্বল্পোন্নত দেশগুলোতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রসার” শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
 
জাতিসংঘ শিল্পউন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক লি ইয়ং (খও ণড়হম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, ল্যান্ডলক উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বকারী অফিসের (ইউএন-ওএইচআরএলএলএস উপমহাসচিব মিজ ফেকিটমোলোয়া কাটোয়া (ঋবশরঃধসড়বষড়ধ কধঃড়ধ), জাতিসংঘের ভিয়েতনাম অফিসের মহাপরিচালক ইউরি ফেডোভ (ণঁৎর ঋবফড়ঃড়া), অস্ট্রিলিয়ান ফেডারেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পিটার লোনস্কি (চবঃবৎ খধঁহংশু), ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর মহাপরিচালক সুলেইমান জে আল-হার্বিশ (ঝঁষবরসধহ ঔ অষ-ঐবৎনরংয) বক্তব্য রাখেন। 
 
শিল্পমন্ত্রী বলেন, এলডিসিভুক্ত দেশগুলোতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে বহুপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করা জরুরি। দেশগুলোর মধ্যে পারস্পরিক পণ্য ও সেবা আদান-প্রদান, উদ্ভাবন ও প্রযুক্তি হন্তান্তর এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিল্পখাতে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার শিল্পখাতে দুই অংকের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে সরকার দারিদ্র্যবিমোচন, টেকসই নগরায়ন, মান অবকাঠামোর আধুনিকায়ন, পরিবেশবান্ধব শিল্পায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি তুলে ধরেন। 
#
জলিল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৯০৫ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩১৮০
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এওয়ার্ড লাভ করায় শিক্ষামন্ত্রীকে অভ্যর্থনা
 
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও নেতৃত্বের জন্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এওয়ার্ড লাভ করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভ্যর্থনা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরসমূহ। এওয়ার্ড গ্রহণ শেষে আজ সকালে দেশে ফিরলে শিক্ষামন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর। তারা শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস ও চৌধুরী মুফাদ আহমেদ, কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা ও অশোক কুমার বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। 
এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কর্মকর্তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এ পুরস্কার আমার একার অর্জন নয়। সমগ্র শিক্ষা পরিবারের কাজের স্বীকৃতি। নারী শিক্ষায় অগ্রগতি, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ২০০৯ সাল থেকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, তা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য যে চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছেন, তার ফলেই এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, মানসম্মত শিক্ষা এখন সারা জগতের দায়িত্ব। এসডিজি অর্জনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষাক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি গ্রহণ করে কাজ করার অনেক সুযোগ রয়েছে। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পুরস্কার দেশের জন্য বিরাট অর্জন এবং দেশের জন্য সুনাম বয়ে এনেছে। শিক্ষা ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়েছে। এ অর্জন ভবিষ্যতে আন্তর্জাতিক পরিম-লে আমাদের অবস্থানকে শক্তিশালী করবে। এটা ভাল কাজ করার জন্য অনুপ্রাণিত করবে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী গতকাল ভারতের মুম্বাইয়ে তাজ হোটেলে ৬ষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসে এ পুরস্কার গ্রহণ করেন।
#
আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                নম্বর : ৩১৭৯
বাংলাদেশ নিপীড়িত মানুষের পাশে আছে 
                            ---মায়া চৌধুরী
 
সানলিউরফা (তুরস্ক), ১০ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীরবিক্রম এমপি, বলেছেন জন্মলগ্ন থেকেই বাংলাদেশ বিশ্বের নিপীড়িত মানুষের পাশে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধ্য না থাকা সত্ত্বেও মিয়ানমারের ১০ লাখ বাস্তচ্যুত নিপীড়িত রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। 
ত্রাণমন্ত্রী আজ তুরস্কের সানলিউরফা প্রদেশের গভর্নর আব্দুল্লাহ এরিন এর সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময়কালে এ কথা বলেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে ত্রাণমন্ত্রী রোহিঙ্গা বিষয় ও তুরস্কে আশ্রয়গ্রহণকৃত শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য তুরস্ক সফরে রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল মন্ত্রীর সাথে রয়েছেন।
মন্ত্রী পরে সানলিউরফা প্রদেশে অবস্থিত সিরিয়ান শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এখানে ৪টি ক্যাম্পে সিরিয়া থেকে আগত প্রায় ৮০ হাজার শরণার্থী রয়েছে। তিনি ক্যাম্পের খাদ্য ব্যবস্থাপনা, পানীয় জলের ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা সরজমিনে পরিদর্শন করেন। 
#
ওমর/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৩৮ ঘণ্টা
 
 
Todays handout (3).docx Todays handout (3).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon